নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

ব্লগারীয় পদাবলী কীর্তন ( হালকা রম্যর ছোঁয়া আছে)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৭



সবাইকে সালাম জানিয়ে
আসলাম ব্লগ নেটে,
মাঝে মাঝে চোখ বুলাই
অর্কের সনেটে।

সনেট কবি ফরিদ ভাই
সনেট কবিতা লেখেন,
পোলাপানদের জোর করে
কবিতা শুনতে ডাকেন।

চাঁদগাজীর পোস্টে মন্তব্য
করতে লাগে বড় ভয়,
বিচার মানি তালগাছ আমার
শায়মা আপা নয়।

বিভিন্ন ব্লগ ঘেটে জানলাম
আসল ব্লগ সামু,
এখানে আছে চাঁদগাজী
আমার পাড়াত মামু।

অর্ধচন্দ্রের অকাট্য যুক্তি
বড্ড লাগে ভালো,
শিক্ষিতরা ব্লগ পড়লে
ছড়িয়ে পড়বে আলো।

অর্কের পোস্টে তর্ক করা
বড় সাহসের কাজ,
আবোল তাবোল বললে কিন্ত
মাথায় পড়বে বাজ।

রেজা ঘটক নামটি তার
করেন ঘটকালি,
বিয়ে বাড়ি বেড়াতে বেড়াতে
চপ্পলে জোড়াতালি।

সোনালি ডানায় আকাশে ওড়ে
ঐ যাযাবর চিল,
ঘরের ভিতর জেগে ঘুমাই
দরজায় লাগিয়ে খিল।

বিশ্বাস নিয়ে সমালোচনা
করবো না কভু মোরা,
সৃজনশীল চিন্তা ভাবনা
ছড়িয়ে দেবো ধরা।

কবিতা লেখায় ত্রুটি আছে
হয়নি কভু সুষ্ট,
নিজ গুনে করলে ক্ষমা
হব আমি তুষ্ট।

সবার শুভ কামনা করে
কবিতা করলাম শেষ,
কারোর যদি ভালো লাগে
খুশি হব বেশ।

২৯/১২/২০১৭ খ্রিঃ

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১:২০

অর্ধ চন্দ্র বলেছেন: সামুতে স্বাগত সকল ভালো লাগার লেখকগন দারুণ বুদ্ধিদীপ্ততায় লিখেন।

প্রিয়তর' লেখকদের মূলমন্ত্রের যে বর্ণনা " যুক্তি না নিলে যুক্তি দাও " তার কবিতাচয়নে চমৎকার ভাবে রুপায়িত করেছেন,আমার মনে হয় তা অনেকের কাছে প্রশংসিত।

অর্ধ চন্দ্র সত্যিই অনুপ্রাণিত। তবে নিশ্চিত যে এখানে এত শক্তিশালী লেখকদের, চরণধূলো নেওয়ার যোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ বিদ্যমান!
হ্যা, এখানে লেখক যে সকল আলোকিত ব্লগের নামল্লেখ করেছেন,তারা সকলেই আমার লেখার অনুপ্রাণিত ব্যক্তিত্ব,সেইইই শুরু হতেই।
ধন্যবাদ লেখক বন্ধুকে, আন্তরিক শুভকামনা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। কষ্ট করে পড়ে বেশ বড় এবং মুল্যবান মন্তব্য করেছেন ইহাতে আমার কাঁচা হাতকে পরিপক্ক হতে সহায়ক হবে।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার কবিতা। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্যর জন্য, আপনার কড়কড়া ভাত পড়লাম খুব ভালো লাগলো।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার রম্যটি কিভাবে যেন মিস করেছিলাম; ভালোই লেগেছে; কিছু বিষয় গদ্যে সহজ

ব্লগে স্বাগতম

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার ভালোলাগাতে পেরে আমার অসম্ভব ভালো লাগলো চাচা। আপনার দীর্ঘায়ু কামনা করছি ও শুভ কামনা রইলো।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত তো ভালো।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



ওরে আমার পাড়াত চাচা!
আপনার হাত ও নয় কাঁচা।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সনেট কবি বলেছেন: আগে দেখা না হলেও এখন দেখা হলো। বেশ লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দেখেছেন তো বেশ তাহলে পড়েছেন মিয়া ভাই? আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৯

নতুন নকিব বলেছেন:



এখন কি আপনার লেখা প্রথম পাতায় প্রকাশ হয়?

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মডুদের সুনজরে মনে হয় পড়িনি।

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগ ও ব্লগার নিয়ে দারুণ রম্যময় কবিতা।

লগে থাকুন।

সুনজরে অবশ্যই পড়বেন।

শুধু কবিতা নয় অন্য যা কিছু ভাল পারেন তাও পোস্ট করুণ।

ধন্যবাদ।

১৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সুপরামর্শের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.