নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

অল্প বয়সে বিয়ে হলে অনেক অসুবিধা (!)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

কিন্তু সুবিধা কি ?

অল্প বয়সে বিয়ে হলে নানান অসুবিধা হয় বলে প্রচার করা হচ্ছে। কিন্তু অল্প বয়সে বিয়ে হলে যে অনেক সুবিধা হয়, সেটার ফিরিস্তি কিন্তু প্রচার করা হয় না।

যেমন ধরুন- একটা ছেলে ও একটা মেয়ের অল্প বয়সে বিয়ে হলো। এতে তাদের সন্তানটি তাদের বাবা-মাকে অনেক সময় কাছে পায়। কিন্তু বেশি বয়সে বিয়ে হলে- ছেলে-মেয়ে অনেক সময় বাবা-মাকে বেশি সময় কাছে পায় না।

আমরা যে প্রজন্ম থেকে এসেছি, সেখানে আমরা বাবা-মাকে পেয়েছি, দাদা-দাদি, নানা-নানীকে পেয়েছি এবং অনেক ক্ষেত্রে দাদা-দাদী বা নানা-নানীর বাবা-মাকে পর্যন্ত দেখেছি।

কিন্তু এখন বাল্যবিবাহ বন্ধ করে নতুন সিস্টেমে যে প্রজন্ম আসবে তারা কিন্তু বাবা-মাকেই কম সময় পাবে, উপরে তো অনেক পরের বিষয়।

সামাজিক নিরাপত্তার জন্য দরকার টাকা-পয়সা বা আর্থিক সংস্থান। একজন বাবা চাকুরীতে থাকা অবস্থায় তার সন্তান যদি চাকুরীতে ঢুকে যায়, তখন ঐ পরিবারের সামাজিক নিরাপত্তা অধিক শক্তিশালী হয়। কিন্তু বেশি বয়সে সন্তান নিলে বাবা বৃদ্ধ বা অসুস্থ হয়ে যায়, কিন্তু সন্তান তখনও ছাত্র। এ ধরনের বিষয়গুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে বিঘ্নিত করে।

আমরা দেখছি, বিয়ে বন্ধ করে ম্যাজিস্ট্রেট বলছে- “বিয়ে করবে না প্রেম করবে”। তার যুক্তি মতে, বিয়েতে যদি শারীরিক কুমারিত্ব শেষ হয়, তবে প্রেমের মাধ্যমে মানসিক কুমারিত্বের অবসান ঘটে। একটা মেয়ে ১২ বছর বয়সে প্রেম-ভালোবাসা শুরু করে, বিয়ে হয় ২৫ এ। মাঝে সময় তার বার বার মন দেয়া-নেয়া চলে। ফলে ১২ থেকে ২৫-এ যেতে সে বহুবার মনের দেয়া-নেয়া করে। ২৫শে বিয়ে করে স্বামীর সাথে মনের মিলন করবে কিভাবে, সেই মন তো সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে অনেক আগে। বিয়ে হচ্ছে পরিণত প্রেম-ভালোবাসার যায়গা। কিন্তু একটি মেয়েকে ক্ষণস্থায়ী প্রেম-ভালোবাসা করার সুযোগ দেয়া হচ্ছে, কিন্তু পার্মানেন্ট প্রেম-ভালোবাসার অবস্থানটা নষ্ট করে দেয়া হচ্ছে। এতে ঐ ছেলে বা মেয়েটিকে সংসারের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত করা হচ্ছে।

সম্রাজ্যবাদীরা বাংলাদেশের বাল্যাবিবাহ বন্ধ করতে বলে। এই বাল্যবিবাহ বন্ধ করার যতগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম- “কম বয়সে বিয়ে হলে বেশি সন্তান হবে।” আজকাল অনেকেই বলে, “বেশি সন্তান হলে এতগুলো ছেলে-মেয়ে মানুষ করতে পারা যায় না।” কিন্তু আমাদের দাদী-নানীরা ঠিকই ১০-১২টা সন্তান মানুষ করেছে, কেউ নষ্ট হয়নি।

