নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক গুরু

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৬

আমি ছিলাম বাপে তাড়ানো মায়ে খেদানো
বস্তুবাদি কুয়ার ভিতরে আস্ফালন করা
একজন হনুমান আজাদ।

য়ুনিভার্সিটির টিচার হয়ে আমি
হয়ে গেলাম মহাবীর আলেকজান্ডারের মত
আমার বাক্যবানে জর্জরীত ভীত কাপুরুষ ছাত্রক রা
থরে থরে কেঁপে উঠত

অহংকারে ফুঁলে ফেঁপে ফুটবলের সমান একটা
কোলা ব্যাঙের মত আমি
ভাব নিয়ে চলতাম

কদবান বিবির দুইটা ঝুলন্ত পেঁপেঁর বর্ননায়
আমার ফুপন্যাস (ফালতু+উপন্যাস) থেকে
কাঁচা মাংসের গন্ধ বের হত

সেই কাঁচা মাংসের লোভে এদেশের
তরুন কিশোরদের আমার ফুপন্যাস গুলি পড়তে হত

কাঁচা মাংসের সাথে আমি
নাস্তিক্যবাদি পাদের গন্ধ মিশিয়ে দিতাম

অর্বাচীন তরুন কিশোর রা
কাঁচা মাংসের গন্ধে বিভোর হয়ে
নাক দিয়ে টেনে নিত নাস্তিকীয় দুষিত বায়ু।

এভাবে আমি হয়ে গেলাম
নাস্তিক গুরু,

আমার মৃত্যুর পর একদিন হয়তো আমি হয়ে যাব
শাহবাগী হনুমানদের দেবতা

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



নেতা তো হয়েই গেছেন!

ধন্যবাদ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: র্বাচিন তরুণ কিশোর রা ....................................
বেশ ভালো লাগলো

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: ভালো লাগেনি।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

কুকরা বলেছেন: জানতাম ভাল লাগবে না

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০

শাহিন-৯৯ বলেছেন: আজাদ উপন্যাস মানে মেয়েদের শরীরের নোংরা বর্ণনা।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪০

সাইন বোর্ড বলেছেন: এটা অভিশাপ না অাশীর্বাদ ?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

কাদা মাটি জল বলেছেন: ত্রিভুজ মার্কা ছাগুদের পোন্দায়া মজা ছিলো। এইসব কুকরা মার্কা ছাগু গুলা গুয়েরও অধম, পোন্দানোর চাইতে লাত্থাইতে ভালো লাগে।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

কুকরা বলেছেন:




বিষ্ঠার গন্ধ নাকে নিয়ে
সারা দুনিয়ার দিকে বিরক্তিতে
ভ্রু কুঁচকে তাকিয়ে থাকা
অস্থিরতায় ভোগা
প্যাথেটিক গালিবাজ
এক সমকামি নাস্তিক
কাদা মাটি জলহস্তিক

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হুমায়ুন আজাদ অহঙ্কারী ছিলেন, বিখ্যাত অনেককেই গণনায় ধরতেন না। এজন্য উনার প্রতি কিছুটা বিরক্তি বোধ করি।
উনার লেখা তেমন পড়া হয়নি। সাহিত্যজগৎ নিয়ে কিছু বলতে পারবো না। তবে উনার যে দিকটা ভালো লাগে কাউকে পরোয়া করতেন না তিনি, চাঁছাছোলা মন্তব্য করতেন। যা বিশ্বাস করতেন, তাই বলতেন।
কথা সেটা না, কথা হলোঃ উনার পেছনে লেগে ছাগশিশুর মতো ম্যা ম্যা করছেন কেন? উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নিঃসন্দেহে উনি আপনার চেয়ে উত্তম। পড়ালেখা করে নিজে কিছু মতবাদ দেওয়ার চেষ্টা করুন। হাউ কাউ করে পুরনো বুলি আওড়িয়ে পরিবেশ নষ্ট করবেন না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

কুকরা বলেছেন:



বিশ্ববিদ্যালয়ের তথাকথিত
এক বিদ্বান কিন্তু দুর্জনের দিকে
শ্রদ্ধায় আবেগে কাঁপা-কাঁপা
অনুভুতি নিয়ে তাকিয়ে থাকা
পরিবেশ সচেতন এক অনিকেত
বৈরাগী তূর্য্য
বাকি সবাইকে
করে তুচ্ছ

