নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

মায়াবিনী

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪০



মায়াবিনী তোর চোখের কোনে
নেশা জাগে আপন মনে
মায়া ভরা তোর ঠোঁটের হাসি
মনে বাজায় সুখের বাঁশি
কিসের তরে তোকেই খুঁজি
রাগ না অভিমান সবি বুঝি ,
তোর খোলা চুলে হয়েছি মাতাল
তীক্ষ্ণ চাহনি তে খুঁজেছি পাতাল ।
বর্ষন ধারায় ভিজেছি একা
ভয়ে বলেনি দে না দেখা
মায়াবিনী তোর প্রেমের ফাঁদে
আটকে গেলাম আমরন খাঁদে
হারিয়ে ফেলেছি ফিরবার পথ
যত খুশি ইচ্ছে বক
ভেবে ভেবে করছি পাড়
কোনটা মিষ্টি আর কোনটা টক
তিতো কথা লাগেও যে মিঠা
যত ইচ্ছে উড়ো চিঠি পাঠা
প্রেমে যে পরেছি তোর
হতে চাই আমিই বর ।

মন্তব্য ৭০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন: প্রথম হইয়াছি । :)

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৩

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: আপনার কবিতা পড়িয়া হাসিলাম হাফসা আফা। :P

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: হাসার কারন কি ?
এটা অনেক আগের কবিতা ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি বর হলে বধূ কে?

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৫

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা আমাকে নিয়ে লেখা না । তাই বর বধূর প্রশ্নই আসেনা ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


অনেক কথা, অনেক ছন্দ

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই মন্তব‍্যের জন্য

৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশতো মায়াবিনী কাব্য। ভাল লাগা রইলো।

১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:২৪

রসায়ন বলেছেন: মাঝরাতে দারুন একটা কবিতা পড়লাম । প্লাস।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন

৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪০

সৈয়দ ইসলাম বলেছেন: ছন্দের নৃত্য থেকে একধরণের ঝনঝনানি আসে। ভালো লাগলো। ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো । মন্তব্যের জন্য অনেক ধন‍্যবাদ ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩২

আটলান্টিক বলেছেন: আহা চমৎকার ছন্দ,সুন্দর লেখনী,অসাধারণ কাব্য।ছবির মেয়েটার হাসিটাও সুন্দর।পড়ে বড়ই প্রীত হলাম আপু।ইদানীং সামুর কবিবাহিনীরা যে কবিতা লেখে তা চমৎকার হলেও ছন্দের মিল খুঁজে পাওয়া মুশকিল।খুব ভাল করেছো কবিতা লিখে।শুভেচ্ছা রইল

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: আপনার পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আপনি ভৌতিক গল্প লিখলে আমাকে জানাবেন ।
অনেক ধন্যবাদ

৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

জাহিদ অনিক বলেছেন:



মায়াময় লেখা- বেশ সুন্দর।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

১০| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: জি অনেক ধন্যবাদ

১১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০

সোহানী বলেছেন: কবিতায় সরলতা..........++++++

১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আপু অসংখ্য ধন্যবাদ ।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৩

শায়মা বলেছেন: বাপরে!!!!!!

এই প্রেম কাব্য চিঠি তোমাকে কে লিখিয়াছে হাফসামনি!!!!! :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আপু এইটা কয়েক মাস আগের লেখা ।
আমার কাজিন একদিন বলল তুই মেয়ে হয়ে কবিতা লিখিস , ছেলে হয়ে লিখিস তো ।
মন্ত্যব‍্যের জন্য অনেক ধন্যবাদ

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: হুম! বায়াবিনীর প্রেম প্রেম লেখা।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

নূর-ই-হাফসা বলেছেন: :D ভালো বলেছেন ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা। মায়াময়।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতাটা পুরাতন হলেও ভালো লেগেছে ,, নতুন প্রেমের সম্পর্ক ছিলো তাই অল্পতে কাছে আসা।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

তারেক ফাহিম বলেছেন: অল্প কথার কবিতায় অনেক বেশি ভাবর্থ প্রকাশ পায়।

কবিতা পাঠে মুগ্ধতা জানবেন।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

নূর-ই-হাফসা বলেছেন: অল্প কথায় জটিল কিছু সহজে বলা যায় ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

সামিয়া বলেছেন: যুবকের বানী মনে হলো।।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু । কিশোর ও বলা চলে।

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

মিথী_মারজান বলেছেন: কোন এক নির্মল প্রেমিকের মনকথা।
সুন্দর, নির্ভেজাল।

সুন্দর লিখেছেন আপু।
এমন নির্মলতা সবসময় সবাইকে টানে।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু কৈশোরে বেশি টানে । ঐ সময়ে জড়তা কম কাজ করে । মনের জোরে সব জয় করার তীব্র অভিলাষ প্রকাশ পায় ।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য এর জন্য ।

