নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মা..

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

রাত বারোটা নাগাদ বাসায় ফিরলাম।

শুনলাম মা'র গলার ভেতর একটা ছোট-মাছের কাঁটা আটকে আছে। আজ দু'দিন ধরে চেষ্টা করছেন বের করার জন্য। অর্ধেক ভেঙে বাকিটা মাংসের ভেতর গেঁথে আছে।

কাছে গিয়ে বললাম, "দুই দিন ধরে গলায় কাঁটা আটকে বসে আছেন, আমাকে জানান নি কেন? ডাক্তারের কাছে নিয়ে যেতাম।"

হেসে বললেন, "ভাবলাম এম্নি এম্নি চইলা যাইবো। তাই জানাই নাই। তাছাড়া তুই অনেক ব্যস্ত থাকস সারা দিন।"

"তাই বলে গলায় কাঁটা নিয়ে বসে থাকবেন দুই দিন ধরে? চলেন এখন যাই।"

"কই যাবি এত রাইতে?"

"হাসপাতালে যাবো। ইমার্জেন্সি বিভাগে গিয়ে ডাক্তার দেখাবো।"

"সারাদিন পরিশ্রম করছস, এখন যা, হাত-মুখ ধুইয়া খেয়ে শুয়ে পর। তোর চোখ লাল হইয়া আছে। কাল সকালে যামু নে।"

"তাড়াতাড়ি বোরখা পড়ে নেন, আমি গাড়ি বের করছি।"

"এখন গেলে অনেক রাত হইবো। তোর ঘুমের সমস্যা হইবো। কাল যামু নি। যা খাইতে যা..।"

..এই হলেন মা, ছেলের সামান্য ঘুমের সমস্যার কথা ভেবে সারারাত গলায় কাঁটা নিয়ে বসে থাকবেন। বহু কষ্টে গলার ভেতর ঢোক গিলবেন। তবুও চাইবেন না তার জন্য ছেলের রাতের ঘুমের সামান্যতম ব্যাঘাত ঘটুক। সেই ছোটবেলায় যখন পেশাব করে বিছানা ভিজিয়ে ফেলতাম। তখন নিজে ভেজা জায়গায় শুয়ে আমাকে আস্তে করে টেনে তুলে নিজের শুকনো জায়গায় শোয়াতেন। খুব আস্তে করে টেনে তুলতেন আমায়, যেন ঘুম থেকে জেগে না যাই। যেন বিন্দু মাত্র ঘুমের ব্যাঘাত না ঘটে আমার...।

অত:পর এক প্রকার জোর করে হাত ধরে নিচে নামিয়ে গাড়িতে বসালাম।

রাতের ব্যস্ত শহরে মাকে গাড়িতে চড়িয়ে শাঁ শাঁ বেগে গাড়ি ছুটিয়ে চলছি। মনে হলো তিন মিনিটে সাত কিলো দূরের হাসপাতালে পৌঁছে যাই।

সোডিয়ামের হলুদ আলোয় মায়াবী শহরটাকে যেন আরো মায়াবী ঠেকতে লাগলো।

মা বললেন, "এমন পাগলের মতো ছুঁটছিস কেন? আস্তে চালা। আস্তে চালা।"

এমন সময় আমার রবীন্দ্রনাথ ঠাকুর এর বিখ্যাত "বীরপুরুষ" কবিতার দুটো লাইন মনে পড়ে গেল-

"মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।"

হাসপাতালে কাজ শেষে বাসায় পৌঁছারবার সময় ঘণ্টায় বিশ কিলো বেগে গাড়ি চালাতে লাগলাম। মা বললেন, "কি রে এত আস্তে চালাইতাছস কেন? আরো জোরে চালা। কী চালাইতাছস?"

"গাড়িতে সমস্যা হইছে মা। স্পিড উঠছে না।"

মিথ্যে বললাম। কেন না মা যতই বলুক, গাড়ির গতি বাড়াতে ইচ্ছে করছিল না আমার। মনে হলো, রাতের এই মায়াবী শহরে আরো কিছুটা সময় মাকে গাড়িতে নিয়ে ঘুরে বেড়াই। আরো কিছুটা সময়...। আরো কিছুটা সময় মা আমার একান্ত সান্নিধ্যে থাকুক। আমি আর মা আমরা দুজন একান্তে কাটাই আরো কিছুটা সময়....।

বাসার কাছে আসতেই চোখ দুটো জলে ভরে এলো। এত আস্তে গাড়ি চালালাম। তবুও এত তাড়াতাড়ি চলে এলাম! কখনো কখনো সময় সত্যি ওল্কার বেগে চলে যায় যেন! মা বললেন, "তোর চোখ দুইটা একদম লাল হইয়া গেছে, যা যা খাইয়া শুয়ে পড় তাড়াতাড়ি।"

আমি দীর্ঘশ্বাস ছেড়ে লিফট এর দিকে এগুতে লাগলাম....।

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

মাহিরাহি বলেছেন: খুব ভাল লাগল লেখাটি পড়ে।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই...

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম...
দারুন ভাগ্যবান এখনো মায়ের আদরে আছেন। উনার ধীর্ঘায়ু কামনা করি যাতে আরো বেশি বেশি তা পান!

ঘরে ঘরে মায়েদের যের এমন সন্তান হয়।

+++++

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: দোয়া করবেন বিদ্রোহী ভৃগু

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০

মনিরা সুলতানা বলেছেন: লেখায় ভালোলাগা !!!
মন ছুঁয়ে গেলো ।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ আপু....

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৩

রিকতা মুখাজীর্র্ বলেছেন: মায়েদের ভালোবাসা এমনি হয়।ভালো থাকুক সকলের মা।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

মসীহ্ বলেছেন: অনেক ভাল লেগেছে.

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মসীহ্..

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মায়ের জন্য শুভ কামনা রইল।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় জুয়েল ভাই, হৃদয় ছুঁয়ে যাওয়া কথামালা। আহ্! মা! একটি শব্দের একটি পৃথিবী! পৃথিবীর সকল মায়েরা সুখী হোক।

ভাল থাকুন নিরন্তর।

আমার ব্লগে স্বাগত।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ নতুন নকিব... আপনার ব্লগ ঘুরে এলাম, আরো লেখা আশা করছি...

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

নতুন নকিব বলেছেন:



কিছু জায়গায় বানান ভুল আছে। যদি ঠিক করা যেত, ভাল লাগত।


শুভকামনা।

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ঠিক বলেছেন, আবার পড়ে দেখলাম। কিছু ভুল আছে...

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

নতুন নকিব বলেছেন:



জুয়েল ভাই,
উত্তর দেয়ায় কৃতজ্ঞতা!

ভাল থাকবেন নিরন্তর।

১০| ১১ ই জুন, ২০১৭ রাত ১:০৯

নীল মনি বলেছেন: এত টাচি লেখা লিখলে তো জরিমানায় পড়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.