নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

সময় যায় চলে

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৬



সময়টা ছিল অনেক আগের, স্কুলে মাত্র পা রাখলাম । আমার আর আপুর তখন পছন্দের কাজ ছিল সকাল হলেই জানালার পাশে এসে দাঁড়ানো । আমাদের জানালা বরাবর ছিল সুমি আপুদের জানালা । সুমি আপু কেন জানি জানালার পাশে গান করতেন । এ যেন রোজকার রুটিন ছিল । সকাল হলেই শুরু হতো ওনার বেসুরা সুরের গান । ছোট ছিলাম বলে ওনার গান আমাদের মাঝে বিনোদন হিসেবে যুক্ত হল । সকাল মানেই আপুর গান শোনা তারপর স্কুলে যাওয়া । এভাবেই বেশ কিছু সময় কেটে গেল । আমরা অন‍্য বাসায় চলে আসি । আপুকে সামনাসামনি কখনো দেখেছি কিনা বলা দুষ্কর । আপুর স্বাস্থ্য একটু বেশি ভালো ছিল বলে বের হতেন কম ।

এতো বছর পর গত বছর আপুর খোঁজ মিলল । আপুর পড়াশোনা শেষ হয়েছে অনেক দিন হল । ওনার আম্মু মারা গেছেন পাঁচ বছর আগে, দুই ভাই আলাদা বাসায় থাকেন । সেই হিসেবে বাবার দায়িত্ব ওনার উপর । এখন মূলত ঘরের কাজ আর বাসায় সারাদিন থাকেন । জীবনের গতি বাসা পর্যন্ত আটকে গেছে ওনার ।
একবার দুই দিনের জন্য আত্মীয়ের বাসায় গেলেন বেড়াতে । বাসায় ফিরে দেখলেন ,ভাই,ভাবী, বাবা সবাই মিলে তুলকালাম কান্ড ঘটিয়ে ফেলেছেন । কয়েক দফা ঝগড়া চলল ।
একা হওয়াতে মনের দুঃখ গুলো যেন নিজেকে আরো নিঃস্ব করে ফেলছে । রাগে ক্ষোভে নিজের হাত নিজেই কাটতে লাগলেন । রাগ হলেই হাতে ব্লেড চালান । নিজেকে রক্তাক্ত দেখে রাগ কোথায় যেন হারিয়ে যায় ।

কাজ করার খালা যখোন ওনাকে মুটকি বলে সম্বোধন করেন ,আমার খুব ইচ্ছে করে খালার মুখটা চেপে ধরে রাখতে । খালারা হয়তো এটা বলেই মজা পান ,একবার খুব বুঝালাম, কোন কথা কানে নিলেন না ।

এভাবেই সময় চলছে, জীবন গতি আটকে নেই । অপেক্ষা কিংবা কিছুর আশা করাও যেন কিছু মানুষের জন্য অর্থহীন ।

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৫৭

নির্বাসিত কবি বলেছেন: লেখার হাত বেশ ভাল আপনার। গল্পটা আরেকটু দীর্ঘ হলে আরেকটু জমতো। ভাল লাগা +

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: গল্পটা আরোও বড় করা যেতো । কিন্তু আরো কিছু লেখার মত পাচ্ছিলাম না কিছু ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

২| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালো লাগরো গল্প কথনে। নির্বাসিত কবির সুরে আমাকেও একি কথা বলতে হয়......। আরো লিখা পড়ার প্রত্যাশা থাকলো।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো । অনেক অনেক ধন্যবাদ ।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:

পৃথিবীর বুকে যেকোনো শিশুই আমার কাছে প্রথম ও শেষ সৌন্দর্যময় ভালবাসার জগৎ!শিশুকাল সযতনে থাকুন আমাদের বুকে! লেখার শেষটা অত্যন্ত মর্মান্তিক! খুব শকড হলাম!

