নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টা ও সৃষ্টি

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ৭:৩৭





কি অপরুপ সৃষ্টি তোমার
তুমি মেহেরবান,
তোমার খুশির জন্য মোরা
জান করি কোরবান।

রহস্যপূর্ণ সৃষ্টিজগত
অবাক হয়ে ভাবি,
চিন্তার দার খুলতে তাই
জ্ঞান-ই হচ্ছে চাবি।

সৃষ্টির সেরা ইনসান হয়ে
কেনো পাপ কাজ করি?
মানুষ হওয়ার জন্য ঈমানী
রজ্জু শক্ত করে ধরি।

ধর্মের অনুষঙ্গ মানলে
খোদা খুশি হয়,
মৃত্যুর সময় ঘনিয়ে এলে
করবো কেন ভয়?

জ্ঞান অর্জনের জন্য চলো
পড়ি সবাই বই,
মানবতার চর্চা করে
মানুষ সবাই হই।

২৯/১১/২০১৭ খ্রীঃ
ছবি: গুগুল
ইতিপূর্বে আমার ফেসবুকের নিজ আইডিতে প্রকাশিত।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


সৃষ্টিকর্তা অনেক বড়, উনার কোন কইছুর প্রয়োজন আছে কি? মানুষ এখনো অসহায়

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যাক চাঁদ গাজী মামু আমার কবিতা পড়েছে ইহাতেই আমি প্রীত হইলাম। মানুষ অসহায় নয়, আমজনতা খারাপির মধ্য আছে।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সুন্দর কবিতা।
জ্ঞানের আলো ছাড়া স্রস্টাকে দেখা যাবে কি?
শুভকামনা।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অনেক ধন্যবাদ। পড়ার জন্য প্রীত হলাম

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাহ্, আপনার তো সব রুই-কাতলাদের সাথে উঠা বসা??

৪| ১১ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাল হয়েছে।

শুভ ব্লগিং।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: আচ্ছা, এই পোষ্ট গুলো কি প্রথম পাতায় আসে না?
আমি তো নিয়মিত প্রথম পাতায় চোখ রাখি।

৬| ২০ শে মে, ২০১৮ রাত ১০:২২

মাহের ইসলাম বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.