নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

বে.শিক্ষক

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২



বে.শিক্ষকের ইতিহাস
লাইন অতি লম্বা,
ডাবল বেতনের খুশিতে
তা ধিন ধিন সাম্বা।

ডাবল বেতন হয়েছে তাই
হীরা চুন্নি পান্না,
পাবলিক সব হিংসায় মরে
করে শুধু কান্না।

বেতনের নামে মাষ্টাররা
পাই যে বেকার ভাতা,
তাল পাতায় লিখতে হবে
জুটবে না আর খাতা।

বে.শিক্ষকদের কোথাও নেই
একটুখানি দাম,
প্রকাশনীর প্রতিনিধিরা
দেয় শুধু পাম।

সাইকেল চড়ে মাষ্টারি করবে
মাথায় দিয়ে ছাতা,
পাওনাদাররা ভ্রু কুঁচকে
বলবেনা আর যা'তা।

মাছ মাংস জুটবে না
খাবে চুনো পুটি,
গুড় দিয়ে সকাল সন্ধ্যা
খাবে গমের রুটি।

লোন নিয়ে পাকা বাড়ীর
করবে না কি ছাদ?
সেকেন্ডহ্যান্ড পোষাক পরবে
নতুন পোষাক বাদ।

সামাজিকতায় নাম লেখালেই
কপালে ফেরেব আছে,
ছাদের ঘর জুটবে না আর
থাকতে হবে গাছে।

ভিটে বাড়ী বেচবে আরও
বেচবে যে জমিন,
হক কথার ভাত নেই
বলেছে ঐ মোমিন।

04/08/2018 ইং
ছবি: গুগুল

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ সুন্দর ভাবে একজন মাস্টার মশায়ের জীবন চিত্র তুলে ধরলেন ।

শুভেচ্ছা নিয়েন যুক্তি দাওভাই।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠে মন্তব্যের জন্য ধন্যবাদ অফুরান।

২| ১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

শাহারিয়ার ইমন বলেছেন: বে শিক্ষক মানে কি ?

৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বড় যন্ত্রণাময় জীবন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.