নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অভিজিৎ রায় হয়তো কোন একসময় আল্লাহ ও রাসুল (স.) এর উপর ঈমান আনতে পারতেন। এরকম নজির তো বহু রয়েছে পৃথিবীতে। কিন্তু সেই সুযোগ কি তাকে আমরা দিয়েছি??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৯

....আমি জানি আমার পবিত্র ধর্ম "ইসলাম" শান্তির ধর্ম । কষ্ট লাগে যখন দেখি ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করা হয়। এ যাবত আমি কোথাও পাই নি, আল্লাহ তালা ও তাঁর প্রিয় হাবিব রাসূল পাক (স.) বলেছেন যে, যারা তোমাদের ধর্মে বিশ্বাস করে না, তাদের তোমরা "হত্যা" করো... কোথাও পাই নি সত্যি। যদি কারও কাছে দলিল থাকে তবে দেখালে বাধিত থাকিবো....

আসুন নিজের বক্তব্য নয়, পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে কিছু কথা আমরা সবাই জানার চেষ্টা করি...

** নরহত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, "নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল।" (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)**

*রাসূল (স.) বলেছেন যে "দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।" (তিরমিযি)*

* "কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার ফয়সালা হবে, তাহলো রক্তপাত (হত্যা) সম্পর্কিত।" (বুখারি ও মুসলিম)*

* "একজন প্রকৃত মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ প্রশান্ত থাকে, যে পর্যন্ত সে অবৈধ হত্যায় লিপ্ত না হয়।" (বুখারি)*

* হযরত আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত যে, নবী করিম (সা.) বলেছেন, "তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন- সেগুলো কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ১. আল্লাহর সাথে শরীক করা ২. জাদু করা ৩. অন্যায়ভাবে নিরপরাধ লোককে হত্যা করা ৪. সুদ খাওয়া ৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা ৬. রণক্ষেত্র থেকে পলায়ন করা ৭. সুরক্ষিত পবিত্রা নারীকে অপবাদ দেওয়া।’ [ সহীহ বুখারী : ৬৮৫৬; মুসলিম : ১২৯]*

* হযরত ইবন উমর (রা.) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "মুমিন তার দীনের (ধর্ম) ব্যাপারে সর্বদা অবকাশের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত না সে নিষিদ্ধ রক্তপাত ঘটায়।’ [ সহীহ বুখারী : ৬৮৬২]*

* হযরত ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলু (স.) বলেছেন "কিয়ামতের দিন নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আসবে। হত্যাকারীর চুলের অগ্রভাগ ও মাথা নিহতের হাতের মুষ্ঠিতে থাকবে আর তার কণ্ঠনালী থেকে তখন রক্ত ঝরতে থাকবে। সে বলবে, হে প্রভু, এ ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে তাকে আরশের কাছে নিয়ে যাবে।" [তিরমিযী : ২৯৫৫; মুসনাদ আহমদ : ২৫৫১, সহীহ, সিলসিলা সহীহা : ২৬৯৭]

* হযরত আবূ হুরায়রা (রা.) হইতে অপর হাদিসে বর্ণিত যে, রাসূলু (স.) বলেছেন "কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না হারাজ বেশি হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ‘হারাজ’ কী হে আল্লাহর রাসূল? তিনি বললেন হত্যা, হত্যা।" [মুসলিম : ৫১৪৩]

আশা করি সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট যে, নবী করিম (সা.) কখনো একজন মানুষকে হত্যা করেননি, বরং নির্মম হত্যাযজ্ঞ থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন এমনকি হত্যাকে তিনি কুফরির মতো ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন।

তিনি মানুষকে হত্যার পরিবর্তে মিত্রতা তথা বন্ধুত্ব স্থাপনের কথা বলেছেন।

বিদায় হজ্বের ভাষণে রাসূল (স) বলেন-

* "সাবধান! ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এই অতিরিক্ততার ফলে তোমাদের পূর্বে বহু জাতি ধ্বংস হয়ে গেছে। [ইবনে মাজাহ]

* "চারটি কথা, হ্যা! এই চারটি কথা বিশেষভাবে মনে রেখো- শিরক করো না, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, পরস্ত্রী অপহরণ করো না, ব্যাভিচার করো না। [মুসনাদে সালমা ইবনে কায়েস, রিহলাতে মুস্তফা]

.......আমি শুধু এটুকুই জেনেছি, যে কোন মৃত্যুই বেদনার, যে কোন হত্যাকাণ্ডই ঘৃণ্য.....

