নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

ভুলতে পারবোনা তোমায়

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯



বাহিরে অনবরত মেঘের ঘর্ষন । এখুনি বৃষ্টি নেমে চারিদিক ভিজিয়ে দিবে । কোমল বাতাস দেহ মনে শিহরন জোগাচ্ছে । শিহরিত হয়ে অস্থির মন ছুটতে চায় অদূর দূরে যেখানে কচি ঘাস একাকার হয়ে আছে । কচি ঘাসে আলতো পায়ে নূপুরের রিনিঝিনি কম্পন তুলে সারাটি দিন যদি ঘুরে বেড়ানো যেত ! কিংবা নদীর তীর ঘেষে আনমনে গুনগুনিয়ে সুর তুলে নৌকায় ভেজানো মাদুরে বসা যেত! ভাবনার অবিরত ধারায় কখোন যে সত্যি সত্যি বৃষ্টি নামল তা আমার বুঝতে দেরী হল । জানালার ফাক দিয়ে কিছু জল এসে আমায় ভিজিয়ে দিল ।কি অসীম কি অবুঝ ভাললাগা একমুহূর্তে আমায় রাঙ্গিয়ে দিল । এত ভাললাগা আমি সহ্য করতে পারলাম না । আমার চোখ অশ্রুজলে আটকে গেল । আবছা ছায়ার মত তারি লেখা চিঠির শেষ লাইনগুলো চোখে কেবলি ভেসে এল । তার শেষের দুটি লাইন - অপেক্ষায় থেকো প্রিয়ময় আমি আসবো ফিরে তোমার ভালবাসার আঙ্গিনায় । আমায় ভুলে যেও না ।
চোখের জল আর আটকে রাখা গেল না ।জানালা দিয়ে কিছু জল আবারো আমায় ছুয়ে গেল । না এবার আর ভাললাগা জাগাল না । জানালার কপাট আমি লাগিয়ে দিলাম । বৃষ্টির জলধারার মাঝে আমার অশ্রুজল এক হয়ে যেতে দিলাম না ।আমার একাকী প্রহর গোনার নির্মম যন্ত্রনা কোমল বাতাস শুনতে পেল না ।চার দেয়ালের বদ্ধ ঘরে নিজেকে আরো বদ্ধ মনে হল ।আমার অপেক্ষার পালা কবে শেষ হবে তা আমার জানা হল না । মাস ঘুরিয়ে বছরের পর কেবল বছরি এল । কিন্তু তার ফিরে আসার কোন লক্ষন আমি দেখতে পেলাম না । আমার প্রতি প্রিয়জনদের ব্যাকুলতা কিছুটা হলেও কমে গেল । আমি দিনেদিনে নিজেকে একাকী রাজত্বে ঠেলে দিতেই লাগলাম ।আমার আকুল বিশ্বাস সে ফিরে আসবেই । তার স্মৃতি হিসেবে আছে শুধু এই একটি চিঠি আর একটি গোলাপের মলিন কিছু পাপড়ি । চিঠিও আজ বড্ড পুরানো হয়ে গেছে , জানি না আর কতকাল সে থাকবে । হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে আমি ভয় পেয়ে গেলাম । আমার কল্পনা নিমিষে লুকিয়ে গেল অন্তরালে । তারও ছবি দীর্ঘ ব্যবধানে আমার চোখে মরিচীকা হয়ে ধরা দেয় ।
অসীম দীর্ঘশ্বাসে আমি চিৎকার করে বলে উঠি আর পারছি না , বন্ধ কর অপেক্ষার পালা । ফিরে আসো । কেবলি ফিরে আসো ।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষার অবসান হোক, সে ফিরে আসুক।
লিখাটি ভাল লাগলো ।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ‍্য ধন্যবাদ পড়ার জন্য

২| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সে মনে হয় ইতালি যাওয়ার সময় ভূমধ্যসাগরে ডুবে গেছে।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ডুবতেও পারে ।:D মন্তব্য টা মজার লাগলো

৩| ১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

মিথী_মারজান বলেছেন: কি বলব বুঝতে পারছি না।
অপেক্ষা করা ভাল আপু তবে সহ্যক্ষমতা থাকা পর্যন্ত।
খুব ফিল করলাম অনুভূতিটা।

'নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্য্য ধারণকারীকে পছন্দ করেন'।
খুব খুব ভাল কাটুক আপনার প্রতিটি সময়।
ভালবাসা জানবেন। :)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

নূর-ই-হাফসা বলেছেন: কি বলব বুঝতে পারছি না।
অপেক্ষা করা ভাল আপু তবে সহ্যক্ষমতা থাকা পর্যন্ত।
খুব ফিল করলাম অনুভূতিটা
আপনার কথা গুলো খুব ভালো লাগল ।
আপু গল্পটা আমার না ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

বিলিয়ার রহমান বলেছেন: কিছু অপেক্ষা মধুর!!!
কিছু অপেক্ষা সুখের!!!
কিছু অপেক্ষা অনন্ত কালের!!

আপনারটা হয়তো শেষের পর্যায়ে পড়ে!!


