নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

অলস সময়

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫



রাত গভীর হয় ,
ভাবনা গুলো কেবলি জাগিয়ে রাখে
বাহিরে বৃষ্টির অপরূপ শব্দ
হাতে ধরে রাখা চায়ের কাপ ।
সময় বদল হয় ,
পুরাতন স্মৃতি কেবলি পরে থাকে
ঘুনে ধরা অতীত হঠাৎ স্তব্ধ ,
বৃষ্টি পরে চলেছে ঝুপ ঝাপ
ট্রেনে বসে আছি একেলা
সময় ক্ষনে তীব্র সাড়া
বয়ে চলেছে বৃষ্টির ধারা
মাঝে ঝাকুনিতে তন্দ্রা কাটে
নির্ঘুম চোখে অবকাশ বটে ।
সাড়া পড়েছে হঠাৎ কার
কার হারালো অকুল ধার ,
এই লেগেছে ঝগড়া
পাড়ি জমানো আখড়া
স্টেশনে হরেক মানুষ
ভালো আছি এই তো বেশ ,
অতীত ভাবার সময় কই
ব‍্যাস্ত সময় ক্লান্ত বিকাল
আধ খাওয়া চায়ের রেশ
এই বুঝি হলো শেষ
ভালো আছি এই তো বেশ
বলছি শুনো বীরের বেশে
পিছু হাঁটার সময় তো শেষ ।

মন্তব্য ১৯৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৯৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনের ভান্ডারে এত কবিতা স্টক করা?!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: এইটা এই বছরের শুরুর দিকের । পুরাতন না ।
অদৃশ্য মানব কে দেখি , নাজেহাল করে ছাড়লেন । :)

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তাও ছোটবেলায় ও কম কবিতা লিখেন নাই মনে হচ্ছে।

কি করব! অদৃশ্য মানব আমাদের বন্ধু হলে ভাল হত।

একটু নিজের ঢোল পিটাই। শায়মা আপা আমার প্রশংসা করেছে আমার পোস্টে। :P

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: ছোট বেলায় অসংখ্য কবিতা লিখেছি যেগুলো পড়লে হাসি পায় ।
মনে হয় আমাদের বন্ধু হবেন না । ভয় পাওয়ার কথা ।
হাহাহা দেখে আসলাম আপনার কমেন্টস আবার । মজা লাগলো দারুন । :D

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতার শিরোনাম দেখিয়া আজকে লাইক প্রদান করা হইল।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । অলস দেখে লাইক দিবেন তা আমার জানা ছিল । ;)

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

জুন বলেছেন: ভালোলাগা রইলো কবিতায় নুর-ই-হাফসা
+

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুন আপু । আপনার ভালো লাগলো জেনে ভালো লাগলো ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

কুঁড়ের_বাদশা বলেছেন: নারীর মন আর আবহাওয়া কখন যে বদলে যায়, ঠিক বোঝা যায় না- কথাটা বলেন দার্শনিক কুঁড়ের বাদশা। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: কুঁড়ের বাদশা বললেও কথা কিন্তু সত্যি । B-)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য, তোমার কমেন্ট আবারো মাইরালাই্চে। =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে এতোবার মাইরালচে কেমনে । :)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

শামচুল হক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ শামচুল ভাই । ভালো লাগলো জেনে ভালো লাগলো ।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

সামছুল আলম কচি বলেছেন: সুপার-ডুপার !!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ ।
পুরাতন ব্লগার আপনি ,ভালো লাগলো ।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে +।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই ।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: শিষ্য দেখি আরেকটা কমেন্ট করছে। আমি অবশ্য ৩ নং কমেন্টের কথা বলছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই তো অলসতা নিয়েই থাকেন । অপ্সরা আপু আপনাদের যাবজ্জীবন শাস্তি দিবেন বলেছেন । :D

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

পিছু হটার সময় এই ক্ষুদ্র জীবনে নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন ।
অনেক ধন্যবাদ সেলিম ভাই

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: যাবজ্জীবনের কথা দেখেছি। যাই জিজ্ঞেস করে আসি। /:)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: ওকে জিজ্ঞেস করে জানান ভাই

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দেখেন নাই অপ্সরার পোস্ট? দেখে আসেন। যাবজ্জীবন দিবে না। B-))

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা অপ্সরা আপু দারুন মজার মানুষ ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, বেশ কিউট মনে হচ্ছে আমার কাছে। :D