আর হ্যাঁ অভিজিৎ রায় হয়তো কোন একসময় আল্লাহ ও রাসুল (স.) এর উপর ঈমান আনতে পারতেন। এরকম নজির তো বহু রয়েছে পৃথিবীতে। কিন্তু সেই সুযোগ কি তাকে আমরা দিয়েছি??



মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

তাহের অন্তরা বলেছেন: সামুতে আজকে শুধু এই লেখাটিই খুব ভালো লাগলো। লিখতে থাকুন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ.....

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

ছাসা ডোনার বলেছেন: যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ খুন করে তারা ইসলামের শত্রু, এরা জানোয়ারের চেয়েও অধম এদের ঘ্রনা করা উচিত। আল্লাহ ওদের বিচার করবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আল্লাহ একদিন তাদের বিচার ঠিকই করবেন...

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: এটা সকল মুসলমানরা জানে কিন্তু ঐ রাজনীতি বিদরা কি জানে???
যারা ওকে হত্যা করে ফায়দাটা নিল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বুঝলাম না....

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কিছু মাথা মোটা লোকের হাতে পড়ে আজ ইসলামের এ দুর্দশা। এভাবে খুনাখুনি করে ইসলামের সুনাম হচ্ছে না বরং এসব ইসলামী দল ইসলামের কলঙ্ক ছাড়া কিছু না। আর তাই হয়তো মুসলিম বিদ্বেষ আরো ভয়াবহ আকার ধারন করবে সারা বিশ্বে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ জুলিয়ান ভাই, জানি না আপনি আমাকে চিনতে পেরেছেন কি-না।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

সেলিম আনোয়ার বলেছেন: জুলিয়ান ভাইয়ের কমেন্টে ভাল লাগা । পোস্টটি যথার্থ হয়েছে একজন মানুষ তার শেষ কি হবে বলা যায় না ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন আনোয়ার ভাই.... ধন্যবাদ

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

ফা হিম বলেছেন: শুনেছি আগে মুসলমানদের আচরণ দেখে মানুষ আকৃষ্ট হত এবং ইসলাম গ্রহণে আগ্রহী হত। কিন্তু এখন সারাবিশ্বে মুসলমানদের সমালোচনায় মূখর হয়ে গেছে। আমরা কবে সহনশীল হতে শিখব?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন... আমরা ধ্বংসের পথে

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছাসা ডোনার বলেছেন: যারা ইসলামের দোহাই দিয়ে মানুষ খুন করে তারা ইসলামের শত্রু, এরা জানোয়ারের চেয়েও অধম এদের ঘ্রনা করা উচিত। আল্লাহ ওদের বিচার করবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আল্লাহ ওদের বিচার করবেন একদিন ধন্যবাদ

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

এ আর ১৫ বলেছেন: ইসলাম ধর্মে বা কোরানে কোন নির্দেশ নাই ইসলাম অবমাননা কারি কে খুন করার।

These are the advises
of Quran about comment against Islam
Sura Muzammel ( 73--10 ) কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
Sura Nisa verse 140 আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। There is no instruction in Quran for killing,

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: অসাধারণ মন্তব্য,. ধন্যবাদ এ আর ১৫

