নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আপনার সন্তানকে তাই করতে দিন, সে যা চায়.....

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০

জন্মের পর বাবা বলেন- ছেলে ইঞ্জিনিয়ার হবে। মা বলেন- ডাক্তার হবে। ফ্যামিলিতে পণ্ডিত টাইপ কেউ থাকলে বলেন- ক্যাডার হবে। আই মিন "বিসি এস ক্যাডার"।
একবারের জন্য হলেও কোনো বাব-মা ভাবেন না, তাঁর ছেলে বড় হয়ে লেখক হবে, মুক্ত চিন্তার মানুষ হবে। একজন সৎ নির্ভীক সাংবাদিক হবে। ভালো অভিনেতা হবে। সংগীত শিল্পী হবে। কোনো বাবা-মাই ভাবেন না, তাঁর ছেলে একদিন আবদুল্লাহ আবু সায়ীদ, স্যার ফজলে হাসান আবেদ, ফজলে লোহানী কিংবা হানিফ সংকেত হবে।
মা-বাবা সর্বদাই সন্তানের মঙ্গল চান। তাঁর সন্তান দুধে-ভাতে ভালো ভাবে বাঁচুক সেটাই থাকে তাঁদের একমাত্র কামনা। সে জন্যই তাঁরা অক্লান্ত পরিশ্রম করে যান। কিন্তু আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের শতকরা ৯০ভাগ বাবা-মাই কখনো জানতে চান না তাঁদের সন্তান কি হতে চায়?

এদেশের শতকরা ১০ ভাগ বাবা-মাও যদি চাইতেন যে, বড় হয়ে তাঁদের ছেলে চাকরি না করে বরং অন্যদের চাকরি দিবে- তা হলে দেশে প্রতি বছর কম করে হলেও কিছু না কিছু তরুণ উদ্যোক্তা তৈরী হতো।

ছোট বেলায় "এইম ইন লাইফ" রচনা লিখতে গিয়ে লিখেছি, বড় হয়ে ডাক্তার হবো। কেউ লিখেছে, ইঞ্জিনিয়ার হবো। কেউ কেউ আবার আকাশে উড়ার ইচ্ছা পোষণ করে লিখেছে, পাইলট হবো। "এইম ইন লাইফ" লিখতে গিয়ে যদি কেউ লিখতো- বড় হয়ে "হানিফ সংকেত হবো" কিংবা "ফজলে লোহানী" হবো। কিংবা "কলিম শরাফী" হবো। তাহলে সে ছেলে ক্লাসে শিক্ষকের কাছে কতোটা হাসির পাত্র হিসেবে পরিগণিত হতো- একবার ভাবুন তো!

তাই আমি একজন পিতা হয়ে প্রত্যেক বাবা-মাকে অনুরোধ করবো। আপনার সন্তানের ভালো মন্দ অবশ্যই আপনি দেখবেন। তবে তাকে নির্দিষ্ট কোনো ফ্রেমের মধ্যে আটকে না রেখে তাকে সেটাই করতে দিন- যেটা সে ভালো পারে। যে আর্ট পারে, তাকে আর্ট করতে দিন। যে নাচতে পারে তাকে নাচতে দিন। যার ভালো গলা আছে- তাকে গাইতে দিন। যার অভিনয়ে আগ্রহ আছে তাকে উৎসাহ দিন। যে সাংবাদিকতা করতে চায়, তাকে করতে দিন। যার লেখার হাত ভালো তাকে লিখতে দিন।....

সব বাবা-মা ই তাঁর মেয়ের জামাই হিসেবে সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, বড় ব্যবসায়ীর পোলা- ইত্যাদি খুঁজে বেড়ান। কেউ চান না তাঁর মেয়ের জামাই একজন সংস্কৃতিমনা মুক্ত মনের লেখক, উপস্থাপক কিংবা সাংবাদিক হওক ।

উপসংহারঃ
কালচারাল সেক্টরে গভমেন্ট এর স্বল্প বাজেটও একটা বড় বাঁধা। প্রতি বছর সামরিক খাতে যেভাকে বাজেট বাড়ে সে অনুপাতে কালচারাল সেক্টরে কাজেট বাড়তে দেখি না আমরা।
প্রথম বাঁধা ফ্যামিল আর দ্বিতীয় বাধা গভমেন্ট। এ দুই বাধা অতিক্রম করে আবদুল্লাহ আবু সায়ীদ, ফজলে লোহানী হওয়া আর প্রশান্ত মহাসাগর সাঁতরে পারি দেওয়া তো একই কথা।.......



মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: এক মত।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ।...

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৭

নতুন বলেছেন: আমার ইচ্ছা আমার সন্তান ভাল মানুষ হবে....

তাকে ভাল শিক্ষার সুযোগ করে দেবো... তার পরে তার সামনে দরোজা গুলি দেখাবো.... সে ই বেছে নেবে তার কোনটা ভাল লাগে...

