নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

চিন্তার প্রকারভেদ এবং মুক্তচিন্তা বনাম মুত্রচিন্তা

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৮

মুক্তচিন্তা নিয়ে দেখাম এক চিন্তাবিদের চিন্তার অন্ত নাই, তার দুষ্চিন্তাগ্রস্থ ব্লগ পড়তে গিয়ে চিন্তার চারটা প্রকারভেদ মাথায় আসল :

১। মুক্তচিন্তা (সততা বজায় রেখে স্বাধীন চিন্তা, এইটা সবচেয়ে কঠিন কাজ): হক্কানী ওলামায়ে কেরামের চিন্তা এই পর্যায়ের

২। বন্দিচিন্তা (সততা বজায় রেখে পরাধীন চিন্তা, এইটাও কঠিন কাজ): সাধারণ ঈমানদার মুসলমানের চিন্তা এই পর্যায়ের, ইনারা হক্কানী ওলামায়ে কেরামকে রেফারেন্স মানেন।

৩। মুত্রচিন্তা (সততা বজায় না রেখে স্বাধীন চিন্তা, এইটা সহজ কাজ): হার্ডকোর সুশীল (উচ্চ শ্রেনির মুনাফিক) এবং হার্ডকোর নাস্তিকরা (কাট্টা কাফের) এই পর্যায়ের চিন্তা করে

৪। পাতিচিন্তা (সততা বজায় না রেখে পরাধীন চিন্তা, এইটা সবচেয়ে সহজ কাজ): সাধারণ কাফের, মুশরিকরা এবং মুনাফিকরা এই পর্যায়ের চিন্তা করে, এরা হার্ডকোর সুশীল এবং নাস্তিকদেরকে রেফারেন্স মানে।

এখানে মূল বিষয় হল সততা, বাকি মূলত মেধার তারতম্য অনুযায়ী ক্লাসিফাই হয়। এজন্যই হাশরের ময়দানে মানুষের কাজের উপরে নয় বরং কাজের উদ্দেশ্যের উপর (নিয়তের সততার উপর) ফায়সালা হবে।

“Verily, Allah (Ta'ala) has ordered that the good and the bad deeds be written down. Then He explained it clearly how (to write): He who intends to do a good deed but he does not do it, then Allah records it for him as a full good deed, but if he carries out his intention, then Allah the Exalted, writes it down for him as from ten to seven hundred folds, and even more. But if he intends to do an evil act and has not done it, then Allah writes it down with Him as a full good deed, but if he intends it and has done it, Allah writes it down as one bad deed”. [Sahih al-Bukhari and Muslim]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

টোনাল্ড ড্রাম্প বলেছেন: আমি ভাই ট্রাম্পিও চিনটা কোরি

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২

দিলের্‌ আড্ডা বলেছেন: চিন্তার বিভাজন প্রতিটা ক্ষেত্রেই উপস্থিত।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.