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

নূর-ই-হাফসা বলেছেন: সবসময় মজার মুডে থাকেন আপু

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার কাছে গেলে আমাদের অনেক কিছু খাওয়াবে মনে হয়। B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

নূর-ই-হাফসা বলেছেন: তাহলে আপনি আর বাদশা ভাই বাসাটা চিনে ঘুরে আসুন । তারপর আমাদের কে নিয়ে যাবেন ।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৯

তারেক_মাহমুদ বলেছেন: দারুন লাগলো

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৯

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ তারেক ভাই ।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি তো তার কিছুই জানি না। এখানে তো কেও ব্যাক্তিগত তথ্য শেয়ার করেনা। :|

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

নূর-ই-হাফসা বলেছেন: আরে ভাই মজা করে বললাম । সত্যি সত্যি ভেবেছেন বুঝি

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮

সুমন কর বলেছেন: ছন্দময়-সুন্দর।
+।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ও আচ্ছা। আপনি তো ব্লগ দিবস নিয়ে অনেক আগ্রহী তাই ভেবেছি সতিই বলছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ দিবসের সাথে আপুর বাসার সম্পর্ক কি ? বুঝি নাই ।

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বললাম, আপনি যেমন ব্লগ দিবসে যেতে আগ্রহী ছিলেন। তাই ভেবেছি আপার বাসায় যাওয়ার আগ্রহ আছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । বুঝলাম ।
চলেন আমরা খুলনায় যাই চানাচুর আপুর খোঁজে । আপুর একটা নাম তো জানি স্বপ্নীল । ;)

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সম্রাট ভাই দেখি হাওয়া!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: সম্রাট ভাইকে কাল কমেন্টস দিয়েছিলাম । ওনার কিছুই জানি না । ওনাকে খুঁজে পাওয়া যাবে না ।

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যায় খুলনা থাকে? কেম্নে জানলেন? খুলনা শহরটা খারাপ না। খুলনা ইউনিভার্সিটি বেশ ভাল লেগেছে আমার। ভাড়া আছে তো? ৫৫০-৬০০ লাগবে। :P

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫১

নূর-ই-হাফসা বলেছেন: ভাড়া আছে ।আপুকে পাবার জন্য এলাকায় মাইকিং করা লাগবে । তার খরচ ও আছে ।দিবো । কিন্তু কাজ হবে না । শুধু স্বপ্নীল নামে খোঁজে পাওয়া কঠিন ।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোথা থেকে খুজতে হবে তাও জানি না আমরা। গিয়ে তো আর প্রতি বাসায় নক করা যাবেনা। একটা উপায় আছে। জাবিতে গিয়ে তার তথ্য নেয়া যাবে কিছু ঘুষের বিনিময়ে অথবা জুনিয়রদের জিজ্ঞেস করে। B-)

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: হুমম আপু একাউন্টিং সাবজেক্টে মেবি । তো ছোট ভাই আপনি কাজে লেগে পড়েন । আমি তো রাস্তা কম চিনি । ;)

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: ভালোলাগা রইলো কবিতায়

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । আপনি সুস্থ হয়েছেন দেখে ভালো লাগছে ।

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উহু, আপনি যান। মেয়ে দেখলে সবাই একটু নরম থাকবে। ছেলে দেখলে এটা ওটা জানতে চাইলে ঘাড় ত্যাড়ামি করবে। :-B

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: থাক ভাই । চানাচুর আপু নিজেই ফিরে আসবেন ।

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর লিখেছেন।
দশে দশ দিলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই ।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার লেখার হাত চমৎকার! নতুন করে আরও কিছু কবিতা বা গল্প লিখুন। আশা করি আমরা সুন্দর কিছু লেখা পাব!
শুভকামনা।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রশংসার জন্য ।
অয়ন বাচ্চা ছেলে টা আপনাদের না পেয়ে মন খারাপ করছে ।

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার উপর দেখি সব চাপায় দিল!! আপনিও তো চানাচুরের ব্লগে গিয়ে কয়েকবার কমেন্ট করে আসছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৬

নূর-ই-হাফসা বলেছেন: আপুর লেখার আর কথার ধরন টা মজার । একটু তো খারাপ লাগবে তাইনা ।

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তা ঠিক। আপা আমাদের সাথে ভালভাবে মিশেছে,আড্ডা দিয়েছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