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

রেজওয়ান26 বলেছেন: বাংলাদেশেও নাস্তিক আছেন। ১৬ কোটি মানুষের এই দেশে পৃথিবীর গড় ধরলে প্রায় ৩০ লাখ নাস্তিক আছে। প্রায় আড়াই কোটি ধর্মে অবিশ্বাসী মানুষ বাংলাদেশে বাস করেন। আমার পরিচিতদের মধ্যে কেউ কেউ নিজেকে নাস্তিক বলে থাকেন। ধর্মে অবিশ্বাসীর সংখ্যা তারচেয়ে অনেক বেশি। তারা কেউ সরকারি চাকরিজীবি। কেউ সাংবাদিক। কেউ শিক্ষক। কেউ এনজিও কর্মী। এনজিও নেতা। তারা সবাই বেঁচে আছেন। ভালোভাবে বেঁচে আছেন। বাংলাদেশে যদি ধর্মীয় উম্মাদনা ও জঙ্গিবাদই থাকত তাহলে কোন নাস্তিকই বেঁচে থাকতে পারতেন না। কা্উকে উগ্রবাদী মুসলমানরা মারত, কাউকে উগ্রবাদী হিন্দুরা মারত, কাউকে উগ্রবাদী খৃষ্টানরা মারত, কাউকে উগ্রবাদী বৌদ্ধরা মারত। বাংলাদেশে নাস্তিকের পাশাপাশি এই চার ধর্মের মানুষও বসবাস করে। প্রত্যেক ধর্মের উপসনা বা প্রার্থনার জন্য ঘর আছে। যা ধর্মের ভিত্তিতে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি।



৭০০ কোটি মানুষের এই পৃথিবীতে প্রায় ১৪ কোটি নাস্তিক মানুষ বাস করে। আর ধর্মে বিশ্বাস করে না ও নাস্তিকের সম্মিলিত সংখ্যা প্রায় ১১০ কোটি। বাকিরা আস্তিক বা ধর্মে বিশ্বাস করে। সেটা ইসলাম হোক, হিন্দু হোক, খৃষ্টান হোক বা অন্য কোন ধর্ম। প্রশ্ন হলো- ১১০ কোটি অবিশ্বাসীর মধ্যে কতোজন মারা যাচ্ছে জঙ্গিবাদীদের হামলায়? জঙ্গিবাদীরা তো হিন্দু, মুসলমান, খৃষ্টান, বৌদ্ধ সব ধর্মেরই আছে। পৃথিবী জুড়েই আছে। নাস্তিকরা তো সকল ধর্মের আস্তিক জঙ্গিবাদীদেরই টার্গেট হওয়ার কথা, তাই না? তাই কি হচ্ছে? হচ্ছে না।-এখান থেকে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম আপনার কথায় যুক্তি আছে....

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

নাহিদ রুদ্রনীল বলেছেন: ইসলাম শান্তির ধর্ম। কিছু উগ্র জঙ্গীগোষ্ঠী, ধর্মান্ধের কারনে পুরো মুসলমান কমিউনিটি সমালোচনার মুখে পড়েছে। যতদিন না সাধারন মুসলিম এসব উগ্র জঙ্গীদের বিরুদ্ধে সোচ্চার হবে ততোদিন তারা ধর্মকে ঢাল হিসেবে রেখে হত্যা চালিয়ে যাবে। সাধারন মুসলিমদেরই এগিয়ে আসতে হবে। যারা শান্তি চায়, যারা রক্তপাত হত্যা ঘৃনা করে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম সত্যি বলেছেন, তাই আমাদের সাধারণ মুসলমানদের এ নিয়ে লেখা-লেখি করা উচিত..

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

প্রেতরাজ বলেছেন: আদি থেকে ইসলাম সত্যের ধর্ম শান্তির ধর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে।ইনশাআল্লাহ্‌ আগামী তেও হবে এবং এটাই সার্বজনীন সত্য। মুসলিম বলছি না,কারন মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলিম হয়ে যায় না।যে সকল মানুষ ইসলাম ধর্মকে অবলম্বন করে ইসলামের অবমাননা করছে তাদের যথাযথ শাস্তি হওয়া উচিৎ। তা যে দেশেই হোক না কেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সত্য বলেছেন ভাই... ধন্যবাদ

