নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা জড়ানো মুহূর্ত

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৪



প্রায় পাঁচ বছর পর আবার ময়মনসিংহ যাওয়া হলো । অনেক অপেক্ষায় ছিলাম কবে যেতে পারবো, আধো কি যাওয়া হবে । অপেক্ষার অবসান হলো অবশেষে । সেই ট্রেন , সেই ভাঙা রাস্তা অতীত মুহূর্ত যেন আবার ফিরে এলো । অসীম ভালোলাগায় কলেজ প্রাঙ্গনে পা রাখলাম । মেইন যে কাজে গিয়েছিলাম ঘন্টা খানিক খুঁজেও সেই কাগজ অফিসের লোকজন খুঁজে দিতে পারলো না । আমার সাথের ফ্রেন্ড যখন রাগে ফেটে যাচ্ছিল , আমি ভয়ে ভয়ে বললাম কিছুতেই আজ ঢাকা ফিরবো না । আমার ইচ্ছেশক্তি দেখে বেচারি হেসেই সম্মতি জানালো । 

হোস্টেল এ গিয়ে দেখি এলাহি কান্ড ,ফ্রেন্ডরা খালাকে আগেই বলে রেখেছিলো , বিশাল রান্নাবান্না চলছে । ঘুরতে এসে বাসার খাবার!    বরাবরই আমার অপছন্দ ,ঐখানে সরগরম নামে একটা রেষ্টুরেন্ট আছে ,ওনাদের আচারি খেচুরি টা তখোন দারুন ছিল ,সাথে চা টা ছিল চমৎকার । কিন্তু এবার খাবার মান যাচ্ছেতাই অবস্থা , আমার খুশি দেখে ফ্রেন্ডরা কিছু বললনা । চা মুখে দিয়েই মন খারাপ হয়ে গেল ।

বিকেলে অবশেষে এতো বছর পর ফ্রেন্ড দের দেখা পেলাম । আনন্দ অদৃশ্য অশ্রু যেন বয়ে চলেছে । আগের সেই ভালোলাগা , তাই হয়তো বলা হয় প্রথম ভালো লাগা কিংবা স্মৃতি কখনও ভুলবার নয় । কৃষি বিশ্ববিদ্যালয়ে আধা ঘন্টার মধ্যে আমরা ঘুরা শেষ করলাম । সময় যেন দৌড়িয়ে বেড়াচ্ছিল । রাতে নতুন রেস্টুরেন্টে পাস্তা এক্সপেরিমেন্ট । অবশেষে হোস্টেলে ফিরলাম । সবকিছু আগের মতোই আছে , নতুন বলতে কলেজ প্রাঙ্গনে ডিএনএ পার্ক । রাত এগারোটায় সবাই মিলে ডিএনএ পার্ক এ চমৎকার কিছু মুহূর্ত কাটালাম । হোস্টেল ফিরে আরও কিছু ফ্রেন্ড আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হলো । খুশিতে জড়িয়ে ধরে রুমে যেতে বলল , বললাম চা খাবো ,ওরা বললো শাবীবা এখুনি গরম পানি দিচ্ছি, তাড়াতাড়ি আসো । 

রাত সাড়ে বারোটায় আরেক হোস্টেলে গেলাম ,আরেকজনকে দেখা তখনো বাকি ,অবাক হলাম ওর রুম গোছানো দেখে । জড়িয়ে ধরতেই ও বলল শাব্বু তুই আগের মতোই আছিস ।

রাত দুইটা পর্যন্ত চলল গল্প আর লুডু খেলা , অবশেষে মশার কামড় খেতে খেতে আমরা ঘুমিয়ে পড়লাম । বহু দিন পর যেন ভালো একটা ঘুম দিলাম । সকালে বিদায় নিয়ে বাসে উঠা, নিজ গন্তব্যে ফিরার অপেক্ষা । বাস যখোন ময়মনসিংহ ছেড়ে যাচ্ছিল , একরাশ মন খারাপ নিয়ে ভাবছিলাম এই বুঝি শেষ সবাই কে দেখা, আর কখনও কি এতোগুলো মুখ কিংবা মুহূর্ত একসাথে পাবো ! চোখ ছলছল করতেই ফোনে ওরা স্বান্তনা জানালো ।
 
এভাবেই শেষ হলো একটা দিন , যা ছিল অজস্র ভালো লাগার সাক্ষী । প্রথম অনুভূতি গুলো বুঝি এমনি হয় ,হাজার ভালো লাগা পরে এলেও তা কখনও ভুলবার নয় ।

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
প্রথম মন্তব্যে অনেক ভালো লাগা । আবারও ধন্যবাদ ।

২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৫

কলাবাগান১ বলেছেন: DNA park এর পরিস্কার ছবি কি দেখা যাবে? নাকি এটা অন্য ডিএনএ..??

