নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার এক যুগ পূর্তি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪



অবশেষে বারো বছরে পদার্পন করলাম । আজকের দিন টা এমনিতেই সুন্দর ,আর তার উপর যদি হয় এক যুগ পূর্তি । এতো আনন্দ কই রাখি । সবাই কে বসন্তের শুভেচ্ছা ।

শুরুটা বলি, আমি তখন সপ্তম শ্রেনীতে অধ‍্যায়নরত । একদিন রাতে ভাইয়া এসে বলল ,চল তোকে একটা ব্লগে একাউন্ট খুলে দেই ।  আমি বললাম ভাইয়া কি লিখবো আমি? প্রথম পোষ্ট টা ভাইয়াই লিখে দিয়েছিল । সবার মন্তব্য দেখে আমার আনন্দ যেন আর কমে না । কবিতা লেখার ভূত চেপেছিল । ভাইয়া কয়েকটা কবিতার বই এনে দিল । কিছু দিন পড়ার চেষ্টা করলাম । কি কঠিন শব্দ ! দাঁত ভাঙার উপক্রম হলো । নিজেই নিজের মতো যা ইচ্ছে লিখছিলাম । এমনটা চলল এইচ এস সি প্রথম বর্ষ পর্যন্ত ।
স্কুল থাকাকালীন বেশ কিছু দিন খুব নিয়মিত ছিলাম , আম্মুর বকুনিতে ব্লগিং তখোন কমিয়ে ফেললাম । এইচএসসি পর্যন্ত মাঝে মাঝেই ব্লগে এসে ঘুরে যেতাম । এরপর অনেক টা অনিয়মিত ছিলাম । আসতাম আর যেতাম । একসময় এসে দেখি পুরাতন কেউ আর নেই । যাদের রোজ দেখতাম । খানিকটা শূন্যতা অনুভব হচ্ছিল । কিছু দিন একটানা থাকার পর আমার আগের অনুভূতি অনেকটাই যেন ফিরে পেলাম ।

ব্লগে কখনো খুব খারাপ লাগা হয়েছে ভেবেছি চলে যাই, পরোক্ষনে মনে হয়েছে এতো আমার ঘর আমার স্থান , একে ছাড়া থাকা সম্ভব না ।

 ব্লগে কিছু দিতে পারিনি । আমি বরাবরই অনিয়মিতের তালিকায় । তবে ব্লগ আমাকে দিয়েছে অনেকটা । একটা মুহূর্ত ছিল মন খারাপ ব্লগে এসে গল্প পড়ে মন ভালো ।

হয়তো অদৃশ্য কোন মায়ার বাধনে ব্লগ আজও আমাদের জড়িয়ে রেখেছে । এই বন্ধন সকলের হোক আজীবনের ।

মন্তব্য ৭২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪০

কুঁড়ের_বাদশা বলেছেন: এক যুগ পূর্তির শুভেচ্ছা রহিল ! ;)



আপনি তো তাইলে এই ব্লগে নানী ! :)



১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

শায়মা বলেছেন: ১২ বছরের শুভেচ্ছা!!!!!!!!!!!!!! :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: আপু হ‍্যাপি ভ‍্যালেনটাইনস ডে ।
অনেক অনেক ধন্যবাদ

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১০

আমি তুমি আমরা বলেছেন: এক যুগ পূর্তির অভিনন্দন।

কয়েকদিন আগে ব্লগার শামসীর এক যুপ পূর্তি পোস্ট দিয়েছিলেন। দেখা যাচ্ছে ওনার পর আপনিই এক্টিভ ব্লগারদের মধ্যে সবচেয়ে সিনিয়র।

লিখতে থাকুন দুহাতে কিবোর্ড চেপে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: শামসীর ভাই প্রথম পোষ্ট দিয়েছেন । নতুন ভাই এখনো দেন নি । আজ একজন পুরাতন ব্লগার ফিরে এসেছেন ।
যিনি আমার সিনিয়র ব্লগার । ওনিও পোষ্ট দেননি ।
অনেক অনেক ধন্যবাদ ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩২

শকুন দৃিষ্ট বলেছেন: ১২ বচ্ছরের বালিকাকে ১২ টি লাল গোলাপের শুভেচ্ছা। সামু-পথচলা শুভ হোক। ৭ম শ্রেনির ছাত্রীর(অত আগে) একাউন্ট খোলা কি ঠিক!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নূর-ই-হাফসা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ।
ঠিক কিনা জানি না । তবে ঐ সময় টা আমার ভালোই লাগতো ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৫

জাহিদ অনিক বলেছেন:



অনেক অনেক শুভেচ্ছা সিনিয়র ব্লগার !!!!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নূর-ই-হাফসা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ।
অনেক অনেক ধন্যবাদ ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৭

সোহানী বলেছেন: ও মাই গড.. আরেকজনকে পেলাম আমার চেয়ে ও বুইড়া।

এক যুগ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। চলুক এমনি পথচলা সারাবেলা.........................

