নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো, একগুঁয়ে, অবাধ্য ...

গজ-কচ্ছপ

মিথুন রাশির জাতক ...

গজ-কচ্ছপ › বিস্তারিত পোস্টঃ

"চুম্বন" নামক একটি শিল্পের পরিচিতি [ছবি সমেত] B-)

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

চুম্বন হল দুই ঠোঁটের স্পর্শ দিয়ে কাউকে আদর করা বা স্নেহ প্রকাশ করা। সাধারণভাবে প্রেম,কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য অথবা শুভেচ্ছা প্রকাশার্থে অন্য কারো চিবুক, অধরোষ্ঠ, করতল, কপাল বা অন্য কোন অঙ্গে ঠোঁট অর্থাৎ অধরোষ্ঠ স্পর্শ করা। সৌভাগ্য কামনায়, সম্মান প্রদর্শনার্থে বা কিছু প্রাপ্তির আনন্দ প্রকাশার্থে ঐ বস্তুতে অধরোষ্ঠ স্পর্শ করানোও চুম্বন। স্নেহ-ভালবাসা প্রকাশার্থে চুম্বন একটি সাধারণ প্রথা। যৌনসঙ্গমকালে চুম্বন একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গার। সংস্কৃত "চুম্বন" থেকে বাংলায় "চুমা", "চুমু", "চুমো" প্রভৃতি শব্দের উৎপত্তি হয়েছে। মানব সভ্যতার বিভিন্ন পর্যায়ে নানা অনুষ্ঠান ও উৎসবে চুম্বন প্রথা ব্যবহৃত হয়ে এসেছে। এটি অভিবাদনের সাধারণ একটি রীতি।

ক্রিস্টোফার নাইরোপ নামক জনৈক ভদ্রলোক চুম্বনের ধরন অনুসারে ৭ ভাগে ভাগ করেছেন। এইগুলা হলোঃ



১. Adolescents kissingঃ অনেক সংস্কৃতিতে কিশোর-কিশোরিরা একে অপরকে চুমু খাওয়ার এক ধরনের খেলা খেলে। একে বলে adolescents kissing.

২. Sexual or romantic kissঃ ক্রিস্টোফার নাইরোপ তার “The Kiss and its History” বইয়ে চুমুকে ভালোবাসা প্রকাশের সবচেয়ে সফল এবং শর্টকার্ট পদ্ধতি হিসেবে আক্ষায়িত করেছেন। সেক্সুয়াল ইন্টারেকশনের আগে কিংবা প্রণয়নীকে ভালোবাসা প্রকাশের জন্য যেই চুম্বন তাকেই বলে Sexual or romantic kiss.

৩. Kiss of affectionঃ এই ধরনের চুমুতে শুধুই স্নেহ কিংবা মমতা থাকবে। বাবা-ছেলেকে, কিংবা মা-মেয়েকে, বন্ধু-বন্ধুকে ইত্যাদি চুমু খাওয়া এই ধরনের অন্তর্গত।

৪. Kiss as ritualঃ উপাসনা বা বিশ্বাসকে পরিপূর্ণতা দিতে যেই চুমু তাকেই বলে Kiss as Ritual. আগে যুদ্ধে যাওয়ার আগে যোদ্ধারা তাদের তলোয়ারকে চুমু খেতেন। এগুলাই হলো এই ধরনের চুমুর অন্তর্গত।

৫. Kiss of peaceঃ প্রাচীনকালে চার্চে গভীর আত্নিক উৎসর্গ প্রকাশ করার জন্য চুমু খাওয়া হতো। একেই বলে Kiss Of Peace.

৬. Kiss of respectঃ এইটাও একটা প্রাচীন ধরনের চুমু। আগে যখন সব জায়গায়ই রাজশাসন ব্যাবস্থার প্রচলন ছিলো তখন গুরুত্বপূর্ন ব্যাক্তিকে চুমু খেয়ে সম্মান প্রদর্শন করার নিয়ম ছিলো।

৭. Kiss of friendshipঃ বর্তমানে আমেরিকা এবং ইউরোপের প্রায় বেশিরভাগ দেশেই এই চুমু ব্যাবস্থার প্রচলন রয়েছে। ঠোটে-ঠোট লাগিয়ে কিংবা গালে-গাল লাগিয়ে বন্ধুদের চুমু খাওয়াকেই বলে Kiss of friendship.