অপেক্ষার অবসান হোক!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: এটা ক্লাস নাইনে থাকতে লেখা । বাস্তবতা হলে আমি অপেক্ষা কখনোই করবো না । আমি জানি এদের জন্যে অপেক্ষা করে লাভ হয় না ।ধন্যবাদ ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: ওহ!!!

তাহলেতো এখন আর অপেক্ষার বালাই নেই!!:)


শুভকামনা সবসময়!!:)

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা ধন্যবাদ ।আপনার জন্য ও শুভকামনা রইলো ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাস্তবতা হলে আমি অপেক্ষা কখনোই করবো না । আমি জানি এদের জন্যে অপেক্ষা করে লাভ হয় না ।

বোঝা গেল আপনার মনটা অত নরম নয়। ;)

লেখাটা ভাল হয়েছে। এটা আপনার কাহিনী না হলে আমি বলব- চমৎকার হয়েছে। আরেকজনের আবেগ নিজের লেখায় ফুটিয়ে তোলা একটু কষ্টসাধ্য কাজই বটে।

১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: দীর্ঘ অপেক্ষা কেবল গল্প আর সিনেমা তেই চলে । বাস্তব অপেক্ষা অর্থহীন ,অপর জন একবার চলে গেলে আর ফিরে আসে না ।
তাই মন নরম হওয়ার উপায় নেই ।
বিরহ জিনিস টা কখনো মজার কিংবা সহজ ।সার্থক ভালোবাসা লেখনীতে প্রকাশ করা কঠিন ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

ধ্রুবক আলো বলেছেন: এই অপেক্ষার অবসান হোক।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন আসলেই অবসান হোক । ধন্যবাদ

৮| ১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বোধ পাঠে মনে হয়েছিল সে অপেক্ষা কতো দীর্ঘ মন্তব্য প্রতি উত্তরে একটু হালকা হল তারপরেও অপেক্ষা সেত এক প্রহর হলেও অপেক্ষায়-ই তা যেন বড়ই নিষ্ঠুর।
যাকে এই মন খোঁজে তাকে পাওয়া বড়ই কঠিন যে আমাকে খোঁজে নিল আমি তারি।

১৩ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪২

নূর-ই-হাফসা বলেছেন: যাকে এই মন খোঁজে তাকে পাওয়া বড়ই কঠিন যে আমাকে খোঁজে নিল আমি তারি।
দারুন একটা কথা বলেছেন । কিন্তু মানুষ ভুল মানুষের পিছনেই মূল্যবান সময় নষ্ট করে । যখোন প্রকৃত মানুষের খোঁজ মিলে তখন ফেলে আসা সময় এর জন্য আফসোস থাকে না ।

৯| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখার মাঝে কিছু অলীকতাকে বাস্তবতায় রুপ দেওয়া চেষ্টা করেন। এককথায় অসাধারণ ।।


এ গল্পে মূলকথা,,,,,অপেক্ষার অবসান চাচ্ছিলেন।


শুভ কামনা আপা।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৬

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই সুন্দর মন্তব্যের জন্য ।

১০| ১৪ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পথ হারা পাখি কেঁদে ফেরে একা।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার গল্প কবে শেষ হবে তার অপেক্ষায় আছি ।তারপর সব একসাথে পড়ব ।

১১| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আমার গল্প কবে শেষ হবে আমি জানিনা আপু। লিখে চলেছি। তাড়াহীন, ভাবনাহীন। হয়তো শেষ পর্যন্ত পাঠক বিরক্তি ঘটাবো তবুও আমার তাড়া নেই। আমি আমার মতন লিখছি।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০১

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনি এবার বইমেলায় বই বের করবেন কোনো ? বেশ কয়েক বছর বই মেলায় যাওয়া হয়না ।এবার সব ব্লগার দের বই নিয়ে আসব । আপনার মতো করে আপনি লিখুন । ভালো গল্পে পাঠকের বিরক্তি কখনোই আসে না ।আমার অপেক্ষা জিনিস টা ভালো লাগে না । তাই সাহস করে আপনার গল্প পড়া শুরু করা হচ্ছে না ।

১২| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন:
আপা , আজকে মনে হয়, একটা কবিতা ব্লগে পোষ্ট করে ছিলেন । কবিতাটি খুব সুন্দর ছিল। কবিতা পরে কেন ডিলিট করলেন?

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: একজন বললো আরও চেষ্টা করতে হবে । তাই ডিলিট করলাম ।পঁচা লেখা বলে ।

১৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা হা..... আপনার কথা শুনে, না হেসে পারলাম না।। নিন্দুকের কথা কানে নেওয়া দিক ঠিক না, আপা। লেখতে লেখতে লেখক হয়, আর আপনি এমনিতে ভাল লিখেন ।। আপনার লেখা পড়ে বুঝেছি। আরো লিখুন ... পাঠক হিসাবে পড়বো ।।

১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বলার জন্য । ভালো লাগল কথা গুলো ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

প্রামানিক বলেছেন: আশায় আশায় বসে থাকা। জীবনের প্রথমে এরকম হয়, পরে এরকম ঘটনা কমই ঘটে।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । অপেক্ষা আর কতই বা করা যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.