নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

চলে যাচ্ছি

০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:০৪



অনেক দিন থাকা হলো ।এখন সময় হলো বিরতির । আবার আসবো হয়তো কোন মন খারাপ এর দিনে । কোনো এক মায়াজাল ব্লগ ঘিরে আছে ।তাই জীবন এর শেষ মুহূর্ত পযর্ন্ত ব্লগ এর গুপ্ত মায়া আমাকে টানবে। সবাই ভাল থাকবেন ।শুভকামনা রইলো ।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগে নতুন কেহ এলে নিজের উপস্হিতি জানায়; এখান থেকে যাওয়ার কি কোন পথ আছে?

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

নূর-ই-হাফসা বলেছেন: জানি তো নেই ।আমি ২০১৩ তেও এমন পোষ্ট দিয়ে চলে গেছিলাম আবার ২ বছর পর ঠিক চলে আসছি

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চলে যাচ্ছেন, আপু!!!

আমার একটা পুরোনো কবিতার চারটি লাইন আপনাকে উৎসর্গ করছি-

যুবারা গুহায় পালাবে হেথায়, বুকে নিয়ে নীল ব্যথা,
মেঘগুলো সব ছড়াবে লাল ক্ষোভ, মুখ লুকিয়ে সেথা।
শতবর্ষ পরে কোন ভোর রাতে, পড়বে ধরা কারো হাতে,
শুধাবে কি তারা দূর্মুখ যারা- ''কেন নও মোদের সাথে?'

আপনার চলে যাওয়ার কথা শুনে এই চারটা লাইনের কথা মনে পড়লো।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: হুমম অনেক দিন পর ফিরলে চারপাশে হাহাকার লাগে ।হয়তো পোষ্ট দিব না তবে আপনাদের গল্প আর কবিতা ঠিক পড়ব ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪৬

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি : ভোরের এই সূর্য উঠার সময়, সোনাঝরা সকালে শেষ বিকেলের সূর্যাস্তের মতো চলে যাবার ঘোষণা কেন ? তাড়াতাড়ি আবার একটা লেখা লিখুন | শীতের পিঠেটাওতো খাওয়া হলো না এবার !!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চলে যেতে চাইলেই কি এত সহজে কেউ যেতে পারে? সাময়িক বিরতির হয়ত জোরালো কোন কারণ আছে। তারপরও ব্লগের পাতায়, সহব্লগারদের মনের মণিকোঠায় অনুরণিত হতে থাকবে উপস্থিতির সুবাস।
যে কারণেই হোক আর যেখানেই যাওয়া হোক, জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উদ্ভাসিত হোক নতুন ঊষায়, এই কামনাই করি।
ভাল থাকবেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩০

নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাই ভালো লাগল আপনার কথা । মন ভরে গেল । আমার অল্প তেই বেশি বেশি । কয়েকদিন ব্লগের নেশা মারাত্মক হয়েছে ।
সারাদিন ব্লগে থাকি । পড়াশুনা চুলোয় যাচ্ছে ।আপুর বকুনিতে অবশেষে হুশ ফিরল ।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি: যাওয়া যাবেনা ঘোষণা দিয়ে | অল্প লিখলেও থাকতেই হবে | ব্লগের লেফট কলামে সবার প্রথমেই আপনার নামটা না দেখলে কিন্তু খুবই খারাপ লাগবে | অনেস্ট |

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: দুঃখিত ভাইয়া এতদিন আপুনি ভেবে বসেছিলাম বলে । মানুষ বহুরূপী হয় ।আপনার আপুনি রূপ টা বেশ ভালো ছিল ।

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জনও অনেক শুভ কামনা রইল।
আশা করি খুব শিঘ্রই প্রত্যাবর্তন করবেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ ।আপনারাও থাকুন বহু বছর ।যাতে ফিরে এসে দেখতে পাই ।

৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

বিষাদ সময় বলেছেন: আপনার লেখাটি পড়ে হোটেল ক্যালিফোর্নিয়া লিরিকটির একটা লাইন মনে পড়লো......

You can checkout any time you like, but you can never leave!"

আপনার এ বিরতি সংক্ষিপ্ত হোক, তবে এবার মন খারাপ লাগার দিনে নয়, মন ভাল লাগার দিন গুলোতে ফিরে আসুন সেই কামনা।

০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

নূর-ই-হাফসা বলেছেন: মন খারাপ এর দিনে ব্লগ বেশি আপন লাগে । পুরাতন নিজের লেখা গুলো পড়তে গিয়ে তখোন যে হাসি টা আসে সেটা মন ভালো হবার মেডিসিন ও বলা চলে ।

৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা টাটা।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: যেখানেই থাকুন ভাল এবং সুখী থাকুন।।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪২

ওমেরা বলেছেন: কেন আমার লক্ষী আপুর কি হল?

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

নূর-ই-হাফসা বলেছেন: কিছু হয়নি ।আমার এক জিনিস বেশি দিন ভালো লাগে না ।তাই একটু বিরতি ।তুমি নতুন পোষ্ট দেও ।ঠিক পড়ে নিব ।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: আপনি কোথায় যাবেন? সেখানে কি ইন্টারনেট নেই?

০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

নূর-ই-হাফসা বলেছেন: চলে যায় নি ।শুধু পোস্ট দেওয়া থেকে বিরতি আছি । ধন্যবাদ

১২| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

আমি তুমি আমরা বলেছেন: কেন?

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: আমার আপু বকা দিচ্ছিল ।খুব বেশি ব্লগে সময় দেওয়া হচ্ছিল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.