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: আপুকে এতো বছর পর এভাবে ফিরে পাবো ভাবতে পারিনি । সত্যিই কষ্টের ।
মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ

৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের বিয়ে না হওয়া খুবই কষ্টকর; সমাজের উচিত, মেয়েদের বিয়ে দেয়া।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

নূর-ই-হাফসা বলেছেন: বিয়ের আগে উচিত মেয়েদের নিজের পরিচিতি গড়ে তোলা । যাতে কেউ তাকে বন্ধীত্ব জীবন দিতে না পারে । সমাজে যে অন‍্যের আশ্রয়ে থাকে মানুষ তাকে নিজের অধীনস্থ কর্মচারী খারাপ ভাবে বললে চাকর মনে করে ।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩০

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে চেষ্টা করতে হবে, যেন প্রতিটি মেয়ের বিয়ে হয়; এবং সুন্দভাবে হয়।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

নূর-ই-হাফসা বলেছেন: সবাই চায় সুন্দরী স্লিম গড়নের মেয়ে , যার কারনে অনেক মেয়েকেই চিরকুমারী থাকার খাতায় নাম লিখতে হয় ।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৫

জগতারন বলেছেন:
এ জীবন স্মৃতিটিতে আর একটু যত্ন ও সময় নিয়ে লিখলে সুন্দর একটি গল্প হতে পারতো।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর গল্প লিখা যেতো ঠিক বলেছেন । আপুর সম্পর্কে তেমন কিছু জানা ছিল না ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৩

অজানিতা বলেছেন: খুব অবাক লাগে, যখন মনে হয় হাসিমুখে কারো সাথে কথা বলতেও কেন এত বাঁধা আসে আমাদের।
আর কেনইবা এমনভাবে মানুষকে কষ্ট দিই আমরা, কি লাভ সাধন হয় এতে! :(

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

নূর-ই-হাফসা বলেছেন: জানেন আপু এমন কিছু মানুষ থাকে নিজে বাসা থেকে বের হবে হেসে ঘুরে আসবে । তুমি মেয়ে বলে ঘরে থাকো । তোমার বের হলে গুনাহ হবে । বিশেষ করে আব্বুরা যারা অবসরে যান তাদের প্রধান কাজ ধার্মিক রূপ ধারণা করা । আর মেয়েদের বন্দী করতে চাওয়া । এইটা সত্যি সুযোগ পেলে সবাই সবাইকে দমিয়ে রাখতে চায় । তার জন্য উচুঁ গলায় কিছু বললে শুনতে হবে মেয়ে তুমি বেয়াদব ।

৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: মানুষ পৈশাচিক আনন্দ নিতে চায় বেশি!

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

নূর-ই-হাফসা বলেছেন: সত্যি বলেছেন । আপুর একটা বোন থাকলে ভালো হতো । হয়তো পাশে তখন তাকে পেতেন ।

৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: গতানুগতিক আমাদের সমাজে যা ঘটছে তা তুলে ধরার প্রয়াস রেখেছে। এই ধরণের সামাজিক ক্রিয়া আমাদের জন্য দুঃখজনক।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

নূর-ই-হাফসা বলেছেন: এমন অনেক ঘটনা ঘটছে । কেউ নীরবে কেবল চোখের জল ফেলছে । জীবন গুলো বড্ড বেশি বিচিত্র ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

১০| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

সোহানী বলেছেন: মন খারাপ হলো লিখাটা পড়ে..............

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: আপুর গল্প শুনে আমার ও খুব খারাপ লেগেছিল ।

১১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: চার দিকে এত এত সমস্যা আছে---
আর ভালো লাগে না।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: জীবন মানেই সমস্যা । যত বড় হবেন ততই সমস্যা বাড়বে । কিছুই করার নেই ।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

জনৈক অচম ভুত বলেছেন: ছোট্ট একটা লেখায় সামাজিক অসঙ্গতির চিত্রটা প্রকটভাবে ফুটে উঠল।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২

নূর-ই-হাফসা বলেছেন: আপনি ভূত ? ভৌতিক ঘটনা লিখলে জানাবেন ।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার ও এক আপু ছিল। দৃষ্টি। স্কুলে ভর্তি হওয়ার আগের কথা। তার সাথে আবার দেখা হলে অনেক ভাল লাগত। সব ইচ্ছা তো আর পূরণ হয় না। :(