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২২

নূর-ই-হাফসা বলেছেন: ছবি আর তেমন তোলা হয়নি । ওরা ছবি তোলা পছন্দ করেনা ।
এই পার্ক নাকি ছয় মাসের মতো হয়েছে ,হাসপাতালের ভিতরেই ।
অন্য কোথাও ডিএনএ পার্ক আছে কিনা জানি না ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৩| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১২

নতুন বালক বলেছেন: ময়মনসিংহ আমাদের প্রাণের শহর

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: এখানের মানুষ গুলো খুব আন্তরিক ।
কথা বুঝতে একটু সমস্যা হয় । তাছাড়া সবাই ভালো ।
অনেক ধন্যবাদ ।

৪| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

আখেনাটেন বলেছেন: কয়দিন আগেই ময়মনসিংহ গিয়েছিলাম একটি কাজে প্রথমবারের মতো। কৃষি ভার্সিটি দেখে ভালো লেগেছে। তবে শহর অনেক অপরিচ্ছন্ন মনে হয়েছিল। নদীর তীরটা বেশ চমৎকার।

আপনার লেখা দেখে শহরটার কথা মনে পড়ল। ভালো লিখেছেন।

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৭

নূর-ই-হাফসা বলেছেন: স্টেশনের রাস্তা টা খুব বাজে ।
দেখার মতো তেমন কিছু নেই , সার্কিট হাউস যাবার সময় ছিল না । আরেকটা কি জানি পুরাতন বাড়ির জায়গা ছিল ঐখানেও যাওয়া হয়নি । আমার পছন্দের একটা মিষ্টি দোকান ছিল ঐটা খুঁজে পাইনি ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৫| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওখানে খালি ধুলা আর ধুলা। /:)

১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৮

নূর-ই-হাফসা বলেছেন: না অনেক ভালো জায়গাও আছে । ধুলাবালি ঢাকায় ও অনেক ।
তবে গল্প করাটাই বেশি মজার ছিল ।
অনেক অনেক ধন্যবাদ ।

৬| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আমার ময়মনসিংহ কখনো যাওয়া হয়নি।। /:)

আপনার ভ্রমন অভিজ্ঞতা ভাল লাগল।।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৩

নূর-ই-হাফসা বলেছেন: যেয়ে দেখতে পারেন । আরোও অনেক কিছু দেখার আছে ওগুলো একটু বেশি দূরে । আমার জানা নেই ।
অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৭| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: যাওয়ার আগ্রহ বাড়িয়ে দিলেন

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৫

নূর-ই-হাফসা বলেছেন: যেতে পারেন , মানুষ গুলো খুব আন্তরিক ।
অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কাজ শুরু করছেন?

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৬

নূর-ই-হাফসা বলেছেন: জবের কথা বলছেন , নাহ ইন্টার্নি চলছে । দেরী আছে ।

৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছবি গুলো ভালো লেগেছে।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগছে জেনে ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ

১০| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০

সুমন কর বলেছেন: আপনার একদিনের অনুভূতির প্রকাশ পড়ে, ভালো লাগল। পুরনো স্মৃতি আসলেই দারুণ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০

নূর-ই-হাফসা বলেছেন: একদিনের অনুভূতি কিছু দিন আগের ।
জি পুরাতন কিছু স্মৃতি সত্যিই কখনও ভুলা যায়না ।
অনেক অনেক ধন্যবাদ

১১| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: বোন ছবি গুলো সোজা করে আসেনি।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২২

নূর-ই-হাফসা বলেছেন: আমার গ‍্যালারিতে সোজা দেখাচ্ছিল এখানে দেওয়ার পর দেখি সোজা আসেনি । চেষ্টা করেও বারবার বাঁকা আসছিল ।
দুঃখিত ।

১২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: চমৎকারণ স্মৃতিচারণ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

১৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

তারেক_মাহমুদ বলেছেন: ময়মনসিং যায়নি, যাওয়ার ইচ্ছা আছে , সুন্দর পোষ্ট।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৪

নূর-ই-হাফসা বলেছেন: একবার যেয়ে আসতে পারেন । ভোর বেলা যেতে পারলে মাত্র তিন ঘন্টায় পৌছাতে পারবেন ।
অনেক অনেক ধন্যবাদ

১৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: ময়মনসিংহ আমারও স্মৃতির শহর। তিন বছর সেখানে ছিলাম। লোকজন আন্তরিক। দ্রব্যমূল্য সস্তা। বিশেষ করে তাজা মাছ পাওয়া যেত, যা খুব সুস্বাদু ছিল। আর ময়মনসিংহ (জংশন) রেল স্টেশনটার ওপর দিয়েই ছোটবেলায় স্কুল ছুটির সময় দাদাবাড়ী, নানাবাড়ী বেড়াতে যেতাম। স্টেশনে গেলেই সে কথা মনে পড়ে।
মানুষ স্বভাবগতভাবে বড়ই স্মৃতিকাতর!

