নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক তথ্যের সীমাবদ্ধতা - এবং নাস্তিকীয় কচকচানি।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৬

১। ঐতিহাসিক তথ্যের মূল সীমাবদ্ধতা তা ইতিহাসবিদের সত্যনিষ্ঠতার উপর নির্ভরশীল, তার মানে ইতিহাসবিদ যত কম সত্যনিষ্ঠ হবে, ইতিহাস তত বেশি বিকৃত হবে। একটি ঐতিহাসিক তথ্য যেই রেফারেন্স চেইনের মাধ্যমে বিবৃত হবে, সেই রেফারেন্স চেইনের মধ্যে একজন ইতিহাসবিদও যদি অবিশ্বস্ত হয়, তাহলে তারপরের জন থেকে আর ইতিহাসের বিশ্বাসযোগ্যতা থাকবে না।

২। কোনক্ষেত্রে প্রথমক্ত সীমাবদ্ধতা যদি নাও থাকে, সময়ের সাথে সাথে ইতিহাসের তথ্যের বিস্তারিত বর্ননা হারিয়ে যেতে থাকবে।

৩। একটা ঘটনা প্রকৃত ভাবে কি ঘটেছিল, তা ঘটনা ঘটার কয়েকদিন পর বর্ণনা করার সময়ই ভিন্ন ভিন্ন ব্যক্তির পারসেপশনের কারণে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপিত হয়। এই বর্ণনাগুলোই পরবর্তিতে ইতিহাসবিদরা সংগ্রহ করেন। কাজেই এখানে বর্ননাকারীর পারসেপশনের একটা প্রভাব থেকে যায়।

৪। বিজয়ী জাতি সবসময় ইতিহাস লেখে, যেমন ১৯৭১-এ মুক্তিযুদ্ধ ব্যর্থ হলে শেখ মুজিবর রহমান এবং জিয়াউর রহমান হতেন বিশ্বাসঘাতক, আবার আওয়ামিলীগ এবং বিএনপির পলটিক্যাল প্রোপাগানডার কারণে এই দুইজন সম্পর্কে নিরপেক্ষ ধারণা খুব কম লোকেরই আছে।

একারণের কোন তথাকথিত জ্ঞানী যখন ৪০০০ বছরের পুরানো বিকৃত কোন ইতিহাসকে রেফারেন্স ধরে নাস্তিকগিরি ফলায়, এবং সেই তথাকথিত জ্ঞান গর্ভ পোষ্টে অন্যান্য তথাকথিত বিদ্যার জাহাজরা কমেন্ট করে মিছামিছি চরমপুলক লাভ করে, তখন সেইটাকে গুরুত্ব দেয়ার দরকার আছে বলে মনে হয় না। ;)

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

পলাতক মুর্গ বলেছেন: ভাল বলছেন

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিশোরের জন্ম রহস্য জ্ঞানলাভের আগ্রহকে আপনি উৎসাহিত করুন :P
এটলিষ্ট কিছুতো জানতে চাইছে! হোকনা ভূলভাল। একসময় সত্য তৃষ্ণাও জাগ্রত হতে পারে!

বন্ধুর কাছে প্রথম জানার বিস্ময়ে তার উৎফুল্লতাতো মিছে নয় ;) নাকি?

হা হা হা

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

পদ্মপুকুর বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: কিশোরের জন্ম রহস্য জ্ঞানলাভের আগ্রহকে আপনি উৎসাহিত করুন :P
এটলিষ্ট কিছুতো জানতে চাইছে! হোকনা ভূলভাল। একসময় সত্য তৃষ্ণাও জাগ্রত হতে পারে!

বন্ধুর কাছে প্রথম জানার বিস্ময়ে তার উৎফুল্লতাতো মিছে নয় ;) নাকি?

হাহাপগে =p~

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: কোনো মন্তব্য করবো না।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০০

দিলের্‌ আড্ডা বলেছেন: সবাই যদি সত্যকে খোজতো। তাহলেই সমস্যা মিটে যেতো।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০

করুণাধারা বলেছেন: ঠিক বুঝলাম না। আপনি কি কোন পোস্ট দেখে এই লেখা লিখলেন? কি পোস্ট?

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: যদি কোন ইতিহাস বিদ কোন ঘটনার ১৭৮ বছর পরে জন্মগ্রহন করে থাকে.... তার মানে যদি সেই লোক ২০ বছর মানে

১৭৮+২০= ১৯৮ বছর বয়সে অন্য দেশে গিয়ে অন্য একটা ভাষার তথ্য যোগার করে তবে সেটাকে আপনি কতটুকু অথেন্টিক হিসেবে ধরে নেবেন.... '

কারন আমার মনে হয় ঐ সময় মানে ২০০ বছর পরে অবশ্যই আসল ব্যক্তি জীবিত ছিলো না।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এইসব নাস্তিক-কাফেরদের আসলেই সমস্যা আছে। তাওহীদি মুসলমানদের সব জিনিসে তারা বিরোধীতা করতে চেষ্টা করে। মুসলমানদের অমূল্য ঈমানকে তারা নষ্ট করতে চায়।

এই যে দেখুন এখানে। কতক জিহাদী ইসলামের সৈনিক বিধর্মীদের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। কাফের-নাস্তিকরা বলবে জঙ্গিবাদের ট্রেনিং নেয়া হচ্ছে।

আহা! দ্বীনের প্রচারকারীরা শিরকী মূর্তি ধ্বংস করলো। আর কাফের-নাস্তিকরা বলবে এসব সন্ত্রাসবাদ! ধিক্কার!

ইসলামের মান রক্ষার্থে ঈমানদার মুসলমানেরা বিধর্মী কাফেরদের সাইজ করেছে। কিন্তু কাফের-নাস্তিকেরা বলবেন এসব ধর্মীয় চরমপন্থা।

ঈমানী দায়িত্ব থেকে মুসলমানেরা আন্দোলন করছেন। কাফের-নাস্তিকেরা বলবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

আহা! শিক্ষার্থী আর শিক্ষকের ভালোবাসাময় সম্পর্কের ওপরেও নাস্তিক কাফেরদের কচকচানি! এসব মেনে নেয়া যায়?
কাফের-নাস্তিক-বুদ্ধিজীবি সবার ফাঁসি চাই। তাদের রক্তে রন্ঞ্জিত হয়ে পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হবে। সকল কাফের-নাস্তিকদের দোষ, তারা অমুসলিমদের মানুষ মনে করে। মাদ্রাসাপাশ হুজুরদের অর্ধশিক্ষিত জ্ঞান করে। বেশী ধর্ম নিয়ে কচকচানি করা লোকদের ব্রেইনওয়াশড মনে করে। তাদের চাপাতি-দা দিয়ে কুপিয়ে মারা উচিৎ।

কাফের-নাস্তিকদের জন্য সদা উন্মুক্ত তরবারী। এর ওপরে কোনও কথা নাই।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিরাট জ্ঞানগর্ভ পোস্ট!

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.