নূর-ই-হাফসা বলেছেন: জি ঠিক বলেছেন

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা ভাই হাজির! :)

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: আপনার জরিনা খুঁজে এনেছি আপনার পোষ্ট এ তার ছবি দিয়েছি ।

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫২

কুঁড়ের_বাদশা বলেছেন: :P আমার বিয়ের বয়স হয় নাই..... মানে ১৮ হয় নাই। B-) গতকালের বিজ্ঞাপনটা ছিল অয়ন ওস্তাদের জন্য :(

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: সবাই কে বলে বেড়াচ্ছেন নিজের কথা আর এখন চাপাচ্ছেন আপনার ওস্তাদ এর উপর । :)

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


প্রেম প্রীতি, চাওয়া পাওয়া, হারানোর ব্যথা, আগামীদিনের আশা, সবকিছুর যোগফল হলো জীবন; কবিতাতে সবগুলো আছে তো?

২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

নূর-ই-হাফসা বলেছেন: মুটামুটি আছে । সব নেই ।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৯

হাতুরে গোয়েন্দা বলেছেন: সব শেষে ভাল থাকাটাই মূল

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । ভালো থাকতে পারাটাই বড় কথা ।

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক অনেক ভালো লাগা

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০১

কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা ভাই হাজির।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই । কি খবর আপনার । সোফিয়া কে কি পটাতে পেরেছেন ?

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাদশা ভাই, আপনার নিউ জার্সিতে পরিচিত কেও আছে?

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: অপ্সরা আপুর পোষ্ট মিস করেছেন ছোট ভাই । রোবট রিমোর২ টা বউ অপ্সরা আপু আর শায়মা আপু ।

৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৬

কুঁড়ের_বাদশা বলেছেন: সোফিয়া আমায় চেড়ে চলে গেছে। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩

নূর-ই-হাফসা বলেছেন: বাদশা ভাই অয়ন ভাইয়ের প্রশ্নের জবাব দিন ।
সোফিয়া চলে যাওয়ারি কথা ।

৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৭

কুঁড়ের_বাদশা বলেছেন: না কেউ নেই !!!

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ওইখানে দিন না রাত ? দেশে ফিরবেন কবে

৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৮

কুঁড়ের_বাদশা বলেছেন: 日 ......day :P :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

নূর-ই-হাফসা বলেছেন: ১:৩০pm?

৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পোস্ট দেখছি। আমি এক ফ্রেন্ডের সাথে চ্যাট করতাছি তাই পড়তে পারতাছি না। আর চানাচুর আফা পচা। আমার কথা তার জন্য ঠিক থাকল না। :P

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪০

নূর-ই-হাফসা বলেছেন: হুমম । তাই তো দেখছি ।

৪১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: 1:33 PM .... :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: :D

৪২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫

জাহিদ অনিক বলেছেন:

সময় নিয়ে কবিতা লেখা একটা সাহসের কাজ।
অলস সময় ভালো লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

৪৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯

eunknown_rafi বলেছেন: সময় টা যদি আসলেই একটু অলস হত!! এত দ্রূত ছুটছে কেনো?
কবিতাটা সুন্দর হয়েছে।।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: আসলেই বড় হওয়ার সাথে সাথে সময়ের দ্রুতগতি খুব অনুভব হচ্ছে ।
আপনাকে ধন্যবাদ ।

৪৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমাদের আড্ডা ভেংগে গেছে! :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৭

নূর-ই-হাফসা বলেছেন: হা তাই তো দেখছি । ৫ জনের মধ্যে ৩জন সদস্য ই অনিয়মিত ।
বাদশা ভাই কি সত্যি দেশের বাইরে থাকেন নাকি বানিয়ে বলেন । B-)

৪৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বানিয়েও বলতে পারে। অস্বাভাবিক কি! সব দোষ চানাচুরের। তার জন্য আমাদের আড্ডা ভেংগে গেছে। /:)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৫

নূর-ই-হাফসা বলেছেন: গবেষনা করে দেখলাম আপু নতুন পোষ্ট দিলে কিছু দিন রেগুলার থাকেন ।
আর সম্রাট ভাই তো নতুন ঢং ধরেছেন ।
আর বাদশা ভাই তো এমনি, কথার ঠিক নেই , ওনারো না । :)
সামিয়া আপু বড় হবেন হয়তো । ওনি জব করেন । ফেবু ঘুরে দেখেছি ।