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু বুইড়া বললেন । :(
আপু অসংখ্য ধন্যবাদ

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।
অনেক ইতিহাসের সাক্ষাী আপনি
শুরুর দিকের কোন কোন ব্লগারের কথা মনে আছে?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

নূর-ই-হাফসা বলেছেন: অনিক, কালপুরুষ, শাওন,কৌশিক, বড় বিলাই, শাহানা আপু, এই আমি, এই আমি মীরা, মেমন , খুশবু, চানাচুর, আমি তুমি আমরা ,আর মনে পড়ছে না ।
বসন্তের শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০

ইসমত বলেছেন: সামুতে ১২ বছর পেরিয়ে ১৩তে আসায় আপনাকে শুভেচ্ছা। শুরুই দিকে ব্লগ সম্পর্কে ধারণা ইন্টারনেট ইউজারদের কম ছিল। আর মাঝে ব্লগার নিয়ে ভিন্ন ব্যাখ্যা ব্লগিংকে প্রশ্নের মুখে ফেলেছিল। আপনার এই পথচলা ঝর্ণার গতিতে চলুক এগিয়ে। আপনার ভাই কি এখানে এক্টিভ ছিলেন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।
ভাইয়া শুরু থেকেই ছিল । ২০১১ পর্যন্ত ছিল ।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক যুগ তো বিশাল একটা সময়। এতো দিন আপনি ব্লগে আছেন এটা খুবই ভালো একটি ব্যাপার। অভিনন্দন। আরো লিখুন। প্রচুর লিখুন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ
আর বসন্তের শুভেচ্ছা ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইলো। ব্লগিং চলুক অবিরত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
আপনার জন্য ও অনেক শুভকামনা

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১১

মিরোরডডল বলেছেন: Congrats!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

নূর-ই-হাফসা বলেছেন: Thanks

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: এই অদৃশ্য মায়ার বাধনটাই ব্লগে বার বার ফিরে আসতে বাধ্য করে।
এক যুগ অনেক সময়! আরও যুগ যুগ সামুর সাথেই থাকুন।
আপনাকেও বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা আপু।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা ।
অনেক ধন্যবাদ । আমরা সবাই ব্লগে অনেক বছর টিকে থাকি সেই শুভকামনা ।

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: একযুগ মানে বিশাল সময়।
আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

নূর-ই-হাফসা বলেছেন: বসন্তের শুভেচ্ছা ।
অনেক অনেক ধন্যবাদ

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

করুণাধারা বলেছেন: অভিনন্দন নূর-ই-হাফসা, আর শুভকামনা সুন্দর আগামীর জন্য।

বারো বছরের কিছু স্মতিচারন করলে ভাল হত। সময়ের অভাব বোধহয়!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

নূর-ই-হাফসা বলেছেন: আপু তেমন কিছু মনে নেই ।
আমি আগে শুধু পোষ্ট করতাম অনেক দিন পর পর । সবাই বড় ছিল বলে মন্তব্য করতে ভয় লাগতো ।
আপু শুভ ভালোবাসা দিবস ।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অভিনন্দন! এক যুগের ব্লগীয় জীবনের সুখের স্মৃতির সাথে যোগ হোক অনাগত ভবিষ্যতের আরও অনেক ভাল কিছু। সর্বাঙ্গীন মঙ্গল কামনায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
আপনার জন‍্য ও অনেক শুভকামনা

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,




ভালোবাসায় ভেজা এমন দিনে এক যুগ পূর্তির আনন্দ কম নয় । এ আনন্দ ধীরে ধীরে বয়ে যাক কালের অসীম সমুদ্রে ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: কেমন করে যেন সুন্দর দিনটিতে এক যুগ পূর্ণ হলো । যদিও১৩ই ফেব্রুয়ারি আমার প্রিয় একটা দিন ।
অনেক অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

ইরফান খাঁন বলেছেন: বসন্তের শুভেচ্ছা বড় আপু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাই

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা !!!
১২ বছর !!!
অনেক অনেক ভালোবাসা নূর;
বর্ষ পূর্তির শুভেচ্ছা ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: জি আপু অনেক বছর হয়ে গেল ।
অনেক অনেক ধন্যবাদ ।
আপনার মনিরা নামে আমার একজন ফ্রেন্ড আছে । কেয়ারিং স্বভাবের । অনেক ভালো ।
আমার দেরী করে আসার একটু অভ‍্যাস আছে, একবার আমাকে এই কারনে বকা দিয়েছিল। তারপর নিজেই সেদিন হেসেছিল ।
আপু বসন্তের শুভেচ্ছা

