নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর সবার মতোই।

গন্ডোলার মাঝি

আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন

গন্ডোলার মাঝি › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন স্যার এর হিমুর সাথে এইটা মিলাবেন না।উনার টা অনেক অনেক বেস্ট।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৮

হিমুর ক্রিকেট খেলা দেখা ( পর্ব-১)
উৎসর্গ- হুমায়ূন স্যার �
- - - - -
আমার নাম হিমালয়। ডাক নাম হিমু।আমার অবস্থান এখন কলাবাগান এলাকায়। এলাকার নাম কলাবাগান কিন্তু কোন কলাবাগান চোখে পড়ছে না।এমন আরো অনেক জায়গা আছে যেগুলোর নামের সাথে জায়গার কোন মিল নেই যেমন হাতিরঝিল।
.
.
সেদিন মাজেদা খালার বাসায় গিয়েছিলাম, আমাকে ৫০০ টাকা দিল। মাঝে মাঝেই দেয়,মা- বাবা হীন দেখেই হয়তো ওনার দয়া হয়।বাদলের রুমে গিয়ে দেখি সে বাংলাদেশ বনাম আফগানিস্তান এর ক্রিকেট খেলা দেখছে।সে কি প্রশংসা বাংলাদেশ ক্রিকেট দলের।আমার তেমন একটা খেলা দেখা হয় না তবুও ক্রিকেটের নিয়ম গুলো জানি।কারণ মহাপুরুষদের সবকিছু জানতে হয়।ক্রিকেট ই একমাত্র খেলা যেখানে বাংলাদেশের পুরো ৪৮ কোটি মানুষকে একসাথে করে, একসাথে কথা বলতে বাধ্য করে। ৪৮ কোটি কেন বললাম বুঝলেন না?
২০১২ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ৩ প্রধান একই স্টেডিয়ামে খেলা দেখে ছিল।আর বাংলাদেশ কোন ম্যাচ জিতলেই টিভি, পত্রিকায় ব্রেকিং নিউজ এসে পরে, ওমুক দলের সাথে এত উইকেটে বা এত রানে জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট টিমকে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং বি এন পি চেয়ারপার্সন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।আমাদের ৩ প্রধান ই সবসময় দাবী করে তাদের সাথে ১৬ কোটি মানুষ আছে, সূতরাং ১৬*৩=৪৮।
.
.
কলাবাগান থেকে মিরপুরের দুরত্ব প্রায় ৭ কিঃমিঃ।বাসে গেলে ৩০ মিনিট লাগবে ট্রাফিক সহ ১ ঘন্টা। কেন জানি আজকে খেলা দেখতে ইচ্ছা করছে আজকে নাকি বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর খেলা।খেলা শুরু হবে আরো ১.৩০ ঘন্টা পরে।হাতে টাকা ও আছে ৫০০। খালার দেওয়া ৫০০ টাকা এখনো খরচ হয় নি।সবার টাকা থাকে পকেটে আর আমার হাতে।আমার পরনে রুপার দেওয়া বিখ্যাত পকেটহীন হলুদ পাঞ্জাবী।৫০০ টাকা দিয়ে কেমন গ্যালারী পাবো?
.
.
লোকাল বাস দিয়ে কলাবাগান থেকে মিরপুর যাচ্ছি।কিছুক্ষন পরপর থামিয়ে যাত্রী নিচ্ছে যদিও বাসে দাড়ানোর জায়গা নেই।সিট তো দূরের কথা।আমি একটু আরামেই দাঁড়িয়ে আছি। আমার আশেপাশের যাত্রীরা আমার থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখছে।নিরাপদ দুরত্ব রাখার কারনটা কি? আমাকে কি চোর, পকেটমারদের মতো দেখাচ্ছে? একজন কে দেখলাম আমার দিকে তাকিয়ে নাক শিটকাচ্ছে!!বুঝলাম আসল কারনটা কি!
আমার পাঞ্জাবী টা গত ১০ দিন ধরে ধোয়া হয় না।আমার এই বিখ্যাত পকেটহীন গন্ধযুক্ত পাঞ্জাবীর কারনেই আরামে দাড়িয়ে থাকতে পারছি।
বাসের হেলপার সবার কাছ থেকে ভাড়া নিচ্ছে।আমার কাছে এসে বলল, 'মামা কয় যাইবেন'
' মিরপুর যাবো ভাগিনা'
' ২৫ টাকা দেন '
৫০০ টাকার নতুন নোট টা এগিয়ে দিলাম তার দিকে।সে বিরক্তির ভংগিতে বললো, 'ভাংতি দেন'
' পকেট ই নাই, ভাংতি কোথায় পাবো?'
' ভাংতি নাই তো লোকাল বাসে উঠছেন কেন? নামেন বাস থাইকা'
'চলন্ত বাস থেকে কিভাবে নামব?'
হেলপার চিৎকার দিয়ে বলল,' ওস্তাদ গাড়ি থামবে পাগল নামবে।'
অপমান করে কেন গাড়ি থেকে নামানো হলো সেটা বুঝতে পেরেছি ভালো করেই।মানুষের গায়ের গন্ধ, মুখের গন্ধের উপর অনেক কিছু নির্ভর করে। চাকরির ইন্টারভিউ, প্রেমিক প্রেমিকার ডেট,ছাত্র- শিক্ষকের সম্পর্ক।
বিনা পয়সায় অনেক দূর চলে এসেছি। বাকি পথটা ও বিনা পয়সায় পাড়ি দিতে পারলে ভালোই হতো।
.
চলবে????

