নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য এবং শান্তিই সার্বজনীন

রেনেসাঁসী সক্রেটিস

পরিচয় দেয়ার মত কেউ হয়ে উঠতে পারিনি এখনো,তবে চেষ্টায় আছি ;)

রেনেসাঁসী সক্রেটিস › বিস্তারিত পোস্টঃ

কিছু খোলা প্রশ্ন

১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আচ্ছা কোনটার বেশি প্রাধান্য? দেহ নাকি মন? দেহ এবং মন দুটোর কোনোটা ছাড়াই আমাদের অস্তিত্ব নেই,দেহ এবং মন এদের পিপাসা না মিটিয়ে টিকে থাকা কি সম্ভব? মনের বেশি প্রাধান্য নাকি দেহের? অনেকেই চট করে উত্তর দিয়ে ফেলে মনের,আবার অনেকেই দেয় দেহের,কিন্তু আসলেই কি তাই? একটা ছেড়ে অন্যটার প্রাধান্য কি বেশি? নাকি দুটোর প্রাধান্যই সমান? প্রায় সময়েই বলতে শুনি অনেককেই,আমার সাথে মেলে এমন একটা মানসিক ভাবসম্পন্ন মেয়ে পাইলেই আফসোস গুচে যেত,আবার দেহের কথা বলতে গেলে একটা গান মনে আসে, "যদি সুন্দর একখান মুখ পাইতাম,মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।" এখানে প্রথমেই মুখ অর্থাৎ আল্টিমেটলি দেহের কথাই বোঝানো হয়েছে,যদিও এটি একটি সাধারন পল্লিগীতি বটে । হাতের কাছে এটা পেলাম তাই এটাই টানলাম । এমন অনেক গান কবিতাই আছে কোনোটায় দেহের প্রাধান্য,কোনোটায় মনের প্রাধান্য পাওয়া গ্যাছে । এখন কথা হচ্ছে,কোনটার কদর বেশি? দেহ নাকি মন? মন নাকি দেহ? আবার আরও প্রশ্ন আছে,প্রাধান্যের মাপকাঠি দিয়েই কি এর মর্মাথ বা গুরুত্বপূর্ণতা বিচার করা যায়? সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন আছে,কোনটির যত্ন নেয়ায় গুরুত্ব বেশি দেয়া উচিত? যেহেতু কোনোটি ছাড়াই আমাদের চলেনা,তার মানে কি দুটোরই যত্ন একসাথে নেয়া উচিত? মানে দুটাই সমান্তরালে চলতে থাকবে? ঠিকাছে মানলাম,তবে প্রাধান্যের বেলায় কোনটা আগে? প্রাধান্য আগে কোনটা পাবে? নাকি সে বেলায়ও দুটাই সমান্তরাল,যদি তাইই হয়,তবে কথা হচ্ছে,দেহ কিনতে পাওয়া যায়,কিন্তু মন কেন কিনতে পাওয়া যায়না? তাহলে কি মনের এতই দাম? যে এটা টাকা দিয়ে পাওয়া যায়না? যদি এটাও সঠিক হয় তবে দেহ নিয়ে কেন এত কাড়াকাড়ি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.