নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য এবং শান্তিই সার্বজনীন

রেনেসাঁসী সক্রেটিস

পরিচয় দেয়ার মত কেউ হয়ে উঠতে পারিনি এখনো,তবে চেষ্টায় আছি ;)

রেনেসাঁসী সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

অপরাধী আমি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

কর্দমাক্ত মেঘাচ্ছন্ন আকাশ মাথার উপরে,

পায়ের তলে রুক্ষ ধূসর বাদামী বালি,

আবছা ঘোলাটে ঘন অন্ধকারে ছুটছি একা,

যেমন ছুটে দুধের মাছি ভনভন আওয়াজে।

এসকল লাইন মনে হয় সুখী মানুষের প্রলাপ,

যখন দেখি মারামারিতে জখম হয়ে,

ফুটপাতের উপর পড়ে আছে রক্তাক্ত ছেলেটি,

কাতরাচ্ছে ব্যাথায় কেউ নেই তার,

যখন কোন নগ্ন গায়ের ছেলে এসে বলে,

ভাই,দশটা ট্যাহা দ্যান,হারাদিনে কিছু খাই নাই,

যখন জোড়াতালি দিয়ে জামা পড়া কৃষ্ণবালিকা,

গাড়ীর জানালায় টোকা দিয়ে বলে,

আফা,ফুল লাগবো ফুল? মালা? লাগবোনি?

নেন না আফা? ।

যখন বাড়তি আয়ের আশায় শুক্রবারের দিনে,

অন্ধ ভিখিরিকে দেখি,সাদা তিলে পড়া ফুটো পাঞ্জাবি গায়ে দিয়ে,

গান গেয়ে বেড়াচ্ছে,

আমার আল্লাহ নবিজীর নাম,দুইডা ট্যাহা করেন দান,

যখন দেখি এ গলি ও গলি উকি মেরে বেড়াচ্ছে টোকাই,

একটি দুটি বোতলের আশায় ।

যখন লক্ষ্য করি রিকশাচালকের জিজ্ঞাসু চোখ আমার দিকে,

হয়তো আমি তাকে ডাকবো সেই আশায়,

যখন দেখি প্লাটফর্মে ক্ষুদার্ত গাজাখোর পড়ে আছে,

যখন দেখি পলিথিনের ছাওনি দিয়ে বানানো ঘরে থাকছে তারা,

স্কুলে আসতে যেতে যখন দেখা হয় সেই পাগলটার সাথে,

দিনরাত সে বিভিন্ন ইতিহাস বলে যাচ্ছে নিজের ভাষাতে ,

হু হু করে কেদে উঠে নিজের ভেতরে এসব দেখে,

বড় অপরাধী মনে হয় নিজেকে,বড়ই অপরাধী মনে হয় ।



২০ ভাদ্র.১৪২১ বঙ্গাব্দ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.