নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

এই উইন্টারে ঘুরাঘুরির জন্য চমৎকার দুইটি স্থান।

০১ লা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৪


উইন্টার এসে গেসে।যদিও সামনে নির্বাচন। হরতাল অবরোধ লেগেই থাকবে। বিএনপি বড় কোন আন্দোলন করতে পারবে বলে মনে হয়না। পত্রিকায় দেখলাম বিএনপির এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে না পেয়ে তার স্ত্রীকে ধরে নিয়ে গেসে পুলিশ। দাদী ছোট্ট শিশুর কান্না কিছুতেই থামাতে পারছে না। এভাবে গ্রেফতার হলে কেউ আন্দোলন করবে বলে মনে হয়না।সুতরাং আওয়ামিলীগ আবারও সরকার গঠন করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত।

দেশের পরিস্থিতি যাই হোক কিন্তু ভ্রমন পিপাসুরা বসে থাকবে না।সময় সুযোগ পেলেই ট্যুরে বেরিয়ে পড়বে। সাধারণত কক্সবাজার বান্দরবান রাঙামাটি সুন্দরবন খাগড়াছড়ি সাজেক কাপ্তাই এগুলো খুবই কমন পিকনিক স্পট। প্রতিবছর একই স্থানে যাওয়াটাও বোরিং।

সম্প্রতি দেশের দুইটি ট্যুরিস্ট স্পটে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। ১ টি ঢাকার অদূরে পূর্বাচল ও আরেকটা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত।

কুয়াকাটা সমুদ্র সৈকত:

কুয়াকাটা সমুদ্র সৈকতে শাড়ি পরা ১ টি বাঙালী মেয়ে সৌন্দর্য উপভোগ করছেন।

কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় ১৮ কিলোমিটার (১১ মাইল) এবং বিস্তৃতিতে ৩ কিলোমিটার (১.৯ মাইল)। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই সমুদ্র সৈকতকে প্রকৃতি যেন অসাধারণ রূপে সাঁজায়। এই ডিসেম্বরে ঘুরে আসতে পারেন পরিবার কিংবা প্রেমিকা নিয়ে।

পূর্বাচল জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক ,পূর্বাচল:

সেন্ট্রাল পার্কের সৌন্দর্যের সাথে একটি সুন্দরী মেয়ের সৌন্দর্য মিশে একাকার।

ঢাকার অদূরে পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। একদিনের ট্রিপের জন্য এই মুহূর্তে অন্যতম সেরা একটা জায়গা। ঢাকার সবচেয়ে কাছে হওয়াতে পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে একদিনের জন্য বা এক বেলা কাটানোর জন্য এটাকে টপ লিস্টে রাখা যেতে পারে।
যাদের হাতে সময় কম তারা জলসিড়ি সেন্ট্রাল পার্কে ঘুরতে যেতে পারেন। অনেক সুন্দর একটা টুরিস্ট স্পট।বিশাল মাঠ, সাজানো ফুলের বাগান, বসার ব্যবস্থা, লেক, রেস্টুরেন্ট, বোটিং, বাচ্চাদের খেলার ব্যবস্থা, উন্মুক্ত মঞ্চ কি নেই এখানে। এখানে প্যাডেল বোট সহ অনেক ধরনের বোট আছে, চাইলে ২ জন কিংবা পরিবার বা বন্ধুবান্ধব সবাই মিলে বড় বোটে ঘুরে বেড়ানো যাবে। ঢাকার এত কাছে অনেক সুন্দর একটা জায়গা!

এই মজাদার খাবারটি সেন্ট্রাল পার্কে পাওয়া যায়।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
শীত নিম্নচাপ বাদেও হরতাল অবরোধকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কক্সবাজার পর্যটন এলাকা মানুষে ভরপুর।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ভ্রমণ পিপাসুরা আসলে হরতাল মরতাল এগুলো পরওয়া করেনা।

২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ২:২৫

কামাল১৮ বলেছেন: আমাদের যৌবনে ঘুরাঘুরি কোন বিষয় ছিলো না।যে বেশি ঘুরাঘুরি করতো তাকে ভাদাইমা বলতো।কি দিন কি হয়ে গেলো।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা এখন সব উল্টো সিস্টেম।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ ভোর ৪:২৮

মিরোরডডল বলেছেন:





কামাল১৮ বলেছেন: আমাদের যৌবনে ঘুরাঘুরি কোন বিষয় ছিলো না।যে বেশি ঘুরাঘুরি করতো তাকে ভাদাইমা বলতো।কি দিন কি হয়ে গেলো।

