নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

মিলির ভুবন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮



রানী মহল নামক বাড়িটি আজ আলোয় সজ্জিত । এতদিনের নীরব বাড়ি যেনো আজ প্রান খুঁজে পেল । চারিদিকে হাসি, হৈচৈ কোনো কিছুরই কমতি নেই । ছাঁদে চলছে নাচের রিহার্সেল । আর দুতালাতে জমেছে গল্পের আসর । বিশাল এলাহি কান্ড । আর ঘন্টায় ঘন্টায় রয়েছে চা কফির আয়োজন ।

সব কিছু থেকে আড়ালে দাঁড়িয়ে আছে মিলি । ছাদের এই পাশ টা তার খুব প্রিয় । মন খারাপ হলেই এখানে এসে তার সকল কষ্ট অভিমান চোখের জল হয়ে নামে । ছোট বেলায় কেউ বকা দিলে এখানে লুকিয়ে থাকতো । একবার সে কি কান্ড , মিলির খোঁজ পাওয়া যাচ্ছিল না, সারা বাড়ি খুঁজে সবাই মাথায় তুললো , মাইকে বলা হলো, কিছুতেই কিছু হল না, শেষে দেখা মিলল মিলির এই গুপ্ত জায়গায় । মিলি কাঁদতে কাঁদতে সেদিন ঘুমিয়ে পড়েছিল , ঘুম থেকে উঠেই এতো লোক দেখে ভয় এ পেয়ে গিয়েছিল । তারপর থেকে এই জায়গা আর গোপন থাকলো না । কখোন যে কে এসে পড়বে ,ভয় উকি দিল মিলির মনে , আজ সারাদিন সবাই মিলিকে ঘিরে রেখেছিল ,অবশেষে একটু রেহাই পেলো ।

হাতে মেহেদির আলপনা, বাতাসে খোলা চুল , ভেসে আসা গানের সুর , সব মিলে অপরূপ কোনো নারীর ছায়া যেন । এমন এক দৃশ্য তো শ্রাবন একেছিল । কথা ছিল গায়ে হলুদে দুই জন মিলে নাচ করবে , সুরের ছন্দে হ্নদয় মন কম্পিত হবে । মনে হবে ফুলেল সাজে সজ্জিত কোনো এক দেবী রূপ ললনা দাড়িয়ে আছে । অপলক দৃষ্টি ভাঙবে বিয়ে বাড়ির তীব্র কোলাহলে । সব আশা ভেঙে গেল কেবল একটি মেসেজে ।

সময় টা ছিল শীতের হিমেল হাওয়ার ক্লান্ত কোন দুপুর । হঠাৎ অচেনা নাম্বার থেকে ফোন এলো, দুই বার রিং বাজতেই মিলি ফোন কেটে দিল । আবার বেজে উঠলো । বাধ্য হয়েই ফোন ধরেই বলল ,বলুন শুনছি । ওপাশ থেকে শ্রাবন হেসেই বলল কেমন আছেন ? শুরু টা এভাবেই ছিল । এরপর রাতের পর রাত শ্রাবনের ফোন আসতেই লাগলো । বিরক্ত হয়ে মিলি মাঝে মাঝে ফোন রিসিভ করেই ফেলতো । শ্রাবনের ঐ সময় টা খুব একাকী কাটছিল, শূন্যতা কাটাতে এক সময় মিলিকে পেয়ে যায়, লুকিয়ে লুকিয়ে ফোনে চলতো তাদের কথপোকথন । 
সময়ের ধাপে ধাপে মিলি তখোন কলেজে পদার্পন করল, দীর্ঘ দুই বছর পর অবশেষে তাদের সামনাসামনি দেখা মিলল । তার ঠিক তিন মাস পর শ্রাবন বিদেশ পাড়ি জমালো । শুরু হলো মিলির দীর্ঘ অপেক্ষা । দেড় বছর পর পর তাদের দেখা মিলতো । ফোনে তেমন আর কথা হতোই না । মেসেজ আদান প্রদানই ছিল শেষ ভরসা । এভাবে কেটে গেল ঝগড়া অভিমান ছাড়া ছয় বছর ।
শ্রাবন গ্রাজুয়েশন শেষ করে চলে আসলো । সমস্যার শুরু তখোনি । মিলির অভিযোগ শুরু হল , অভিমান জমে জমে পাহাড় আকার ধারন করল । আগের ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেল । শ্রাবনের কাছে সব অর্থহীন লাগে, সামনে ক‍্যারিয়ার গড়তে হবে , মিলির কথা এখোন আর অতো ভালো লাগে না । দেশে এসেও দুজনের মাঝে বিশাল এক দেয়াল গড়ে উঠলো । শ্রাবনের তাতে মাথাব্যথা নেই, এতো ভাবলে কি আর চলে , অবশেষে ভেবেচিন্তে মিলিকে ব্রেক আপ এর মেসেজ টা পাঠালো । আর এভাবেই শেষ হলো সাত বছরের সম্পর্ক ।

