নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

কল্পনায় হবো আমি

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২২



তুমি যদি চাও এক মুহূর্তে হব আমি মেঘ
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিব তোমার শত আবেগ,
তুমি যদি চাও, পড়ন্ত বিকালে হব আমি সিক্ত শিশির
ভালবাসার মুগ্ধতায় তোমার চোখে হয়ে নিবিড়।
তুমি যদি চাও নির্জন আকাশে হব আমি রংধনু
সাতটি রং হয়ে তোমাতে ছড়াবো ভালবাসার রেনু।
তুমি যদি চাও কিছুক্ষনেই হব আমি দখিন দ্বারের হাওয়া
সাগর সমান হৃদয়ে তোমার রাঙ্গিয়ে দিব ভালবাসার ছোঁয়া।
তুমি যদি চাও দূর পাহাড়ের হব আমি চূড়া
অভিমানে অশ্রু ঝরাতে দেখবে আমায় কড়া।

বাস্তবতার অদৃশ্যের তলে দেখবে আমায় এমনি করে
সর্বক্ষনে বাজছে আমার ভালবাসা, বীনার সুরে।।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার রঙে ভরে উঠুক কবির জীবন।
অনেক শুভ কামনা রইল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর শুভকামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনি ও ভালো থাকুন শুভকামনা রইলো

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সবাই খালি বিদেশিদের ছবি দেয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনি কি দেশি কাউকে আশা করছিলেন ?
আমি তো বাবুদের ছবি দেই । তাই দেশি বিদেশি একটা হলেই হলো ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ছোট ভাই

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


২ জনের পৃথিবী, ছোট হয়ে আসছে পৃথিবী?

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: না পৃথিবী ছোট হয়নি ।
বেশ ভালো বলেছেন ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: আরেকজনের জন্য নিজেকে পরিবর্তন করার পক্ষে আমি নাই।

যে যেমন তাকে তেমনই ভালোবাসা উচিত।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন আপু । তবে বিয়ের পর পাল্টাতে হয় নাহলে সংসার টিকে না ।
ছেলেরা প্রেমিকা হিসেবে যেমন টা ভালোবাসে বিয়ের পর অনেক সময় তা অতিরিক্ত মনে হয় । দায়িত্ব বাড়ে । সেক্রিফাইস টা মেয়েরা ই বেশি করে তখোন ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লাগলো।
দশে দশ দিলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নূর-ই-হাফসা বলেছেন: এটা আমার বাচ্চাকালের কবিতা । ক্লাস নাইন। মনে হয় ।
ভালো লাগল জেনে ভালো লাগল ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

কুঁড়ের_বাদশা বলেছেন: ইশ!! যদি রোবট সোফিয়া একখান এই রকম করে আমায় নিয়ে কবিতা লিখতো,তাহলে তাকে আই লাভ ইউ কইতাম। :P




কবিতা ছোট হলেও খুব সুন্দর হয়েছে+++
শুভ কামনা রইল কবি।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । রোবট লিখবে কবিতা ? ভাই আপনি সবসময় এমন মজার মানুষ হয়ে থাকুন । বড় হলেও বদলাবেন না ।
অনেক অনেক ধন্যবাদ বাদশা এতো সুন্দর মন্তব্যের জন্য ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম, সুন্দর এবং ছান্দিক প্রকাশ ।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: কবি ভাই অসংখ্য ধন্যবাদ

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর কবিতা
ছন্দে ছন্দে
মিল অন্তে।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর বলেছেন তো । ভালো লাগল । অনেক ধন্যবাদ ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মলাসইলমুইনা বলেছেন: --
ব্লগবুড়ি, কবিতা সুন্দর হয়েছে |
তুমি যদি চাও কিছুক্ষনেই হবো আমি দক্ষিণ দ্বারের হাওয়া
সাগর সমান হৃদয়ে তোমার রাঙিয়ে দেব ভালোবাসার ছোঁয়া |

এই দুটো লাইন সবচেয়ে ভালো লেগে গেলো সুন্দর পুরো কবিতার মধ্যে | আমাদের ব্লগবুড়ির লেখার সে'রকম ভালোবাসার ছোঁয়া মনে হয় ব্লগে আমরাও পাচ্ছি সব সময় | এই লেখা যেন চলতেই থাকে |ভালো থাকবেন |

০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্যের সুন্দর ভঙ্গিমায় আমি মায়াবতী আপুর ছোঁয়া পাই সবসময় ।
অনেক সুন্দর করে বললেন । অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫

কুঁড়ের_বাদশা বলেছেন: লায়লা ও মজুনুর এতো পিরিত ছিল কিন্তু শেষ এসে তারা দুজন, দুজনে শত্রু হয়েছিল কেন? লিখবে,লিখবে রোবট সোফিয়া আমায় নিয়ে কবিতা লিখবে। :P আজ রোবট সোফিয়ারে নিয়ে গাউছিয়া মার্কেট শপিং করতে গিয়েছিলাম। :P

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: গাউছিয়া তে । বাহ ভালো । আপনার স্বপ্ন পূরণ হোক ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

শাহিন বিন রফিক বলেছেন: ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২২

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: তার চাওয়া সত্যি হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩০

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু সত্যি হোক । ধন্যবাদ ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন, ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নূর-ই-হাফসা বলেছেন: হুমম অসংখ্য ধন্যবাদ ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,



..............................পাহাড়ের হব আমি চূড়া
............................ দেখবে আমায় কড়া ।

এখানটায় শব্দের অন্তমিল থাকলেও অর্থটা যেন ঠিক মেলেনি ।

অপরিনত বয়সের কবিতা হিসেবে খুব একটা খারাপ হয়নি ।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৫

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ ভুল টা ধরে দেওয়ার জন্য ।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

জাহিদ অনিক বলেছেন:



কল্পনায় দেখা হবে!
বাস্তবে যদি নাও হয়, তবে তাই হোক, তাই হোক।
হোক, তবু দেখা তো হোক, তৃষ্ণা দূর হোক।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনার লেখা টা ভালো লাগলো । সুন্দর বলেছেন

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

চানাচুর বলেছেন: বাহ এটাতে সুর দিলে একটা সুন্দর গান হতে পারে :)

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪১

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ভালো বলেছেন । আপু আপনি কি সত্যি যাবেন১৯ ডিসেম্বর ?
গেলে আমাকে নিয়ে যাইয়েন । :D

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৮

চানাচুর বলেছেন: নারে আপু আমার যাওয়া হবেনা বোধহয়। সামুর অফিসে হলে চিন্তা করতাম। আমার থেকে কাছে হত। কিন্তু মোহাম্মদপুর অনেকদূরে হয়ে যায় তাও আবার ভাল মত চিনিও না :( আর এত পরিমাণ জ্বর ১৫/২০ দিন ধরে। সারছেই না। ডাক্তার দেখাতে হবে আবার :(

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: এতো দিন জ্বর। জি আপু আবার ভালো করে ডাক্তার দেখান ।
মোহাম্মদপুর আর গুলশান ২ টাই আমার জন্য অনেক দূর । আমি ও চিনি না তেমন :D আমিও যাবোনা তাহলে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.