নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাব আসে; ছন্দ আসে না

হাবীব কাইউম

পোস্ট পড়িবার পূর্বে হাবীব কাইউমের ১ নম্বর ব্লগ দেখিয়া লইবেন

হাবীব কাইউম › বিস্তারিত পোস্টঃ

যারা খবরটা জানাতে বলেছিলেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২


পাকিস্তানীদের জন্য সত্যিই আফসোস হয়। আজ পর্যন্ত এ দেশটার শাসন ক্ষমতায় যারা এসেছে, তারা ছিলো মাথা গরম আর মাথা মোটা। আন্দোলন করে যে মানুষগুলো পাকিস্তান আনলো, পিতৃপুরুষের ভিটা ছেড়ে পাড়ি জমালো ‘স্বভূমে’, তাদের মোহভঙ্গ হতে সময় লাগলো না। এই মাথা গরম আর মাথা মোটার দল নাগরিকদের উপর যে নৃশংসতা চালালো, তার দ্বিতীয় কোনো উদাহরণ পৃথিবীর ইতিহাসে নেই। এই মাথা গরম আর মাথা মোটাদের হাতেই দেশটা আজো ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ যাকে পাকিস্তানের প্রধান মন্ত্রী বানানো হলো, সেই ইমরান তো আরো এক ধাপ এগিয়ে। সে মাথা বিকৃতও।
রেহাম খানের বইয়ে সে সব বিকৃতির কিছু বর্ণনা পাওয়া যাবে। তবে ইমরানের কাহিনী জানার জন্য নয়, বইটাকে একজন সংগ্রামী নারীর গল্প হিশাবে নিতে পারেন। তিনি তার বইয়ের বর্ণনা অন্যান্য জীবনী গ্রন্থের মতো না দিয়ে গল্পের মতোই দেয়ার চেষ্টা করেছেন। আর মাঝে মাঝে কিছু উদ্ধৃতি পাবেন, যেগুলো ভালো লাগবে। মিডিয়া, ব্যবসা এবং রাজনীতির ভিতরের কিছু তিক্ত সত্য কথাও তিনি নিয়ে এসেছেন। তিনি তার দেশটাকে ভালো করার স্বপ্ন দেখেন। আমরাও চাই দেশটা ভালো হোক।
বইয়ের নাম : রেহাম খান
লেখক : রেহাম খান
ধরন : আত্মজীবনী
প্রকাশক : অন্যধারা
বইমেলায় পাবেন : ১৯৭-১৯৮ নম্বর স্টলে
মূল্য : ৭৫০ টাকা, ছাড় ২৫%

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬

হাবীব কাইউম বলেছেন: ঘুমাতে গেলাম। মন্তব্যের জবাব পরে হবে। শুভ রাত্রি।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

বাংলার মেলা বলেছেন: রেহাম খান এমন কোন ফাতিমা ভূট্টো না, যে তার লেখা বই পড়তে কোন আগ্রহ জাগবে। তবে আপনাকে একটা প্রশ্ন করিঃ ১৯৭১ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত হানাদার বাহিনী যে নির্যাতন চালিয়েছে, তা না করলে পাকিস্তান কি আরও ১০ বছর টিকে থাকত?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

হাবীব কাইউম বলেছেন: নাহ

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

শায়মা বলেছেন: ভাইয়া কেমন আছো??

রেহাম খান কে?

তোমার বই নাই ?? :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

হাবীব কাইউম বলেছেন: ভালো আছি আপু। খুঁজে খুঁজে ঠিকই হাজির হয়ে গেলেন আমার পোস্টে?

ও ভাই, এই দুঃখ কই রাখুম? অনুরোধ রাখতে গিয়াই তো নিজের বইয়ের কিছু করতে পারলাম না। তবে খুব শিগগিরই পাবেন ইনশাআল্লাহ।

রেহাম বিবিসির সাবেক একজন সাংবাদিক, পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: বইটাতো মনে হচ্ছে দারুণ হবে, রেহাম খান কি ইমরান খানের সাবেক স্ত্রী?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

হাবীব কাইউম বলেছেন: হ ভাই

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: ভাইয়া আমাদের বইটার জন্য বইমেলা যাও .......

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

হাবীব কাইউম বলেছেন: আপনি থাকলে যাবো। বলেন কবে কখন থাকবেন।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

শায়মা বলেছেন: আহা আমাকে থাকতে হবে কেনো???
এমনি এমনই যাও ভাইয়া! :)

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

করুণাধারা বলেছেন: আমি জানাতে বলেছিলাম, যদি বই হিসেবে প্রকাশিত হয়, সেই খবরটা। ধন্যবাদ জানানোর জন্য। আপনার অনুবাদ প্রাঞ্জল ছিল, মনে হয় বই টা ভালই হবে। তবে দামটা বেশি মনে হচ্ছে। হাতে নিয়ে দেখে তারপর কিনতে হবে।

শুভকামনা রইল আপনার বইয়ের জন্য।

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

হাবীব কাইউম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। পৃষ্ঠা সংখ্যা তো ৫৫২। সে হিশাবে দাম কি খুব বেশি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.