নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর সবার মতোই।

গন্ডোলার মাঝি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

গন্ডোলার মাঝি › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন এলাকার বড় ভাইরা কেমন হয়।!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

প্রত্যেক এলাকায় কিছু বড়ভাই ধরনের মানুষ জন বাস করে। তাদের কিছু অদ্ভুত ধরনের বৈশিষ্ট্য রয়েছে।এসব বৈশিষ্ট্য দেখলেই বুঝা যায়, তারা এলাকার বড় ভাই।
.
এসব বড় ভাইরা জাতীয় বড় ভাই হিসেবে পরিচিত।যেমন নির্বাচনের প্রার্থী রা সবার ভাই হয়, কাকা লাগলে ও ভাই, বাবা লাগলে ও ভাই,শ্বশুর লাগলে ও ভাই।এইসব বড় ভাই রা এলাকাকে সব সময় মাতিয়ে রাখে।তারা কখনো একা থাকে না। তাদের সাথে একজন হলে ও থাকে।
.
তাদের নিজের এলাকার মেয়েকে অন্য এলাকার কোন ছেলে ইভটিজিং করলে তাদের যেমন উত্তম মধ্যম,অপমান, বাশ ইত্যাদি দেওয়া হয়। তারা ও অন্য এলাকায় গিয়ে কোন মেয়েকে ইভটিজিং করলে মাইর, অপমান,বাশ খেয়ে আসে।( কারন নিজের এলাকার মা বোনের ইজ্জত তাদের কাছে অনেক বড়)
.
সাধারণত তারা কোন কাজ কর্ম করে না।তারা সবার কাছে বাপের হোটেলের বেকার হিসেবে পরিচিত থাকে।
.
এলাকার সবচেয়ে সুন্দরি মেয়ের সাথে তাদের প্রেম থাকে।চোখে চোখে চাওয়া,লিফট দেওয়া, মেয়ের মা বাবা কে দেখলেই সালাম দেওয়া এবং কিছুদিন পর আপন বড় ভাইয়ের মতো এসব সুন্দরি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া।বিয়ের পর মেয়েকে জামাইয়ের সাথে দেখে কলিজা ফেটে যাওয়া।
.
এসব বড় ভাইরা অনেক কিছু সহ্য করে।সবার বিপদে এগিয়ে এসে নিজের কাজের মতো কাজগুলো করে দেয়।আবার মানুষের ক্ষতি করে যেমন: গাছের ফল, খোঁয়াড়ের হাস মুরগি ইত্যাদি তারা চুরি করে। যদি ও এসব একা একা খায় না।পারলে যার এখান থেকে চুরি করা হয়েছে সে পরিবারের ছেলেকে ও নিয়ে খায়।
.
তারা খেলাধুলা ও করে।তারা ক্রিকেট খেলায় ওপেনিং এ ব্যাটিং করে, বোলিং করে।তারা আউট না হওয়ার জন্য বিভিন্ন নিয়ম বের করে। যেমন আমার এলাকার বড় ভাই সাদ্দাম ভাইয়ের প্রথম বলে আউট হলে আউট নাই।তিনি একবার অন্য এলাকায় খেলতে গিয়েছিলেন। তাকে আউট করার করার পর তিনি আর নড়েন না, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তারপর কেউ একজন বলল,সাদ্দামের প্রথম বলে আউট নাই।
.
এসব বড় ভাইরা অদ্ভুত রকমের ভালো ও হয় আবার খারাপ ও হয়।আপনাকে মারতেছে, বকতেছেআবার আপনাকেই আদর করতেছে যেন কিছুই হয় নি।
.
তারা বাকের ভাইয়ের মতো মানুষকে সাহায্য করে।বাকের ভাই যেমন সবার কাছে ভালো ছিল, এসব বড় ভাইরা ও কিছু মানুষের কাছে খারাপ, সবার কাছে ভালো।ভালো থাকুক এসব বড় ভাইরা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাংলা নাটক গুলোর কথা মনে পড়ে গেল। মজার পোস্ট!

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৮

গন্ডোলার মাঝি বলেছেন: হুম। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২১

রক্তিম দিগন্ত বলেছেন:
এলাকার সবচেয়ে সুন্দরি মেয়ের সাথে তাদের প্রেম থাকে।চোখে চোখে চাওয়া,লিফট দেওয়া, মেয়ের মা বাবা কে দেখলেই সালাম দেওয়া এবং কিছুদিন পর আপন বড় ভাইয়ের মতো এসব সুন্দরি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া।বিয়ের পর মেয়েকে জামাইয়ের সাথে দেখে কলিজা ফেটে যাওয়া।
এপিক!

বড় ভাইরা আসলেই সব জায়গায় একই রকম। সার্বজনীন চরিত্র।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৩

গন্ডোলার মাঝি বলেছেন: ভালো বলেছেন।আসলেই বড় ভাইরা সব জায়গায় একই রকম

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফালতু। এদের সামাজিক ভাবে বয়কট করা উচিত। ইভ টিজিং এর শুরুই হয় এদের হাতে...

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০

গন্ডোলার মাঝি বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.