আজকাল বাবা-মা বৃদ্ধ হলে বৃদ্ধনিবাসের কথা উঠে। এটা কাদের জন্য ? সেই সব ফ্যামিলির জন্য তাদের সন্তানের সংখ্যা কম। এক-দুই জন ছেলে মেয়ে হলে কারো না কারো সমস্যা থাকতেই পারে, কিন্তু সন্তানের সংখ্যা যদি ৫-৬টা হয়, তখন ? কেউ না কেউ অবশ্যই বাবা-মাকে দেখে।

সত্যিই বলতে, বিয়ের বয়স, সন্তানের সংখ্যা এগুলোর সাথে সামাজিক ব্যবস্থার একটি ওত-প্রত সম্পর্ক আছে। আমরা এখন যে সামাজিক ভিত্তির উপর দাড়িয়ে আছি, সেটাতে বাল্যবিবাহও ছিলো, অধিক সন্তানও ছিলো। কিন্তু এখন যারা পশ্চিমা প্রেসক্রিপশনে বিয়ের বয়স বাড়িয়ে দিচ্ছে, সন্তানের সংখ্যা কমিয়ে দিচ্ছে, তারা কি পশ্চিমা সামাজিক বন্ধন বা অবস্থার দিকে তাকিয়েছে ? আমরা যে সামাজিক বন্ধন ও ব্যবস্থা লালন করছি, সেটা দেখে পশ্চিমারা হিংসা করে। ওরা কিন্তু আমাদের মত বাবা-মা-দাদা-দাদী-নানা-নানীরসহ ফ্যামিলির স্বাদ পায় না, আর ভবিষ্যতে পাবেও না। কিন্তু ওদের কথা শুনে আমরা আমাদের এতদিনের লালন করা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ওদের সমাজ ব্যবস্থা গ্রহণ করছি, এটা কি আদৌ ভালো করছি ? এখনও সময় আছে, ভেবে দেখুন।

কালেকটেড

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: আপনার লেখার সাথে সহমত হতে পারলাম না।
দয়া করে মানূষকে ভুল পথে নিবেন না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

কুকরা বলেছেন: কেন সহমত হতে পারলেন না, যুক্তি সহকারে বলুন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

মরুচারী বেদুঈন বলেছেন: তবে খুব কম বয়সে বিয়ে করাও ঠিক না!
ছেলেদের উচিৎ ২৫ এর মধ্যে সন্তান নেওয়া।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

কুকরা বলেছেন: খুব কম বয়সে ঠিক না - আমিও একমত। আবার সবসময় বয়সের অংকে বিয়ের বিষয়টা আটকে না দিয়ে আরো অনেক ফ্যাক্টর বিবেচনা করা উচিৎ। কারণ শরীর এবং মনের বিকাশ সবার একসমানে হয় না।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

মুচি বলেছেন: কিছু কথার সাথে সহমত পোষণ করলাম: বাবা-মাকে বেশি সময় পাওয়া এবং বেশি আত্মীয়-স্বজন দেখা, কিংবা বাবার চাকুরিকালীন সন্তানের চাকুরি প্রাপ্তি।
কিন্তু বাকি কথাগুলো মেনে নিতে পারলাম না: মানুষের ভারে নিষ্পেষিত এ জাতি ও দেশকে আর কত বোঝা চাপাতে চান। বাল্যবিবাহের কথা বলছেন, কিন্তু এতে লাভের গুড়টা পিপড়াই খেয়ে ফেলবে। আর এখন এক-একটা বাচ্চা বড় করতেই আমাদের বাবা-মা'দের নাভিশ্বাস উঠছে, সেখানে ৫-৬ টা হলে তো তাদের রাস্তায় ভিক্ষা করতে হবে !!!
আমাদের বাবারা যে সমাজে বেড়ে উঠেছে, যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছে, তখন এত খরচ হত না। কিন্তু এখন স্কুলে পড়া একটা বাচ্চারই মোবাইল ফোন, পার্সোনাল কম্পিউটার লাগে। আরে ভাই এখন একবেলা ভাল খাবার বাইরে খেতে চাইলে ৫০০ টাকাও মাঝে মাঝে কম পড়ে যায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

কুকরা বলেছেন: মোবাইল ফোন এবং পার্সোনা কম্পিউটার লাগে বলেইতো বাচ্চাদের নৈতিক অবক্ষয় ঠেকানো কঠিন হয়ে যাচ্ছে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


একজন কেরানী ১০ ছেলেমেয়েসহ ঢাকা বাস করে, সবাইকে লেখাপড়া করাতে পারবেন? ঢাকায় দাদাদাদী, চাচাচাচী নিয়ে থাকা সম্ভব? সময়ের সাথে তাল মিলাতে হবে!

