নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘরকুনো, একগুঁয়ে, অবাধ্য ...

গজ-কচ্ছপ

মিথুন রাশির জাতক ...

গজ-কচ্ছপ › বিস্তারিত পোস্টঃ

"চুম্বন" নামক একটি শিল্পের পরিচিতি [ছবি সমেত] B-) [২য় পর্ব]

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

"চুম্বন" নামক একটি শিল্পের পরিচিতি -শীর্ষক পোস্টে চুম্বনের বেসিক ১০টি স্টাইল ছবিসমেত বর্ণনা দেয়া হয়েছিলো। বেহুদা ফালতু না গেজাইয়া নিচে আরো দশটা স্টাইল ছবিসমেত দেওয়া হইলো। আসুন জ্ঞ্যান অর্জন করে সবাই জ্ঞ্যানি হই। :P



আর প্রথম পর্বটি পড়তে Click This Link



১১. The Vampire Kiss: ভ্যাম্প্যায়ার কিস হলো সঙ্গির ঘাড়ে খুবই গভীরভাবে দাত লাগিয়ে চুম্বন করা। অনেক ক্ষেত্রে আনন্দের তুলনায় এতে ব্যাথা অনুভূত হতে পারে।







১২. The Wet Kiss: অয়েট কিস একটি খোলা মুখের চুম্বন যেখানে জিহবের ব্যাবহাত থাকতেও পারে নাও পারে। এর বিশেষত্ব হলো এতে দুইজনেরই সমস্ত শরীর ভেজা থাকে। পানির মধ্যে কিংবা সুইমিং শেষে গা শুকানোর আগে এইটা করা হয়।







১৩. The Lizard Kiss: লিজার্ড কিসিং-এ একজন পার্টনার তার সঙ্গির মুখের ভেতর জিহ্ব আনা-নেওয়া করবে।







১৪. The Air Kiss: এয়ার কিস-কে অনেক ক্ষেত্রে ফ্লাইয়িং কিস-ও বলে। কাওকে উদ্দেশ্য করে চুমু খাওয়ার ভঙ্গিকরে অদৃশ্য চুমু পৌছে দেওয়াকে এয়ার কিস বলে।







১৫. The Biting Kiss: বাইটিং কিস হলো ফ্রেঞ্চ কিসের ঔদ্ধতরূপ। খোলামুখে সঙ্গির জিহ্ব সঞ্চালনের পাশাপাশি হঠাৎ করেই ঠোটে দাত বসানোকে বলে বাইটিং কিস।







১৬. The Angel Kiss: বিদায় বা ভালোবাসা প্রকাশ করতে কারো ঠোটে, চেহারায় কিংবা চোখে চুমু খাওয়াকে বলে এনজেল কিস।







১৭. The Neck Kiss: পার্টনারের ঘাড়ে আলতো করে চুমু খাওয়াকে বলে নেক কিস।







১৮. The Jawline Kiss: পার্টনারের চোয়াল বরাবর চুমু খাওয়াকে বলে জ-লাইন কিস।







১৯. The Breath Kiss: ব্রেথ কিস আসলে চুম্বন না বলে এক ধরনের খেলাই বলা চলে। দুইজনেই মুখ খুলে একে অপরের নিঃশাস মুখে পুরে ঠোট বন্ধ করে ফেলাকে বলে ব্রেথ কিস।







২০. The Love Kiss: সঙ্গির ঠোটে আলতো করে চুমু খেয়ে ভালোবাসা প্রকাশ করাকে বলে লাভ কিস। এইটা অনেক বেশি আনন্দদায়ক এবং সন্তুষ্টিকর হয়।



মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

বাউন্ডুলে তিতাস বলেছেন: লুলরে লুল

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

গজ-কচ্ছপ বলেছেন: :>

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

আবু শরীফ মাহমুদ খান বলেছেন: কত জানার আছেরে...................