সাত সকালে সামুর পাতায় চোখ রাখতেই কামালের এই মন্তব্য পড়ে হা হা করে হাসলাম।
দিনটা ভালো যাবে মনে হচ্ছে, থ্যাংকস কামাল।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: উফফ ফাইনালি মিরোর হাসলেন। আমি নিজেকে এবং কামাল ১৮ কে আন্তরিক ধন্যবাদ অবিশেষে মিরোরের হাসি ফুটানোর জন্য।
আমি চাই আপনার প্রতি দিন ক্ষণ মুহুর্ত ভালো কাটুক।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৬

শূন্য সারমর্ম বলেছেন:



স্পট নিয়ে লিখলেন, ছবিতে মডেল ও খাবার।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি গুলো কুয়াকাটা ও সেন্ট্রাল পার্কে উঠানো। ওরা মডেল নয়। ১ম ছবিতে শ্রেয়সী, ২য় ছবিতে লিনা।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৬

করুণাধারা বলেছেন: পূর্বাচলের পার্কটির সন্ধান দেবার জন্য অসংখ্য ধন্যবাদ, এটা জানা ছিল না আমার। এটা নাগালের মধ্যে আছে, যাওয়া যেতে পারে।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। অবশ্যই যাবেন। ঢাকার কাছে ১ দিনের ট্যুরের জন্য স্পটটি আসলেই এমেজিং।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪০

শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো তোমার পোস্ট । কুয়াকাটা যাব প্লান করেছি ।



হুম , লীগ আবারো আসছে নিশ্চিত ।

ডলকে দেখে ভাল লাগলো ।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ঘুরে আসবেন। আসলেই সুন্দর।


ডল একটা ভালোবাসার নাম। সবাই উনাকে ভালোবাসে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আমার তো মনে হয় কেবল এই শীতে বন পাহাড়ে যাই।
পূর্বাচল একটা ভালো স্পট।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু ধন্যবাদ মন্তব্যের জন্য। ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে এই দুইটি স্পটে। ভালো লাগবে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক বছর কুয়াকাটা যাওয়া হয় না।
- জলসিঁড়ির খাবারের দাম অনেক বেশী। প্রবেশ মূল্যও এতো নেয়া অনুচিত।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্প্রতি অনেক পরিবর্তন হয়েছে। আধুনিকও হয়েছে। এবার সময় পেলে ঘুরে আসবেন। আসলে ব্যবসায়ীরা নিরুপায়। ব্যবসার অবস্থা মারাত্নক মন্দা।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

বাকপ্রবাস বলেছেন: দেশে দুইটা চিত্র পরিবর্তন হয়েছে, মেয়েরা যেমন হাত কাটা কালচারে লজ্বা পাচ্ছেনা আবার হিজাব এর আওতায় নিজেদের বরন করে নিচ্ছে স্বইচ্ছায়, দুটোই চলছে বেশ ভাল ভাবে, তবে হিজাবের পাল্লা ভারি।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: এখন অনেক মেয়ে স্বইচ্ছায় হিজাব করে। স্বইচ্ছায় পরা যে কোন পোশাকে মেয়েরা সুন্দর। তবে বোরখা অথবা বিকিনি যাই হোকনা জোর করে চাপিয়ে দিলেই বিশ্রী।

১০| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

শাহ আজিজ বলেছেন: পাখি ওড়ার ছবিটা ফেসবুকে মেসেঞ্জারে দিও ।

০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ডান।

১১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:

কুয়াকাটা আমার বাড়ি। অথচ অফিসে কাজের যেই চাপ। বছরের শেষ সব কিছু গুছিয়ে যেতে পারব কিনা জানি না।

০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে মাইন্ড সেট ইজ এভ্রিথিং। সামনের বিজয় দিবস অথবা ক্রিস্টমাসে প্ল্যান করুন। ভাবীকে নিয়ে হুট করে রওনা দিবেন।দেখবেন ভ্রমণ সফল।

১২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

ভাই ব্যাচেলর লাইফ এখনও। আপাতত বিয়ের প্ল্যান করছি আরকি। দেখা যাক এই শীতেই হয়ে যায় নাকি।

০২ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করুন।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: নির্বাচনের আগে কোথাওয আবো না।

০২ রা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম ঠিক আছে।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪২

কাছের-মানুষ বলেছেন: খাবারের ছবিটা দারুন, সুস্বাধু বোধ হয়, তবে আইটেম কম মনে হচ্ছে!

কুয়াকাটায় আমার যাওয়া হয়নি কখনো!

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: সুস্বাদু অনেক কিন্তু দাম অনেক। তাই পরিমাণে কম। গরীব মানুষ। বুঝেন তো ভাইব। যাবেন সুযোগ পেলে কুয়াকাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.