১৯৭২ সাল থেকে, কম বয়সেও বিয়ে চালু থাকলে, গড়ে্, বেশী ছেলেমেয়ে থাকলে, এখন বাংলাদেশের লোক সংখ্যা কত হতো?

আপনার নিকের সাথে ভাবনার ভালো মিল আছে, আপনি সুখী মানুষ!

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: মিয়া ভাই, আপনি বিয়া করছেননি, ক্যান? :)

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কুকরা বলেছেন: করি নাই বুঝলেন ক্যামনে?

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

চোরাবালি- বলেছেন: মানুষের সুখ এখন বাড়ী গাড়ীতে। কোন কিছুতেই সুখী না তারা।
আকাম কুকাম যা কর কোন সমস্যা নাই কিন্তু সমস্যা হল বিয়ে নিয়ে।
যার পরিবার পালতে পারবে তারা করবে এখানে সমস্যা কোথায় আমি দেখি না।
আমার বন্ধু ১৯৯৬এ বিয়ে করে তার মেয়ে এসএসসি পাশ করে ফেলেছেন আর আমার বাচ্চা টুতে পড়ে মাত্র।

মেয়ের বয়স ১৪ আর ছেলের ২০ করা উচিত।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

ওমেরা বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে আপনার প্রতিটা কথার সাথে একমত । কিন্ত বর্তমান সমাজে এগুলো বলতে গেলে শুধু সমালোচনাই শুনতে হবে, আবার পিঠে কিলও পরতে পারে তবু কাউকে না কাউকে তো বলতেই হবে । ধন্যবাদ

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

কুকরা বলেছেন: ওয়েলকাম সিসটার, এখন বুঝলাম আপনার বিরুদ্ধে কিছু ব্লগার কেন অপপ্রচার চালায়।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাল্য বিবাহকে না বলুন,
বাল্য বিবাহে অনেক সমস্যায় পড়তে হয় বিশেষ করে বর্তমান সময়ে।
যেমনঃ মাধ্যমিক পর্যায়েই পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, গুরুতর স্বাস্থ্যগত সমস্যা, আগাম গর্ভধারণের ফলে যা মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে, স্বামী পরিত্যক্ত হওয়া এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হাতে পারিবারিক সহিংসতার শিকার হওয়া ইত্যাদি
তাই বাল্যবিবাহ অবশ্যই নয়।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গ্রামে এখনো বাল্য বিবাহ চলছে। এই অবস্হা আরো কিছু দিন চলতে থাকবে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

আটলান্টিক বলেছেন: অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করছে জানেন?এতো ছোট একটা দেশে ১৭ কোটির উপরে লোক বাস করে।বাংলাদেশের মতো ছোট একটি দেশের পক্ষে ১৪ কোটি লোককেই ভরণপোষণ করা কঠিন সেখানে লোকসংখ্যা ১৭ কোটির ও বেশি।এইজন্য বাংলাদেশের ৪ কোটি লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে।ইউরোপের ইতিহাস ঘাটেন।সেখানে ১৮০০ শব্দাতীর পূর্বেই বাল্যবিবাহ বন্ধ হয়ে যায় যার জন্য সেখানকার দেশগুলোয় জনসংখ্যা এত্তো কম আর সেই কারনেই তারা এতো উন্নত।বাংলাদেশে যদি ১৮০০ সালের পূর্বেই বাল্যবিবাহ বন্ধ হতো তাহলে আজ বাংলাদেশের জনসংখ্যা হতো মাত্র ১ কোটি আর মাথাপিছু আয় হতো ২৭০০০ ডলার।অর্থাৎ আমরা সবাই রীতিমত জমিদারি হালে থাকতাম।ভারত আমাদের ভয় পেত।বাংলাদেশের মূল সর্বনাশের কারণ এর জনসংখ্যা আর জনসংখ্যার কারণ বাল্যবিবাহ।
চাঁদগাজী সাহেবের মন্তব্যও পড়ুন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: ভাইজান ১৮০০ শতক থেকে টাইম ট্রাভেল করে এসে এই পোস্ট প্রদান করেছেন নাকি ! :||