৪৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওকে, তাহলে চানাচুর বাদ। /:)
ফেবুতে পেলেন কিভাবে?
আমিও তাকে "পিপল ইউ মে নো" তে পেয়েছি কয়েকবার। তেমন ভালো করে দেখি নাই তার প্রোফাইল। তার জবের কথা ব্লগেই জেনেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩

নূর-ই-হাফসা বলেছেন: প্রোফাইল এ কিছু নেই তো । ফেবুর পোষ্ট এর কমেন্টস পড়লে অনেক কিছু জানা যায় । :)

৪৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগে তার নাম উল্টিয়ে রাখছে। ফেবুতে দেয়া সামিয়া ইতি।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৮

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা এখোন পর্যন্ত ৩ জন ব্লগার কে ফেবু তে পেলাম । গবেষনাও আপনাকে জানানো শেষ ।

৪৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাকি দুইজন এর ব্যাপারে কখন জানালেন? B:-)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: ঐ যে অপ্সরা আপু আর জাহিদ অনিক ভাই । সম্রাট ভাইয়ের দুঃখ পোষ্ট এ মনে হয় । মনে নাই ।

৪৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৪

কুঁড়ের_বাদশা বলেছেন: বাদশা ভাই হাজির !!

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

নূর-ই-হাফসা বলেছেন: 11:37 pm তাইনা

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: দুঃখিত am

৫০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার যতদূর মনে পড়ে, আপনি বলেন নাই। যাই হোক। আজকে সানগ্লাস পড়ে ল্যাপ্টপ চালাচ্ছি। B-)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: ১০৬. ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১ ০

 নূর-ই-হাফসা বলেছেন: আমার অনেক গুলো পড়ার শীট জমে গেছে । ঐগুলো পড়া শুরু করেছিলাম আরকি ।
আর ফেবুতে সামুর পেজ ঘুরে এসে অপ্সরা আপু আর জাহিদ অনিক কে দেখলাম । অপ্সরা আপু অনেক সুন্দর ছবি আঁকে ।

 ৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩ ০

 মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তার কিছু স্কেচ আমিও দেখেছি আগে। স্বীকার করতেই হয় ভাল আঁকে।

 সেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৬ ০

 নূর-ই-হাফসা বলেছেন: আপু বহু গুনে গুনান্বিত । ছবি আঁকেন , রান্না ও দারুন , আপুর আরেক আইডি হচ্ছে শায়মা , লিখেন ও দারুন ।
 ১৭ দুপুর ১:০৪ ০

 মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সব্যসাচী আফা বলা যায়!!!  :).

 ১১১. ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৪ ০

 নূর-ই-হাফসা বলেছেন: জি অয়ন ঠিক বলেছেন । আর জাহিদ অনিকের যা বুঝলাম ওনি আপনার মতোই বাচ্চা ছেলে ।
এলোমেলো টাইপের কবিরা যেমন হয় আর কি । ঐ খানে অনেক কবিতা আছে যা ব্লগে কখনও দেননি ।

৫১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ব্যপার না! আপনাদের কিতা খবর ? ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আমরা ভালো আছি । শীত এর কারণে সব কিছু মরা মরা লাগছে আর কি ।

৫২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফেবুতে সামুর পেজ

আমি ভেবেছিলাম সামুর পেজে স্কেচ আর কবিতা প্রকাশিত হয়েছিল। সেটা দেখেছেন। তাদের প্রোফাইলের কথা বলছেন তখন বুঝিই নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চা মানুষ কম বুঝবে এটাই তো স্বাভাবিক । :)

৫৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:


/:)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

নূর-ই-হাফসা বলেছেন:

৫৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমারটাই ভাল আর সুন্দর। B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । ওকে ছোট ভাই । আপনার টা ভালো আর সুন্দর

৫৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার কাব্য!