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: আমার ও এই আপুকে খুব দেখার ইচ্ছে । ছোট বেলায় দেখেছিলাম এরপর তো আর হয়নি ।
ঠিক, জীবন মানেই অনেক ইচ্ছে অপূর্ণ থাকা ।

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো গল্পের মতো ঘটনাটি পড়ে। তবে এই সমাজে একটি মেয়ে তখনি খুব কষ্ট হয় যখন তার পাশে আপন কেউ থাকে না, নিজের জমিয়ে রাখা কষ্টের কথাগুলো কাউকে বলতে না পারা আরো বেশি কষ্ট হয়।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: একদম সত্যি টা বলেছেন । আপনজন যখোন পর হয়ে যায় তখোন আর কিছু করার থাকে না ।
পাশে অন্তত একজন থাকলেই জীবন এতো কষ্টের হয় না । আপুর একজন বোন থাকলে ভালো হতো ।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে আমাদের মেয়েরা এক সময় বাবার বাসায় এক সময় স্বামী সন্তানের বাসায় জীবন কাটিয়ে দেয়। তাদের নিজের বাড়ি কখনো হয়না।
যাদের জিবনে স্বামী সন্তান আসেনি তাদের অবস্থাতো আরও ভয়াবহ।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০২

নূর-ই-হাফসা বলেছেন: সবার অবস্থা এমন নয় । যার উপর জোর খাটে তার উপর বেশি করা হয় ।
মন্তব্যে অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

ধ্রুবক আলো বলেছেন: শেষের লাইনের সাথে সহমত।

২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৪

নূর-ই-হাফসা বলেছেন: কার জীবন কেমন হবে বলা মুশকিল । আপনজন অন্তত একজন আপন না হলে জীবন দুর্বিষহ হয়ে দাঁড়ায় ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭

কামরুননাহার কলি বলেছেন: লিটন ভাইয়া আপনে একটু রহস্য ভাবে কথাটি বললেন তাই না। আসলে কি বলুন তো ভাইয়া, আচ্ছা আপনার কথাটিই বা কতটুকো সত্যি বলুন তো। আপনে আপনার ঘরের মেয়েটিকে পর বানিয়ে ফেললেন! স্বামী সন্তান বাবা এরা কি মেয়েদের রক্তের সর্ম্প কের কেউ না? শুধু কি আপনারা ছেলেরাই রক্তের সর্ম্পের পুরুষ? জানেন ভাইয়া আমাদের দেশের সমাজে সব থেকে বড় সমস্যা কোনটি। সেটা হলো কিছু লোক অর্থ্যৎ পুরুষ মানুষগুলো না মেয়েদের কে অসহয় চোখে দেখে যার কোন ভিত্তিই নাই।
একটি মেয়ে বাবার বাড়ির অংশীদার, স্বামীর বাড়ির অংশীদার এবং ইচ্ছে করলে একটি মেয়ে তার নিজের টাকায়, বাড়ির মালিক গাড়ির মালিকও হতে পারে। একটি মেয়ে সেকট্রিফাই করে তার ভাইকে সেটা কি আপনার জানা আছে ভাইয়া। আপনার বোন স্বামীর ঘরে গেছে কিন্তু আপনাকে সেকট্রিফাই করে গেছে। তার পাওনা সম্পত্তি আপনাকে খুশি মনে দিয়ে গেছে। এখন বলুন কারা অসহয়?
হা কোন কোন মেয়ের অবস্থা খুব করুন হয়। আপনেও এরকম মেয়েদের মতো করুণ অবস্থার ছেলেদের দেখতে পারবে বাংলার অনেক ঘরে ঘরে। কি বলেন লিটন ভাইয়া আছেনা এরকম ছেলে? আছে অনেক আছে এই বাংলার ঘরে ঘরে। সেসব ছেলেদের ও অবস্থা হয় এরকম মেয়েদের মতো। আমি আমার চোখে এরকম দু’কে দেখিছি আমার গ্রামে। আমার গ্রামে যদি দু’জন এরকম পুরুষ থাকে তাহলে বাংলায় তো আরো হাজার হাজার গ্রাম আছে সেখানেও খুজে দেখবেন এমন অসহয় ছেলেরাও আছে।
শুধু কি মেয়েদের একাই অসহয় ভাবলে হবে লিটন ভাইয়া।

