নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

আমার সত্তা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১



আমি যখোন নয় বছরের বালিকা , ঠিক সে সময় আগমন ঘটে ছোট একটা মেয়ের । ওর বয়স তখন এক বছর । জীবনে প্রথম বার এতো কাছ থেকে ছোট একটা মেয়েকে দেখা , সে যেন পরম আনন্দের অনুভূতি । তার ছোট ছোট হাত ছোট ছোট পা , আধো সুরে কথা বলা ,সব কিছু এতটাই আকর্ষন করছিল যে , ও হয়ে গেল আমাদের ভালো লাগার বিশাল সমুদ্র । সারাদিন ওকে নিয়ে ব‍্যাস্ত থাকি , ওকে একটু কোলে নেওয়ার জন্য আমার আর আপুর রীতিমতো ঝগড়া লেগে যেতো । কিন্তু ও ছিল ততটাই বিপরীতমুখী, কিছুতেই আমাদের সাথে খেলতো না , সারাদিন কান্নাকাটি করে ঘর জাগিয়ে রাখতো । এভাবে কিছু মাস পর মামা মামী ওকে নিয়ে আলাদা বাসা নিল ।

দূরত্ব বেড়ে গেল, মাঝে মাঝে আম্মুর সাথে ওদের বাসায় চলে যেতাম ।

আমার জীবনে প্রথম টেলিপ্যাথি সেদিন সত্যি হলো । সেদিন মন খারাপ করে বসে ছিলাম ,তার কিছুক্ষন পর চোখ বন্ধ করে ওর নাম মনে মনে তিন বার উচ্চারন করলাম । কি অবাক কান্ড ! সত্যি সত্যি ও এসে হাজির । এতো খুশি হয়েছিলাম যে চোখে জল চলে এলো । সারাটা মুহূর্ত যতক্ষন ছিল ততক্ষন ওর সাথে ছিলাম ।

তারপর অনেক দিন পর ওর সাথে আবার দেখা, সেদিন খুব মন খারাপ হয়েছিল , ও কেমন শান্ত নীরব হয়ে গেছে , বড্ড অচেনা লাগছিল সেদিন ।
শেষ দেখা হলো 2015 এর 16 ডিসেম্বর , সেদিন ছিল আপুর বিয়ে , ওর আগমনে আমি খুব খুশি ছিলাম । শুধু আকদ হবে বলে মানুষ জন তেমন একটা ছিল না, বিয়ে বাড়ি মনেই হচ্ছিল না, সারাটা দিন ও আমার সাথে ছিল । আমি যেখানে ঠিক ও সেখানে যাচ্ছিল । যতবার সিড়ি দিয়ে উঠানামা করছিলাম দেখি আমার পিছন পিছন ও ঠিক হাজির । আগের রাতে ওর গল্প শুনে সারা রাত পাড় করেছিলাম , অবাক হয়ে ভাবছিলাম , ও যেন পুরো আমার সত্ত্বা । মনে পড়ে গেল মামীর বলা কথাগুলো । ওর তখনো পৃথিবীতে আগমন ঘটেনি । মামী তখন খুব বলতো , আমার যদি হাফসার মতো একটা মেয়ে হতো । সত্যি সত্যি আমার স্বভাবের অনেক খানি যেন ওর মাঝে মিলেমিশে আছে ।

সময় গুলো বড্ড পাষান, আবার কবে ওকে দেখবো জানি না, মামা জানালেন শীঘ্রই বিদেশ পাড়ি দিচ্ছেন । শুধু জানি ওকে খুব মিস করবো , ওর নিষ্পাপ চাহনি, ওর বালিকা সুলভ কথার শব্দ গুচ্ছ, একসাথে শেষ বার কফি খাওয়া ।

রাত গভীর হয় , প্রিয় মানুষ গুলো কেমন ঝাপসা হয়ে ধরা দেয় । যা আমার তা তো আমি হারাতে চাই না , সময় কেবল হারিয়ে দেয় । শুধু বলার আছে , বোন তুই অনেক ভালো থাক যতটা ভালো আমরা কল্পনা করি ।


মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসার মানুষ গুলো সবসময় কাছে থাকেনা বিষয়টা সত্যি অনেক কষ্টের :(

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন । চাওয়ার সাথে ঘটনা গুলো র কখনো সবসময় মিল পাওয়া যায় না । অজান্তেই আড়াল হয়ে যায় ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২

তারেক ফাহিম বলেছেন: সময়ের সাথে অনেক কিছুই পরিবর্তন হয়।

আপনার সাথে আবার যখন ওর দেখা হবে হয়ত তার আচরণ পরিবর্তনও হতে পারে।


ছোটদের আমারও বেশ ভালো লাগে।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

নূর-ই-হাফসা বলেছেন: দীর্ঘদিন দূরত্বে সম্পর্কগুলো মলিন হয়ে যায় । আপনার মন্তব্য ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেয়েটার বয়স এখন ১৫ না ১৬?