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই

৫৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আচ্ছা, এই কবিতা কখন লিখেছেন? রাতের বেলা?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

নূর-ই-হাফসা বলেছেন: হা রাতের বেলা । কেনরে ভাই

৫৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা পড়ে কেন জানি মনে হইল রাতের বেলা লিখছেন। ১০ টার পরে কোন এক সময়ে। মনে হল আরকি।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

নূর-ই-হাফসা বলেছেন: :) । ঠিক ধরেছেন । রাত১ টার পর হয়তো ।
সম্রাট ভাইকে একটা উপদেশ দিয়ে আসেন ছোট ভাই ।

৫৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উনি হইতাছে এখন দার্শনিক রোল প্লে করতাছে। আমি কি উপদেশ দিব আর?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন । ওনি এখন ভাবেই আছেন ।
আপনার ভূতের গল্প লেখা হয়নি ?
সেদিন এর পর থেকে ভূতের গল্পের মন্তব্যে আর কেউ লাইক দেইনি ।

৫৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: সুন্দর+++

২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: আপু আগেই একবার মন্তব্য করেছিলেন । হয়তো খেয়াল করেননি ।

৬০| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: গল্প তো লিখাই শুরু করি নাই। :(

কোন ভূতের গল্পের মন্তব্যের কথা বলেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৩

নূর-ই-হাফসা বলেছেন: ওকে ভাই শুরু করেন ।

৬১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাঘরে, আপনাদের ভাষায় একটা পাকা বুড়োর মত মন্তব্য করেছি। দেখে আসুন। :P

মন্তব্য নং ৪৭০৩। আর মন্তব্যের ব্যাকগ্রাউন্ড এর জন্য ৪৬৫৫ আর ৪৭০০ নং এর রিপ্লাই দেখতে পারেন আগে। :P :P

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা :D । আসলেই পাকা বুড়ো একটা । কত কিছু বুঝে রে ।
তবে কথা সত্য । ছেলেদের ন‍্যাকামি ভালো লাগে না ।

৬২| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কি বলি আজ ভেবে না পাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: পাকা বুড়ো গেট টুগেদারের প্রোগ্রাম এ যাবেন? ১ জানুয়ারি মনে হয়

৬৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: না, সবাই অনেক বুড়া-ধুরা। আমার মত ইয়াং নাই কেও।

২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । কথা সত্য ।
আপনি এক কাজ করুন ইয়াং দের একটা গ্রুপ করুন । তারপর আড্ডা দিবেন মাঝে মাঝে । এরপর গেট টুগেদার আয়োজন করবেন ।

৬৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: লাগবে না। /:)

আমাদের আড্ডার অবস্থা করুণ। :)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: ওকে । :D

৬৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

আটলান্টিক বলেছেন: আপু আপনার কবিতা পড়লে ভয় লাগে।এতো কঠিন কঠিন শব্দ বাপরে!!!তারপরেও মূলভাবটা কিভাবে কিভাবে যেন বুঝে যায় তাই শেষটা মন্দ হয়না।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: সবাই বলে , আমি সহজ সহজ কবিতা লিখি , আর আপনি ভাই একি বললেন ।
পড়েছেন তাই ধন্যবাদ জানালাম ।

৬৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

অর্ধ চন্দ্র বলেছেন: এখন সময় মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: জি এখন সময় সামনে এগিয়ে যাওয়ার ।
ধন্যবাদ মন্তব্য এর জন্য ।

৬৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্তব্যরে ঝড়ো ইনিংসে কবিতা ভূলে গেছি :P হা হা হা

আবার দেখে নিলাম ;)

হুম। ভাল থাকার আপেক্ষিকতার সমাধান হয়ে গেলেই জীবনটা সূখের :)

কাব্যে ভাললাগা +++

২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

নূর-ই-হাফসা বলেছেন: :D ২ বার পড়ার জন্য ডাবল ধন্যবাদ জানাচ্ছি ।
জি বর্তমান নিয়ে ভালো থাকতে পারাও বুদ্ধিমানের কাজ ।
সুন্দর মন্তব্য এর জন্য আবার ধন্যবাদ ।

৬৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: চানাচুরের পোস্টে কমেন্ট করে এসছি। /:)

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২০

নূর-ই-হাফসা বলেছেন: দেখলাম । আপু অসুস্থ না থাকলেই হয় । অন্য কাজে ব্লগে না আসুক তাও ভালো ।

৬৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পরের কমেন্টে অবশ্য ব্যালেন্স করেও এসেছি। #:-S

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৭

নূর-ই-হাফসা বলেছেন: হা আমি ও মন্তব্য করলাম ।
জাহিদ অনিক ভাই মনে হয় আমার পোষ্ট এ তাকে বাচ্চা গবেষণা করা দেখেছে তাই আমাকে আপু বলছে । আমার মজা লাগলো

