নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

লাবন‍্যর দিন রাত্রি

১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

.

সময় টা বসন্তের মাঝামাঝি ।প্রকৃতি তার নতুন রূপে সজ্জিত । চারিপাশে পাখির কলোরব আর মৃদু হাওয়ার বিচরন । সময় গুলো ভালই কাটছিল লাবন‍্যর । সারাদিন স্কুল আর বই এর উপর মুখ গুঁজে রাখা ছাড়া বাহিরের সাথে তার তেমন পরিচয় ছিল না । বালিকা থেকে কৈশোরতা হয়তো তাকে আরও শান্ত করে তুলেছিল ।একা থাকতেই তার ভালো লাগে ।সবচেয়ে কাছের মানুষ ছিল তার মা ।পরিবারের ছোট সদস্য বলে দুনিয়ার জটিলতা তাকে ছুতে পারিনি । তার জগত স্কুল আর বাসা পর্যন্তই আবদ্ধ ।সময় গুলো আপন গতিতে কেটে যাচ্ছিল ।

হঠাৎ বিপত্তি আসে ,সবকিছু অন্ধকার হয়ে আসে তার জীবনে । ঘটনার দিন সকাল বেলা সবে মাত্র পড়তে বসেছে, হঠাৎ তার ভাইয়ের আগমন ঘটে । বলে রেডি হয়ে নে তাড়াতাড়ি ,হসপিটাল যেতে হবে, আম্মু আর নেই ।এই খবর শুনা মাত্র তার আকাশ ভেঙ্গে পড়ল । গত রাতেও লাবন‍্যর আপুর সাথে কথা হয়েছিল ,ডাক্তার বলেছিল আম্মুর রোগ ধরা পড়েছে ,আর কোন চিন্তা নেই ,আম্মু কে নিয়েই আমরা বাড়ি ফিরবো ।

কান্না করতে করতে সিড়ি দিয়ে লাবন্য নামতে থাকে , ভাইয়া তার হাতটা ধরে রাখে । সব কিছু তার অবিশ্বাস্য লাগছিল । হাসপাতালে গিয়ে তার বোনের আর্তনাদে সে নিরব হয়ে যায় ।

এভাবে কিছু দিন কেটে গেল ,লাবন‍্যর খুব মন খারাপ হয় ,এই ভেবে যে ,তাকে রেখেই কেন তার আম্মু চলে গেল ,তাকে কেন নিল না ।
 এখন তাকে থাকতে হবে আপু আর আব্বুর সাথে । লাবন‍্যর আব্বু রাগি মানুষ তবে মনটা নরম । সারাদিন চাকরি নিয়ে ব‍্যাস্ত থাকেন ,সন্তানদের সময় দিতে পারেন না ,যার কারনে অনেক দূরত্ব চলে আসে । লাবণ্য বাবাকে খুব ভয় পায় । লাবন‍্যর আপু হঠাৎ করে রেগে যায় ,তার মন বুঝা দায় । আর দুই বোনের ঝগড়া লেগেই থাকতো । এসব ভেবে লাবন্য দোআ করতে থাকে ,আল্লাহ পিলিজ আমাকে নিয়ে যাও ।
কিছু দিন পরেই তার বদ রাগী আপু সম্পূর্ণ পালটে যায় , সংসারের দায়িত্ব নিজ হাতে তুলে নেই । রান্না করা পাশাপাশি ভার্সিটিতে ক্লাস করা ,বাবা বোনের তদারকি করা ,সব একা হাতেই করতে থাকে ।

আবার ঝড় নামে । পারিবারিক সমস্যা ,আত্মীয়দের স্বার্থপরতা সব মিলে একাকার ।লাবন‍্যর পাশে তার বোন ছাড়া কেউ ছিল না । পাখি যেমন ছানাদের আগলে রাখে ঠিক সেই ভাবে আগলে রেখেছিল লাবন্য কে । বোনের হাত ধরেই তার দুনিয়া চেনা হয় ,জগতের মন্দ মানুষ গুলো কে চিনতে পারা শিখা হয় । যখোন চারপাশে ঝামেলা অশান্তি লেগেই ছিল ,সব লাবন‍্যর বোন একা মোকাবেলা করে উঠে । তখোন লাবন‍্যর এমন হতো সামান্য ঝগড়া কিংবা জোরে গলার আওয়াজে হার্টবিট বেড়ে যেতো ।

কত রাত যে দুই বোন জড়িয়ে ধরে আর্তনাদ করেছে ,কেউ পাশে ছিল না তখোন ,আত্নীয় রূপী ভয়ানক বিভীষিকা তখোন আসল রূপ তুলে ধরে ।দুই বোনই ছিল সবচেয়ে আপন ।
    লাবন‍্যর জীবনে এখন সবচেয়ে ভালোবাসার আর প্রিয় মানুষ তার আপু । সে সব ছাড়তে রাজি তার মায়াময় বোনের জন্য ।
রাত দিন লাবন‍্যর একটাই প্রার্থনা , আপুর সব দুঃখ আর অসুখ যেন কেবল তারি হয় ।
       কখনো হয়তো লাবন‍্যর বলা হয়নি ,আপু তোমার জন্য আজও বেঁচে আছি ,তুমি হীনা জীবন আমার চাই না , আমার শুধু তোমাকে চাই ।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বিপদে কেউ তো পাশে থাকা চাই। নিজের বোন তো পরম নির্ভরতার প্রতীক।
সুন্দর লিখেছেন।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ধন্যবাদ সম্রাট কবি

