নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য এবং শান্তিই সার্বজনীন

রেনেসাঁসী সক্রেটিস

পরিচয় দেয়ার মত কেউ হয়ে উঠতে পারিনি এখনো,তবে চেষ্টায় আছি ;)

রেনেসাঁসী সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদান্তে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২১

ধন্যবাদ জানাই আমি আমার মা'কে
যার জরায়ুতে আমার ভ্রুনের উৎপত্তি
যার স্তনে জীবন ধারন করেছিলাম আমি
ধন্যবাদ জানাই আমি আমার বাবা'কে
যার ঔরসে আমার জন্ম
যার উপরে ছিল আমার ভরন-পোষনের দায়িত্ব
ধন্যবাদ জানাই আমি আমার রক্তের আত্মীয়দের
যাদের আদরে আমি আজ এখানে
ধন্যবাদ জানাই আমি আমার বন্ধুদের
যাদের সঙ্গ পেয়ে আজ আমি এতদূর।
ধন্যবাদ জানাই আমি নিকোটিনের কাঠিগুলোকে
যারা নিজেকে ছাই করে আমাকে এতদূর এনেছে
ধন্যবাদ জানাই আমি
সক্রেটিস,লালন,রবীন্দ্রনাথ,নজরুল,আরজ আলী মাতুব্বর,ভিক্টর হুগো,হুমায়ুন আজাদ এবং আহমেদ ও ছফা সহ সকল মুক্তচিন্তাধারী ব্যক্তিবর্গদের
যাদের কলমের জরায়ুতে আমার চিন্তাশীল মস্তিষ্কের জন্ম।
ধন্যবাদ জানাই আমি গঞ্জিকার পোটলা এবং মদের বোতলদের
যাদের কারনে আমার কল্পনার জগৎ প্রসারিত
ধন্যবাদ জানাই আমি পনেরোটি মাংসল দেহধারী নিষ্ঠুর কিশোরীদের
যাদের কাছে আমি হয়েছিলাম নিগৃহীত
এবং যার কারনে আমার মস্তিষ্কের হোয়াইট ম্যাটার হয়েছিলো স্ফীত
ধন্যবাদ জানাই আমি আমার পুথিগত বিদ্যাকে
যার কারনে আমি হয়ছিলাম শেষ বেঞ্চের ছাত্র।
ধন্যবাদ জানাই আমি আমার কলম'কে
যে আমাকে আমার লেখা প্রসব করতে সাহায্য করেছে
ধন্যবাদ জানাই আমি আমার মাতৃভাষাকে
যার কারনে আমি ভূমিষ্ঠ করতে পেরেছি মনের ভাবকে।
ধন্যবাদ জানাই আমি আমার সহধর্মিনীকে
যে আমার পাগলামী সয়ে টিকে রয়েছে আমার সাথী হয়ে
এই জীবনযুদ্ধে
ধনবাদ জানাই আমি আমার উত্তরসুরীকে
যার কারনে মৃত্যুর পরেও আমি হয়ে থাকবো অমর
ময়লা দেয়ালের ধুলোজড়িত ছবির ফ্রেমে।
সর্বশেষ ধন্যবাদ জানাই আমি নাম না জানা বহু ব্যক্তি,বস্তু এবং স্থানকে
যাদের জন্যে এই মুখোশিত বিবেকহীন পৃথিবীর কোলে টিকেছিলাম আমি।

৮ই ভাদ্র।১৪২১ বঙ্গাব্দ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.