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

গজ-কচ্ছপ বলেছেন: :> :> :>

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

ঈমানে কইলাম শিরোনামে "চুম্বক" পইড়া পোস্টে ঢুকছি....এখন যদি কমেন্ট না দেই, ভিজিটর লিস্টে দেইখা ভাববেন লুকাইয়া দেইখা গেলাম....তাই জানান দিলাম ! :|


০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

গজ-কচ্ছপ বলেছেন: বিশ্বাস কর্লাম।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

শূন্য পথিক বলেছেন: ;) ;) ;)

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

ইসতিয়াক1900 বলেছেন: "আরজুপনি" এর সাথে সহমত। ঈমানে কইলাম শিরোনামে "চুম্বক" পইড়া পোস্টে ঢুকছি....এখন যদি কমেন্ট না দেই, ভিজিটর লিস্টে দেইখা ভাববেন লুকাইয়া দেইখা গেলাম....তাই জানান দিলাম ! :|

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

গজ-কচ্ছপ বলেছেন: লেখক বলেছেন: বিশ্বাস কর্লাম।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

অপরাজেয়আমি বলেছেন: আমি যে সময় জানি না.....বিয়া করতে মন চায় আর খালি কামড়ায়তে মন চায়। :P :P

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

গজ-কচ্ছপ বলেছেন: :P :P

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

মাক্স বলেছেন: অনেক তাত্বিক জ্ঞান পাইলাম কবে যে প্র্যাকটিক্যাল করমু /:) /:) /:)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

গজ-কচ্ছপ বলেছেন: আফসোসের সাথে অপেক্ষা করতে থাকেন... :-&

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

নীলাবতীর নীল মেঘ বলেছেন: B:-) B:-)

অতিমাত্রায় ত্বাত্তিক জ্ঞান B:-) B:-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

গজ-কচ্ছপ বলেছেন: :P :> :P

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

তামিম ইবনে আমান বলেছেন:
শিক্ষা পাইলাম

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

গজ-কচ্ছপ বলেছেন: যাক, অবশেষে শিক্ষিত হইলেন :P

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

মাহমুদুর রাহমান বলেছেন: ১৫ জোশ :-P :-P :-P

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

গজ-কচ্ছপ বলেছেন: ব্যাথা লাগবো কিন্তু! :P

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

বয়ানবাজ বলেছেন: "চুম্বন"এর সময় কি এতো কিছু সংগা মনে থাকবো। :P :P :P :P :P

০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৮

গজ-কচ্ছপ বলেছেন: আগে মুখস্ত করবেন সংজ্ঞ্যা। তারপরে চুম্বন। :D

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

একজন ঘূণপোকা বলেছেন: আরজুপনি বলেছেন:

ঈমানে কইলাম শিরোনামে "চুম্বক" পইড়া পোস্টে ঢুকছি....এখন যদি কমেন্ট না দেই, ভিজিটর লিস্টে দেইখা ভাববেন লুকাইয়া দেইখা গেলাম....তাই জানান দিলাম ! :P :P











মাথা তো আউলাইয়া গেল ;)

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪

বটবৃক্ষ~ বলেছেন:




১৭, ১৮ আর ২০ চয়েস হইসে!!


বাকিগুলা ডিজগাস্টিং!!! /:) /:)

১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

তাসজিদ বলেছেন: হালকা পোস্ট।

এ ধরণের পোস্টে জনপ্রিয়তা আসে । মান আসে না

২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

গজ-কচ্ছপ বলেছেন: জনপ্রিয়তা কিংবা মান-অর্জন দুইটার একটা উদ্দেশ্যও ছিলো না। আমি আসলে ব্লগারের জাতও না। ফ্রী একাওন্ট খুলা যায় তাই খুলে ফেলেছি। মানুষজনের লিখা পড়ি মাঝে মাঝে। মাথায় হুটহাট কিছু আসলে লিখি। এতো চিন্তা-ভাবনা করা হয় না ভাই। যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।।

১৫| ২৪ শে জুন, ২০১৭ রাত ৯:০০

বিজন রয় বলেছেন: এই পোস্টি আবার পোস্ট করেন নতুন করে।

অনেকেই জানতে পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.