নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

হোস্টেল ভ্রমন

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

.
আমি যখন কলেজ এর প্রথম বর্ষে পা রাখি ,এক রাশ ভালো লাগা মলিন হয়ে যায়, যখন জানতে পারি বাসার বাহিরে হোস্টেলে থাকতে হবে ।
অবশেষে আব্বুর মলিন মুখ আর আপুর অশ্রুজল পিছনে ফেলে রেখে অজানা পথে পাড়ি জমালাম ।জীবনে প্রথম বার বাসার বাহিরে থাকা ,প্রথম বার স্বাধীনতা নিজের মতো চলার , সব মিলেমিশে একাকার ।হোস্টেলে পা রেখে রীতিমতো অবাক হলাম , এতো বড় ছিল যে আমার রুম ঠিকমতো খুঁজে পেতে কয়েকদিন লেগে গেল ।বিশাল বড় রুম ২৬ টা বেড ছিল , ২৬জন আমরা ,২৬ ধরনের মানুষ আমরা । কিছু দিনের মধ্যেই শান্তশিষ্ট অমিশুক আমি সবার আপন হয়ে গেলাম । একসাথে সব কাজ করা , বিকাল হলে ঘুরতে যাওয়া , সন্ধাতে একসাথে চা খাওয়া ,সব যেন কল্পনার মতো ছিল ।রক্ষনশীল পরিবারে বেড়ে ওঠায় কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়া হয়নি । সেই আমি তো মহা খুশি ।২ দিন পর পর অনুষ্ঠান লেগেই ছিল ।
তারপর হোস্টেলের প্রথম জন্মদিন টা আমার আসে ।সবাই মিলে সেই কি আয়োজন । সবার ভালোবাসায় আমি যেন স্বপ্নে ভাসছি । প্রথম বার সব কিছু হয়তো একটু বেশিই ভালো লাগে ।জন্মদিনের রাতে এলো আমাকে সাজানোর পালা ।একজন এলো সাজিয়ে দিল , আরেকজন ভুল পেয়ে আবার সাজিয়ে দিল , রীতিমতো আমাকে তখোন ভূতনি বানিয়ে ছাড়লো । অবশেষে মজাই কাটলো জন্মদিনটা ।

রাত জেগে আমরা গল্প করতাম । একবার একজনের ভুলে, আমরা সবাই সেদিন শীতের রাত আপুদের ধমক খেয়ে পাড় করেছি । প্রথম বেশ কিছু দিন আপুরা এতটাই আদব কায়দা শিখিয়েছিল যে ,টয়লেটে দেখা হলেও আপুদের সালাম দিতে আমরা ভুল করতাম  না।
   রাত জাগার কারনে সকাল সাড়ে সাতটার ক্লাসে ঘুমে চোখ ধরে রাখতে পারতাম না ।এক স‍্যার ছিলেন ঘুম কাটানোর জন্য গল্প শুনাতেন । ওনার গল্প আমার আরো ঘুম পাইয়ে দিত ।:D
      প্রতি বৃহস্পতিবার একা একা ঢাকায় চলে আসতাম । আব্বু আমাকে ফোন দিয়ে সুন্দর করে বলতো, মা তুমি থাকো আমি এসে নিয়ে যাবো ।কে শুনে কার কথা ,সেই দিনে আমি বাসায় এসে হাজির ।আব্বু ভয় আর মায়া মাখা একটা হাসি দিত । আর আপু শত আইটেম এর খাবার টেবিলে সাজিয়ে রেডি ।
 
আবার হোস্টেলে যাই । ক্লাস, গল্প, ঘুরাফেরা ,মজা করতে করতে এক মাস কেটে গেল ।তারপর আমার মাইগ্রেশন হয়ে গেল । ঢাকায় চলে আসি ।
চলে আসার দিন সবার সেই কি করুন মুখ ,এতো ফ্রেন্ডের ভালোবাসা আগে তো কখনও পাইনি । আমার এক ফ্রেন্ডের সে কি কান্না , ওর কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না । সবাই কে বিদায় দিয়ে আব্বুর সাথে চলে আসি ।সেদিন ট্রেনে সারাটা রাত যতোক্ষন ছিলাম আমার চোখের জল আটকে রাখতে পারিনি ।ভাগ‍্যিস লাইট অফ করা ছিল ।আব্বু দেখেনি ।
 