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !! কি সরল নির্মল !!!
চমৎকার ।

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

নূর-ই-হাফসা বলেছেন: এতোগুলো বিশেষন দিলেন ! অসংখ্য ধন্যবাদ আপু

২০| ১১ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন: আমার হাসিবার কারণ, এতোক্ষনে সবাই বলেছেন। :) :)

১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক আছে ভাই ।
একটা বয়স থাকে , যে সময় ছোট রা অকারনে হাসে ।
আপনার সে বয়স এখনো কাটেনি ।

২১| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কুড়ের বাদশা আর সম্রাট ভাই যেখানে আটকে গেছিলেন, জুনাপুর উত্তরে তা খুঁজে পেয়েছে বাদশা ভাই! আমিও :P

খালি ছোটরাই না, বড়রাও কিন্তু বিশেষ বিশেষ ক্ষনে বিশেষ হাসি হাসে! হা হা হা

ছন্দময় নৈবদ্যে - ভাললাগা!

+++

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: আমি যেই জুন আপুকে চিনি ওনি তো মন্তব্য করেন নি । তাহলে কি শায়মা আপুই জুন আপু ?
বড়রা ভেবে চিন্তে হাসে ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২২| ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: :P

সরি! শায়মাপুই হবে!

দুই ব্রাউজারে দুই উইন্ডোতে লিখছিলামতো! গিট্টু লেগে গেল :-B

আপনতিও লিখতে পারলেন! জিতে গেলেন! কাজিন পড়েছে কি? কি বললেন?

১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নূর-ই-হাফসা বলেছেন: তাই ভাবছিলাম জুন আপু কেন বললেন ।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

উম্মে সায়মা বলেছেন: এই চিঠিকাব্য কার কাছ থেকে পেয়েছেন আপু? B-)

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪২

নূর-ই-হাফসা বলেছেন: আপু পাইনি , নিজে লিখেছি ।
আপনার আজকের কবিতা টা দারুন লেগেছে ।
আবার পড়েছি ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: টিএনএজ কাব্য।

ভালো লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো ।
অসংখ্য ধন্যবাদ

২৫| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: মন্দ নয় ভালই লাগল।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: ভালোই লাগলো জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ

২৬| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে++

শুভ কামনা রইল।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কৈশোরের পিরীত! খারাপ না!

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বর হতে এত সুখ।?!

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: সত‍্যিকারের প্রেমে পড়লে ছেলেদের বর হওয়া সুখেরই মনে হয় ।

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

ভ্রমরের ডানা বলেছেন:

বেশ লিখেছেন আপু!

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৬

আবু তালেব শেখ বলেছেন: বলতেই হচ্ছে অসাধারন

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকবেন সর্বদা

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

মো: নিজাম গাজী বলেছেন: লেখিকা যেমন মায়াবিনী, কবিতা ও ঠিক তেমনি মায়াবিনী। শুভকামনা প্রিয়া লেখিকা।

১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

নূর-ই-হাফসা বলেছেন: বাহ! আমাকেও মায়াবিনী বানিয়ে দিলেন । খুশি হয়ে গেলাম ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:


ছেলে হয়ে কবিতা লেখাটা জমেছে । বেশ মিষ্টি কবিতা । ছবির পিচ্চি মেয়েকে দেখে মনে হলো কোন পোংটা পিচ্চি পোলা এই কবিতা লিখিছে !

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

নূর-ই-হাফসা বলেছেন: ছবির পিচ্চি মেয়েকে দেখে মনে হলো কোন পোংটা পিচ্চি পোলা এই কবিতা লিখিছে !
এমন ভাব আনতেই তো চেয়েছি ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য ।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: বাহ! আমাকেও মায়াবিনী বানিয়ে দিলেন । খুশি হয়ে গেলাম ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে

কেনো প্রিয়া লেখিকা আপনি কি আসলে মায়াবিনী নয়? আপনি খুঁশি হয়েছেন জেনে আমি ঈদের মতো খুঁশি হলাম মায়াবিনী।।।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

নূর-ই-হাফসা বলেছেন: নারীর অনেক নাম যেমন মায়াবিনী , কামিনী, ললনা, আরো কি জানি । সেই সূত্রে বলাই চলে ।
আবারো মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

আটলান্টিক বলেছেন: :-& আপনি নতুন কিছু গল্প লিখছেন?
নাকি আবারো কবিতা X((

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা এতো অপছন্দ ?
হুমম ছোট একটা গল্পাকারে কাহিনী লিখেছি ।

৩৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

মো: নিজাম গাজী বলেছেন: লেখক বলেছেন: নারীর অনেক নাম যেমন মায়াবিনী , কামিনী, ললনা, আরো কি জানি । সেই সূত্রে বলাই চলে ।
আবারো মন্তব্য এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

হাহাহা। ললনা কিছু একটা বলোনা,শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: আবারও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.