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

উম্মে সায়মা বলেছেন: ওয়াও! এক যুগ!
অভিনন্দন আপু!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: আমার নিজেরো অনেক আনন্দ লাগছে ।
অনেক ধন্যবাদ আপু ।
বসন্তের শুভেচ্ছা

২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এক যুগ পূর্তিতে অভিনন্দন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনের অনেক বয়স দেখতাছি। আমার চেয়েও আপনি বয়স্কা বেশি। (সামুতে) :P

আমার মোটে ৯ বছর ৯মাস।

যুগপূর্তিতে আপনারে অভিনন্দন জানাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২

নূর-ই-হাফসা বলেছেন: ১২ বছর মোটেও বেশি না । আপনার চেয়ে অবশ্য বড় ।
অনেক অনেক ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা।

২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

পদ্মপুকুর বলেছেন: বয়সে ছোট হলেও সামুতে আপনি আমার সিনিয়র, হ্যাটস অফ বস!
অনেক অনেক অভিনন্দন। ইদানিং ব্লগে আসলে ভালই লাগে। পুরোনো এবং নস্টালজিক সব ব্লগারকে আবারো দেখতে পাই।
আসলে প্রথমদিকের ব্লগটা একটা পরিবার ছিল। তখনকার এক দুজন বাদে কাউকেই বাস্তবে চিনি না, তবুও সবাইকেই খুব আপন মনে হয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনার আর দুই বছর বাকি ।
অনেক অনেক ধন্যবাদ ।
আমি আমার ভাইয়া আর দুই একজন ছাড়া কাউকে তখনও চিনতাম না । এখনোও চিনিনা ।
প্রথম দিকে ব্লগিং অন্য রকম ছিল । কেউ কেউ দৈনন্দিন কাহিনী লিখতো , আর কেউ জীবন কাহিনী, আর কেউ গল্প, কবিতা কেউ , আড্ডা পোষ্ট ও ছিল , রাজনীতি সব এ ছিল ।
এখনো আছে । তবে প্রথম সব কিছুই আলাদা ।
বসন্তের শুভেচ্ছা

২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার জন‍্য ও অনেক শুভকামনা ।
বসন্তের শুভেচ্ছা

২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: অভিনন্দন !! অভিনন্দন !!

শুরুর কথাগুলো জেনে ভালো লাগল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
ভালো লাগল জেনে ভালো লাগলো ।
বসন্তের শুভেচ্ছা রইলো

২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

পার্থ তালুকদার বলেছেন: অভিনন্দন !!
শুভেচ্ছা !!
শুভকামনা !!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক শুভকামনা ।
বসন্তের অনেক শুভেচ্ছা ।

২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা।

অবিরাম চলুক ব্লগিং...........

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
অনেক শুভকামনা ।
বসন্তের শুভেচ্ছা ।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

শকুন দৃিষ্ট বলেছেন: সোহানী বলেছেন: ও মাই গড.. আরেকজনকে পেলাম আমার চেয়ে ও বুইড়া

লেখক বলেছেন: আপু বুইড়া বললেন :(

শিক্ষকঃ আচ্ছা বল্টু, যে মেয়ে কেলাস সেভেনে একাউন্ট খুলিয়া ব্লগে ১ যুগ পুর্তি করিয়াছে তাহার বয়স কত অংক করিয়া বলতঃ
বল্টুঃ এত খুউব সোজা স্যার!!! বাও কি তেও!!!:)
শিক্ষকঃ কেমনে? দেখি তোমার অংকের খাতাটা দেখি!!!

বল্টুর অংকের খাতাঃ
==============
কেলাস সেভেনে মাইয়ার বয়স আছিলঃ ১৩ (১৬ তে এস.এস.সি ইসট্যানডারড্‌ ধরিয়া)
ব্লগে ১ যুগ পুর্তিতে মাইয়ার ব্লগ-বয়সঃ ১২
----------------------------------------------------
ঐ মাইয়ার বয়সের সাব-টোটালঃ ২৫
মেয়েদের লুকাইতে হয় বয়সঃ -১২
---------------------------------------------------
বয়সের গেরান্ড - টোটালঃ ১৩

সো, মাইয়ার বর্তমান বয়সঃ তেও (অবশ্যি, খালাম্মা [উনার মা] কন আও কম)

বিঃ দ্রঃ বল্টু ঐ অংকে ১০/১০-ই পেয়েছিল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫০

