নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মুখ

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২



শত মানুষের ভীড়ে একেক জন আমরা একেক রকম । এই ভালো মন্দের জগতে কিছু মানুষ থাকে , যাদের সংস্পর্শে এলে মন ভালো হয়ে যায় , তেমনি একজন আপুকে আমি কাছ থেকে দেখেছি । যার মন খোলা আকাশের মতো , যেখানে মেঘ বাসা বাধলেও মুখে সর্বদা হাসি লেগে থাকে । 

আমার ধারনা মতে ভালো মনের মানুষগুলো একটু পাগলাটে আর সরল স্বভাবের হয় ,আর সর্বদা হাসি মুখে লেগেই থাকে । এই সব গুনের অধিকারী আমার সেই আপু ।
আপুর সাথে আমার ঘটে যাওয়া তিনটি মজার ঘটনা আজকে বলবো । 
ঘটনা ১ :
একদিন আমরা নৌকা ভ্রমণে গেলাম । আপু বলল ওনি আগে নৌকায় উঠবেন । আমার আপু বলল , তুই হাফসা আর প্রমি কে নিয়ে সাবধানে উঠ । আমরা দুইজন উঠার পর আপু উঠেই লাফানো শুরু করলেন, একবার নৌকার একপাশে যাচ্ছেন আরেকবার আরেক পাশে যাচ্ছেন, নৌকা রীতিমতো বাঁকা হয়ে যাচ্ছিল । সে যাত্রায় আমরা তিনজন বেঁচে গেলাম , আমরা কেউ সাঁতার জানতাম না ।

ঘটনা 2:
নাগরদোলায় চড়বো, আপু আমাকে আর প্রমিকে বারবার বললেন, নাগরদোলার উপরের মাঝের অংশ টা ভালো করে ধরে রাখতে , যাতে কিছুতেই না ছাড়ি , আমি বললাম আপু পাশে ধরে রাখি , আপু মানা করে দিলেন । নাগরদোলা যখোন ঘুরা শুরু করলো , উপরের অংশটাও সাথে সাথে ঘুরছিল , হাত ব‍্যালেন্স করতে রীতিমতো হিমশিম খাচ্ছিলাম আমরা । তারপর নামার পর আপু বলছিলেন , আসলেই পাশে ধরা উচিত ছিল ।

ঘটনা ৩:
অনেক দিন আগে আমার আপু ওনার কাছে, আমাকে রেখে গেলেন , বলল হাফসা কে দেখে রাখিস । দায়িত্বশীল প্রিয় আপু কিছুতেই আমার হাত ছাড়ছিলেন না , ওনার ধারনা আমি একা হাটতে পারবো না । আপু সেদিন হাই হিলের জুতা পড়েছিলেন , ওনার নিজেরি হাটতে কষ্ট হচ্ছিল , হাটার গতি তাই মন্থর ছিল । পাশাপাশি হাটতে গিয়ে লোকজন জায়গা পাচ্ছিলেন না , আপুকে বললাম খুব করে , আমি হাটতে পারবো , তাতেও ছাড়লেন না ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


ভালো আপু আপনার!

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: জি আপুটা অনেক ভালো ।
অনেক ধন্যবাদ মন্তব্য এর জন্য ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপুর নামটা কিন্তু একবারও বলেন্নি

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: আপুর নাম সামিয়া

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: নাগর দোলার ছবিটা মনকে নষ্ট্যালজিক করে তুলল

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

নূর-ই-হাফসা বলেছেন: জি ছবি দিতে গিয়ে আমারো খুব মনে পড়ছিল । মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

তারেক ফাহিম বলেছেন: অনেক দিন আগে আমার আপু ওনার কাছে, আমাকে রেখে গেলেন
ওনি কে? বুঝতে পারি নি আপু।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: আমার আপু মানে আমার বোন আর ওনি মানে যাকে নিয়ে লেখা সেই আপু ।
ধন্যবাদ মন্তব্য এর জন্য