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০

নূর-ই-হাফসা বলেছেন: ২০১৮ তে এস এস সি দেওয়ার কথা । কিন্তু ১৯ ডিসেম্বর চলে যাবে

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: একটা লাইক দিয়েই দিলাম। কী মনে করেছেন? লেখা ভাল হয়েছে বলে লাইক দিলাম? :P

ঠিকই ধরেছেন। লেখা ভাল হয়েছে বলেই লাইক দিলাম। :-0

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: লাইক না দিলেও ক্ষতি নেই । কষ্ট করে পড়েছেন এইতো বেশি । ধন্যবাদ ।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

শাহিন-৯৯ বলেছেন: আপনজন নিয়ে চমৎকার উপলব্ধি।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনজন দূরে চলে গেলে অনেক খারাপ লাগার অনুভূতি হয় ।
আপনাকে ধন্যবাদ ।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: কারো প্রতি মায়া, মমতা, প্রেম, ভালবাসা সাত্যিই একটি দুর্লভ বিষয়! জীবন যত যায় স্মৃতিগুলো তত প্রস্থান হয়; নানা রকম প্রতিকূলতা নিয়ে আমাদের জীবন। তবুও জীবন প্রবাহ চলেছে তার নিয়মে।আপনার বোন যেখানে থাকুক না কেন, সেখানে গিয়ে ভাল থাকুক। এই কামনা করি সবসময়..।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

নূর-ই-হাফসা বলেছেন: এই প্রথম আপনি ভালো একটা মন্তব্য করেছেন । সবসময় তো মজার ভঙ্গিতে মন্তব্য করেন । ঐ টাও ভালো । এই টাও ভালো লাগল ।ধন্যবাদ ভাই । ঠিক বলেছেন ।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪১

চানাচুর বলেছেন: রাত গভীর হয় , প্রিয় মানুষ গুলো কেমন ঝাপসা হয়ে ধরা দেয় । যা আমার তা তো আমি হারাতে চাই না , সময় কেবল হারিয়ে দেয় । শুধু বলার আছে , বোন তুই অনেক ভালো থাক যতটা ভালো আমরা কল্পনা করি ।

আসলেই :( :(

১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক বছর পর আমাকে আর ও এখোনকার মত ভালোবাসবে কিনা । তা জানি না । তবে ও ভালো থাকুক এইটাই কামনা ।
ধন্যবাদ আপু ।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সত্যিই হবে? কেও তো পরিচিত নাই। না যাওয়ার সম্ভাবনাই বেশি।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

নূর-ই-হাফসা বলেছেন: পরিচিত হয়ে যান। এখনো চারদিন সময় আছে । সত্যি কিনা বলতে পারছিনা । এই দেখুন

২৩. ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২১ ১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: সুন্দর প্রস্তাব এবং পরিকল্পনা।

আনন্দ র‍্যালি'র সার্বিক নিরাপত্তার জন্যে কিছু ব্যবস্থা নিলে কারো আপত্তি থাকবে না মনে হয়। এজন্যে ডি,এম,পি-কে আগে থেকে চিঠি দেওয়া প্রয়োজন। আর, ব্লগারদের মধ্যে থেকে কিছু ভলান্টিয়ারকে দায়িত্ব দিলে সমস্যা হবে বলে মনে হয় না।

প্রোগ্রামটা এমন হতে পারে-

১৮ ডিসেম্বর
ব্লগার রেজিঃ সকাল সকাল ৯- বিকাল ৫টা

১৯ ডিসেম্বর
সকাল ৯-১০টা অথবা বিকাল ৩-৪টাঃ টি-শার্ট বিতরণ
সকাল ১০টা অথবা বিকাল ৪টাঃ র‍্যালি
১১টা - ১টা অথবা ৫-৭টাঃ ব্লগার পর্ব
দুপুর ১টা অথবা সন্ধ্যা ৭টাঃ গ্রুপ ফোটো

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ওর জন্য রইল অনেক শুভ কামনা

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ও ইনশাআল্লাহ ভালো থাকবে ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩

ধ্রুবক আলো বলেছেন: জীবনে এমনই হয় :(

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৭

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই ঠিক বলেছেন

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর বাদ দেন। অফিসিয়ালি ঘোষণা দিলে একটা কথা ছিল। আর হইলে যদি যান তাহলে বইলেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । যাওয়ার ইচ্ছে আছে । আপনার মতোই সমস্যা কাউকে চিনিনা । বোর হবার সম্ভাবনা আছে । আর স্থান বহু দূর । নিজে চিনে জীবনেও পৌছাতে পারবো না ।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: তা' মেয়েটির নাম বললেন না !!

