নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

ট্রেন ভ্রমনের যাতনা

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫




ট্রেনে যাচ্ছি ঢাকাতে
ভীষন ভ্যাপসা গরম,
সেবার নামে যা দেখছি
ভেবে পাচ্ছি শরম।

কাউন্টারে নেই টিকিট
পেলাম কালো বাজারে,
দূটো টিকিটের দাম যা-
দিবে নাকি হাজারে।

ইন্টারসিটি ট্রেন হলেও
সব যায়গাতে থামে,
শম্বুক গতিতে চলছে তাই
প্রকৃতি দেখছি ডানে বামে।

হকার, টানাদের উৎপাতে
পা ফেলা যে দায়,
মাল কড়ি কামাতে ওদের
দিচ্ছে কেহ সায়।

সিটে বসা যাত্রীর চেয়ে
দাড়িয়ে বেশি যাত্রী,
গন্তব্য পৌছাব বিকাল বেলা
হবে এখন রাত্রি।

উল্লাপাড়াতে আছি এখন
জপলাম ফি আমানিল্লাহ,
ভালোভাবে পৌছালে ঢাকা
বলব আলহামদুলিল্লাহ।

তাং ১৫/০৪/১৮ইং
ছবি: গুগুল থেকে নেয়া
ফেসবুকেও প্রকাশিত।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: কি সুন্দর করে মিল দিয়ে দিয়ে লিখেছেন।
চমৎকার।

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চার পাঁচ বছর পর ঢাকাই আসলাম খুব ভোগান্তি। ভালো লাগাতে পেরে মনখুলে বললাম সুবহানআল্লাহ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


পদ্যে রেল ভ্রমণের বর্ণনা; মোটামুটি ভালো বলা চলে!
গদ্যে হলে কেমন হতো?

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি আমার আপন না হলেও পরম মামা। আপনি যা বলবেন তাই হবে। পড়ার জন্য লাখো কোটি ধন্যবাদ।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঢাকাতে পৌছেছেন??


ছবিটাতো মনে হয় ভারতের?

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জী ভাই রাত ৮-২০ দিকে পৌছাই। আমার মনে হয় ঈদ উপলক্ষ ঢাকা থেকে গ্রামের বাড়ী যাওয়া ট্রেনের যাত্রী।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ভাল হয়েছে।

আপনি অন্য কছিুও পোস্ট দিন যা ১ম পাতায় আসতে সহায়ক হবে।

১৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মোবাইলে লিখি, খুব দেরি লাগে। তবুও চেষ্টা করব অন্য কিছু করা।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ
ট্রেনের মতো কবিতাখানি গতি পেয়েছে মনে
মানুষগুলো যাচ্ছে কোথায় শহরে নাকি বনে?

১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঈদে ঘরমুখো যাত্রী।
ব্লগে ভ্রমন করার জন্য ধন্যবাদ

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আখেনাটেন বলেছেন: বেশ হাসলুম; মজা করে লিখেছেন।

বাংলাদেশের রেলমন্ত্রীকে লোকাল ট্রেনে ঢাকা টু দিনাজপুর পাঠানো ব্যবস্থা করতে হবে কোনো প্রোটোকল ছাড়াই। এর পর অাশা করি দেশের রেল খাতের দৃশ্যমান উন্নতি সম্ভব।

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


আর আপনি আমার ব্লগে বিনা প্রোটোকলে ভ্রমন করে হেসেছেন,
আমিও আনন্দিত হইলুম।

মন্ত্রী সাহেবরা থাকেন প্রোটোকলে,
আমাদের নিয়ত পিস্ট হয় যাতাকলে।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি কবি??

দিনে একটাও কবিতা লেখা যায় না?:(

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি ব্লগ জমিয়ে দিয়েছেন বস, ঢাকায় ছিলাম ব্যস্ত, একটু অপেক্ষা করেন, ব্লগে আসার জন্য সুস্বাগত।

৮| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরপরও নাকি ট্রেসে লোকসান হয়। এতো যাত্রী চলাচল করে। সবাই কি বিনা পয়সার যাত্রী নাকি? সবাই ভাড়া দিলে তো লোকসান হবার কথা না।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ঈশ্বরদীর হতে জয়দেবপুর পর্যন্ত আমার মনে হয় ট্রেন হয়ে যায় লোকাল। নড়তে নড়েনা। সিংহভাগ যাত্রী বিনা টিকেটে শুভ যাত্রার কর্মটি শুরু করে।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"যুক্তি না নিলে যুক্তি দাও"

--পাঠক যুক্তিবাদী মানুষের সাথে দাবা খেলতে চায়। সমালোচনা করা যায়, এমন একটা পোস্ট দিন।।

২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




যার নেই বাবা,
সে খেলে দাবা।

করবেন কোঅপারেশন,
নইলে অপারেশন।
নতুবা সেপারেশন।

বাণী চিরন্তনের জন্য ধন্যবাদ।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কই?????

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাশেই আছি সারাক্ষণ, হাক ডাক দিব?

১১| ০৩ রা মে, ২০১৮ রাত ১০:৪৭

প্রামানিক বলেছেন: যাত্রা নিয়ে চমৎকার কবিতা। ধন্যবাদ

০৪ ঠা মে, ২০১৮ ভোর ৫:৫৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মাঝেমধ্যে আপনাকে হারিয়ে খুজে পাই। কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.