নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর সবার মতোই।

গন্ডোলার মাঝি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

গন্ডোলার মাঝি › বিস্তারিত পোস্টঃ

Love at first sight কে প্রেম মনে করা এবং ছেলেটার তুখোড় ছাত্র হয়ে উঠা

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৯

Love at first sight কথাটার অর্থ যখন আমি জানতাম না তখনই এটার শিকার হয়েছিলাম।love at first sight কে প্রেম মনে করে যে কোন ভুল করিনি তা এখন ভালো করে বুঝছি।তাকে যখনই দেখতাম বুকের ভিতরটা যেন কেমন করতো।মনে হতো হ্রদয়টা বুক থেকে পেটে নেমে যাচ্ছে আবার উঠছে।কোন সময় তার চোখে চোখ রাখি নি।যদি এর থেকে আরো বড় কিছু হয়ে পরে।আমার মেয়ে বিষয়ে একটা সমস্যা আছে তা হলো তাদের চোখের দিকে তাকালে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে।তাদের প্রতি সহানুভূতির জন্য নয় কিন্তু।সে যে রাস্তা দিয়ে যায় আমি সে রাস্তার দিকে পা ও বাড়াই না।কারন কে চায় বিনামুল্যে নিজের ভিতর ভূমিকম্প সৃষ্টি করতে।কিন্তু আমি চাইতাম তাকে।একবার এক বড় ভাই বলেছিলেন যে প্রেম করা অত্যন্ত জরুরি। প্রেম করলে লেখাপড়া নাকি ভালো হয়।তার যুক্তিটা ছিল প্রেম করলে গালফেন্ড্রের সাথে লেখা পড়ার প্রতিযোগিতা হয়।কিন্তু কথাটা আমার কাছে অন্যরকম লাগলো।আমার মনে হলো কাউকে পছন্দ করলে তার ফোকাসে আসতে হলে লেখাপড়াটা জরুরি।তাই তো তার ফোকাসের জন্য তুখোড় ছাত্র হওয়ার পথে নেমে গিয়েছিলাম।তার সাথে যদিও আমার প্রেম করার কোন ইচ্ছা ছিলনা কিন্তু তার ফোকাসে আসাটা জরুরী হয়ে পড়ল।আমি তার সম্বন্ধে বেশি জানতাম না।শুনেছিলাম সে নাকি ভালো ছাত্রী।তাই নিজেকে ও ভালো করার চেষ্টা করেছি যার ফল পরে পেয়েছিলাম।Love at first sight যে আমার মতো পিছনের সারির ছাত্রকে মিডিয়াম সারিতে নিয়ে আসবে তা ভাবতেই পারি নি।আমি GPA 5 পেয়ে জেএসসি পাশ করি যার 3 পাওয়ার যোগ্যতাই ছিলনা।কিন্তু মেয়েটা যার জন্য আমার এ পরিবর্তন তার কি হলো? তার কি হলো???
,
,
,
,
সে GPA 3.77 পেয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.