নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

চারটি বছর কেটে গেল

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬



চারটি বছর কেটে গেল,
অদূরে চাঁদের হাসি, মিষ্টি মেঘের খেলা
অপারে নিরুপমার মনমাঝারের ভেলা
তটিনীর হরেক রকম রঙ্গিন ঢেউয়ের মেলা
দেখতে দেখতে পাড় করেছি এমনিভাবে ,
সকাল থেকে সারা বেলা ।
চারটি বছর কেটে গেল
কত রোদ কত ঝড় বয়ে নিয়ে চলেছি একেলা
পথ পানে চেয়ে কেবল বাজিয়েছি সুরের বেহালা ।
চারটি বছর কেটে গেল,
এবার এল অভিমানের পালা
জানো ! হাজারো লোকের হাজারো ভিড়ে
কেউ বলেছে আসবে না আর ফিরে,
দু-চারটি হলেও কথা বলতে না তো তুমি
শত লোকের শত কথায় পুড়ে জ্বলেছি আমি ।
চারটি বছর কেটে গেল
তোমার আসার সময় হল,
এবার তোমায় দিব না কোথাও যেতে
হারিয়ে যাব দুজন দূর অজানাতে ।

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: সুরের বেহুলা কথাটি কেমন কেমন লাগল। তবে ভালো হয়েছে

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক করে নিয়েছি । ধন্যবাদ

২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫১

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ

৩| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি, আপনার কবিতাটা ভালো লাগলো | কালকে অল্প ক্ষণের জন্য কোনো একটা লেখা মনে হয় দেখেছিলাম যে কখনো দুই বছর ব্লগে আসা হয়নি এগারো বছরের মধ্যে ! এরকম কিছু লিখেছিলেন সেখানে | লেখাটাতে মনে করেছিলাম একটা মন্তব্য করবো কিন্তু লেখাটা আর পরে খুঁজে পেলাম না | ওটা কই? যাহোক, যতই মন খারাপ হোক ব্লগবুড়ি, আমরাও কিন্তু "এবার তোমায় দিব না কোথাও যেতে" | এই ব্লগেই থাকতে হবে আরো অনেক বছর আর লিখতে হবে কিন্তু হাজার কবিতা আর গল্প |

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:০১

নূর-ই-হাফসা বলেছেন: আমার ওই লেখা টা ভালো লাগছিল না তাই মুছে ফেলেছি । আমি বছর খানিক এর বেশি ব্লগ ছেড়ে থাকতে পারিনা । মন খারাপ হলেই চলে আসি । :D :) ।আপু কেমন আছেন ।আপনার নতুন লেখার জন্য অপেক্ষা করছি

৫| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯

মলাসইলমুইনা বলেছেন: এক বছর ! সেতো তিনশো পঁয়ষট্টি দিন ! আট হাজার সাতশো ষাট ঘন্টা !! ৩১৫৫৭৬০০ সেকেন্ড !!! ব্লগবুড়ি,এতদিন ব্লগ ছেড়ে থাকলে কারো ভালো লাগবে না | লুকিয়ে থাকতে হবে কম কম /নইলে আমরা কেমন করে/ কবিতা পড়ে/ স্বাদ পাবো টাঙ্গাইলের চমচম ? তাই ব্লগ ছেড়ে লুকিয়ে থাকার সময় কমাতে হবে |

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

নূর-ই-হাফসা বলেছেন: আপু আমি আহামরি কিছু লেখি না ।আমার আসা যাওয়া নীরবেই হয় । আপনি অনেক সুন্দর করে বললেন ।মন ভরে গেল । :)

৬| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পড়ে মুগ্ধ হলাম।

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: :) অসংখ্য ধন্যবাদ

৭| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২৩

আমানউল্লাহ রাইহান বলেছেন: কেটে গেলো চারটি বসন্ত!

০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: হুমম 8-|

৮| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মলাসইলমুইনা বলেছেন: ব্লগ বুড়ি, আমি এখন কফি খাচ্ছি সকালে | আপনার লেখায় মন্তব্য করার এখনই শ্রেষ্ট সময় |
তাই লগ ইন করলাম | আপনার "সকাল কিংবা মাঝরাতে ,ছাদে না হয় মন খারাপের দিনে নয়তো রাস্তায় হাটতে হাটতে চা আমার একমাত্র ভালো লাগা " কথাগুলো আমু খুবই বুঝলাম -আমার পড়ার সময় পারকুলেটারে কফি না থাকলে হয় না | গ্রীষ্ম বর্ষা বা রাতদিন নেই আমার পড়ার সময় বা একাডেমিক কাজের সময় কফি না থাকলে আমার কিছুই ঠিকমতো করা হয় না |

কফিতে চুমুক একটু পর পর
নইলে দুঃখ জীবন ভর

কফি বা চা নিয়ে এটাই আমার সাধারণ ধারণা | (চা নিয়ে সুন্দর লেখাটা কই গেলো ? আবার পোস্ট করুন প্লীজ ! )

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: চাঁদগাজী ভাইয়ার কমেন্টস এর পর মুছে ফেলেছি । কেউ খারাপ বললে আমি সেই টা রাখিনা ।আমি জানি ওনি তেমন কিছুই বলেন নি। ধন্যবাদ আপুনি আপনি কষ্ট করে পড়ে মন্তব্য করার জন্য ।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি, এটা একটা কথা হলো ? এমন করে কেউ মন খারাপ করে নাকি ? যদি ইচ্ছে হয় কোনো ওয়ার্ড চেঞ্জ করতে, সেটা করুন | লেখাটা ছোট কিন্তু সুন্দর ছিল | একজন অন্যরকম বলেছে |আবার আমিওতো বলছি লেখাটা সুন্দর হয়েছে |এখন এটা ড্র গেম |আপনার ভোটটা দিয়ে লেখা পোস্টকে করার ব্যাপারটাকে ইয়েস করে ফেলুন আর আবার পোস্ট করুন প্লীজ |

০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

নূর-ই-হাফসা বলেছেন: :) আপুনি আচ্ছা করব ।আপনার আর আমার আপুর বলার ধরন এক ।

১০| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

মলাসইলমুইনা বলেছেন: থ্যাংকস এ লট |

১১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতাটি আমার খুব ভাল লেগেছে! আপনি বেশ ভাল কবিতা লেখেন!

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য শুনে খুশি হয়ে গেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.