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

মেহরাব হাসান খান বলেছেন: কাকতালীয়, ৪ মিনিটের ব্যবধানে দুজন দুইটা হিমু লিখা প্রকাশ করলাম!

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

গন্ডোলার মাঝি বলেছেন: আমার কাছে ও কাকতালীয় লাগলো।পোস্ট করার পর দেখি আমার আগে আপনি হিমু পোস্ট করেছে।একসাথে দুইটা পণ্য।মানুষ কোনটা রেখে কোনটা পড়বে? আশা করি আপনার পাঠক বেশি হবে।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:



চলুক, সিম্পটম সবগুলো এখনো বেরিয়ে আসেনি

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

গন্ডোলার মাঝি বলেছেন: ধন্যবাদ।আপনার উৎসাহ পেয়ে ভালো লাগলো।

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

Neel Borno বলেছেন: ভালো হয়েছে।পরের পর্বের জন্য অপেক্ষায় আছি।

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

গন্ডোলার মাঝি বলেছেন: ধন্যবাদ।মন্তব্য ডাবল হয়েছে।

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

Neel Borno বলেছেন: ভালো হয়েছে।পরের পর্বের জন্য অপেক্ষায় আছি।

৫| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

হাতুড়ে লেখক বলেছেন: মেহরাব হাসান খান বলেছেন: কাকতালীয়, ৪ মিনিটের ব্যবধানে দুজন দুইটা হিমু লিখা প্রকাশ করলাম!

দুইটাতেই "৫০০ টাকার একটি নোট" এর সাদৃশ্য পাইলাম। হিমুর হাতে কি ৫০০ টাকা থাকাই লাগবো? B:-/

৬| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩

Neel Borno বলেছেন: সরি ভুল করে দুটি মন্তব্য হয়ে গেসে

৭| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১১:২০

রক্তিম দিগন্ত বলেছেন:
বেশ ভালই লিখেছেন। পরের পর্ব পড়ার আশা রইলো।

তবে, একটূ বলি - যেহেতু উত্তম পুরুষে মানে হিমুকে বক্তা হিসেবে রেখে গল্পটা বর্ণনা করছেন - তাই হিমুর কথায় ট্র্যাডিশনাল কিছুর উদাহরণ টানবেন না। যেমন - এই গল্পেই আছে আমার পরনে রুপার দেওয়া বিখ্যাত পকেটহীন হলুদ পাঞ্জাবী। এই বাক্যটা বেশি বর্ণনাত্নক হয়ে গেছে। এটায় হিমুকে বুঝা যাচ্ছে না, মনে হচ্ছে হিমুর প্রিটেন্ড করা কেউ একজন। এটা লিখতে পারতেন - রূপার দেওয়া পাঞ্জাবীটাই পড়ে যাচ্ছি খেলা দেখতে। সবার মত আমার অতটা জার্সি প্রীতি নেই। সবুজ হওয়ার প্রীতি। আমি আমার হলুদ বর্ণেই স্বাচ্ছন্দ বোধ করি।
বা এমন ধরণের কোন বাক্য।

৮| ২০ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

দিগন্ত জর্জ বলেছেন: ভালো লাগলো। চলুক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.