৭০| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কই? কোথায় মন্তব্য করেছে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ওনার নতুন কবিতায়

৭১| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবিতা টা দারুণ। ভাল লাগছে বেশ। ব্লগার মানুষ এই কবিতা পড়লে কি /:) এটা দিত? মনে হয় না।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: ওনার সব কবিতা র মধ্যে আজকের টা খুব বেশি ভালো লেগেছে ।
মানুষ ভাই কবিতা ভালো খারাপ বুঝে কিনা এই কবিতা দিয়ে পরীক্ষা করা যেতো ।

৭২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি সেন্ট মার্টিন যান নাই দেখি! বিবাহ করিয়া জামাইকে বলিবেন নিয়া যাইতে। :P

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । বিবাহ করিতে দেরী আছে ।

৭৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মন্তব্য করেছি। দেখে আসেন। অবশ্য এত ছোট মন্তব্যে আসলে "কি যে মজা!!!!!" তা বুঝানো যায় না।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

নূর-ই-হাফসা বলেছেন: হা মন্তব্য পড়ে আসলাম । ভালো লাগলো ।

৭৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আজকে শায়মা আফার ছবি দেখছেন?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

নূর-ই-হাফসা বলেছেন: কোন ছবি? বাদশা ভাইয়ের ঐখানে১৭ নম্বর কমেন্ট এর ? ঐটা দেখেছি । মন্তব্য ও করেছি ।

৭৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হ্যা, এটা আসলেই সে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১

নূর-ই-হাফসা বলেছেন: হতে ও পারে আবার নাও পারে । ফেবু তে আপুর ছবি নেই । তাই জানিনা

৭৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কংকা আফা নতুন গল্প দিছে। কিন্তু এখন পড়তে ইচ্ছা করতাছেনা। কাহিনী কি?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৫

নূর-ই-হাফসা বলেছেন: কৈশোরে প্রেমের গল্প । দারুন । ওকে আগামী কাল পড়বেন

৭৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পইড়ালাইচি ! নায়িকা দেখি নায়ক বলতে অজ্ঞান ! =p~
আমি তো ভাবি ছেলেরা এরকম হয়। এখন দেখি একজন মেয়ে ও পাওয়া গেল! :P

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । মেয়েরাও হয় । সবখানেই বিপরীত ও থাকে ।

৭৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২০

কুঁড়ের_বাদশা বলেছেন: হাফসা আপা, বাদশা হাজির। :)

২৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কি খবর ? আপনার ওস্তাদ কে আজ দেখলাম না । সেও দেখি আপনাকে ওস্তাদ ডাকে । এর রহস্য কি

৭৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৪

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৮০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেকগুলা মেয়ে এরকম হলে তখন হয়ত বিশ্বাস হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আমার কাছে অনেক উদাহরণ আছে । যেখানে ছেলে গুলো বেঈমান ছিল । মেয়েরা সিরিয়াস ছিল

৮১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মেয়েগুলোর কি বুঝায় ঘাটতি ছিল নাকি ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল?

৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ২ টাই হবে হয়তো ।
ছেলেদের মেন্টালিটি বুঝা কঠিন । একটা মেয়ে আর ছেলে পুরোই বিপরীত চরিত্র । মেয়েদের পটানো , কিংবা মিথ্যা প্রেমে ফেলা অনেক সহজ । কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা বড্ড কঠিন ।
স্কুল থেকে ভার্সিটি মাঝামাঝি সম্পর্ক গুলো ছেলের টাকা পয়সা আর সুশ্রী চেহেরা দেখে খুব কম ই হয় । বাল‍্যকালের সম্পর্ক গুলো আমার সর্বদা ভালো লাগে । কঙ্কাবতী আপুর গল্প সফল হলে সেটা দারুন হবে ।

৮২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দোস্ত( :P =p~ :-B )! প্লট পাইছি একখান। তবে পরিপূর্ণতা পাবে কিনা গল্প সেটা নিয়া চিন্তায় আছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: যাক ভালো । গল্প লিখে ফেলুন ।

৮৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আপনিও সময় নিয়ে লিখলেন।ভাল করেছেন আপুমনি, সময়টাই এখন সময়ের।
কবিতা ভাল লেগেছে।
শেষ মূহুর্তের বিজয়ের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আর কৃতজ্ঞতা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি । হ‍্যাপি নিউ ইয়ার ।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ধন্যবাদ ভাই । অনেক ভালো থাকুন ।

৮৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: শুভ নববর্ষ । নতুন বছরের শুভেচ্ছা রইল

৮৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে! :D

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:২০

নূর-ই-হাফসা বলেছেন: কিরে ভাই একি দোয়া দুই পোষ্টেই কেন ?
আপনার জন‍্য ও শুভকামনা রইলো যাতে এই বছর টা খুব ভালো কাটে । আর সবাই যাতে ভালো থাকেন ।

৮৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

৮৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩

কথাকথিকেথিকথন বলেছেন:




শুভ ভোর ২০১৮ !