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২১

অদ্বিত বলেছেন: বস্তুবাদীরা কখনো কুয়ার ভিতর আস্ফালন করে না, সমুদ্রে করে। কুয়ার ভিতর আস্ফালন করা তোদের মত ধর্মবাদীদের কাজ। পারলে হুমায়ূন আজাদের পায়ের ধুলার সমান যোগ্য হয়ে দেখা। তুই পারবি ইউনিভার্সিটির টিচার হতে ? নাস্তিক্যবাদের গন্ধ ফুুলের মত, পাদের মত না। বরং ধর্মের গন্ধ হল পায়খানার মত, যেটা তোরা দিনরাত শুকিস। রাজাকারের ফাঁসি চাওয়া, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন শাহবাগীরা যদি হনুমান হয় তবে তোরা কি ? তোরা তো চাঁদে রাজাকারের মুখ দেখা বুদ্ধিহীন গরিলা। হনুমানের তো তাও বু্দ্ধি আছে। কিন্তু তোরা গরিলারা শুধু বুকে থাবড়া দিয়ে হাউকাউই করতে পারিস। যুক্তি দিতে পারিস না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

কুকরা বলেছেন:




হঠাৎ নাস্তিক
ত্যক্তিক বিরক্তিক
গালাগালিক
দাম্ভিক
তথাকথিত
বদগন্ধযুক্ত
কুযুক্তিক
অদ্বিত ব্লগিক

খিক খিক

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নাস্তিকদের নাস্তিক বললে অন্যদের এত জালা করে কেন ?

একজন মুসলিম যখন নাস্তিক হয় তখন তার বিদ্যা, বুদ্ধি, ধ্যান, ধরনা কোনকিছুই কাজে আসবেনা।(দুই জগতেই সে ধিক্কারের পাত্র)।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

পলাতক মুর্গ বলেছেন: কবিতার লড়াই, ভালই লাগছে

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪

জ্ঞান ক্ষুধা বলেছেন: ভাল......

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

জাহিদ হাসান বলেছেন: হুমায়ুন আজাদকে অপমান করার যোগ্যতা আপনার নেই। কাউকে অপমান করে কেউ বড় হতে পারে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০

কুকরা বলেছেন: নেন, আপনার গুরুর আকাম কুকামের রেকর্ড দেখেন

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

অদ্বিত বলেছেন: নাস্তিক হতে না পারলে মানবজন্ম ব্যর্থ। যতই পড়ালেখা করো, যত বড় বিশ্ববিদ্যালয়েই পড়ো, যতগুলো পিএইচডি ডিগ্রীই থাকুক না কেন; ঈশ্বরে বিশ্বাস করলে তুমি নিজেকে মূর্খ হিসেবেই প্রমাণ করবে। আর প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তুমি মহাজ্ঞানী ( আরজ আলী মাতুব্বরের মত ) যদি তুমি নাস্তিক হও।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

কুকরা বলেছেন: নাস্তিক বলে কিক !
কত বড় বেকুবিক
পাগলিক প্রলাপিক
গাছে ধরে ছাগলিক?

খিক খিক

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

মরুসিংহ বলেছেন: যারা হুমায়ুন অজাতের ভক্ত ওরা কি এই অজাতের বইগুলো তাদের মা, বোন, মেয়ে অথবা বউয়ের সামনে রিডিং পড়ে শোনাতে পারবে? আপনি হুমায়ুন অজাত নিয়ে কিছু বললেন আর ওমনি কিছু হাগুর দিলে কষ্ট লাগলো। এরাই হচ্ছে নষ্টবীজ। এদেরকে চিনে রাখুন। কাজে দিবে।

১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নাস্তিক গুরু + অশ্লীলতার সম্রাট...

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: এটা কবিতা নাকি ছাগলের ম্যা ম্যা! বেশ তো, তাহলে এবার লম্পট সাইদী কে নিয়ে দুলাইন লিখুন, দেখি কত্ত বড় সৎ সাহস আপনার আছে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.