নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

আসেন, ভাঁপা পিঠা খেতে খেতে ২০১৫\'র স্মৃতিচারণ করি

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩


মিয়ানমারে আটক সাগর পাড়ি দিতে যাওয়া দুঃসাহসিক জীবন সৈনিকেরা বৃষ্টির পানি সংগ্রহ করছে।


এক্সাইটিং। ইওরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টকে এক প্রতিবাদকারী কিক মারছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কাছে যাওয়ার পাশ কি আপনি কখনো সংগ্রহ করতে পারবেন? তিনি কিছু হলেই বন্ধের দিনে সব ব্যাংক খোলা রাখতে বলে নিজেরা ছুটির দিনে মজাসে শপিং করেন।


সান্আ, ইয়েমেন। যুদ্ধবিধ্বস্ত দেশে অপুষ্টিতে ভোগা শিশু। আয়লানের ছবির চেয়ে এটাও কোনো অংশে কম না। আরেকটি ভিডিও দেখুন Click This Link


ম্যাকডোনাল্ড খোলা থাকে ২৪ ঘণ্টা। গৃহহীনদের রাত কাটানোর নিরাপদ এবং আরামদায়ক ব্যবস্থা। হংকংয়ে বাসা ভাড়া অত্যধিক হওয়ায় গৃহহীন মানুষ বাড়ছে প্রতিনিয়ত।


আসল ষাঁড়ের লড়াই। স্পেন।


আমরা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছি। এ জন্য একটু-আধটু ত্যাগ তো স্বীকার করতেই হবে।


পেনশন নেয়ার জন্য। জীবন সায়াহ্নে। গ্রিস।


এটাই আমার বাড়ি। ফিলিস্তিন।


আরো দম্ভ দেখাতে থাকো মানুষ।...নেপাল।


মাছের আশায় উপকূলে অপেক্ষা। জাপানের আওশিমা দ্বীপে একজন মানুষের বিপরীতে বিড়াল আছে ছয়খান।

২০১৫ সালের স্মৃতিচারণ এখনো চলছে। নতুন বছর শুরু হয়েছে, অনেকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে। আমি বলেছি, আমার নতুন বছর শুরু হবে যে দিন দেশের মাটিতে পা রাখবো সে দিন। আই লাভ ইউ বাংলাদেশ, আই মিস ইউ মাই কান্ট্রি।

যেহেতু দেশে নেই, তাই দেশের ছবি দেখাতে পারছি না। ভিন্ন দেশের ছবি দিলাম। সব ছবি রয়টার্সের। সবাইকে ধন্যবাদ।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: করুণ সব ছবি !!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

নতুন বলেছেন: এক্সাইটিং। ইওরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টকে এক প্রতিবাদকারী কিক মারছে। আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কাছে যাওয়ার পাশ কি আপনি কখনো সংগ্রহ করতে পারবেন? তিনি কিছু হলেই বন্ধের দিনে সব ব্যাংক খোলা রাখতে বলে নিজেরা ছুটির দিনে মজাসে শপিং করেন।

প্রতিবাদ করতে গিয়ে অন্যায় করা কি ঠিক? কাউকে লাথি মারা অবশ্যই কোন ভাল মানুষের কাজ না।

আর আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের যতদুর জানি বেশ ভাল মানুষ.... তিনি বন্ধের দিনে সব ব্যাংক খোলা রাখতে বলে জনগনের সুবিধার জন্য.... নিজের সুবিধার জন্য না...

আপনি মনে হয় ব্যাংকে চাকুরি করেন :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

হাবীব কাইউম বলেছেন: তাহলে সেন্ট্রাল ব্যাংক কেন খোলা রাখে না? ভণ্ডামির আর জায়গা পায় না? এখনকার যুগে জরুরী প্রয়োজনে কি ব্যাংক খোলা রাখার কোনো যৌক্তিকতা আছে যেখানে হাজার হাজার এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ২৪ ঘণ্টা চালু।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

হাবীব কাইউম বলেছেন: আপনার নিকটা দারুণ। এখনো কি নতুন?

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

হাবীব কাইউম বলেছেন: না না, লাথি মারাকে সমর্থন করছি না। ছবিটা দারুণ কি না?

৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

শায়মা বলেছেন: অনেক কষ্টের ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

হাবীব কাইউম বলেছেন: কোনটা? দ্বিতীয়টা না তো?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

শায়মা বলেছেন: না অন্যগুলো!:(

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

হাবীব কাইউম বলেছেন: দুনিয়ার তাবত ক্ষমতাধররা এত শান্তি প্রতিষ্ঠা করছে, এই শান্তি রাখবো কোথায়? X((

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: দেখাইলেন ভাপা পিঠা পাইলাম করুণ কাহিনী।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

হাবীব কাইউম বলেছেন: গলায় আটকে যায়নি তো ভাঁপা পিঠা? ২০১৫ তো এভাবেই কেটেছিলো আমাদের।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

ফেরদৌসা রুহী বলেছেন: কিছু ছবি দেখে কষ্ট পেয়েছি

কিছু দেখে ভয় পেয়েছি।

নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকুক সবাই।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

হাবীব কাইউম বলেছেন: আমিন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

আজমান আন্দালিব বলেছেন: আশ্চর্য হলেও সত্যি এবার ভাঁপা পিঠা খাইনি, এমনকি রাস্তার ধারের ও...

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৬

হাবীব কাইউম বলেছেন: আর এই প্রবাসে খাওয়ার কোনো সুযোগই নেই। কেক বললে ওরা যা বোঝে তা যে পিঠা না, আমাদের পিঠা যে ভিন্ন রকম কিছু--তা বুঝাতে পারি না।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৪৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কিছু বলার নাই :(

০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৮

হাবীব কাইউম বলেছেন: পাব্লিক হিসাবে কীই বা করার আছে আমাদের?

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

কাবিল বলেছেন: ভাল শেয়ার।
অনেক কিছুই মনে করিয়ে দেয়।

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

হাবীব কাইউম বলেছেন: হ্যাঁ। আপনার প্রোপিকটায় তো পুরো বিশ্বটাকে ধরে আছেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চরম সত্য নিষ্ঠুর বাস্তবতা ফুটে উঠা সব ছবি!

+++

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

হাবীব কাইউম বলেছেন: ঠিক। আপনাকেও ধন্যবাদ।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



নিদারুণ বাস্তবতার সব ছবি।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

হাবীব কাইউম বলেছেন: জি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.