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২

আটলান্টিক বলেছেন: লাইক দিলাম আপু।তিনটি ছোট ঘটনায় আপনার বড় মনের আপুটাকে তুলে ধরেছেন।আপনি জেনে খুব আনন্দিত হবেন যে আমারো আপনার মতো সেম ঘটনা ঘটেছে নাগরদোলায় :) :) :)

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: হাহাহা । সেদিন আমরা সবাই হাসতে হাসতে শেষ । এই আপুর সাথে থাকলে কারো কখনো মন খারাপ থাকবে না । একবার ওনি আরেকটা আপু আমাদের বাসায় একদিন ছিলেন আমরা ভোর ৫ টা পর্যন্ত ওনাদের মজার কাহিনী শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম ।
নাগরদোলা থেকে নামার পর আমার আপু বকা দিয়েছিল । বলল এতোবার নিচ থেকে তোদের বলছি সাইডে ধর , তোরা শুনলিই না । মজার ছিল ।
অনেক ধন্যবাদ মন্তব্য এর জন্য । নতুন ভৌতিক গল্প লিখলে জানাবেন ।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু অনেক ভাল মনের মানুষ। ওনার জন্য ও কৃতজ্ঞতা স্বীকারীর জন্যও নিরন্তন শুভেচ্ছা।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । আপু সত্যিই অনেক ভালো ।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ছোটবেলা ঈদের সময় খুব নাগরদোলায় উঠতাম।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৫

নূর-ই-হাফসা বলেছেন: নাগরদোলায় অনেক মজার । শহরে তো তেমন দেখা যায় না । তাই বেশি একটা উঠা হয়নি ।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: প্রিয় মুখের ঘটনা পড়ে ভালো লাগলো। আপনার এই আপু খুব ভালো মানুষ।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: আপু সত্যিই অনেক ভালো । শুধু রাগলে ভয় লাগে ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনিও আমাদের প্রিয় মুখ। ব্লগ বুড়ি ! :) আপনার প্রিয় মুখ আপু কথা পড়ে ভালো লেগেছে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: জি ভাই ধন্যবাদ । আপু অনেক ভালো ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: মজার সব ঘটনা।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: ঘটনা গুলো অনেক মজার ছিল ।
ধন্যবাদ মন্তব্যের জন্য

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২০

শামচুল হক বলেছেন: অনেক দিন আগে আমার আপু ওনার কাছে, আমাকে রেখে গেলেন
উনিটা কে সেটা বললেন না।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫২

নূর-ই-হাফসা বলেছেন: আমার আপু মানে আমার বোন আর ওনি মানে যাকে নিয়ে লেখা সেই আপু ।
ধন্যবাদ মন্তব্য এর জন্য

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার আপু জন্য অনেক শুভকামনা রইল।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

জাহিদ অনিক বলেছেন:

এখানে তিনজন আপুর কথা উঠে এসেছে,
আপনার আপু, যে আপুর কথা লিখেছেন সেই আপু আর আমাদের হাফসা আপু।
তিনজনেই যে বেশ সহজ ও সাবলীল অর্থাৎ ভালো মানুষ তা লেখা পড়েই বোঝা যচ্ছে।

নাগরদোলা, নৌকা ভ্রমণ এবং হাত ধরে হাঁটার ঘটনাগুলো থেকে এটা স্পষ্ট যে, আপনার সেই সময়ের ঘটনাগুলো বেশ মজার ছিল। আসলে এই ধরনের ঘটনাগুলো যার সাথে ঘটে এবং যে ঘটায় তারা যতটা আনন্দ পায় পরে মনে করে, পাঠক ঠিক সেইভাবে ততটা আমেজ পায় না। হ্যাঁ কিছুটা যে পাওয়া যায় না তা নয়। ঘ্রাণে অর্ধেক ভোজনের মত পাঠে অর্ধেক তৃপ্তি।