আহারে আমাদের মেয়েরা এক সময় বাবার বাসায় এক সময় স্বামী সন্তানের বাসায় জীবন কাটিয়ে দেয়। তাদের নিজের বাড়ি কখনো হয়না।
যাদের জিবনে স্বামী সন্তান আসেনি তাদের অবস্থাতো আরও ভয়াবহ।


কিছু মনে করবেন না, আমার খারাপ লাগেছে আপনার এই কমেন্টসটি দেখে। তাই বললাম।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

নূর-ই-হাফসা বলেছেন: আশা করছি লিটন ভাই আপনার মন্তব‍্যটি দেখবেন ।
অনেক সুন্দর করে বলেছেন আপু ।

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো স্মৃতিপট থেকে তুলে আনা অমিত স্মৃতিগুচ্ছ। সুন্দর লিখেছেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

২১ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো । ভালো থাকবেন।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইলো ।
অনেক ধন্যবাদ

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: সুমি আপুর কষ্ট কম না। স্মৃতিচারণ করার জন্য ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য ।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,



খুব কি ভালো হয়েছে গল্পের গাঁথুনী ? অথচ আরও একটু ভেবে চিন্তে লিখলে এক অসহায়ার কাহিনী পাঠকের মনে গভীর দাগ রেখে যেতে পারতো ।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১১

নূর-ই-হাফসা বলেছেন: আমি গল্প কখনোই লিখতে পারিনা । তা লিখার জন্য যে চর্চা আর সময় আর ধৈর্য দরকার তার কোনটাই আমার নেই ।
শুধুমাত্র আপুর ঘটনা শেয়ার করার জন্য লেখা ।
আপনাদের পড়ে খারাপ লেগেছে তারপরও যে পড়েছেন তার জন্য ধন্যবাদ ।

২১| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
না, গল্পটি আমার খারাপ লাগেনি । গল্পটা খুব টাচি । কিন্তু আপনার লেখায় তা ফুটে ওঠেনি , সেটাই বলেছি।

লিখতে গেলে তো চর্চা , সময় আর ধৈর্য তো কিছুটা থাকতেই হবে , তাইনা ? ওগুলো কিছুটা জড়ো করে নিয়ে আরও লিখুন । একদিন দেখবেন বেশ পাকাপোক্ত হয়ে উঠেছেন ।

শুভেচ্ছান্তে ।


২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৯

নূর-ই-হাফসা বলেছেন: আবার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

একদিন দেখবেন বেশ পাকাপোক্ত হয়ে উঠেছেন ।
:) এগারো বছর আগে হয়তো কাজে লাগতো । এখন তো বুড়ি হয়ে যাচ্ছি ।
এখন কিছু লিখতে সাবধানী হতে হবে ,বুঝতে পারছি ।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫১

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার লেখার হাত তো বেশ সুন্দর।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: যদিও ভালো না । তারপরও অসংখ্য ধন্যবাদ ।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

আটলান্টিক বলেছেন: দেরি করে ফেললাম।আপনার সুমি আপুর কথা জেনে খারাপ লাগছে :((
আচ্ছা গল্পটা একটু ছোট হয়ে গেল না?

