নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

আমাদের কি করনীয় ?

২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১০



আপনারা কি লক্ষ্য করেছেন ?বেশ কিছু দিন ধরে ব্লগের পরিবেশ মলিন যাচ্ছে । পোষ্ট হচ্ছে কিন্তু পাঠক নেই । চারিপাশে কেবল শূণ‍্যতা । পাঠকহীন ব্লগ সে তো অর্থহীন ।

হাসি থাকবে ,ঝগড়া হবে তর্ক বিতর্ক হবে তবেই তো ব্লগ জমবে , পাঠক বাড়বে । আমরা নিশ্চিত এমন নীরব পরিবেশ চাইনা ।
ব্লগ আছে কিন্তু তার প্রান যেনো কোথায় বাধা পড়ে আছে । আমাদের কি করনীয় কিংবা কি করা উচিত ভাববার সময় কি এখনো আসেনি ? এমনি ভাবে চললে অনেক ব্লগার হারিয়ে যাবে । হারিয়ে যাচ্ছেও ।

ব্লগ আমাদের অনেকের কাছেই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে । ভালো লাগা যেখানে ঘিরে আছে । আমরা চাই সে তার আগের প্রাণ ফিরে পাক ।
 
এখন আপনারা ভেবে বলুন কি করা উচিত । কেমন ভাবে ব্লগ কে আমরা জাগাতে পারবো ।

মন্তব্য ৯২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৯

মুচি বলেছেন: ব্লগের সেটিংসে পরিবর্তন আবশ্যক। অনেকেই আইডি/ নিক হারিয়েছে, আর আগ্রহ নেই তাই। ব্লগ কাস্টোমাইজেশন অপশন রাখা দরকার যাতে করে নিক/মেইল এসবে পরিবর্তন আনতে পারা যায়।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:১০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো একটা দিক তুলে ধরেছেন । সবাইকেই একবার করে সুযোগ দেয়া উচিত ।
যারা হারিয়ে ফেলেছেন নিক তারা নতুন আইডি খুলে আগের ভালো লাগা কিছুতেই পাবেনা । তাদের কথা ভাবা উচিত ।
কর্তৃপক্ষ এর এই ব‍্যাপার মাথায় রাখা উচিত ।
অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মন্তব্যে ।

২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ভাল একটি বিষয় সামনে এনেছেন আপু, ৩-৪ ঘন্টা একটি লেখা প্রথম পাতায় থাকার পরও অনেক পোষ্ট ১০০ বারও পাঠিত হচ্ছে না।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৩

নূর-ই-হাফসা বলেছেন: সেটাই আলোচিত ব্লগে ২০ অথবা২২ মন্তব্য পড়লেই হচ্ছে ।
সর্বাধিক পঠিত ও অনেক কম ।
সাম্প্রতিক মন্তব্যে তাকালেই বুঝা যায় মন্তব্য কত ধীর গতি তে আগাচ্ছে ।
পোষ্ট এর পর পোষ্ট হচ্ছে পড়ার কেউ থাকছে না ।
অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যে

৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: অবস্থা এক কথায় ছ্যাড়া-ব্যাড়া। দায়সারা প্রতিউত্তর দেয়া এর একটা কারণ হতে পারে।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৬

নূর-ই-হাফসা বলেছেন: এটা সত্যি কথা । অনেকেই শুধু ধন্যবাদ বলেই প্রতিউত্তর শেষ করছেন । যাতে অনেকেই মন্তব্যের ইচ্ছে হারাচ্ছেন ।
কেউ কেউ প্রতি উত্তর ও দিতে চান না ।
অনেক অনেক ধন্যবাদ আরেকটি মূল্যবান পয়েন্ট তুলে ধরার জন্য ।

৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা.... হা.... হা.... আপামনি আপনি এই কি ছবি দিয়েছেন?

