নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য এবং শান্তিই সার্বজনীন

রেনেসাঁসী সক্রেটিস

পরিচয় দেয়ার মত কেউ হয়ে উঠতে পারিনি এখনো,তবে চেষ্টায় আছি ;)

রেনেসাঁসী সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

ডেথভ্যালি

২৪ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

এখানে এখন আর কেউ চাদের আলো পান করেনা,
অভিজাত পাড়ায় গড়ে ওঠা নাইটক্লাবের ঝিকিমিকি
লাইটিংয়ে অভ্যস্ত সবাই,
ঝিঝি পোকার সুরে,ব্যাঙ্গের গান কেউ শোনেনা
কম্প্যাক্ট ডিস্কে রাইট করা রিমিক্স গানে লাগে ঢেউ,
বৃক্ষের শাখা প্রশাখার শুন্যে নাচা সবাই ভুলে গেছে,
কেন্দ্রবিন্দু এখন স্ট্রিপারের আদিম সভ্য ড্রেসে নৃত্য,
মৃত ভালচারের ডানায় জন্মায় নবকাকের মুন্ডু,
নর্থ-সাউথ পোলের বরফ গলে ধেয়ে আসে বন্যার দস্যু,
ধাউস ঘুড়ি ওড়েনা বিকেলের আকাশে,
দৈত্যাকার বিমানেরা ওখানে শাসন গেড়েছে,
অত্যাচারে,ধুলো জমেছে মাঞ্জা দেয়া সুতোয় কঞ্চির লাটাইয়ে,
ইন্টারনেটের টাইপ ফোর টাইফুনে উড়ছে শহর,
মাঝে মাঝে শাইনি ভিআইপি গাড়িবহর-দেখা মেলে
দুই থুরথুরে বুড়ির দালালদের,
ডেমোক্রেটিক অধিকার আটকা পড়ে,ইলিটারেট পিপলের
সিল মারা কটি প্রতীক আকা ব্যালট পেপারে,
আসমানি পোশাকে ডিউটি করে কিছু পতিতা রোডের কোনে,
পোষা কালো বুলডগেরা নামে ক্ষুধা নিবারণে,
এখানে,টর্চলাইটের ব্যবসায় লাল বাতি জ্বালিয়েছে ইলেকট্রনেরা,
যানবাহনের ফার্টিংয়ে পল্যুটেড বাতাস রিফাইন করে
এয়ারকন্ডিশনেরা ; তা কিনে নেয় ঐ নাইটক্লাবের কাস্টমারেরা,
বাকিরা,নিজেদের সস্তা হৃৎপিন্ডে রিফাইন করে ওসব
দামী গ্যাসীয় কণাদের,
ডেথভ্যালি,দুশ্চরিত্রা পেটের দাবিতে আটকা পড়েছে সবাই
এখানে,মৃত্যু কেনাবেচা হয় কখনো লাভে কখনো লোকসানে
জীবিতরা মরে,মৃতেরা বাচে কাগজের বাহুডোরে ।।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭

মাতাল প্রেমী বলেছেন: শব্দের ব্যাবহার ভালোই লাগল । লিখে চলুন ।

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

রেনেসাঁসী সক্রেটিস বলেছেন: ধন্যবাদ :)

২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডেথভ্যালি,দুশ্চরিত্রা পেটের দাবিতে আটকা পড়েছে সবাই
এখানে,মৃত্যু কেনাবেচা হয় কখনো লাভে কখনো লোকসানে
জীবিতরা মরে,মৃতেরা বাচে কাগজের বাহুডোরে ।।


Nice... great.. wow...:)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৪

রেনেসাঁসী সক্রেটিস বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ২৫ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

অন্ধবিন্দু বলেছেন:
জমজমাট এই বিনোদনকেন্দ্র ! চলছে দারুণ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.