লেখা ভালো লাগল।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

নূর-ই-হাফসা বলেছেন: ওর আমার মতোই বিশাল নাম । শুধু একটা নাম বলি , নাফিসা ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গুগল ম্যাপ দেখে দেখে যাবেন। :P

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: ;) ভালো বলেছেন । তাহলে নিজের বাসায় আর পৌঁছনো লাগবে না ।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ওর নাম কি ছিলো? মন খারাপ হলো পিচ্চিটাকে ভেবে।

নতুন পর্ব দিয়েছি হাফসাআপা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০১

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা আপু এখনই আপনার গল্প পড়তে আসতেছি ।
জি আপু ও আমার প্রিয় ২জন কাজিনের মতো একজন । ওকে খুব দেখতে ইচ্ছে করছে । কিন্তু যাওয়া সম্ভব না । ওকে এতোবার বললাম ঢাকায় এলে আমাদের বাসায় আসবা , মজার গল্পের লোভ ও দেখেয়িছিলাম । সময় নেই তাই কাজ হয়নি ।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:



মামী আপনার মতো মেয়ে চেয়ে, আপনার দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে; এখন হিসেব করে পা ফেলতে হবে; মামাতো বোন যদি ভুল করে, দোষ হবে আপনার, অবস্হা বুঝুন, মাথার উপর কি নিয়ে হাঁটছেন!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

নূর-ই-হাফসা বলেছেন: স্বভাব পেয়েছে । কিন্তু আমাকে তো অনুকরন করবে না । ভুল করলে ও নিজেই ঐ স্বভাবের কারনে করবে ।
দায়িত্ব অবশ্য একটু বাড়লোই ।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই ।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্প পড়ে মনে পড়ে ভাল লাগল। আপনজন প্রীতির কথা কতো সুন্দর করে বলে গেলেন। সময় মানুষকে কতইনা দূরে ঠেলে দেয়?

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: সময় সবকিছু অন‍্যরকম করে দেয় । আবার সময় অন্য ভাবে ঠিক করেও নেই । আপনাকে ধন্যবাদ

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সময়ের পরিক্রমায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । ভুলে যাবে হয়তো ।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দুনিয়াটাই তো মায়ার খেলা!

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

নূর-ই-হাফসা বলেছেন: মায়া আছে বলেই মানুষ বেঁচে আছে ।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

লেখা চোর বলেছেন: আপনার লেখাটি আমার পছন্দ হয়েছে। ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনার নাম দেখেই ভয় পেয়েছি । :D :)

২১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫

লেখা চোর বলেছেন: কোন লেখা আমার পছন্দ হওয়াটা কোন সুসংবাদ নয়।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । আপনার এই নামের রহস্য কি ?

২২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

লেখা চোর বলেছেন: কিছুদিন আগে একটি কপি-পেস্ট বই পড়ি যার নাম- 'জনপ্রিয় ও সৃজনশীল হওয়ার ১০১ টি শর্টকাট উপায়'। তার মধ্যে একটি উপায় খুব ভালো লেগেছিল। সেই উদ্দেশ্যেই এই নাম সমেত সামুতে আগমন। btw, আপনার আরো কিছু লেখা আমার পছন্দ হয়েছে। ;) :P আপনি না হলেও আপনার লেখা গুলোর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। :P

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: ওকে ভাই । আরেকটা মজার চরিত্রের ব্লগার পাওয়া গেল । ভালো লাগল ।

২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

আখেনাটেন বলেছেন: রাত গভীর হয় , প্রিয় মানুষ গুলো কেমন ঝাপসা হয়ে ধরা দেয় । যা আমার তা তো আমি হারাতে চাই না , সময় কেবল হারিয়ে দেয় । --- চমৎকার ভাষার প্রয়োগ।

ভালোবাসার মানুষগুলো এমনই হয় বুঝি! এই আছে এই নেই! হারিয়ে গেলে, হারিয়ে যেতে চাইলে, হারিয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসলেই বুঝি প্রকৃত ভালোলাগা টের পাওয়া যায়।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কথা বলেছেন তো । জি কাছে থাকলে যতটা না মূল্যায়ন করা যায় দূরে গেলে তার চেয়ে বেশি করা যায় ।

২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

Mahabub Rahman বলেছেন: টেলিপ্যাথির ব্যাপারটা অনেক ভালো লেগেছে, ছোট্ট মেয়েটাকে ভালোবাসার ব্যাপারটাও।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: জি আমার প্রথম সফল টেলিপ্যাথি সেটাই ছিল । আমারো ভালো লেগেছিল খুব ।
অনেক ধন্যবাদ মন্তব্য এর জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.