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

ঘূর্নী বলেছেন: কোন অপরাধ সংঘটিত হলে সবার আগে খুজে দেখা হয় এই অপরাধের ফলে কে বা কারা লাভবান। অভিজিৎ ইসলামের সমালোচনা হয়তো করতেন (আমি ওনার কোন পোষ্ট পড়িনি- তাই বলছি) আর তাই জঙ্গীরা তাকে মেরে ফেলেছে, এই রবই এখন বেশী উঠছে। হতে পারে- আবার নাও হতে পারে। আবার এটাও হতে পারে যে জঙ্গীরা এদেশে মাথা চাড়া দিয়ে উঠছে এমন একটি রব বর্হিবিশ্বে দেখাতে পারলে কোন গোষ্ঠির হয়তো লাভ আছে, তাই অভিজিৎ তাদের বলির পাঠায় পরিণত হতে পারেন।
বই মেলার মতো এতো নিরাপত্তার চাদরে মোড়া এলাকায় খুনির পালিয়ে যাওয়া কি ইঙ্গিত করে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: একটি ইসলামী জঙ্গী গোষ্ঠী খুনের দায় স্বীকার করেছে দেখলাম

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭

সুমন কর বলেছেন: শিরক করো না, অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, পরস্ত্রী অপহরণ করো না, ব্যাভিচার করো না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মানুষ হত্যা করো না....

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

নতুন বলেছেন: যারা খুন করে তারা ব্লগ পড়ে না... >> ব্লগে নাস্তিকেরা লেখে..

ব্রেনওয়াস্ড মানুষই এইরকমের ভাবে মানুষ খুন করতে পারে...

আরো অবাক লাগছে ফেসবুকে সাধারনের কমেন্ট দেখে... কয়েকটি খবরের পেজে অনেক মানুষই হত্যার সমথ`ন করেছে.... :(

ধমান্ধতা কি পরিমান হলে একটি হত্যা সমথ`ন করতে পারে মানুষ... আমাদের সমাজে কি ধমান্ধতায় গ্রাস করছে ?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কই আমি তো আস্তিক ভাই। ব্লগও লিখি...

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২০

মহান অতন্দ্র বলেছেন: খুব ভাল লিখেছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ...

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

অগ্নিপাখি বলেছেন: ধর্মের দোহাই দিয়ে এইসব হত্যাকাণ্ডের জন্যই আজ ইসলাম ধর্ম সমালোচিত হচ্ছে। ইসলাম কখনোই কোন ধরনের হত্যাকাণ্ড কখনোই সমর্থন করে না। আপনার লেখাটি ভালো লাগলো।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই। ধর্মান্দতা দূর হওক...

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: কই আমি তো আস্তিক ভাই। ব্লগও লিখি...



আমিতো যারা ধমান্ধ তাদের কথা বলেছি যে তারা মনে করে ব্লগে সবাই নাস্তিক...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ঠিক বলেছেন, তাদের এইা ধারণাটা ভুল..

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন আপনি। অভিজিৎ হয়তো এক সময় আল্লাহ ও নবী রাসুল (সাঃ) এর কিন্তু আমরা তাকে সে সুযোগ দেইনি। শুধু তাই নয়। প্রত্যেক মানুষের নিজ নিজ বিশ্বাস ও মতাদর্শ নিয়ে এগিয়ে যাবার অধিকার আছে। আমার সাথে এর অমিল হলেই আমি তারে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠব এমনটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সেটিইার তো বুঝছে না একদল মানুষ...

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

ফৈরা রাজ বলেছেন: বুঝলাম না এই হত্যাকান্ডকে ঘিরে

ধর্মান্ধতা,ইসলাম,হাদিস,কুরঅান,রসুল,ইসলামের দুর্দশা এধরনের লেখা ও
মন্তব্য অাসছে কেন.....?কিছু কি প্রমাণ করতে চাচ্ছেন নাকি কিছু প্রমাণিত হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বুঝলাম না আপনার মন্তব্য...

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: লেখাটা পড়ে খুব খুব ভালো লাগলো ভাইয়া।
এই লেখা পড়ে অন্তত তারা জানুক, ইসলাম শান্তির ধর্ম।ইসলাম মানবতার ধর্ম।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ইসলাম চিরকালই শান্তির ধর্ম....

২৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার লেখাটা খুবই ভালো লাগল। আসলে মানুষের জন্য ধর্ম নাকি ধর্মের জন্য মানুষ। এই বিষয়টি অধিকাংশের কাছে সুস্পষ্ট নয়।

০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সুস্পষ্ট হওয়া দরকার খুব..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.