একটা বছর মিলির মাথায় যেনো আকাশ ভেঙ্গে পড়ল, পড়াশুনায় মন বসছিল না , বারেবারে মনে হচ্ছিল শ্রাবন ফিরে আসবে, এটা হয়তো স্বপ্ন । সারাদিন ঘর অন্ধকার করে রাখে , মুখ চেপে কান্না আর আর্তনাদে ঘরের দেয়াল ও যেন কেঁদে উঠতো । এমন টা তো হবার কথা ছিল না । শ্রাবন ওর জীবনে প্রথম ছেলে আর প্রথম ভালোবাসা । আজো কি যত্নে শ্রাবনের দেয়া প্রথম গোলাপের পাপড়ি বইয়ের পাতায় রেখেছে । 

দুই বছর কেটে গেল, শ্রাবন আর ফিরলো না । মিলি এখোন আর অভিমানে কাঁদে না ।

তিন দিন পর মিলির বিয়ে । অনেক টা ক্লান্ত হয়েই বিয়েতে মিলির রাজি হওয়া । সীমান্তরাই একদিন হুট করে বিয়ের প্রস্তাব পাঠালো । মেয়েকে নাকি ছেলের খুব পছন্দ, কোথায় জানি দেখেছে , এখন তার আর কাউকেই ভালো লাগে না , হেসে হেসে বলল সীমান্তর মামা । মিলির বাবা মায়েরও ভালো লাগে সীমান্ত কে, ভদ্র ছেলে খুব মানাবে মিলির সাথে , বুঝিয়ে শুনিয়ে রাজি করে ফেললেন মিলি কে । প্রস্তাব পাঠানোর সাতদিন পর রেস্টুরেন্টে প্রথম দেখা হলো মিলি আর সীমান্তের । সীমান্তের হাসি টা অবিকল শ্রাবনের মতো, মিলি চোখ ফিরাতে পারছিল না কিছুতেই, এও কি সম্ভব, শ্রাবন কি তবে সীমান্তের মাঝে ফিরে এলো । এরপর দুই একবার ওদের আবার দেখা হলো । সীমান্তর হাসি যেনো ওকে বারবার টানছিল । মিলির কেবল মনে হচ্ছিল ওকে আমার চাই ।

মিলির কাজিন হাপাতে হাপাতে চলে এলো । ছাদের কোনেই  মিলিকে দেখতে পেল । হাত ধরে টানতে টানতে নিয়ে এলো নীচের ঘরে । সীমান্ত দাঁড়িয়ে আছে । অপলক দৃষ্টি আর ঠিক সেই মিষ্টি হাসি । সময় যেন চলছে মন্থর গতিতে । অন‍্যের জন্য অপেক্ষা সুখ হয়ে ধরা দিল পড়ন্ত এই বিকেলে । সময় যেন আজ রাঙ্গিয়ে দিল সহস্র দিনের ঝরে পড়া অশ্রু জলকে ।

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম হয়েছি, চা দেন।
গল্প সুন্দর হয়েছে বুড়ি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নূর-ই-হাফসা বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


২য় প্যারার ৩য় লাইনে, 'বোকা' হবে না।

গল্পটা শেষ হয়েছে বিনা কষ্টে, এটাই সবচেয়ে বড় কথা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: বকা ঠিক করে নিয়েছি । ধন্যবাদ ।
গল্প টা অতি সাধারন হলেও , শ্রাবন আর মিলির চরিত্র টা আমার পরিচিত ২জনের জীবন থেকে নেয়া ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মিথী_মারজান বলেছেন: সুন্দর গল্প আপু।
ভালবাসাহীন সম্পর্ক চুইংগামের মত টেনে টেনে বড় করার চেয়ে ডাস্টবিনে ফেলে দেওয়াটাই ভাল।
জীবনে কারোর জন্যই কোনকিছু পরে থাকেনা।
সময়ের সাথে এগিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ।

ভাল থাকবেন আপু। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন আপু । গুরুত্ব হীন সম্পর্ক গুলো সময় অপচয় ছাড়া আর কিছুই নয় ।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: অনেক ভালো লাগলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চানাচুর বলেছেন: সীমান্তকে ভাল লেগেছে :``>>

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নূর-ই-হাফসা বলেছেন: :D হাহাহা । সীমান্ত চরিত্র গুলো বাস্তবে খুব কম ।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মনিরা সুলতানা বলেছেন: আহা !!!
সব অপেক্ষা যদি এমন মিষ্টি হাসি হয়ে ফিরে আসতো !!!!!!