এইবার আসা যাক চুমু খাওয়ার বিভিন্ন স্টাইলে। দুই ঠোঁটের সাহায্যে কাওকে আদর করাই হলো চুমু। তথাপি এই আদর করার বিভিন্ন স্টাইল বা পদ্ধতি আছে। মানুষজন বিভিন্ন স্টাইলে ভালোবাসার মানুষকে চুমু খায়। এর কিছু গুরুত্বপূর্ণ স্টাইলগুলো এখানে তুলে ধরা হলোঃ



১. The French Kissঃ ফ্রেঞ্চ কিস সর্বাধিক জনপ্রিয় চুমু খাওয়ার পদ্ধতি। এক্ষেত্রে একজনের জিভ অন্যজনের জিভকে স্পর্শ করে। তাই একে Tongue Kiss ও বলা হয়ে থাকে।







২. The Butterfly Kissঃ এই ধরনের চুমুতে ঠোটের কোন কাজ নেই। এইখানে একজনের চোখের পাতা আরেকজনের চোখের পাতাকে স্পর্শ করে। এবং প্রজাপতির ডানা ঝাপটানোর মতো দুইজনই চোখের পাপড়ি ঝাপটাতে থাকে। এইটা এক ধরনের মজার সঞ্চার করে। তবে একজনের চোখের পাতা অন্যের গালে ঝাপটিয়েও বাটারফ্লাই কিস করা যায়।







৩. The Single-Lip Kissঃ সিঙ্গেল লিপ কিস হলো ভালোবাসার মানুষের যে কোন একটি ঠোটকে চুম্বন খাওয়া। নিজের দুটি ঠোট দিয়ে অপরের একটি ঠোটকে আদর করাকেই বলে সিঙ্গেল লিপ কিস।







৪. The Spiderman Kissঃ ২০০২ সালের মুভি স্পাইডার ম্যান-এ এক নতুন ধরনের চুম্বন দেখা গেছে। এইখানে দুইজনের একজনের দুই ঠোট উপরের দিকে(আকাশপানে) থাকে আর একজনের নিচের দিকে।







৫. The Earlobe Kissঃ এই ধরনের চুম্বন ব্যাবস্থায় একজন অপরজনের ঠোটে চুম্বন না করে কানের লতিতে কিংবা ঘাড়ে চুম্বন করাকে বুঝায়।







৬. The Lip Gloss Kissঃ এইটা আসলে বেশিরভাগ সময় মহিলা পার্টনার তাদের পুরুষ পার্টনারদের দিয়ে থাকে। এইক্ষেত্রে, একে অপরের ঠোটের উপর ঠোট ঘসতে থাকে।







৭. The Eskimo Kissঃ এস্কিমো সংস্কৃতিতে এই ধরনের চুম্বন ব্যাবস্থা প্রচলিত। এইখানে একে অপরের নাকে নাক লাগিয়ে এদিক-সেদিক করাকে বুঝায়। এইটা এস্কিমোদের সৌহার্দ্য, প্রীতি, বন্ধুত্ব ইত্যাদি নির্দেশ করে।







৮. The Cheek Kissঃ একজনের গালের দ্বারা অন্যের গালে স্পর্শ করে চুমু খাওয়ার ভঙ্গি করাকে বলে চীক কিস।







৯. The Hickeyঃ হাইকি/হিকি কিছুটা ঔদ্ধত চুম্বন ব্যাবস্থা। এতে একে অপরের ঠোট খুবই সজোড়ে টেনে নেওয়া হয়। এতে করে ঠোটে লাল দাগ পরে যায়। তবে এই ধরনের চুম্বন গালেও করা যেতে পারে।







১০. The Secret Message Kissঃ ফ্রেঞ্চ কিসের মাঝখানে হঠাৎ করেই সঙ্গির ঠোটে জিহবা দিয়ে বিভিন্ন কাড়িকুড়ি করাকে বলে দ্যা সিক্রেট ম্যাসেজ কিস।









পরবর্তী পর্ব পড়তে Click This Link



কৃতজ্ঞতা স্বীকারঃ http://www.google.com

মন্তব্য ৬৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

অণুজীব বলেছেন: :-*

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

গজ-কচ্ছপ বলেছেন: :||

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মাক্স বলেছেন: www,chumupedia.org :P :P :P