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

নাগরিক কবি বলেছেন: বাহ! সুন্দর

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১২

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ কবি ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

তারেক ফাহিম বলেছেন: আত্নীয় রূপী ভয়ানক বিভীষিকা তখোন আসল রূপ তুলে ধরে ।দুই বোনই ছিল সবচেয়ে আপন ।

বিপদে পড়লে আত্মিয়ের পরিচয় ঘটে।


যে যার যার মত ব্যস্ত।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নূর-ই-হাফসা বলেছেন: সমস্যা ঘটানোর জন্যে তাদের পাওয়া যায় । অন্য সময় না । হুমমম ঠিক বলেছেন

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


কাহিনী বলতে তেমন নেই; মায়ের মৃত্যুর পর, পরিবারের ছোট বালিকা বোনের আদরে যত্ন থাকারই কথা; আত্মীয়দের খারাপ বলা হয়েছে; কিন্তু কেন?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নূর-ই-হাফসা বলেছেন: তার পিছনে অনেক কাহিনী আছে । এই গল্পের মূল ছিল বোনের ভালোবাসার প্রকাশ করা । তাই পারিবারিক জটিলতা আর আত্মীয় দের স্বার্থপরতা এখানে তুলে ধরা হয় নি ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

মিথী_মারজান বলেছেন: গল্পটার মেইন থিম দুই বোনের দৃঢ় বন্ধন।
যত ঝগড়াঝাটি, খুনসুটি হোকনা কেন আপন বোনের মত ভালবাসা আর কোথাও পাওয়া যায়না।
এই কাহিনীর সাথে অন্য কোন মিল নেই তবে আমারও একটা ছোট বোন ছিল।
অনেক বেশি ভালবেসেছি সবসময়।
আমার ছোট বোনটা অকালেই আমাকে/আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে।
কতটা ভালবাসি, কতটা মিস্ করি ভাষায় প্রকাশ সম্ভব না আপু।
আর্তনাদ শব্দটাও এই গল্পে আছে। আমার ব্লগে আমার বোনকে নিয়ে এই শিরোনামেই আমার একটা লেখা আছে।
এই সামান্য কমেন্ট টা লিখতে গিয়েই যথেষ্ট আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বারবার।

লাবন্য'র মত আমিও বোনকে নিয়ে বহুবার ভেবেছি, - তুমি হীনা জীবন আমার চাইনা, আমার শুধু তোমাকে চাই।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: জীবন টাই কেমন যেন তাই না আপু । ভালোবাসার মানুষ গুলো অকালে হারিয়ে যায় । জীবন এর হিসাব কষলে না পাওয়া ই বেশি । তবুও অন‍্যের জন্য ভালো থাকতে হয় ।না হয় অভিনয় করতেই হয় । আপু মন খারাপ করোনা ।আপনার বোন যেখানেই থাকবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ।

৬| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০০

মিথী_মারজান বলেছেন: আল্লাহ্ আপনার দোয়া কবুল করুক, আমিন।

আচ্ছা আপু, গতকাল সম্ভবত: আপনার একটা সুন্দর কবিতা পড়েছিলাম। পরে আর দেখতে পেলাম না। কবিতাটা কিন্তু খুব সুন্দর ছিল।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

নূর-ই-হাফসা বলেছেন: আপু একজন পঁচা বলছিল ।তাই মুছে দিয়েছি । ওইটা আমার স্কুলে থাকতে লেখা ছিল । ধন্যবাদ আপু ।এত সুন্দর করে বলার জন্য ।

৭| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বিপদে পড়লে মানুষ চেনা যায়। এ গল্পে বোনের প্রতি ভালোবাসার প্রকাশ.....।। ভাল লিখেছেন ।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন ।অসংখ্য ধন্যবাদ।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

জাহিদ অনিক বলেছেন:

প্রিয়জন চলে গেলে সেখানে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, নিন্মচাপ আসে। পার্শ্ববর্তী এলাকার সম্পৃক্ত বায়ু এলে সেই জায়গা পূর্ণ হয় তবে বাতাস ভারী থাকে।

১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ভাই এটা কি বললেন ।মনে হলো কোন আবহাওয়াবিদ যেন মন্তব্য করলো ।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

জাহিদ অনিক বলেছেন:

মনে হলো কোন আবহাওয়াবিদ যেন মন্তব্য করলো ।
হা হা হা, আমি কোন আবহাওয়াবিদ নই। তবে এটুকু বলতে পারি প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় থেকে ধার করে, বাদলা দিনের ঝড় জানান দিয়ে আসে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

নূর-ই-হাফসা বলেছেন: ভালোই বলেছেন তো । আগের মন্তব্য পড়ে মনে হচ্ছিল ঝড়ের খবর জানালেন

১০| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপু আর বোনটার জন্য শুভকামনা

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

নূর-ই-হাফসা বলেছেন: কঙ্কা আপু ধন্যবাদ

১১| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

মনিরা সুলতানা বলেছেন: খুব কাছের কাউকে আসলে মুখে বলা ও হয় না ।
লেখায় ভালো লাগা ।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন ।কখনও ভালোবাসা টা মুখে না বললেও বুঝে নেওয়া যায়

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৭

অলিউর রহমান খান বলেছেন: বড় বোনরা এমনই হয়। খুব সুন্দর হয়েছে আপু।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.