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পাঠে ভাল লাগলো স্মৃতির নখর থেকে উৎরানো গল্পটি। জীবনের প্রতিটি বাঁকে কতো গল্প থাকে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: আমার জীবনের বেস্ট কিছু মুহূর্ত বলা চলে । সত্যিই মানুষের জীবন টা একটা গল্প ।

২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

অনিক_আহমেদ বলেছেন: আহ! মানুষের লাইফটা কত সুখের তাই না? কান্নার মাঝেও সুখ জমে থাকে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫০

নূর-ই-হাফসা বলেছেন: হা সুখেরই তো ।সুখ খুঁজে নিতে হয় ।

৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৫৮

মিথী_মারজান বলেছেন: মধুময় স্মৃতি।
আমি খুব ছোটবেলায় দুইবছর হোস্টেলে ছিলাম।
তখন ক্লাস ফোরে পড়তাম মাত্র।
দুই বছর পুরোটাই বাসার জন্য কেঁদেছি।
দাদীকে ছাড়া থাকতে খুব কষ্ট হত তখন।
এরপর বাকীটা জীবন ঐ হোস্টলে ফেলে আসা বন্ধুদের জন্য কেঁদেছি।
কত স্মৃতি, কত ভালবাসা! এখনো মিস্ করি সেই সময়টা।:)

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: হুমম সময় গুলো আর ফিরে আসে না । ভালো লাগছে পুরাতন ব্লগার আপনি আবার ব্লগে ফিরে এসেছেন ।

৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপু, ফিরে এসেছেন!!!

খুব ভালো হলো। রাতের বেলা যেদিন জাগতে হবে্‌ সেদিন আপনার ছড়া পড়া যাবে।

পোস্টের ব্যাপারে কিছু বললাম না। ছাত্র জীবন খুব মিস করি।

এইটুকুই।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৬

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ।এত সুন্দর করে বললেন ভালো লাগল অনেক ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার অভিজতা !!
ভাল লাগলো ...

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ

৬| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৯

কালীদাস বলেছেন: এতো ছোট লেখা কেন? অনেক দিন ছিলেন, আরও শেয়ার করুন :)

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: চার বছর আগের কাহিনী । বেশি কিছু মনে নেই । অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র জীবন, হল জীবন, মেস জীবন - এগুলো মানুষের স্মৃতি থেকে কোনদিন মুছে যায় না...

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৮

নূর-ই-হাফসা বলেছেন: হুমম বুড়ো বয়সে এগুলো ভেবেই অনেক টা সময় কাটানো যাবে । এগুলো ভুলার নয় ।ধন্যবাদ ।

৮| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৯

প্রামানিক বলেছেন: চমৎকার স্মৃতিচারণ। ধন্যবাদ

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৯| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০৫

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে আপনার অভিজ্ঞতা।

আমিও চার বছর হোস্টেলে কাটিয়েছি। কত স্মৃতি, কত কথা যে জমে আছে হোস্টেল নিয়ে।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:২৭

নূর-ই-হাফসা বলেছেন: এই স্মৃতি গুলো সারা জীবন মনে থাকবে । ধন্যবাদ আপনাকে ।

১০| ১১ ই নভেম্বর, ২০১৭ ভোর ৪:২৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি : এই দেনা পাওনাটার জন্যই জীবনটা এতো সুন্দর ! যেমন হোস্টেল ছেড়ে যখন চলে এসেছিলেন তখন যেমন মন খারাপ হয়েছিল তেমন নতুন জায়গায় এসেও নিশ্চই অনেক বন্ধু হয়েছিল আর তাদের নিয়েও স্মৃতির অনেক মনিমুক্ত জমে আছে মনে না? আমার আব্বা কর্পোরেশনে চাকুরী করতেন | ক্লাস টেন পর্যন্ত চারটা স্কুলে পড়তে হয়েছিল আব্বা ট্রান্সফার হয়ে যেতেন বলে | কতই আর বড় ছিলাম? ক্লাস ফোর ফাইভে পড়া আমি ! বন্ধু বান্ধবদের ছেড়ে আসতে যে কি মন খারাপ হতো ! এখন মাঝে মাঝে ভাবি এসএসসির আগে ঢাকায় এসে যদি ভালো স্কুলে,কলেজে ইউনিভার্সিটিতে না পড়তাম তাহলে হয়তো আজকে যে এচিভমেন্টগুলোকে অনেক বড় মনে করি তার অনেক খানিই হতো না ! এগুলিকে পার্ট অফ দ্যা লাইফ হিসেবে নেওয়াই ভালো |