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনি তিন বছর ছিলেন , তাহলে আপনার তো অনেক স্মৃতি আছে সেখানে । আমি তো মাত্র এক মাস ছিলাম । তাতেই এতো স্মৃতি আমার।
স্টেশন এর রাস্তা টা খুব খারাপ । এইটা ছাড়া বাকি সব ভালো । ময়মনসিংহ এ দেখার মতো কৃষি বিশ্ববিদ্যালয় , সার্কিট হাউস , আর পুরাতন কিসের একটা জানি বাড়ি মনে পড়ছে না ছাড়া দেখার মতো আর কি আছে বলতে পারেন ?
ওনাদের কথা বলার স্টাইল টা ভালো লাগে যেমন আপনার বাড়ি কোনে ? ভাত খাইছুন ।
সুন্দর স্মৃতি গুলো আকড়ে অনেক বছর বেঁচে থাকা যায় ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে

১৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৪

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে। ময়মনসিংহ যাই নি, যেতে ইচ্ছে করছে, আল্লাহ চাহে তো যাব

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬

নূর-ই-হাফসা বলেছেন: জি একবার যেয়ে আসতে পারেন । আশা করি ভালোই লাগবে ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব‍্যে ।

১৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩১

বিএম বরকতউল্লাহ বলেছেন: লেখাটা পড়ে শেষে খাবারের আয়োজন দেখে জিভে পানি এসে গেল।
শর্মে বলতে পারছি না "দাওয়াত দেন"।
ভাল লাগল আর খাবারের দিকে যে কেন মনটা চলে গেল বুঝতে পারছি না।
সুন্দর লেখা আর ছবির জন্য ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:০২

নূর-ই-হাফসা বলেছেন: ছবিতে ভালো লাগলেও টেস্ট আগের মতো একদমই নেই এবার যেয়ে বুঝলাম ,
চা মুটামুটি ছিল , আর পাস্তা ময়মনসিংহ হিসেবে ঠিক আছে ।
আপনি অন্য রেষ্টুরেন্ট গুলোতে অনেক মজার আইটেম পাবেন । অনেক রেস্টুরেন্ট এখন আছে ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে

১৭| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১

জাহিদ অনিক বলেছেন: বাহ! ছিমছাম ভ্রমণকথা

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১৮| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা আমাকে দারুণভাবে স্পর্শ করলো। ময়মনসিংহ নিজের জন্মস্থান বলে কি না কে জানে। অনেকদিন শহর ছেড়ে দূরে আছি। খুব মনে পড়ে!

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনি ময়মনসিংহ এর , ভালো ।
দূরে আছেন বলে নিজ জন্মস্থান নিয়ে লেখা অল্পতে বেশি অনুভূতি জাগায় ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে

১৯| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: খিচুড়ীর ছবি দেখে খিচুড়ীর ক্ষুদা লেগে গেছে !!!

আপা কি করি বলেন, আমি যে খাদ্য ভালোবাসি
আগামীকাল খিচুড়ী হবে বাসায় রান্না
সাথে হাসের ডিমের থাকবে ঝাল ঝাল ভুনা
পোলাউয়ের চাল আর ডাল দিয়ে করবো ঝুনা ঝুনা

আমার রান্নার ঘ্রাণে আশে পাশের সব ফ্লাটের আপা’রা করবেন আফসোস
আর আমি করবো ডিমপোস ।

আপা কি করি বলেন, আমি যে খাদ্য ভালোবাসি ।।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: বাহ! দারুন লিখেছেন তো ।
আজ আমাদের বাসায় ও খিচুড়ি আর মাংস মিক্সড করে রান্না করা হয়েছে ।
বৃষ্টির দিনে খিচুড়ি ভালো জমে তাই না, এখন যে মেঘের তুমুল গর্জনে বৃষ্টি নামে এই বৃষ্টি টা মজার না , ধুলাবালি ছড়াছড়ি থাকে ।
বর্ষাকাল হয়তো উপযুক্ত সময় ।
অনেক অনেক ধন্যবাদ ।

২০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: ফিরে দেখার মজাই আলাদা।আর সেই মজা আমরাও পেলাম।তবে আপনি বোধহয় সদ্য হোস্টেল ছেড়েছেন।
শুভেচ্ছা রইল।

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

নূর-ই-হাফসা বলেছেন: সদ‍্য না । ময়মনসিংহ ছেড়েছি আরো আগে ।
এখন যদিও হোস্টেলে সিট আছে ,বাসা কাছে হওয়ায় থাকা হয়না ।
হুম পুরাতন মুহূর্তে ফিরে যাওয়া দারুন আনন্দের ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব‍্যে ।

২১| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

কালীদাস বলেছেন: ডিনার কৈরা ফালাইছি। কিন্তু আবার খিদা লাইগা গেলু খানাখাইদ্যের ছবি দেইক্ষ্যা :``>>

১৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: ছবিতে ভালো লাগলেও আহামরি মজার ছিল না ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.