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

দিগন্তে হাসি বলেছেন: বেশি সন্তান ছাড়া অন্য বিষয়গুলোতে একমত । আমি মনে করি বয়স মেয়েদের ১৪/১৫ আর ছেলেদের ১৭/১৮ করা উচিত । যদিও আমি ৩০+ বয়স হওয়ার পরও অবিবাহিত ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আবু সায়েদ বলেছেন: অল্প বয়েসের বিবাহে সুবিধা ৮০ টা , বিপদ ২০টা। আর বেশি বয়েসে বিবাহে বিপদ ৮০টা, সুবিধা ২০টা।

আমি ১০০% সহমত।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কম বা বেশি কোন বয়সেই বিয়ে করা ঠিক নয়। বিয়ে করা উচিৎ বিয়ের উপযুক্ত বয়সে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

কুকরা বলেছেন: উপযুক্ত বয়সের ফ্যাক্টরগুলো কি কি?

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

মরুচারী বেদুঈন বলেছেন: তাড়াতাড়ি বিয়ে করার পক্ষে, তবে মাত্রাতিরিক্ত সন্তান নেওয়ার বিপক্ষে।


এক ব্লগার দেখলাম ২ টা কমেন্টের পর আর কমেন্টই করতে দিচ্ছে না!!
আজব!!!
যাক, আপনি এমনটি করেন নি। তাই, ধন্যবাদ।

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

রাজীব বলেছেন: একটু বিখ্যাত লোকদের দিকে তাকান। বেশীরভাগ বিখ্যাত বাংগালীগন অনেক অনেক ভাই-বোন বিশিষ্ট ফ্যামিলি থেকে এসেছেন।

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিবাহ সম্পর্কে মানুষের মতের অমিল থাকবেই।

একমাত্র ইসলাম ধর্মই এর সঠিক সমাধান দিয়েছে-কার কখন বিয়ে করতে হবে।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আরেকজনের স্ট্যাটাস কপি পেস্ট করলে উল্লেখ করবেন দয়া করে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

কুকরা বলেছেন: অবশ্যই, ঠিক করে দিচ্ছি।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: ৯৯% সহমত। বেশি সন্তান নেয়ার ধারণা বাদ দিলে শতভাগ সহমত।

দারুন লেখা, যদিও অনেকের খারাপ লাগবে।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: এই মুহুর্তে বাংলাদেশে কম বয়েসী বিয়ের পরিবেশ মোটেও নেই। নুন আনতে পানতা ফুরায় যাদের তাদের জন্য স্বাবলম্বী হয়ে বিয়ে করা উত্তম। এছাড়া মেয়েটিকেও কিছুটা ম্যচিউরড হতে হবে।

তবে আইনী বিধিনিষেধ সবসময়ে থাকা উচিত নয়। প্রায় অনেক দেশেই ন্যুনতম বিয়ের বয়েস ১৫ বছর। কিন্তু বাংলাদেশে এর অপপ্রয়োগ হতে পারে, তাই ষোলই ভাল।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৭

উম্মু আবদুল্লাহ বলেছেন: মানুষ বেশী হওয়াটা বোঝা না কম হওয়াটা বোঝা - সেটাও একটি বিতর্ক সাপেক্ষ বিষয়। বাংলাদেশে মানুষ বেশী বলে অনেক সমস্যা অনুভূত হয় না। যেইটা বাংলাদেশীরা অনুধাবন করতে পারে না।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

হারানোপ্রেম বলেছেন: বিয়ে আর সন্তান নিয়ে আপানার যে চিন্তা ভাবনা!!! আপনি তো বুদ্ধিজীবী হয়ে গেলেন।
কাজ না থাকলে ডাল আর চাল মিশিয়ে আলাদা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.