নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি না নিলে যুক্তি দাও

সুশিক্ষা ও প্রযুক্তিই পারে একটি জাতিকে উন্নতির চরম শিখরে পৌছাতে।

যুক্তি না নিলে যুক্তি দাও › বিস্তারিত পোস্টঃ

কি করি আজ ভেবে না পাই, প্রামানিক গুরু তোমাদেরকে ছড়াঞ্জলি (গণতন্ত্রের সর্টকার্ট তরিকা ধনী হওয়ার সহজ উপায়)

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২



চোরের ভোট আর সাধুর ভোট
যদি একই মুল্য হয়,
বাই দ্যা পিপুল ফর দ্যা পিপুল
কথা সত্য নয়।

গনতন্ত্রের সংগা এখন বদলে
গেছে ঢের;
লিংকন দাদা ফিরে এসে সংগা
লেখেন ফের।

বঙ্গ দেশের রাজনীতিতে
হরেক রকম চিত্র;
আজকে যিনি শত্রু আছেন
কালকে তিনি মিত্র।

কদর এখন দেখছি যাদের
আছে নতুন দল;
জোটে ভিড়ে ওরা দেখি
করছে নানান ছল।

সামনে বার গড়ব আমি
নতুন একটা দল;
সেই জোটে যাবো আমি
যাদের আছে বাহুবল।

বাগিয়ে নিবো কয়েকটি আসন
গিয়ে তাদের জোটে;
চাপার জোরে জিতে ও আসব
আমজনতার ভোটে।

ম্যাংগো পিপুল বুদ হয়ে সব
শুনবে ফাঁকা বুলি;
পতাকা যুক্ত গাড়িতে চড়ব
উড়বে পথের ধুলি।

আমিই নেতা আমিই মানুষ
বাকিরা সব মেষ;
এটাও জানি আমার ক্ষমতা
একদিন হবে শেষ।

ছবিঃ গুগুল
তাং ২১/১১/২০১৮খ্রীঃ

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! ভালোই রম্য কবিতা হয়েছে। ভাগ্যিস প্রামাণিক গুরু সেদিন অমন সুন্দর ছড়াটি লিখেছিলেন।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোই তো খোঁজ রাখেন দেখছি। পড়ে ভালো লাগাতে পেরে ভালো লাগছে। আপনিও শুভ কামনা জানবেন কিন্তু।

২| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

আরোগ্য বলেছেন: ছড়ার চেইন নাকি। একজনের পর একজন। ভালো।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছড়া পড়ে ভালো লেগেছে জেনে খুশ রহিলাম। নিরন্তর শুভেচ্ছা জানবেন কিন্তু

৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: বাহ !

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ওহ! খুশি হলাম। আরও শর্টকাট মন্তব্য চাই

৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

মীর সাজ্জাদ বলেছেন: বেশ ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জেনে খুশি হলাম। ধন্যবাদ নিবেন। আপনার প্রো পিক বেশ লাগল

৫| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:


যাক বাবা এইবার মনঃপুত হলো

৬| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইন সত্য।

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: পড়েছেন এবং মন্তব্যে করেছেন এই জন্য যারপরনাই খুশি হলাম।

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বড়োই চমৎকার !

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বড়ই প্রীত হলাম পাঠে মন্তব্যের জন্য

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

হাবিব বলেছেন: লেখক বলেছেন: ওহ! খুশি হলাম। আরও শর্টকাট মন্তব্য চাই.............

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আচ্ছা ঠিক আছে আপনি খুশি মুই খুশ হলুম

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

হাবিব বলেছেন: বা'

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এইবার ঠিক আছে

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: চোখে দেখেছিলাম কিন্তু তখন অফ লাইনে থাকায় মন্তব্য করতে পারি নাই এজন্য দুঃখিত। বর্তমান প্রেক্ষপটে চমৎকার ছড়া খুবই ভালো লাগল। বাস্তবতার ভিত্তিতে রসালো ছড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




আমি অতি সাধারণ, অতি নগন্য
গুরুর আগমনে আমি হলাম ধন্য।

১১| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চমৎকার হয়েছে....

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.