নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

বই নিন, টাকা দিতে হবে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫



জি ভাই-বন্ধুগণ, ইহা এই অধমের একখানি কিতাব, যাহা গত বৎসর প্রকাশিত হইয়াছিলো এবং পুরস্কারপ্রাপ্ত হইয়াছিলো। যাহারা অর্থ কিংবা সুযোগের অভাবে ক্রয় করিতে পারেন নাই, তাহাদের জন্য সুখবর হইলো এক্ষণে ইহা সকলের জন্য উন্মুক্ত, কোনো মূল্য প্রদান করিতে হইবে না (তবে ডাউনলোড বাবদ ডেটা ক্রয়ের অর্থ চাহিয়া লেখককে লজ্জা দেবেন না)।

এবং কেহ যদি পাঠপূর্বক প্রতিক্রিয়া প্রকাশে লেখককে নির্দেশনা প্রদান করেন, তাহার জন্য লেখক অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করিতেছেন।

গুঁতা মারুন

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: গুতা মারিনাই, ক্লিক করছি :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাবীব কাইউম বলেছেন: আইচ্ছা, পইড়েন না, চউক্ষের সামনে মেইলা ধইরেন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: গুতা মেরে ডাউনলোড করলাম। সময় করে পড়ে প্রতিক্রিয়া জানাবো। শুভ কামনা জানাবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাবীব কাইউম বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


এটা কোন ধরণের বই: কাব্য, উপন্যাস, বিজ্ঞান, ... ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

হাবীব কাইউম বলেছেন: দ্বিতীয়টা দাদা।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সনেট কবি বলেছেন: গুতা মারলাম কিন্তু সরি কইলো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

হাবীব কাইউম বলেছেন: আপনি মনে হয় গ্রুপের মেম্বার না। গ্রুপে অ্যাড হয়ে যান। ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যদি কোন পাবলিক লাইব্রেরী সৌজন্য সংখ্যা পেতে আগ্রহী হয়
তা হলেও কি ক্লিক করে নিতে হবে নাকি গোটা বই আপনার নিজ
খরচে নিজ দায়িত্বে প্রেরণ করিয়া বাধিত করিবেন ?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

হাবীব কাইউম বলেছেন: সৌজন্য দেয়ার মতো কোনো কপি নেই যে!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: গুতা মারার ফল হাতে হাতে পাইলামঃ


Sorry, this content isn't available at the moment
The link you followed may have expired, or the Page may only be visible to an audience that you aren't in.
Go back to the previous page · Go to News Feed · Visit our Help Centre

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবীব কাইউম বলেছেন: Click This Link

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

করুণাধারা বলেছেন: বিনামূল্যে পুস্তক প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমিও দেখতে পাইনি, দেখছি কি করা যায়।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

হাবীব কাইউম বলেছেন: Click This Link

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেডিং দেখে তো টাসকি খাইয়া গেছিলাম।

তো, ব্লগে আসা শুরু করছেন দেখতে পাচ্ছি।

আপনার পিডিএফ কপি আপলোড হয় নি ঠিকমতো। মিডিয়াফায়ারে আপ্লোড করতে পারেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

হাবীব কাইউম বলেছেন: Click This Link

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

হাবীব কাইউম বলেছেন: হ্যাঁ, মনে রেখেছেন তাহলে? ধন্যবাদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এসব 'ঘুতা' মুতার ভিতর মলাটবন্ধি বইয়ের স্বাদ পাইনা!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

হাবীব কাইউম বলেছেন: আগামী বই মেলায় যদি প্রকাশক পুনর্মুদ্রণ আনে!

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এই বইয়ের জন্য আপনি কি পুরস্কার পেয়েছিলেন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

হাবীব কাইউম বলেছেন: ৩০,০০০ টাকা, সাথে আরো কিছু...

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

হাবীব কাইউম বলেছেন: থ্যাংক ইউ ভাই। লিংক কাজ না করলে Click This Link

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১

সুমন কর বলেছেন: :((

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাবীব কাইউম বলেছেন: কেন ভাই? লিংক কাজ না করলে Click This Link

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: কোনো লাভ নেই। ফ্রি দিলেও মানুষ পড়বে না। বাংলাদেশে পাঠকের সংখ্যা ১৫%।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

হাবীব কাইউম বলেছেন: ১৫% তো অনেক। পাঠক তৈরি করে নিতে হবে, যেটা হুমায়ূন আহমেদ পেরেছিলেন। না হলে লেখকের ব্যর্থতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.