নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

প্রহসন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫


আম্পায়াার রড টাকার
অন্যায় আউট দিলো,
আইসিসি আর ভারতীয়দের
দালাল বনে গেলো।

থার্ড ক্লাস লোকটি তুমি
ছিলে থার্ড আম্পায়ার,
আসলেই লোকটি তুমি
রক্ত চোষা ভ্যাম্পেয়ার।

টাকা খেয়ে আউট দিয়ে
হলে মোদের শালা,
দাদা বাবুরা ধরবে যেদিন
বুঝবে কেমন জ্বালা।

লিটন দাসের ভুল আউট
ছিলো ম্যাচের টার্নিং,
চামচামিতে বেস্ট তুমি
ডলার করো আর্নিং।

ইন্ডিয়ার বিরুদ্ধে তুমি
এমন আউট দিলে,
মেরুদন্ড ভাঙ্গত তোমার
লম্বা একটা কিলে।

রড টাকার নামটি তোমার
আসল একটা রড,
শেষ বিচারে ঢুকাবে এটা
তোমাদেরই গড।


তাং ৩০/০৯/২০১৮ খ্রীস্টাব্দ
ছবিঃ GTV

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: ইতিহাসের শ্রেষ্ঠ চুরি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এখনো অনেক বা!!! মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্! প্রহসনেও লাভ হল। এই সুযোগে কবিদের মগজ খুলছে....;)


হবে নাকি ফাইট...:P

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




পাঠক মিয়া চেপে যান
আসলাম হয়ে গুরু,
মন্ডল সাহেব পালাবে
কুচকিয়ে জোড়া ভ্রু।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: না এটা প্রহসন নয়।
আসলেই আউট।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বেনিফিট অফ দা ডাউট সব সময় ব্যাটসম্যানরা পায়। এটাই ক্রিকেটের নিয়ম।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিরে ব্যাটা গোলাম?
খেয়ে দেয়ে নাই কাম??
করিস কেন রাম রাম?
খাবি নাকি পাকা আম??

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



আম খেয়ে পাম মেরে
যাচ্চে ব্যাটা ক্ষেপে,
ভাত জুটেনা দুবেলা
খাবে নাকি পেঁপে!!

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভ্যাড়া মার্কা টাইগার
ফাইনালে হয় হার,
কিঞ্চিৎ দোষী আম্পায়ার
তাহাতেই হলি ফায়ার।

মিরাজ-লিটন বাদে সবার
হয়েছিল কি ধ্বজ?
তাদের কথা বাদ দিয়ে
আম্পারতেই মজো।

নাচ না জানলে উঠান বাঁকা
সবার কাছেই হয়,
ভালো খেললে ভ্যাম্পায়ারে
নেইতো মোটেই ভয়। ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: রানের জবাব দিতে গিয়ে
বুঝেছে কত ঠ্যালা,
গলা শুকিয়ে পানি খায়
শেষ রাতের বেলা।

বাবুরা সব কাবু হবে
টাইগারের হানায়,
পাঠকের জায়গায় ভরে যাবে
বুনো কচুরিপানায়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



খোনতা কোদাল বটি আন
ওরে আমার বুবুজান,
ভীরু পাঠকের কেটে কেটে
করব এখন খান খান।

মন্ডল এখন পাঠক হয়ে
জ্বালিয়ে করছে ভাজা,
হাত পা বেঁধে ফেলে রেখে
খাওয়াবো তিলের খাজা।

ভাত না পেয়ে খাজা খেয়ে
চাইবে যখন মাফ,
পায়ের দড়ি খুলতেই তিনি
দিবেন লম্বা ঝাঁপ।

পালিয়ে তিনি গেছেন এখন
পাচ্ছিনা আর খোঁজ,
হাড্ডি মাংস খেতাম তার
হইতো রাতের ভোজ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:

এখন অপেক্ষা করতে হবে আগামী শুভদিনের জন্য; আমাদের ব্যাটমেনদের খেলার স্টেবিলিটি নেই, এটা একটা সমস্যা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শারীরিক সক্ষমতা কম কিন্তু ভারতীয় টিমেও বুমরা, কাহাল, জাদেজা, এরা কি খুব স্টেবিলিটি সম্প?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হাউকাউ করে লাভ নেই। ওটা ৫০-৫০ আউট ছিল। তবে ২২২রানেও ইন্ডিয়া যে নাকানি চুবানি খেয়েছে, এটা গর্ব করার মত।।

