নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

জীবন গল্প

২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৩৯

.

অগোচরে বাড়িয়েছি হাত
হয়নি দেখা সূরভও প্রভাত ,
নীল জলেতে পা বাড়িয়ে
হয়নি দেখা সূর্য স্নান
সিক্তময় চুল সরিয়ে
হয়নি অনুভব কোমল কানন ।
তপ্ত দুপুরে মেঘের কামনা
পাহাড় সমান আশার ভেলা
কপাট জুড়ে চিন্তার খেলা
আকাশ ভেঙ্গে জলের বাহানা
বালু কনা নীরব কভু
তীর হারাতে চায়নি তবুও ।
সারা শহরে আঁধার ছায়া
ভীত কম্পনে খুঁজেছি কিছু
অশুভ আজও ছাড়েনি পিছু
রয়েছে কভু মিথ্যে মায়া।
শূন্য তরী রইল পরে
নূপুর ধ্বনিতে নৃত্যে সাজে
চুড়ির কাপনে অনুভূতি মাঝে,
চায়ের কাপের শেষ চুমুকে
নেশা জাগে গল্প ভাবুকে
মাতালতা বইয়ের পাতায়
মুখ গুঁজেছি জোরালো সুতায় ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:২৮

মিথী_মারজান বলেছেন: হাজারো অপূর্ণটার মাঝে হয়ত: এভাবেই জীবনেকে টেনে নিয়ে যেতে হয়।
ভাল লাগা রইল জীবনের গল্প কাব্যে।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৫

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু হিসাব কষলে অধিকাংশ ই না পাওয়া থাকবে । তবুও জীবন থেমে থাকে না । অল্প পাওয়া নিয়েই ভালো থাকার চেষ্টা চালিয়ে যেতে হয় । ধন্যবাদ মিথী আপু । আপনার নাম টা সুন্দর

২| ২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


শব্দাবলী দিয়ে মনের কথাগুলি প্রকাশ করা বেশ কঠিন হয়তো; যাক কবিরা সবার হয়ে সেই দায়িত্বটুকু নিয়েছেন, আমরা শুধু নিজের মনের সাথে মিলিয়ে মিলিয়ে দেখছি, আরো কিছু কি বলার বাকী আছে!

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

নূর-ই-হাফসা বলেছেন: চাঁদগাজী ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনের কোন গহীন কোণে কিছু চাপা পড়ে থাকলে বের করে আনতে হয়। আপনি এ ব্যাপারে অকপট বলেই জানি। আরও স্পষ্ট ভাষায় প্রকাশ করলে বোঝা সহজ হত।

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ বুড়ি।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২০

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সম্রাট ভাই

৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে বোন।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: জি ধন্যবাদ ভাই

৫| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

মিথী_মারজান বলেছেন: নামটি ভাললাগায় ধন্যবাদ আপু।
আর হাফসা আমার একজন খুব ভাল ফ্রেন্ডের নাম।
ওর নাম নূর-এ-হাফসা আমিন। ও এখন প্রবাসী।
ভালবাসা জানবেন আপুনি।:)

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: আপু আমার পুরো নাম শাবীবা ইয়াসমিন নূর-ই-হাফসা । শাবীবা নাম আমার বেশি পছন্দ ।
হাফসা নাম আমার এক ফ্রেন্ডের আম্মুর নাম ছিল ।ও আমাকে দুষ্টুমি করে তাই আম্মু ডাকতো ।

৬| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগ বুড়ি; জীবন গল্পখানি ভালো হয়েছে++




শুভ কামনা রইল।

৭| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জনৈকঃ আপনার লেখাটি আজকে পঁচা হয়নি, সুন্দরই হয়েছে।

লেখকঃ ধন্যবাদ। (মনে মনে- লাগবে না আপনার প্রশংসা /:) )

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনার ঝগড়া বিবাদ ভালো লাগে । আমারও ছোট বেলায় লাগতো । এলাকায় ঝগড়া লাগলে লুকিয়ে লুকিয়ে দেখতাম ।
আমাদের এক আন্টি আছেন যিনি কারো ঝগড়া লাগলেও হাসেন , কেউ পাগল হলেও হাসেন । কিছু দিন আগে যখন পাশের ফ্ল্যাট এর আঙ্কেল মারা গেলেন ।তখন কিভাবে জানি হাসি চেপে ছিলেন ।

৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আবার ভাববেন না আমি ঝগড়াটে। :P

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: আমি ঝগড়াটে । তবে আমি ঝগড়া করার সময় নিজেই নিজের কথা বুঝিনা । :(

৯| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার মানে আপনি লজিক দিয়ে ঝগড়া করেন না।

২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক ধরেছেন । :D

১০| ২১ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

পবন সরকার বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১১| ২১ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখছেন!!:)

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

১২| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

মলাসইলমুইনা বলেছেন: শেষ হয়েও না শেষ হওয়া জীবন গল্পটা কোনোদিন আনন্দের সেরা গানের সুরে শেষ হবে সেই আশা রইলো | ব্লগবুড়ি, অনেক ভালো লাগলো কবিতা | ব্লগ ছেড়ে না চলে গিয়ে এতো সুন্দর একটা কবিতা আমাদের দেবার জন্য অনেক শুভেচ্ছা নিতেই হবে | না নিতে চাইলে হরতাল ডাকতে হবে, অনশন করতে হবে, ব্লগের এডমিনদের ডাকতে হবে | মানে শুভেচ্ছা নিতেই হবে |

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: এতো সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনার নাম টা কি জটিল । আপনাকে তো আমি আপুই ভেবে নিয়েছিলাম ।
পরে জানলাম আর কি । আপনার নতুন পোষ্ট অনেক দিন হলো দিচ্ছেন না ।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

এফ.কে আশিক বলেছেন: ভালো লাগলো...

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

১৪| ২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি আমার ব্লগে আমার পরিচয়ে লেখা আছে আলেক্সান্ডার পোপের একটা কবিতার ক'টা লাইন| আমার সম্পর্কে এটাই আমি বলি "Thus let me live, unseen, unknown" তাই কখনোই খুব বেশি বলতে চাইনি নিজের সম্পর্কে | আর ব্লগবুড়ির ব্লগে আমি পাঠক | ব্লগবুড়ির কবিতা পড়তেই আসি, সে কবিতা অনেক ভালো লাগে এটাই হোক আমার একমাত্র পরিচয় |সেটাই আমার বেশি ভালো লাগবে | কবিতার জন্য ব্লগবুড়িকে আবারো অনেক শুভেচ্ছা |

২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । সব জায়গায় পরিচিত থাকতে ভালো লাগে না । কিছু জায়গায় অচেনা হয়ে থাকাও আনন্দের ।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: কবিতাটা সুন্দর হয়েছে আপুনি! :)

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু

১৬| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে জীবনের গল্প :)
শুভ কামনা আপু.....

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১১

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু

১৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল লেগেছে।

আপনি অনেক সিনিয়র ব্লগার, আপনার সমবয়সী ব্লগারদের খুব কম দেখি। আপনি সরব আছেন দেখে বেশ ভাল লাগছে।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

নূর-ই-হাফসা বলেছেন: আমার সম ব্লগার রা অনেক আগেই হারিয়ে গেছে । দেখি কতদিন থাকতে পারি ।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা!

২৫ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ আপু । আপনার গল্পের আমি এখন নিয়মিত পাঠক ।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৩

চানাচুর বলেছেন: এটা বুঝি জীবনের গল্প! :#)

২৮ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:১৬

নূর-ই-হাফসা বলেছেন: হুমম :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.