মুগ্ধপাঠ নূর

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু অপেক্ষা গুলো এতো মিষ্টি হলে এমন অপেক্ষা অনেক বার করা যেতো ।
অসংখ্য ধন্যবাদ আপু ।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শাহিন-৯৯ বলেছেন: দুঃখ গাঁথা গল্পের মাঝে এরকম মিলনার্থক গল্প খুব ভাল লাগল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগল । অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: খুবই তাড়াহুড়োয় যেন শেষ হয়ে গেল :)

হুম। জীবন থেমে থাকে না। তবে প্রথমানুভব ভোলাও যায় না ;)

+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪২

নূর-ই-হাফসা বলেছেন: ইচ্ছে করলে আরো হয়তো বড় করা যেতো ।
এটা ঠিক প্রথম ভালোবাসা আজীবন বেঁচে থাকে । তবে তা প্রকাশ করার আর সুযোগ থাকে না ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চা খাওয়ার সময় পাইনি তার আগেই ঠান্ডা হয়ে গেল। নতুন করে আরেক কাপ কি পাওয়া যাবে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

নূর-ই-হাফসা বলেছেন:
আবার দিলাম ।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: প্রথম হইতে না পারলে চা পাবো না এটা কোন বিচার??

লেখা সহজ সরল সুন্দর হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: এইটা দুই জন ব্লগার এর আবিষ্কার । নাম সঠিক জানি না । এইটাই তো ভালো । ১ম হলে চা ।
ধন্যবাদ ।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আইডিয়া মন্দ নয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৬

নূর-ই-হাফসা বলেছেন: জি আইডিয়া টা আমারো খুব পছন্দ হয়েছে । যিনি করেছেন তাকে অনেক ধন্যবাদ ।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

সুমন কর বলেছেন: পজিটিভ ফিনিশিং......ভালো হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই অনেক অনেক ধন্যবাদ । :)

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

চানাচুর বলেছেন: পরের পর্ব চাই :-/ সীমান্তর সাথে মিলির বিয়ে ভেঙে দাও :-/

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নূর-ই-হাফসা বলেছেন: আপু একি বললেন । সীমান্ত কত ভালো ছেলে । :)

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আচ্ছা, ভাল ছেলের পরিচয় কী?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: একেক জনের কাছে একেক রকম ।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন:


সময় সবকিছু কাটিয়ে দেয়, সময়ের চেয়ে বড় অনুপ্রেরণা আর কেউ নেই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । হতাশায় আচ্ছন্ন হয়ে ক্ষতি ছাড়া লাভ নেই । সময়ের মতোই সময় চলবে ।

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪

কুঁড়ের_বাদশা বলেছেন: গল্প সুন্দর হয়েছে! :)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ছোট ভাই

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০২

কুঁড়ের_বাদশা বলেছেন: ছোট ভাই কি ? বলবেন, সামু ব্লগের বাদশা ভাই। তারপরে ইচ্ছা হলে ছোট ভাই যুক্ত করতে পারেন। :)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

নূর-ই-হাফসা বলেছেন: এত বড় করে বলতে পারবো না । তার চেয়ে বাদশা ভাই বলা ভালো ।

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: রোমান্টিকতায় শেষ হলো; বেশ ভালো।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই অসংখ্য ধন্যবাদ ।
বিরহ কি আর ভালো লাগে, তাই শেষ টা রোমান্টিকতায় হল । :)

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

মলাসইলমুইনা বলেছেন: ব্লগবুড়ি : আপনার কবিতার মতোই ভালো লাগলো এই গল্প | জীবনের ছোট বড় পাবার সব গল্পই বুঝি সুন্দর | সেই পাবার গল্প বলে আপনার গল্পও সুন্দর | আরো লিখতে হবে কিন্তু এরকম গল্প | আবারো বলি লাড্ডা হয়ে শীতে চা,কফি কিছু না পেলেও ব্লগবুড়ির গল্প অনেক ভালো লাগলো কিন্তু |

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

নূর-ই-হাফসা বলেছেন: জি কোনো কিছু পাওয়া অনেক আনন্দের । তবে সত্যি হলো জীবনে না পাওয়াটাই বেশি ।
আমি জানি আমার গল্প কবিতা সহজ সাদামাটা । অনেক ভেবেও জটিল কিছু মাথায় আসে না ।
আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
আমাকে নিয়ে এক ব্লগার একবার ছড়া বানিয়েছিল । এই যে

৩. ১৯ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১০:৪২ ০
অতিথি বলেছেন: আভিমানী হাফসা,

