নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

একলা লাগে

০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮



আমার একলা লাগে ভারী
 নিলাম তবু আরি
আমি চাইনি তোমায় ছুতে
ওই মন আকাশে পেতে ,
দিলাম তবে কপাট
পাড় হবোনা চৌকাঠ
শূন্যে কভু ভাসি
জলে ডুবুক হাসি ।
আমার একলা লাগে ভারী
ভাসাই মিছে তরী
আমার হাতে পরা কাকন
খোলা চুলের স্বপন
খুলে দিল বাধন ।
আমার হৃদয় ছোঁয়া ছবি
হলো না দেখা রবি
আমার আধার ঘরের কোনে
কেবল অবাক নয়ন পানে
মেঘ বুঝিলো সবে
বৃষ্টি এলো তবে ।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

ওমেরা বলেছেন: লক্ষী আপু একলা লাগলে আমাকে দাওয়াত করেন তারপর দুইজনে মিলে আড্ডা দিব ।

কবিতা সুন্দর হয়েছে লক্ষী আপু ।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।ভালো বলেছেন তো ।তবে দাওয়াত দিলে আসতে আপনার কতদিন লাগবে । আপনি তো সুইডেন এ থাকেন ।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

মলাসইলমুইনা বলেছেন: "আমার একলা লাগে ভারী
নিলাম তবু আরি"

কবিতায় এই লাইনগুলো কেন ? একলা লাগলে আড়ি নিতে হবে কেন ? ওমেরার সাথে গল্প করুন আর না হয় আমাদের জন্য লিখুন | কবিতার মন্তব্যে আমরা নাহয় সঙ্গী হয়ে যাবো |
মেঘ বুঝিলো সবে
বৃষ্টি এলো তবে ।

ব্লগবুড়ি, এই কবিতা আমার খুব ভালো লাগলো | আমার ভালো লাগা বুঝে এখানেও বুঝি মেঘ করেছে (সত্যি সত্যি কিন্তু) ঝুম ঝুম করে মনে হয় এখন দৃষ্টি আসবে | আসুক | কোনো সমস্যা নেই আমি আবার ব্লগবুড়ির কবিতা পড়বো |

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা মজার মন্তব্য । আপনাদের তো শীতকাল তার উপর বৃষ্টি ,বাহ দারুন তো । বিডি তে হেমন্তকাল চলছে ।
হুমম আমি আর আমার আপু সারা রাত দিন গল্প করি কাজ না থাকলে ।গল্প করতে অনেক মজা । আপনি আপুনি পরিবারের ছোট সদস্য বুঝার উপায় নেই ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পড়তে ভালো লাগছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই আমার কবিতা পড়ার জন্য ।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

এপিস বলেছেন: ভালো লেগেছে

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭

মনিরা সুলতানা বলেছেন: মিষ্টি লেখা !!!
একলা কোথায়
ব্লগ যে হেথায়
মন মেলে দেই
ব্লগ এর পাতায় _

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২

নূর-ই-হাফসা বলেছেন: বাহ! আপু দারুন লিখেছেন । অনেক ধন্যবাদ ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার কবিতা।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৯

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আর আপনার নাম টা বেচেঁ থাকুক আজীবন ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছড়া কবিতা উপহার দিয়েছেন। মুগ্ধতা জানিয়ে গেলাম।

শুভকামনা থাকলো আপনার জন্য

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: এতো বড় কবির মুখে মন্তব্য শুনে ভালো লাগল ।
আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি। বানানগুলো দেখবেন

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আপু অনেক দিন বাংলা লেখা হয়নি । ভুল গুলো বলে দিলে শুধরে নিবো নে ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

তারেক ফাহিম বলেছেন: যেখানে সামু পাগলারা আছে
সেখানে একলা লাগার কী মানে? :-P

কবিতা পাঠে ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: না ভাই সামু পাগলার আড্ডা তে আমি বেমানান ।
কবিতা ভালো লাগল জেনে ভালো লাগল ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

জাহিদ অনিক বলেছেন:


ঝুম করে বৃষ্টি নামুক!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: নারে ভাই এই শীতে বৃষ্টি নামার মতো বদ দোয়া না করাই ভালো ।
বসন্তে নামুক ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.