নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

কোরবানি

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫



আমি ভাগ্নে হাটে গেলাম
কিনতে কোরবানির ছাগল,
মিডল ম্যানদের উৎপাতে
হয়ে যাচ্ছি পাগল।

কাদায় পিছলে পড়ে গেলাম
পড়ল আরোও ব্যাগ,
হাসছে ভাগ্নে, আমি বললাম
এটাই হচ্ছে ত্যাগ।

ছাগলের লেজে হাত দিলে
মারতে আসে তেড়ে,
হাটের শুরুতে দাম যা ছিলো
লাস্টে গেলো বেড়ে।

একটা হলো পছন্দ
করলাম দরদাম,
তার চাওয়া পূরণ করলাম
তবুও ঝরল ঘাম।

ছাগল কিনে বাড়ি ফিরছি
ভাগ্নের হাতে দড়ি,
হাটছি তাদের পিছুপিছু
হাতে শক্ত ছড়ি।

ছাগল দেখে ভাবছিলাম আর
বুঝলাম সাঁঝবেলায়,
আসল কোরবানি হারিয়ে গেছে
সামাজিক অবহেলায়।

মনের পশুকে কোরবানি দিতে
পালিত পশু কিনলাম,
মাংস খাওয়ার উৎসব এটা
হৃদয় দিয়ে চিনলাম।



১৮/০৮/২০১৮খ্রিঃ
ছবি গুগুল

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:





আপনি নাকি মুরগি কুরবানি দিবেন??



১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার ডিম কোরবানিতে আমার দাওয়াত।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। ;)

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো বলেছেন। প্রীশু রইলো

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৪

স্রাঞ্জি সে বলেছেন:


হে হে ব্যাগ থেকে টাকা পড়েনি তো।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রায় কাজ হয়ে গেছিলো।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি হে ছড়াকার?

পোস্ট দিয়ে কি মুরগি খুঁজতে গিয়েছেন???:D



এই জন্যই বলি এমন মুরগি খোঁজা দশটা লেখককে আমি একাই ঠিক লাগিয়ে দেব..... :P

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জীবন শেষ ভাই গত রাতে আমাদের এলাকায় লোডশেডিং ছিলো, ভীষন গরম। সব মিলিয়ে ঘেমে নেয়ে একাকার।
আপনার ডিম কোরবানি আল্লাহর দরবারে কবুল হোক, আমিন

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন:

আগে মনের পশুকে কোরবানী দেওয়াটা জরুরি।।


ভালো লিখেছেন।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রায় জনের- ই মাংস খাওয়ার ধান্দা!!!!

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ রুবেল তালুকদার তারু বলেছেন: ভালো লিখেছেন। ;)

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো বলেছেন

৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




" কখনো ভেঙ্গে পড়োনা পৃথীবির যা কিছু হারিয়ে যায়, অন্যরুপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে" রুমি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.