নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

বেসরকারি শিক্ষা, শিক্ষক

১৩ ই মে, ২০১৮ বিকাল ৪:০৬




অবহেলার আরেক নাম
বেসরকারি শিক্ষা,
সেইখানেতে প্রায় সবাই
নেয় কিন্তু দীক্ষা।

দেশের শিক্ষার নব্বই ভাগ
যেখান থেকে হয়,
তাদের বেতন দিতে গেলেই
মনে লাগে ভয়।

বে.শিক্ষক দোকানে গেলে
দোকানি ভয় পায়,
কখন জানি পন্ডিত মশাই
দেনা বাকী চাই!

চেয়ে চেয়ে যদিওবা কিছু
হাজিরা ভাতা দেয়,
বিনিময়ে হাজার ও শর্ত
কাগজে লিখে নেয়।

কোনো পাঠক বলবে আবার
দেন না চাকরী ছেড়ে,
কেউবা আবার ধমকের সাথে
আসতে পারে তেড়ে।

শিক্ষা দীক্ষার মান বাড়াতে
আদর্শ শিক্ষক-ই পারে,
মেধার আলোয় খুলবে দুয়ার
দীপ্ত কঠিন ভারে।

হাজার শর্ত আরোপ করেও
জাতীয়করণ দরকার,
আশার নৌকা পার করবে
শেখ হাসিনার সরকার।

তাং ১৩/০৫/২০১৮ইং
ছবি: গুগুল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ দুপুর ১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি শিক্ষকদের অভাবে রেখে গুণগত শিক্ষা সম্ভব নয়, আপনার যুক্তি নিলাম যুক্তি দিলাম না।

১৭ ই মে, ২০১৮ রাত ১:২৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: যুক্তি না দিলে মুক্তি মিলবে কিভাবে? পোস্ট কষ্ট করে পড়ে মন্তব্য করেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.