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

নূর-ই-হাফসা বলেছেন: এটা গল্প ভেবে লিখিনি । স্মৃতি কথা হিসেবে লিখেছি ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

জাহিদ অনিক বলেছেন:

হাতে বেল্ড চালাচালি এসব আমি সহ্য করতে পারি না। আমার ব্লাড ফোবিয়া আছে। তাই আপনার গল্পের ঐটুকু দৃশ্য কল্পনা করতে গিয়ে গা শিউরে উঠল।
কিছুক্ষণ ঝিম ধরে বসে রইলাম, তারপরে মন্তব্য লিখবার জনয় ঠিক করলা।

আপনার সেই অদেখা আপুর জনয় দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। এ দায় তার না। সমাজের।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: ক্লাস সেভেনে থাকাকালীন একবার দুই ফ্রেন্ড পেন্সিল কম্পাস দিয়ে হাত কেটে একজন খেলোয়াড় আরেকজন গায়কের নাম লিখেছিল । ঐটা দেখে আমার ও খুব ইচ্ছে হয়েছিল । কিন্তু চেষ্টা করেও পারিনি । :|
হাত পা কাটাকাটি করা এমন পাব্লিক অনেক এ আছে যারা নিজেকে কষ্ট দিয়ে রাগ কিংবা দুঃখ কমানোর চেষ্টা করে । যাদের মেন্টালি সিক বলা চলে ।
হুমম । আপুর জন্য দোয়া করবেন । ওনি এখন অসুস্থ কাজ করার খালার কাছ থেকে শুনলাম ।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

জুন বলেছেন: খুজলে আমাদের ঘরে ঘরে ঐ আপুটার মত এমন মেয়ের দেখা পাবেন নুর-ই- হাফসা । মন ছুয়ে গেল ।
+

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু আরো খারাপ অবস্থায় আছেন এমন ও পাওয়া যাবে ।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য ।

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সামিয়া বলেছেন: অসাধারণ

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: যদিও ব্যাপারটা প্রকৃতিপ্রদত্ত, তারপরও বলতে হয়; কালো আর মোটা হওয়াটা মেয়েদের জন্য অভিশাপ।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: হুমম ঠিক বলেছেন । অনেক টাকা থাকলে তাও কিছু ক্ষেত্রে সমস্যা কম হয় । কিন্তু ঐটা ও না থাটলে বিপদে পড়তে হয় ।
মেয়েরা এখনো বাজারে পন্য হিসেবে মূল‍্যায়িত হয় ।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

উম্মে সায়মা বলেছেন: আহারে। কী দুর্বিষহ জীবন!

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৪

নূর-ই-হাফসা বলেছেন: জীবনের কত রূপ কত ব‍্যাখ‍্যা । তারপরও বলতে হয় এই তো জীবন
অনেক ধন্যবাদ আপু ।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১৯

সুমন কর বলেছেন: ছোট হলেও, ভালো লিখেছেন।

২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে ।

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

শামচুল হক বলেছেন: বাস্তব জীবনেও অনেক ঘরেই এইরকম আপু আছে। ধন্যবাদ স্মৃতিচারণ করার জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক বলেছেন । অনেক ঘরে খুঁজলে মেয়েদের নীরব কষ্ট গুলোর দেখা মিলবে ।

৩১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২১

গুলশান কিবরীয়া বলেছেন: এই আপুটিকে নিয়ে , তথা অসুস্থ সামাজিক চিন্তা নিয়ে বেশ ভালো একটি গল্প হতে পারে। ভালো লিখেছেন। আশা রাখি এই আপুটিকে আপনি জীবন্ত করে তুলবেন একদিন । চলুক লেখালেখি ।

শুভকামনা রইল ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
জি আপু চেষ্টা করবো ।
আপনার জন‍্যও অনেক শুভকামনা রইলো ।

৩২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: সময় চলে যাচ্ছে কোন দিকে বলুন তো!

শাবীবা মানে কি?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০২

নূর-ই-হাফসা বলেছেন: সময় চলে যাওয়া বলতে অনেকেই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হ ওয়া বুঝি ।
আপনি আরো কিছু জানলে বলুন ।
শাবীবা আরবি নাম অর্থ তারুণ্য

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৭

আমি তুমি আমরা বলেছেন: এটা কি গল্প না সত্য ঘটনা?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

নূর-ই-হাফসা বলেছেন: সত্য ঘটনা ।
নতুন গল্প লিখছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.