পাকিস্তানের জালে বাঘিনীদের ১৭ গোল | খেলাধুলা | The Daily Ittefaq
http://www.ittefaq.com.bd/sports/2018/09/30/172945.html



ভালো খবর পাওনা খুঁজে
আউল ফাউল লেখো?
কানাবগী নাকি তুমি?
চক্ষু মেলে দেখো।

গর্বের অনেক বিষয় আছে
খবর রাখো কিছু?
শেয়ালের এক ছা পেয়েছো(ক্রিকেট)
ঘুরো তারই পিছু। X(

লজ্জা নেই, শরম নেই
নেই কি তোদের হায়া?
সব খেলাকে পায়ে ঠেলে
এক ক্রিকেটেই মায়া!!! X(

দেশের যদি মঙ্গল চাও
করো সবে পণ
সব খেলাতে থাকবে সাপোর্ট
সবার সারাক্ষণ।।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

কানামাছি আর বউচি নিয়ে
যাবে বিশ্বকাপে,
পিষ্ট হয়ে পিঠা হবে
ওদের বডির চাপে।

চ্যাং দোলা হয়ে ফিরবে বাড়ি
পড়বে হাসির রোল,
সুস্থ কোনোদিন হবে না
খাইলেও মাছের ঝোল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: # ৫০-৫০ হলেই ওটা ব্যাটসম্যান দের অনুকূলে যাবে।
# পাকরা এখন ফুটবল, কানামাছি, বউচি ক্রিকেট যা খেলবে টাইগারদের সাথে তাতেই হারবে।

পুরাতন খবর দিয়ে পুচকে
করছে হাম বড়াই,
দৌড় মেরে পালিয়েছে
করবেনা আর লড়া।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

সনেট কবি বলেছেন: পড়লাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জানলাম

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

ইসমাঈল আযহার বলেছেন: বাঙালীর ভাগ্য ঠিক তার শীর্ণ শরীরের মতো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দুর্বলরা নাকি ভাগ্যকে দোষে

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ইসমাঈল আযহার বলেছেন: হেরে যাওয়ার পর এটাই শান্তনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জিতলে আবেগে টুইটুম্বর হারলে আমাদের ত্রুটিগুলো বুঝতে পেরেছি সামনের খেলায় ভালো খেলবো আশা করছি।
চিরায়ত বানী।

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

আরোগ্য বলেছেন: দারুণ বলেছেন।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠ ও মন্তব্য করার জন্য ধন্যবা।

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:৪০

সৈয়দ ইসলাম বলেছেন:

চুরের জন্য কুদু'আ থাকলো।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আচ্ছা হাত তুলে কুদু'আ শুরু করেন, আমিন

১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

প্রামানিক বলেছেন: শুধু দেখা ছাড়া কিছু করার নাই

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আরে গুরু দেখছি! মন্তব্য করেছে দারুণ অনুপ্রাণিত হলাম। শুভেচ্ছা নিরন্তর জানবেন।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: খেলার মাঠে অনেক কিছু সব সময় ফেবারে থাকেনা। তবে সে যাই হোক একদিন ঠিক সাফল্য আসবে। সেদিন আমি আপনি একসঙ্গে আনন্দ করবোন।আজ শুধু ভালোবাসা জানাই ♥♥।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছন্দে একটু এদিক ওদিক হয়েছে কিছু মনে নিবেন না। কোন সমস্যা নেই। আমি সৌরভ গাঙ্গুলির পাড় ভক্ত।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি সেফ হয়েছেন ?

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ব্লগে আসলেন তাই শুকরিয়া। ইনশাআল্লাহ হয়েছি।

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

পবন সরকার বলেছেন: ওরা চোর

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এভাবে বলাটা সমীচীন মনে করছি না। একটু এদিক ওদিক হতে পারে এই আর কি।

১৭| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

নজসু বলেছেন: এটা মেনে নেয়া সত্যি কষ্টকর ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.