নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৯



বঙ্গবন্ধু বাংলাদেশ
তুমিই জাতির জনক,
হিরার চেয়ে দামি
তুমিই বাংলার কনক।

তুমি হলে আন্ধার ঘরে
দীপ্তমান এক বাতি,
তোমার কারণে গর্ব করে
এই বাঙ্গালি জাতি।

তুমি দিলে এই জাতিকে
স্বাধীনতার আশ্বাস,
তোমার কারণে পাকবাহিনী
হয়েছিল নাশ।

একাত্তরের সাতই মার্চের
বজ্র কন্ঠের উক্তি,
বাঙ্গালিরা যুদ্ধে গেলো
করতে নিজেদের মুক্তি।

ছাব্বিশে মার্চের ঘোষনায়
মুক্তিরা দিলো ছুট,
তখনই মোরা খুজে পেলাম
যুদ্ধে যাওয়ার রুট।

মুজিব তুমি ঘরের দেয়ালে
স্বর্ণালী এক চিত্র,
তুমিই দিলে বাঙ্গালিকে
বাংলার মানচিত্র।

পঁচাত্তরের কালরাত্রে তুমি
করলে শাহাদত বরণ,
বাংলা বাঙ্গালি যতদিন থাকবে
করবে তোমায় স্মরণ।

তাং ১৫/০৮/২০১৮ খ্রিঃ।
ছবিঃ গুগুল

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য।

আজ দেখি ব্লগে কবিতার ছড়াছড়ি।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আজ ব্ঙ্গবন্ধুর জীবন আলেখ্য নিয়ে বিভিন্ন বিষয় ব্লগে থাকবে এটাই স্বাভাবিক।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৫

কলাবাগান১ বলেছেন: পঁচাত্তরের কালরাত্রে তুমি
করলে শাহাদত বরণ,
বাংলা বাঙ্গালি যতদিন থাকবে
করবে তোমায় স্মরণ।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালোলাগাই মুগ্ধ হলাম।

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


অনেক কথা ও আবেগ আছে পদ্যে; তবে, পদ্যের গঠনটা বেশ দুর্বল

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কোন পঙক্তি না পুরো পদ্যছন্দ দুর্বল জানালে ভালো হত। তবুও আপনার কাছ থেকে অর্ধ ইতিবাচক মন্তব্য পেয়ে ভালোই লাগল

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর কাব্য।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সুন্দর মন্তব্য

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: জাতির জনকের প্রতি যথার্থ নৈবেদ্য। কথা , কাব্যে মুগ্ধ হলাম।


শুভকামনা প্রিয় যুক্তি দাওভাইকে।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পদধুলিতে ধন্য হলাম

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

সনেট কবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো লাগল আপনার মন্তব্য পেয়ে, শুভ কামনা রইলো

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
আসলেই খুব ভালো হয়েছে।

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: রাজিব সাধারণত এত বড় মন্তব্য করেনা। দুই বাক্যের মন্তব্য অনুপ্রাণিত করল

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো হয়েছে। +++++

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: খুশি হলাম জেনে।

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বুক তাঁর বাংলাদেশের হৃদয়।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: স্বাগতম আমার ব্লগ।

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সুন্দর বলেছেন

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’

---

আপনার ব্লগে আমার স্বাগতম :)

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: স্বাগতম অত সহজে দিচ্ছি না, আর কিছুদিন দেখি তারপর না হয় দেখা যাবে। আজ অবশ্য হালকা স্বাগতম জানালাম।কয়দিন পর পুরোপুরি জানাবো। ভালো থাকবেন কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.