জীবনের দিনরাত্রি সৌন্দর্য্যময় হয়ে উঠুক...

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

নূর-ই-হাফসা বলেছেন: শুভ নববর্ষ । অসংখ্য ধন্যবাদ ।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল

৮৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অনেকের পোস্টেই জানায় আসছি। তাই আপনিই বা বাদ থাকবেন কেন!

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নূর-ই-হাফসা বলেছেন: তাই বলে সবার পোষ্ট এ একি কথা লিখবেন । কি অলস রে ছেলে টা ।

৮৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাব্য উপহার দিয়েছেন আপু, ভালো লাগা




আসিবেনা আর ফিরিয়া কোনদিন
ফেলে আসা সময়গুলো
সুখ কিংবা মন ভাঙনের কোনোকোনো বিশেষ মুহূর্ত
যে অপ্রিয় কিংবা প্রিয় ক্ষণগুলো ভেবেছি রঙিন।
হ্যাপী নিউ ইয়ার, নাই তো কিছুই চাওয়ার,
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সুপ্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক সুখসমৃদ্ধি আর অনাবিল আনন্দ,
শুভ হোক আপনার প্রতিদিন প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়, থাকুন ভাবনাহীন।

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নূর-ই-হাফসা বলেছেন: হ‍্যাপি নিউ ইয়ার । বাহ কবিতা টা দারুন ।
অসংখ্য ধন্যবাদ ভাই ।

৯০| ০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা !
নতুন বছরের শুভেচ্ছা :)

০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু হ‍্যাপি নিউ ইয়ার । অনেক দিন পর আপনাকে দেখলাম ,আমার প্রিয় গল্পকার আপু ।

৯১| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

অলিউর রহমান খান বলেছেন: সুন্দর একটি কবিতা পড়লাম। খুব ভালো হয়েছে আপু।

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ ।

৯২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৪

মরুচারী বেদুঈন বলেছেন: বলছি শুনো বীরের বেশে
পিছু হাঁটার সময় তো শেষ ।


জীবনের মানে খুঁজে পেয়েছেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

নূর-ই-হাফসা বলেছেন: ভালো থাকার উপায় পেয়েছি আরকি । মুটামুটি কাজে লাগছে।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৯৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

তাসবীর হক বলেছেন: ভালো লাগল।ট্রেনের ঝাকুনি,আধ খাওয়া চা,ক্লান্ত বিকেল..বেশ ইন্টারেস্টিং।তবে পাঠক হিসেবে বলব কয়েক জায়গায় কবিতার অন্তমিল গতি হারিয়েছে।লিখতে থাকুন..শুভকামনা

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

নূর-ই-হাফসা বলেছেন: জি অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৯৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন: :P :P :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

নূর-ই-হাফসা বলেছেন: এই ইমো কেন? /:)

৯৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন: এমনিতে দিয়েছি ........ ;) ;) :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: /:) /:) /:)

৯৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

কুঁড়ের_বাদশা বলেছেন: এ মন্তব্যটা ডিলিট করে দিয়ে.... আপনার ফেসবুক ইনবক্স চেক করুন।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

নূর-ই-হাফসা বলেছেন: সরি ভাই মেসেজ পাইনি ।

৯৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

প্রতিভাবান অলস বলেছেন: কবিতাটি পড়ে অসাধারন, অনবদ্য ছাড়া অন্য কোন বিশেষন দিতে পারছি না

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনার মন্তব্য শুনেই খুশি হয়ে গেলাম । :D
এই পঁচা কবিতা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

৯৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


শীঘ্রই আপনার ব্লগিং বড় এক মাইলষ্টোনে পোঁছবে, ১২ বছর, এক যুগ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: জি ফেব্রুয়ারিতে ১২ বছর হবে । মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.