নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

দেশীয় কাব্য ও হালকা ছবি ব্লগ

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১


সমাজ এখন বদলে গেছে
উঠে গেছে শরম,
পনেরো, বিশজন শ্লোগানে
রাজপথ করছে গরম।

হাসির পাত্র হতে আর
নেই একটু বাকি,
নিউজ দেখে হতাশ হয়ে
বলল মেজো কাকী।

এমন মজার আন্দোলন
দেখিনি তো আগে,
অট্টহাসি তামাশা দেখি
ঢাকার শাহবাগে।

কোটা নিয়ে রং তামাশা
আর দেখব কত?
হিংসা বিদ্বেষ ভুলে যায়
মনে ছিলো যত।



সুযোগ সন্ধানী হাঙ্গামা
করি এবার বন্ধ,
দেশের তরে এগিয়ে যাই
মিটে যাক দ্বন্দ্ব।

হাতে হাত ধরে দেশটা গড়ি
মেধার হোক জয়,
দেশের সম্মান বেড়ে উঠুক
হবেনা কভু ক্ষয়।

মুক্তিযোদ্ধারা বীর সন্তান
দিয়েছে দেশ, মাটি,
তাদের সম্মান ওপরে থাক
তারাই আসল খাঁটি।

মায়ের মতো মাটি সত্য
চির সত্য জানি,
সবার উপরে বাংলাদেশ
এই কথাটি মানি।



তাং ০৬/১০/১৮
ছবিঃ নেট, সামু ব্লগের তারেক মাহমুদ

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫

হাবিব বলেছেন:




সমাজ তো আজ বদলায় নি ভাই
বদলে গেছে মানুষ,
ক্ষমতার লোভে অন্ধ কেহ
আছে কি তাদের হুশ?

এসব দেখে হাসবো আমি
নাই সে আমার দায়,
গা জ্বলে যায় কি যে করি
মারবো এদের পায়।

মজা কোথায় আমি দেখি
নগ্ন পদক্ষেপ,
এসব করলে জাতি তাদের
দিবে না আর মাপ।

কোটা নিয়ে রং তামাশা
তা- শেষ হবার তো নয়,
রায় কি আবার যাবে
এইতো মনে ভয়।

সুযোগ সন্ধানের হবে নাকো
কোন দিন শেষ,
মিটবে নাকো দ্বন্দ্ব মোদের
এগুবেনা না দেশ।

হাতটা ধরা নয়কো সোজা
কিভাবে পায় সম্মান?
একাত্তরের যোদ্ধারা সব
দেশ মাতারই সন্তান।

সত্য মাটি সত্য মাতা
দেশের তরেই বুক,
আশা করি বাংলাদেশ
চিরজীবী হোক।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কবিতা পাঠে কবিতা যোগ দারুণ লাগল স্যার জি। প্রথম মন্তব্যের জন্য হৃদয় নিংড়ানো প্রীতি ও শুভেচ্ছা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সমাজ বদলে গেছে। আসলেই বদলে গেছে।
মানুষ আর মানুষ নেই।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শুভ দুপুর রাজিব ভাই।



আমজনতার মাঝে খুঁজি
আসল মানুষ কই?
চিন্তা মনি বলবে কবে
তাই রাত্রি জেগে রই।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

নজসু বলেছেন: হাবিব স্যার বললেন, সমাজ বদলেনি, বদলেছে মানুষ।
একমত।
মেজো কাকী একটা বিষয়ে হতাশ।
আমরা হয়তো আরও অনেক অনেক বিষয়ে হতাশ।

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




আশার সূর্য উদয় হবে
হবেনাতো হতাশ,
সকল অনাচার দুর হবে
বইবে দখিনা বাতাস।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন মজার আন্দোলন
দেখিনি তো আগে,
অট্টহাসি তামাশা দেখি
ঢাকার শাহবাগে। [/sb.]
............................................................................
এত কম সংখ্যক ছাত্র/ছাত্রী কি ভাবে আন্দোলন করে ?

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

স্বচ্ছ দর্পন বলেছেন: কালের স্রোতে অনেক কিছুই বদলায়।

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বদলের হাওয়ায় গা ভাসিয়ে দেয়া কি শ্রেয়?

৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত মেধাবী থাকতে দেশে বিদেশীরা চাকরি করে দেশের টাকা নিয়ে যাচ্ছে কেন, এদের কেমন মেধা? যা বিদেশীদের কাছে হার মানে!!

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:



মেধার যত্ন না নিলে
মেধা হারিয়ে যায়,
এই দুখের কথাখানি
শোনার মানুষ নেই।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

সনেট কবি বলেছেন: বেশ

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো লাগল, ওস্তাদ

৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতাটা খাসা, খেলবে নাকি পাশা??:P


@নাঈম জাহাঙ্গীর নয়ন
কি বিদ্রোহী কবি? খবর ভাল??;)

০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার খবর কি?



মন্তব্য আপনি খাসা
রাতে খেলব পাশা।


আজ রাতে কিন্তু ফাইট দিমুনে রেডি থাকবেন

৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

কাছের-মানুষ বলেছেন: সময় উপযোগী কবিতা।
কোটা এক সময় দরকার ছিল, এখন খুব একটা দরকার নেই। তবে সমাজে পিছিয়ে পরাদের দরকার আছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কথা ঠিক বলেছেন। প্রতিবন্ধী, আদিবাসী, মুক্তিযোদ্ধা ও জেলা কোটা সব মিলিয়ে ১৫% রাখা সমীচীন বলে মনে করি। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: কী আর করা যাবে। তবে কবিতাটি বেশ ভালো হয়েছে।

শুভকামনা আপনাকে ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে আমাকে সত্যিই প্রেরণা জোগাবে। শুভকামনা আপনাকেও। ভালো থাকবেন কিন্তু

১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

ওমেরা বলেছেন: মুরুব্বীদের লজ্জা নেই আতি-পাতিরা শিখবে কার কাছে । ছড়া খুব মজার লেগেছে ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




বাঁশের চেয়ে কুঞ্চি বড়
তার চেয়ে বড় পাতা,
চাকরি পেতে লাগবে একটা
কোটা নামক ছাতা।

কড়া মন্তব্যের জন্য ধন্যবাদ

১২| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই সমাজের মানুষেরা এমন ক্যান
একটা কিছু হলে তার পিছনে লাগে য্যান
.......................................................।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আবেগ ভরা বাঙ্গালীর
হৃদয় পুর্ণ রসে,
ঠ্যালায় পড়লে জো হুকুম
থাকে তখন বশে।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.