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: একদম ঠিক বলেছেন....

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সমাজাকি বাস্তবতা যে সেই নিশ্চয়তা দেয় না।

মেধারীরা যখন গুমরে মরে.. তখন বাবা-মা ভীত হন!

আমার জানা এক গবেষক আছৈন যে দীর্ঘ ১২ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তার গাড়ী , ২ টো দোকান বিক্রি করে গবেষণায় সফল হয়েছে। কিন্তু আজ হতাশায় ভেঙ্গে পড়েছে।

এরকম উদ্ভাবনী নিয়ে রেডিও ট্রান্সমিটার আবিস্কার করে জেলে, টিএন্ডটির কর্মচারী এক অনবদ্য আবস্কির করেও জেলে! কারন তার গবেষনার মাল সে না বলে ব্যভহার করেছে!!!!!

তারপরও কি সাহস দেবেন????

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমি তো বলেছি, গভমেন্টও একটা বড় বাঁধা।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮

নষ্টছেলে তানিম বলেছেন: বিষয়টার সাথে একমত আবার একমত না আমাদের সমাজ আমদের সকল বিষয়ে স্বাধীনতা দেয় না দিতে পারে না , অর্থনৈতিক আর সামাজিক নিরাপত্তার একটা বিষয় থেকেই যায় । আর শেষ কথাটা এমন হয় "আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে" এই দুধে ভাতে রাখার ব্যাবস্থা করার জন্যই আমাদের সিদ্ধান্ত নেবার আগে তারা আমাদের বুঝতে শিখায় ডাক্তার , ইঞ্জিনিয়ার বা ১ম শ্রেণীর অফিসার হওয়াই নিরাপত্তা । আর সর্বশেষ প্রতিভার দাম দেওয়ার মতো যোগ্যতা এখনো আমরা অর্জন করতে পারি নাই আমাদের প্রতিভা যখন ফুটতে শুরু করে তখন কিছু মানুষ তাদের স্বার্থ হোক বা নাম যশ রাখার জন্য সেই প্রতিভার ফুলটা ছিরে ফেলে ফেলতে চায়

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সে জন্য গভন্টেকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে....

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

ল্যাটিচুড বলেছেন: আমার ৯ বছরের পোলা বিয়া করবার চায় - অহন কি করি ? B:-)

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এইটা তো ভাইবা দেখি নাই:P

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯

সুমন কর বলেছেন: মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা। ভালো বলেছেন।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

আবু শাকিল বলেছেন: আমার মতে বড় বাধা গভমেন্ট । তাই ৎ মারজুল রাসেল লিখেছেন-
যুব উন্নয়ন অধিদপ্তর

আমি লিখব কবিতা আর আপনি পাঠাচ্ছেন মৎস্য চাষে !
আমি বানাব সিনেমা আর আপনি পাঠাচ্ছেন পশুপালনে !
আমি আকব ছবি আর আপনি পাঠাচ্ছেন দর্জি বিজ্ঞানে!
আমি করব অভিনয় আর আপনি পাঠাচ্ছেন কৃষি কাজে !
আমি গাইব গান আর আপনি পাঠাচ্ছেন ভোকেশনাল !
অধিদপ্তর সবই পারেন।
আমাকে কি আমার ইচ্ছার দিকে ঠেলে দেয়া যায় না ??


২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিকই লিখেছেন...

৮| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২৯

কলমের কালি শেষ বলেছেন: আগে ভিতরে বাহিরে মানুষ হওয়া চাই ।

কথাগুলো ভাল বলেছেন । :)

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ।..

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৪৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কোন ভাবে করে খাবে এই কারণেই বাবামায়েরা এমন ধারণা রাখেন । দেশে এমনিই কাজের যেই সঙ্কট।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ছেলেকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করতে পারেন।......

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন:



আমার সন্তানকে আমি শুধু বলব, বাবা তুমি মানুষ হলেই আমি খুশি আমার আর কিছু চাই না।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:


হুম।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৭

আলম দীপ্র বলেছেন: আহা ! মনের কথা বলে দিলেন ।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ..।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

ডি মুন বলেছেন: একবারের জন্য হলেও কোনো বাবা-মা ভাবেন না, তাঁর ছেলে বড় হয়ে লেখক হবে, মুক্ত চিন্তার মানুষ হবে। একজন সৎ নির্ভীক সাংবাদিক হবে। ভালো অভিনেতা হবে। সংগীত শিল্পী হবে। কোনো বাবা-মাই ভাবেন না, তাঁর ছেলে একদিন আবদুল্লাহ আবু সায়ীদ স্যার ফজলে হাসান আবেদ, ফজলে লোহানী কিংবা হানিফ সংকেত হবে।


.... খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.