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক বলেছেন। হোস্টেলে এক মাস থাকা কালীন যে বন্ধুত্ব তা পেয়েছিলাম ,মাইগ্রেশন এর পর ঢাকায় এসে বাসা থেকে ক্লাস করার দরুন কিংবা অন্য কারনেই হোক আর খুঁজে পাইনি ।

১১| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

সুমন কর বলেছেন: বাসার বাহিরে থাকার অভিজ্ঞতা নেই। আপনার স্মৃতিচারণমূলক লেখা ভালো লাগল। তবে একটু অল্পই হয়ে গেল।
+।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আমি বেশি বড় করে কিছু লিখতে পারিনা । বাসা ছেড়ে থাকা কষ্টের ,প্রিয়জনের কথা মনে পড়বে । তবে সবার বন্ধুত্বপূর্নতা আর বাধনহীন জীবন ভালোই কাটবে । ধন্যবাদ ভালো লাগল জেনে ।

১২| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আমি হোস্টেল এ কখনও থাকিনি।
তবে মাঝে মাঝে বন্ধুদের সাথে তাদের ম্যাসে গিয়ে থেকেছি। আহ আমরা সারা জেগে গল্প করতাম, কার্ড খেলতাম।

১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: আমি নতুন কলেজে আসার পর শুধুমাত্র গল্প করার জন্য ২-৩ দিন হোস্টেলে থেকেছি । আমার কাজ থাকত সবাই কে রাত জাগিয়ে গল্প করা । এখানে স্মৃতি বলতে মাঝরাতে টং র দোকানে চা খাওয়া । এখানে গল্প কম হতো ।

১৩| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

চানাচুর বলেছেন: আমি প্রথম কেঁদেই ফেলেছিলাম বাড়ি ছেড়ে থাকতে হবে ভেবে। প্রথম এক মাস হলে থাকিনি। তখন ক্লাসের ছেলেমেয়েরা বলাবলি করত, হলে অনেক র‍্যাগিং হয়। খুলনা থেকে ঢাকা আসলাম। তারপর ঢাকা থেকে জাহাঙ্গীরনগর, তখন এত জার্নি করতে পারতাম না। বোনের সাথে ঘুমাতাম আর প্রতিদিন ঘুমের ঘোরে চিল্লাপাল্লা করতাম, আমি ভার্সিটি যাবো না!

পরে আমি আর চিটাগং এর একটা ফ্রেন্ড ঠিক করলাম, আমরা দুইজন বাসা ভাড়া করে থাকবো #:-S

চিটাগং এর ওই ফ্রেন্ড এর কথা শুনতে মানা করল আরেক ফ্রেন্ড। সে বলল, তার সাথে দুইদিন তার হলে থাকি। ওর হল থেকেই আমার হলে থাকা শুরু। তারপর মামাকে বললাম, মামা মামি সব ঠিক ঠাক করে আমাকে হলে নিয়ে এলেন। জিনিসপত্র রাখার পর মামা বললেন, চল আজকে থাকতে হবেনা। কিন্তু আমি বললাম যে না, মামা আমি পারবো। মামা গাবতলি পর্যন্ত যাওয়ার পর আবার কেঁদে দিয়ে বললাম, মামা আমাকে নিয়ে যান :( মামা এসে আবার নিয়ে গেল। তারপর আস্তে আস্তে থাকা শুরু করলাম, ইরেগুলার থাকতাম। কিন্তু জীবনে পরিবর্তন আসা শুরু হল।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: জীবন টা আসলেই কেমন যেন ।হলে যারা রেগুলার থাকে তারা অনেক কমপ্লেইন করে ।কিন্তু হল ছেড়ে বের হলে বুকের ভেতর টা হাহাকার করে । তবে বাসায় থাকার মজাও আলাদা ।

১৪| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার মতো কখনো হলে থাকা হয়নি!!


তবে আমারো কিছু বন্ধু ছিলো যাদের ছেড়ে আসতে হয়েছে!! ওদের এখনো মিস করি!!

