নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

বাজার দর

২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:১৪



দামের ঘোড়া উপর দিকে
যাচ্চে দেখি লাফিয়ে,
ক্রেতা সকল কিনতে গিয়ে
উঠছে এখন হাফিয়ে।

কাঁচা বাজারে ঢুকেই দেখি
চান্দি হলো গরম,
শাকসবজির চড়া দামে
ক্রেতা পাচ্ছে শরম।

সবজির দাম তো নয়
যেন বারুদের আগুন,
ঝুড়িতে বুক ফুলিয়ে রয়
গুনহীন ঐ বেগুন।

পটল মিয়া আহল্লাদে
হেসে কুটি কুটি হয়,
উচ্চে বাবু নিচ্ছে ভাব
খিরাও সাথে রয়।

ঢেড়শ কাঁচকলা বুঝিয়েছে
ওদের কত দাম,
লালশাক পুইশাক তাদের-
বুঝলাম ব্যাপক নাম।

আম লিচু বুক ফুলিয়েছে
বেশি পাকা কলা,
দামের কথা জিজ্ঞাসিলে
শুকিয়ে আসে গলা।

রসুন পিয়াজের ঝাঝ কম
দেশি মাছ হাওয়া,
ব্যাগ ভরা টাকা দিলে
মাংস যাবে পাওয়া।

সব জিনিসের দাম বেড়েছে
মানুষের দাম কম,
মুনাফাখোরেরা বুঝবে ঠ্যালা
আসবে যেদিন যম।

তাং ২৪/০৫/২০১৮ খ্রিঃ
ছবি: গুগুল

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৪:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লিখকের সাথে মনে হয় এক যুগ পরে কথা হল?:(

জিনিষপত্রের আগুনলাগা দাম শুনলে চান্দি তো গরম হয়ই, শরমও পাই:(
আসলেই,
সব জিনিষের দাম বাড়ে
দাম কমে যাচ্ছে শুধু মানুষের! :(
আচ্ছা ঐ ব্যাটা যম কবে আসবে???X(

বি. দ্রঃ ছড়া বরাবরের মতই, ফাটাকেষ্ট;)

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দেখলাম ব্লগে সব বগারদে কচুকাটা করবেন কার ব্লগে যেন মন্তব্য করেছেন। ওরে বাবা
আপনিই ব্যটা একটা যম,

২| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:০৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন ।

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার মন্তব্য আমাকে প্রেরণা শক্তি বাড়িয়ে দিলো।

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ব্যাটা যুক্তি!X(
ভালবেসে এত কষ্ট করে মন্তব্য করি, আর প্রতিউত্তর না করে তার এই প্রতিদান?:(

০৪ ঠা জুন, ২০১৮ রাত ১২:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন আমি প্রতিউত্তর না দিলেও আমার ওয়ারিশরা উত্তর দিবে ইনশাআল্লাহ। হয়ত: একটু দেরি হতে পারে!!!!

৪| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১২:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছন্দে ছন্দে
দারুন আনন্দে
সঠিক বলেছেন
তা আপনি কেমন আছেন ?

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠ করে মন্তব্য করে আমার স্টামিনা বাড়িয়ে দিলেন।

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৭

প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার বাজার করচা। বাজারে গেলে আমারও চান্দি গরম হয়, টাকার সাথে বাজার মেলানো কষ্ট হয়। শুভেচ্ছা রইল।

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: গুরু মোর কাঁচা ছড়া পড়ে মন্তব্য করে আমার উৎসাহ বাড়িয়ে দিলেন।
আর হ্যা নুরু ভায়ের পোস্টে আপনার নিয়ে কিঞ্চিৎ লিখেছি দেখলে খুশ রহিব।

৬| ০৫ ই জুন, ২০১৮ রাত ১১:২১

পবন সরকার বলেছেন: বাজার দর নিয়ে দারুণ ছড়া। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়েছেন মন্তব্য করেছেন। এই জন্য ধন্যবাদ

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:০০

শামচুল হক বলেছেন: দারুণ ছড়া, ধন্যবাদ
কানাডার জঙ্গলে এক রাত দ্বিতীয় পর্ব দেয়া আছে সময় পেলে পড়ার জন্য অনুরোধ রইল।

১৪ ই জুন, ২০১৮ রাত ৩:৪২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অবশ্যই পড়ব। পাঠে মন্তব্য খুশি হলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.