চোখে দেখে ঝাপসা।

লেখে সোজা সোজা কবিতা,

করেনাকো ভনিতা।



আর পারিনা। আপনাকে তো চিনিনা। চিনলে আরো বড় লেখতে পারতাম।

২১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'তবুও জীবন যাচ্ছে বয়ে জীবনের নিয়মে'
গল্প ভাল হইছে =p~
সবাই দেখি আপনাকে আদর করে বুড়ি ডাকছে ! বিষয় কি ? :D

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
ফেব্রুয়ারিতে আমার ১২ বছর হবে ব্লগের । সেই অর্থে আমাকে বুড়ি ডাকে ।
আপনি কি বলতে পারেন ১ম কমেন্ট দিলে চা খাওয়ার নিয়ম কে করেছেন ? জানা থাকলে দয়া করে জানাবেন ।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোটামুটি।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: জানি ভাই । ধন্যবাদ

২৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

ধ্রুবক আলো বলেছেন: গল্পের প্লট টা পুরোনো আর দুর্বল, তারপরও ভালো লিখেছেন।

চাঁদগাজী ভাইয়ের কথাটা ভালো লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: হা ওনার মন্তব্যের ধরন টা আলাদা । প্রথম প্রথম যে কারো খারাপ লাগবে । তবে ওনার লেখা বুঝতে পারলে মোটেও খারাপ লাগবে না । ওনার রাজনীতির পোষ্ট গুলো আমি খুব কম মিস করি । দেখা মাত্রই পড়ে ফেলি ।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

আবু তালেব শেখ বলেছেন: পড়লাম মন দিয়ে। আপু খুব ভালো লেখেন বলতেই হবে

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: খুব ভালো লিখি না ।
মন্তব্য শুনেই খুশি হয়ে গেলাম । :D

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামনে নিশ্চয় আরও ভাল গল্প পাব।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮

সামিয়া বলেছেন: সুখ দুঃখ পাওয়া না পাওয়া। ভাললেগেছে ।।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া আপু ।।
আমার খুব পছন্দের এক আপুর নাম ও সামিয়া । আপু টা মজার মানুষ ।
একটা গল্প বলি , একবার আমরা নৌকায় উঠবো সামিয়া আপুকে আমার আপু বলল হাফসা আর প্রমি কে ভালো করে উঠা ।
আপুর এতটা কেয়ারিং স্বভাবের যে ওনি উঠেই নৌকা তে লাফাতে গিয়ে আমাদের কে ফেলে দেয়ার মতো অবস্থা করলেন ।

২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

তামান্না তাবাসসুম বলেছেন: বাহ ! চমৎকার গল্প । জীবনের গল্প।

কাছাকাছি এই থিমে আমারো একটা গল্প আছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

নূর-ই-হাফসা বলেছেন: আপু লিঙ্ক দিন পড়বো নি । আপনার৩টা গল্প আমার ভালো লেগেছে ।

২৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

তামান্না তাবাসসুম বলেছেন: গল্পটা এখনো পোস্ট করা হয়নি। ১৫ তারিখের পর পোস্ট করতে পারি।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ওকে আপু অপেক্ষায় থাকলাম ।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

জুন বলেছেন: গল্পটি বাস্তবতার ছোয়ায় ছোয়ানো। সীমন্তের ভালোবাসায় মিলির সব দুঃখ মিলিয়ে যাক সেই প্রত্যাশাই থাকলো । সাথে অনেক ভালোলাগা রইলো ।
+

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু সীমান্তর মতো ছেলে আছে বলেই কিছু মেয়ে গভীর ভালোবাসার সন্ধান পায় ।
তবে আবার কিছু মানুষ কপাল খারাপ নিয়েই জন্মায় , অপেক্ষার পরও আবার ভুল মানুষের সন্ধান পায় ।
অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্যের জন্য ।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৯

অলিউর রহমান খান বলেছেন: আপু খুব সুন্দর হয়েছে। গল্প লিখার কিছু টিপস যদি দিতেন। আপনাদের মতো সুন্দর করে আমি ও গল্প লিখতে চাই। ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: হাহা । আমাকে বললেন । মজা লাগলো । ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য এর জন্য ।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

আটলান্টিক বলেছেন: আপু আপনি যা লেখেন না যদি আজ হুমায়ুন আহমেদ বেঁচে থাকতো তাহলে আপনাকে পালক কন্যা হিসেবে নিয়ে নিত।

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেই না কঙ্কাবতী আপুরা জে এস সি পরীক্ষার্থী বানিয়ে দিয়েছিলো । মন্তব্য এর ধরন ও ওমন । ;)
পালক কন্যা । :#) মজার ছিল মন্তব্য টা । শুভ নববর্ষ । নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.