অনেক অনেক শুভকামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

নূর-ই-হাফসা বলেছেন: আপুরা অনেক ভালো ।

আসলে এই ধরনের ঘটনাগুলো যার সাথে ঘটে এবং যে ঘটায় তারা যতটা আনন্দ পায় পরে মনে করে, পাঠক ঠিক সেইভাবে ততটা আমেজ পায় না। হ্যাঁ কিছুটা যে পাওয়া যায় না তা নয়। ঘ্রাণে অর্ধেক ভোজনের মত পাঠে অর্ধেক তৃপ্তি।
পাঠকরা তাহলে মজা পায়নি । অনেক ধন্যবাদ সুন্দর ভাবে ব‍্যাখ‍্যা দেয়ার জন্য । আপনি যা বলেছেন কথা গুলো সত্যিই বলেছেন ।
পাঠকরা মজা না পেলেও এই লেখা ব্লগে তো থাকবে । অনেক বছর পর পড়ে দেখে ভালো লাগবে ।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

জাহিদ অনিক বলেছেন:


পাঠকরা তাহলে মজা পায়নি ।
-- আপনি পাঠককে মজা দিতেই চাননি। পাবে কি করে ! ;)
তবে পাঠকের ভালো লেগেছে জেনে যে, আপনার আপুদের নিয়ে আপনি বেশ হ্যাপি।
পাঠক তার লেখককে ভালো থাকতে দেখলে শান্তি পায়, লেখক ভাল না থাকলে পাঠকের মন খারাপ থাকে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: তাহলে লেখার ভুল ছিল । আমি ভালো লিখতে পারিনা ।
:) পাঠকদের তাহলে আবারো ধন্যবাদ ।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

আমি তুমি আমরা বলেছেন: আপু খুব সহজ সরল মানুষ মনে হচ্ছে।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নূর-ই-হাফসা বলেছেন: খুব না তবে সরল বটে , কারো খারাপ কখনো চান না

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




ভাল মানুষ সবকিছুকেই সহজভাবে ভাবে । আপনার আপুর ঘটনাগুলো ভাল লাগলো । উনার জন্য শুভ কামনা ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন ওনারা সব কিছুতে পসিটিভ থিংক করে । অন‍্যের দূর্নাম করেনা বললেই চলে ।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১২

সোহানী বলেছেন: সত্যিই আপু মানে আপু। আমার জীবনে এরকম অনেক ভালো মানুষ আপু পেয়েছি। আর আমার আছে দুইজন একান্ত নিজস্ব আপু। তারা যে কি পরিমান অসাধারন তা বলে বোঝাতে পারবো না। এক সময় লিখবো তাদের নিয়ে। ভালো লাগলো হাফসা।+++

১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

নূর-ই-হাফসা বলেছেন: আপু এই আপুকে নিয়ে এটাই প্রথম লেখা ছিল । আগের টা আমার আপুর ছিল ।
আপু আপনার লেখার জন্য তাহলে অপেক্ষায় থাকবো ।
শুভ জন্মদিন আপু ।
অনেক ধন্যবাদ ।

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রিয় মূখদের কোন দোষ থাকেনা! তারা যে প্রিয়! :)

আপনার কথনেই যেন আপনার প্রিয় আপুনিকে জ্যন্ত খুঁজে পেলাম -

+++

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫২

নূর-ই-হাফসা বলেছেন: এইটা সত্যি আমি আমার প্রিয় মানুষের দোষ সহজে খুঁজে পাইনা ।
আমার আপুকে জ‍্যান্ত অনুভব করতে পেরেছেন জেনে ভালো লাগলো ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একইসাথে মজার আর ভীতিকর আপা !

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু এতোই ভালো আর মজার যে ওনি কিছু ভুল আমাদের সাথে করলেও আমাদের খারাপ লাগবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.