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: কিছু মুহূর্ত থাকে যা হাজার বার চাইলেও ফিরে আসে না ।

১৫| ১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

আখেনাটেন বলেছেন: বেশ কয়বার এই হোস্টেল ছাড়াছাড়ির ব্যাপার ঘটেছে সেই ছোটকাল থেকেই। প্রতিবারই চোখের জলের ধারা রোধ করতে পারি নি।

আপনার লেখা পড়ে অনেক স্মৃতি মনের গোপন কুঠুরিতে হানা দিয়ে গেল।

১১ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: যাক ভালো লাগল আমার লেখা আপনার স্মৃতি কে হানা দিতে পেরেছে । আপনিও একদিন লিখে ফেলুন ।তারপর পোষ্ট করুন ।
যে কোন কিছুই ছেড়ে যাওয়া বড্ড কষ্টের । অল্পতেই মানুষ মায়ায় পরে যায় । :|

১৬| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

অপ্‌সরা বলেছেন: স্মৃতিরা সব সময় মধুর হয়! :)

১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: সব স্মৃতি মধুর হয় না । :D ধন্যবাদ

১৭| ১১ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

অপ্‌সরা বলেছেন: আমার তো মনে হয় দুঃখের স্মৃতিও সুন্দর!!!! :)

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহাহা ।আপু আমার কাছে সব স্মৃতি সুখের কখনও লাগেনি ।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হোস্টেলে থাকার স্মৃতি সবার কমবেশী একই রকম। তারপরও কারো কারো কিছু সুখ-দুঃখের একান্ত স্মৃতি থাকে যা রোমন্থন করতে বা আরেকজনের সাথে শেয়ার করতে ভাল লাগে।
আপনার হোস্টেলের স্মৃতি শেয়ার করে আমাদের পুরনো স্মৃতিগুলো জাগিয়ে দেয়ার জন্য লাইক দেব নাকি ডিসলাইক দেব চিন্তা করছি। :`>

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনার যেটা ইচ্ছে দিতে পারেন । অপ্‌সরা বলেছেন: আমার তো মনে হয় দুঃখের স্মৃতিও সুন্দর!!!! :) এটাও ধরে নিতে পারেন ।
ধন্যবাদ আপনাকে ।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অপ্‌সরা বলেছেন: আমার তো মনে হয় দুঃখের স্মৃতিও সুন্দর!!!!

ওকে তা ধরে নিয়ে লাইকই দিলাম।

১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । যদিও আমি আপুর সাথে একমত না ।

২০| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেডিকেলের কথা?

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৩

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ময়মনসিংহ মেডিকেল কলেজ এর

২১| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও। তাদের সাথে এখনো যোগাযোগ হয়?

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৭

নূর-ই-হাফসা বলেছেন: কথা হয় ।তবে দেখা হয়না ।

২২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: হোস্টেল কিংবা ম্যাসে থাকার সুযোগ আমার কখেনো হয়নি তবে বন্ধুদের সাথে মাঝের মধ্যে তাদের ম্যাসে যেতাম আড্ডা দিতাম।

১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

নূর-ই-হাফসা বলেছেন: তাহলে বলতে হবে মিস করেছেন অনেক কিছু । :)

২৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: আহা, পাঁচ বছরের হল লাইফ। মনে পড়লেই খারাপ লাগে :(

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: একদিন লিখে ফেলুন ৫ বছরের কিছু স্মৃতি ।আপনার পিশাচ গল্প গুলো বেশ ভালো ছিল ।আবার লেখা শুরু করুন ।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০২

আমি তুমি আমরা বলেছেন: এই গল্পটা পড়েছেন? নিজের লেখা পিশাচ কাহিনীগুলোর মাঝে এটা আমার সবচেয়ে প্রিয়।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৫

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য করেছি আপনার পোষ্ট এ ।সত্যিই ওইটা আপনার বেস্ট ছিল ।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৪

আমি তুমি আমরা বলেছেন: আগের মন্তব্যে লিংকটা কাজ করছে না। এখানে দেখুন।

www.somewhereinblog.net/blog/JONOTA_123007/30069710

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: পুরোটাই এখন পড়লাম

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহ মেডিকেলে পড়েছেন? আমার জেলায়।

১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: হুমম এক মাস ছিলাম

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২১

আমি তনুর ভাই বলেছেন: Enjoyed reading the article above , really explains everything in detail,the article is very interesting and effective.Thank you and good luck for the upcoming articles

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৩

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.