নূর-ই-হাফসা বলেছেন: মজার ছিল আপনার মন্তব্য টা । :D
১৩ বছর ভালো বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ ।
আর বসন্তের শুভেচ্ছা

২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

পান্হপাদপ বলেছেন: অনেকটা সময় ।শুভকামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপনার জন‍্য ও অনেক শুভকামনা ।
বসন্তের শুভেচ্ছা ।

২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

প্রামানিক বলেছেন:
এক যুগ পুর্তির শুভেচ্ছা রইল।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
আমার প্রিয় সব খাবারের জন্য আবারো ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।

৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪

মাআইপা বলেছেন: যুগপূর্তি শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
আপনার জন‍্য ও অনেক শুভকামনা ।
আর বসন্তের শুভেচ্ছা ।

৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৯

রোমিও সবুজ দাস বলেছেন: আর মাত্র ১২ বছর। দুই যুগ হয়ে যাবে। সেই দিনের জন্য শুভকামনা রইলো।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

নূর-ই-হাফসা বলেছেন: ততোদিন ব্লগ টিকে থাকুক ।সেই কামনা করি।
আপনার ও এক যুগ হোক ,অনেক শুভকামনা ।
অনেক অনেক ধন্যবাদ ।

৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১০

আটলান্টিক বলেছেন: ক্লাস সেভেন থেকে ব্লগে আছেন :|| ?

আমিতো ক্লাস সেভেনে মোবাইলের ব্যাটারি খুলতেও জানতাম না =p~
তখন ইন্টারনেট স্পিড কিরকম ছিল?
যায়হোক আপনাকে এক যুগ পূর্তির শুভেচ্ছা আপু :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নূর-ই-হাফসা বলেছেন: তখন আমারো মোবাইল ছিল না । তাই আমিও ঐ ব‍্যাপারে অজ্ঞাত ছিলাম ।
ভাইয়ার পিসিতে বসা হতো ।
স্পিড মুটামুটি ছিল ।
অনেক অনেক ধন্যবাদ ।
আপনারো এমন আরো অনেক টা বছর ব্লগে হোক । অনেক শুভকামনা ।

৩৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

শায়মা বলেছেন: মায়াবন বিহারিনী হরিণী

মায়ার বাঁধনে জড়িয়ে থাকো!!!! :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর উপমায় খুশি হয়ে গেলাম । :D :)
আপু অসংখ্য ধন্যবাদ ।
বসন্তের শুভেচ্ছা ।

৩৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

কাছের-মানুষ বলেছেন: বছরপূর্তিতে অভিনন্দন আপনাকে।

এগিয়ে চলুন সামনে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
অনেক অনেক শুভকামনা ।
বসন্তের শুভেচ্ছা

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: এক যুগ কম সময় নয়। ব্লগে আপনার এক যুগ পূর্তিতে আন্তরিক অভিনন্দন!
পুরনো সেই দিনগুলো নিয়ে আরো কিছু স্মৃতিচারণ করুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: আমার বিশেষ কোন স্মৃতি নেই । শুধু মনে আছে যখন খুব মন খারাপ হতো তখন ব্লগ ভালো মেডিসিন হিসেবে দারুন কাজ দিত ।
প্রত‍্যাশাহীন ভালো লাগা গুলো হয়তো এমনি অর্থহীন হয় ।
সারা ১২ বছরে এই প্রথম বার আমি এতো রেগুলার ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।


৩৬| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: মন বিষণ্ন ছিল। শকুন দৃষ্টি'র অংক করা দেখে মন ভালো হয়ে গেল। বয়স বিবেচনায় বোধহয় আমি আপনার সমবয়সী।

আপনি ব্লগের সোনালী যুগের সাক্ষী। ঈর্ষা আপনাকে! আমার ব্লগিং শুরু হয় '১৩ সালের শেষদিকে। তখন অবশ্য পোস্ট দেওয়া হয়নি। '১৫ সালে কিছুটা স্বাচ্ছন্দ্যে ব্লগিং করেছি। এরপর জীবনের রূঢ় বাস্তবতায় অনেকটা অনিয়মিত ছিলাম। এখন আবার কিছুটা নিয়মিত। তবে কেন জানি না ব্লগ আগের মত টানে না।

এক যুগ পূর্তিতে শুভেচ্ছা।

০২ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

নূর-ই-হাফসা বলেছেন: এইটা স্বাভাবিক । সবসময় সব ভালো লাগবে না ।
তবে আগের চেয়ে ব্লগের অবস্থা এখন অনেক ভালো । আগে দুই অথবা তিনজন সমবয়সী ছিল যারা এখন আর নেই ।
এক জিনিস বেশি দিন ভালো না লাগাটাই ঠিক আছে ।
অনেক ধন্যবাদ মন্তব্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.