নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

মন হারালো কিসে

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮



আমার মন হারালো কিসে
সাজ সকালের শেষে
মেঘ কুয়াশার ভীড়ে
পাড়ি জমানো তীরে
হোচট খাওয়া ভীড়ে
বাধন হারা সুরে,
দমকা হাওয়ার টানে
মিথ্যে চোখের পানে,
আড়াল করা সাজে
সুখ ভুলা মাঝে
মাতাল ধরা নাচে
রক্তিত ভাঙ্গা কাচে,
স্বপন ভাঙ্গা নগরে
আড়াল হলো প্রহরে
ধনুক ছুড়া তীর
ভাঙলো বুঝি নীড় ।
আমি চাইনি তোমায় পেতে
ডুব সাগরে ছুতে
নকল তোমার গল্পে
আগুন ঝরা অল্পে,
হয়নি আমি মগ্ন
সাজছে দেখো লগ্ন
কাটছে সময় ভালোই
জেগে ওঠা আলোয় ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৬

এম ডি মুসা বলেছেন: মন আছে হারিয়ে গেছে বিভিন্ন যায় গা এখন খুজার পালা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

নূর-ই-হাফসা বলেছেন: হয়তো।আপনার জন্য শুভেচ্ছা রইল

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২

রাসেল উদ্দীন বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০২

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৯

মলাসইলমুইনা বলেছেন: এই কবিতার মন্তব্যটা আমার করতে হবে স্ট্রেট -কলকাব্য ছাড়াই | মন হারায় নাই/ আমার কিছুতেই /চুপি চুপি বলি /ভালোলাগার কথাকলি /তীক্ষ দৃষ্টিতে/ ভালো লাগা বৃষ্টিতে/মন জুড়ে/কবিতা পড়ে/ মুগ্ধ মন/ অবশ এখন/ বলা কি হলো/ কি ভালো লাগলো?

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনার মন্তব্য গুলো সেই লেবেলের সর্বদা সুন্দর ।ভালো থাকবেন ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এমতাবস্থায় মনকে বেঁধে রাখা দায়!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

নূর-ই-হাফসা বলেছেন: না বেধে রাখাই ভালো । ধন্যবাদ মন্তব‍্যের জন্য

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

মোজাদ্দেদ অলি বলেছেন: মন সে তো মানে না কোন বাড়ন... ধন্যবাদ আপনাকে।

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক বলেছেন । আপনাকেও অনেক ধন্যবাদ

৬| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা, কবি আপা, মনকে কী বেঁধে রাখা যায়? আমার মনকে একটু বেঁধে রাখতে চাই ।। =p~


মনে নিয়ে ভাল লিখেছেন+++

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:১৮

নূর-ই-হাফসা বলেছেন: :) B-) মনকে যেমন বেধেঁ রাখা যায় না। তেমনি তাকে ছেড়ে দেওয়াও বোকামি ।ভেবে দেখেন কি করবেন ।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১০

চিন্তক মাস্টারদা বলেছেন: মৃদু ঝন্ ঝন্ শব্দে কিছুক্ষণ মুগ্ধ ছিলাম, ছড়াটা সত্যি সুন্দর হয়েছে। শুভকামনা থাকলো।

২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩০

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য । আপনার জন্যও অনেক শুভকামনা রইল ।

৮| ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

আমি তুমি আমরা বলেছেন: মনটা হারিয়ে যাক!

২৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: :) হুমম হারিয়ে যাক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.