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

গজ-কচ্ছপ বলেছেন: :-P :-P :-P

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

ৎঁৎঁৎঁ বলেছেন: এ যে চুম্বনশাস্ত্র !!! :-B :-B :-B

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

গজ-কচ্ছপ বলেছেন: এইটা হইলো এ বি সি ডি। :>

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

বইয়ের পোকা বলেছেন: :!> :!> :!> :!> :!> :!> :!> :#> :#> :#> :#> :#> :> :> :> :> :> :>

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

গজ-কচ্ছপ বলেছেন: B-) B-) B-) B-) B-)

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: :> :> :> :P :P :P :P

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

গজ-কচ্ছপ বলেছেন: B) B) B)

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

রিমন০০৭ বলেছেন: CHUMBAKTIONARY :D :D =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

গজ-কচ্ছপ বলেছেন: :P :P :P

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

আধখানা চাঁদ বলেছেন: ফটুক দিলে পোস্ট এতক্ষণে স্টিকি পোস্টের সমান হিট পাইত।
;)

তবে পোস্ট ব্যতিক্রমী। সেজন্য ভাল লাগা।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

গজ-কচ্ছপ বলেছেন: ভ্রাতা আইডিয়ার জন্য ধন্যবাদ। কালকেই আমি ফটো এড করে দিবো ইনশাল্লাহ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

বয়ানবাজ বলেছেন: ছবি কই? ছবি ছাড়া বুঝবো ক্যামনে?
X( X( X( X( X( X( X( X(

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

গজ-কচ্ছপ বলেছেন: আইজকা আপাতত পড়েন। কাল্কা ফটু দেইখা বুইঝা লইয়েন। :P

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

রিমন০০৭ বলেছেন: ফটো কি আইজ রাইতে তুলবেন? ;) ;)

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

গজ-কচ্ছপ বলেছেন: দেখি ভাই কি করন যায়। :P

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

বনলতা মুনিয়া বলেছেন: :!> :!> :!> :!>


ইতা কিতা..............!!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

গজ-কচ্ছপ বলেছেন: ইয়ে... মানে... আপু, এইটা হলো... না, মানে...।!! :P :P

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :!> :!> :!> :!> :#> :#> :#>


:-P :-P :-P

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

গজ-কচ্ছপ বলেছেন: :P :P :P

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

আহ্‌মুদুল বলেছেন: যে পোষ্ট পাঠ করিলে ________ , জানিতে - বুঝিতে ও করিতে পারা যায় , তাকে চুম্বন শাস্ত্র বলে।
(এই অসাধারন শাস্ত্র কিন্তু ১৮+)

+++++++++++++++++++++

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

গজ-কচ্ছপ বলেছেন: প্লাসের লাগি ধইন্যা লিবেন। :P

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

তামিম ইবনে আমান বলেছেন: আমি শিল্পী হতে চাই। ভলান্টিয়ার হতে চান কেউ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

গজ-কচ্ছপ বলেছেন: ভলান্টিয়ার না কয়া গিনিপিগ কন। :P

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

সুলাইমান হাসান বলেছেন: আব্বা বিয়া করুম ..

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

গজ-কচ্ছপ বলেছেন: আব্বা আমিও! :-<

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

অন্তরায়ন বলেছেন: মধু!!! মধু!!! মধু!!!

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

গজ-কচ্ছপ বলেছেন: :> :> :>

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মাহবু১৫৪ বলেছেন: :-* :-* :-* :-*

পোস্ট লুলে লুলায়িত ;) ;)


৯ নম্বর ধাপ আমার পছন্দের B-) B-) B-)

প্রিয়তে নিলাম। সময় মত অস্ত্র চলবে =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

গজ-কচ্ছপ বলেছেন: "সময় মত অস্ত্র চলবে" -বিশেষ ভাল্লাগ্লো। :P

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

হাসান মুহিব বলেছেন: আরও কিছু মজার তথ্য জানার জন্য

রস+সামু = রসামু ( আজকের বিষয় : Kiss দ্যা চুমু )

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

বাংলাদেশের বিবেক বলেছেন: :!> :!> :!> :!> :!> :!>

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

গজ-কচ্ছপ বলেছেন: :P :P :P :P :P

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

rajiib kumar das বলেছেন: valo hoyeche

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

গজ-কচ্ছপ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম


কেঁপে কেঁপে উঠে খুনের সাহস
চুমু খেতে চাই।।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

গজ-কচ্ছপ বলেছেন: ফুলে-ফেপেঁ উঠে মনের আবেগ
চুমু খেতে চাই।।
:P

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

অপরিচিত অতিথি বলেছেন: xosh vala laglo

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

গজ-কচ্ছপ বলেছেন: :-P :-P

২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

হুমায়ুন তোরাব বলেছেন:

৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

গজ-কচ্ছপ বলেছেন: আংকেল বিয়া কর্মু। :'( (আপনার আব্বার কাছে আমার বার্তাটাও পৌছায়ে দিয়েন) :-P

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৮

বনলতা মুনিয়া বলেছেন: :!> :!> :!> :!>


ছবি গুলা তো এক এক খান সেইরাম.......

:!> :!> :!> :!>

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

গজ-কচ্ছপ বলেছেন: দেখার অভিজ্ঞতাই সেইরাম ভাবতেছি হাতে-কলমে অভিজ্ঞতা কিরাম হইবো!! :-P

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

অনির্বাণ জাতি বলেছেন: :-/ :-/ :-/
Vaggo hoilo na :-( :'(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

গজ-কচ্ছপ বলেছেন: এখনো ভাগ্য হইলো নাহ। :(

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬

মাক্স বলেছেন: আপডেট? B:-) B:-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

গজ-কচ্ছপ বলেছেন: ইনশাল্লাহ আজকেই। :>

২৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

অনির্বাণ জাতি বলেছেন: Aro 7yr :'( :'(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

গজ-কচ্ছপ বলেছেন: আম্রো আরো ৭-৮ বছর। :(

২৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

বনলতা মুনিয়া বলেছেন: হেঁ হেঁ হেঁ B-)) B-)) B-)) B-))

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

গজ-কচ্ছপ বলেছেন: :P :P :P

২৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

অপরাজেয়আমি বলেছেন: এককনই মাম্মা বিয়া করাম...পাত্র দেহুন। ;) ;) ;)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

গজ-কচ্ছপ বলেছেন: তালি পরে আম্রটা কে দেখবো?? :-P

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
২ নম্বরটার ব্যাপারে কোন আইডিয়াই ছিলনা।
চুমুৎকার পোস্ট ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

গজ-কচ্ছপ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

ইন্সিত বলেছেন: সেইরাম। বউ গেছে বাপের বাড়ি..... :(( :(( :(( :(( :(( :(( :((

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

গজ-কচ্ছপ বলেছেন: আহারে! অয়েট খান। :P আর আমগো তো বউ-ই নাই। :(

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

মাহমুদুর রাহমান বলেছেন: ইন্সিত বলেছেন: সেইরাম। বউ গেছে বাপের বাড়ি.

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

গজ-কচ্ছপ বলেছেন: লেখক বলেছেন: আহারে! অয়েট খান।:P আর আমগো তো বউ-ই নাই।

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

পলক শাহরিয়ার বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন: চুমুৎকার পোস্ট ||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

গজ-কচ্ছপ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩৩| ০৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

জাওয়াদ তাহমিদ বলেছেন: ব্যাপক অবস্থা দেখি।

:-B :-B :#> :#>

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৩

গজ-কচ্ছপ বলেছেন: হয় ভ্রাতা। শিরাম অবস্থা।

৩৪| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

আদি বিনতে শাতিল বলেছেন: আমি টোটালি নির্বাক :o :o

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩১

গজ-কচ্ছপ বলেছেন: কেনো এই মৌণতা? :P

৩৫| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: চুম্বন ছাড়া ভালোবাসা প্রকাশ হয় না ঠিক মতন....

বিয়ের পরে চুম্বন কমে গেলেই ঝামেলা শুরু হয়...

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

গজ-কচ্ছপ বলেছেন: বিয়ের পরে চুম্বন কমে গেলেই ঝামেলা শুরু হয়... ব্যাপারটা বিয়ের পরই জানা যাবে। ততদিন অপেক্ষা করতে হবে। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.