এখন ৬৯ জন ব্লগার, ১৬৮৬ জন পাঠক। এটা কি কম?আমার মনে হয়, ব্লগারেরা আত্মকেন্দ্রীক হয়ে যাচ্ছে।

তবে আমিও চাই ব্লগ তার প্রাণ ফিরে পাক। আমরা যেখানেই থাকি, যে দেশেই থাকি, আমাদের মধ্যে একটা বন্ধন থাকুক।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

নূর-ই-হাফসা বলেছেন: তবে আমিও চাই ব্লগ তার প্রাণ ফিরে পাক। আমরা যেখানেই থাকি, যে দেশেই থাকি, আমাদের মধ্যে একটা বন্ধন থাকুক।
খুব সুন্দর একটা কথা বলেছেন ।
কিছু ব্লগার হয়তো থাকতে পারেন ফিক্সড কাউকে মন্তব্য করেন । কিন্তু মন্তব্য সব ধরনের ব্লগার কে করা উচিত ।
বিশেষ করে নতুন দের ।
অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যে ।

৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: আমি পুরনো ব্লগার নই, আবার একেবারে নতুনও নই। আড়াই বছর আগে ব্লগিং এর শুরুতে পরিবেশটা যেমন ছিল, এখন মনে হয় সেটা ততটা সৌহার্দপূর্ণ নয়। আমার দৃষ্টিতে লেখালেখির মানেরও কিছুটা অবনতি ঘটেছে। সেই সাথে ব্লগটা মনে হচ্ছে এর পরিচালকদেরও সুদৃষ্টি হারাচ্ছে।
আমার মতে করণীয়ঃ
যে যতটুকু পারি, সাধ্যমত ভাল লেখা উপহার দেয়ার চেষ্টা করি। পোস্ট করার আগে সাধ্যমত সম্পাদনা করে লেখার মানোন্নয়নের চেষ্টা করি।
অন্যের পোস্ট ভাল লাগলে, কেন ভাল লাগলো তার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে লেখককে উৎসাহিত করার চেষ্টা করি। অন্যথায়, লেখক আমাদের "ভাল লেগেছে"কে রুটিন প্লেজেন্ট্রী হিসেবে ধরে নেবেন, তাতে উৎসাহ পাবেন না।
সাধ্যমত অন্যের লেখা পড়তে চেষ্টা করি। যার যে বিষয়ের লেখা ভাল লাগে, সে বিষয়ের লেখাগুলো থেকেই কয়েকটা মন দিয়ে পড়ার চেষ্টা করি।
যুক্তিপুর্ণ মন্তব্য করি। মন্তব্য করার সময় সৌজন্য ও সৌহার্দের প্রতি সচেতন থাকা জরুরী। অবশ্য এটা যার যার স্বভাবের উপরেও নির্ভর করবে।

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১

নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার মন্তব্য দিয়েছেন ।
ব্লগ আজকাল অভিভাবক হীন হয়ে পড়েছে । যেন দেখবার কেউ নেই । এতো বড় একটা জায়গা ,শত শত অভিযোগ , সমাধান হচ্ছে অত্যন্ত ধীর গতিতে । সত্যিই এটার সমাধান আগে হ ওয়া উচিত ।
এটা ঠিক লেখার আগে একটু ভেবে পাঠানো উচিত । প্রতিদিন অনেক পোষ্ট না করে বিরতি দিয়ে করা উচিত । নাহলে বিরক্তির সৃষ্টি হয় ।
এটাও ঠিক বলেছেন । খুশি করার জন্য না বলে প্রকৃত ভুল ধরে দেয়া উচিত । তবে তা মার্জিত ভাবে । যাতে লেখার আগ্রহ কেউ না হারায়।
প্রতিটি ব্লগার আমাদের ব্লগ পরিবারের সদস্য । সবাই আমাদের প্রিয় এটা বুঝানো উচিত । কেউ কাউকে আক্রমণ করলে আমাদের উচিত সমাধানের পথ খুঁজে দেয়া । আমরা কোন সদস্য কে হারাতে চাইনা ।
অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আর মূল্যবান মন্তব্যে ।

৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ব্লগ জমজমাট করা কোনো ঘটনাই না। এই কাজটা আমি খুব ভালো পারবো। কিন্তু ব্লগে কিছু দুষ্টলোক আছে তারা ব্লগের পরিবেশ নষ্ট করছে। সামুর উচিত আগে তাদের দূর করা। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২০

নূর-ই-হাফসা বলেছেন: আপনি পারলে চেষ্টা করুন ।
ব্লগের পরিবেশ কেউ নষ্ট করতে চাইলে তার সমাধান ও আমাদের করা উচিত ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫২

শায়মা বলেছেন: কারণ আকাশের মন খারাপ! :(

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২২

নূর-ই-হাফসা বলেছেন: আপু আজ আকাশের মন খারাপ হলো কখনো ।
আজ তো ভালোই রৌদ্র ছিল । আকাশ পরিষ্কার ছিল ।

৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ব্লগ???জানতে আসি,স্বল্প যা জানি তা জানাতে আসি।
এই উদ্যোগে ব্যবহার করুন।দেখবেন,জমজমাট হয়ে যাবে।
কিন্তু আমরা এখন,সেলিব্রিটি হতে আসি।তাই ব্লগ পরিবেশ ঠান্ডা। :)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: ব্লগে কেউ বড় লেখক শুরু তে থাকেন না । আগে হয়তো ছিলেন কিছু ব্লগার ।
সবাই লিখতে লিখতে লেখক হচ্ছেন কিংবা হবেন ।
আপনি ভালো বলেছেন । অনেক ধন্যবাদ

৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: কথা ঠিক

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৫

নূর-ই-হাফসা বলেছেন: জি ধন্যবাদ মন্তব্যে

১০| ২২ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,




ব্লগীয় এই ঠান্ডায় গরম গরম কফি দরকার । সহব্লগার খায়রুল আহসান যেমন বলেছেন তেমনি করে গরম করতে হবে এই কফি । আরেক সহব্লগার মুচি র মতো ব্লগের সেটিংসের কিছু ছেঁড়াফাঁটাতে সেলাই দরকার ।
আর দরকার নূর-ই-হাফসার মতো কিছু ব্লগার যারা আমাদের দাবড়ে নিয়ে বেড়াবেন এমনি করে ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:২৯

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর ভাবে অল্প কথায় বলেছেন ।
অনেক অনেক ধন্যবাদ ।

১১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৬

নীল মনি বলেছেন: আবার সবাই ঘুম থেকে উঠবে জেগে, মাতবে প্রাণ গল্প আর প্রাণের সুরে

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩২

নূর-ই-হাফসা বলেছেন: আপনার কথা সত্যি হোক ।
অনেক ধন্যবাদ

১২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নূর-ই-হাফসা আপাই তো পোস্ট দিয়ে হাওয়া হয়ে গেল?:(

ব্লগ মরামরা হবে না, তো দৌড়াবে?X(

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৩

নূর-ই-হাফসা বলেছেন: ভাই প্রতি উত্তর দিয়েছি

১৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১১

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: চারদিন হল এখনৌ পোস্ট পড়ায় হাফ সেঞ্চুরি হল না। শেষ লেখা পঠিত মোটে ৩ বার।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: মন্তব্য করেছি ।
আপনি নতুন ব্লগার আগে পরিচিত হতে হবে , বেশি বেশি অন্য দের পোষ্টে মন্তব্য করুন পরিচিত হতে হবে । শুরুর দিকটা এমন এ কাটে । মন খারাপ করবেন না ।
ধন্যবাদ ।

১৪| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং'এর শুরু ছিল বিস্ফোরণের মত: লিখতে পারার আনন্দ, নিজকে প্রকাশ করার শিহরণ, অন্যকে বলতে পারার আনন্দ, নিজের লেখাকে অন-লাইনে দেখার আনন্দ; সেই ফেইজ পেরিয়ে এসেছেন ব্লগারেরা, এখন পাঠকেরা আগের থেকে সচেতন; অনেক লেখকের লেখা সময়ের সাথে তাল মিলাতে পারছে না; অনেক লেখকের লেখার ষ্টাইল সময়ের সাথে বদলাচ্ছে না, তাঁদের পাঠক কমছে। পাঠক একবার কমলে, সহজে পাঠক পাওয়া মুশকিল, এতে অনেক লেখক হতাশ হচ্ছেন।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪১

নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো ঠিক বলেছেন । সময়ের সাথে কিছু ক্ষেত্রে মানানসই অবশ্যই হতে হয় ।
এখঘেয়েমি লেখা পাঠক গ্রহণ করেনা । সবার উচিত যার যা ভালো লাগে তার তা নিয়ে লেখা । তাহলে অনেক বিষয়ে অনেক কিছু পাওয়া যাবে। যার যেটা পছন্দ মন্তব্য করবে ।
অনেক অনেক ধন্যবাদ

১৫| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: আবার ফিরে এলাম আপনার পোস্টে। আহমেদ জী এস ভাই ডাক্তার মানুষ, এখানেও তিনি ব্লগের ব্যাধি নিরাময়ের লক্ষ্যে ভাল প্রেসক্রিপশনই দিয়েছেন। ব্লগার চাঁদগাজীও ভাল কথা বলেছেন। আমি শুধু আরেকটি কথা যোগ করতে চাই ব্লগ পরিচালকদের নিয়ে। তারা পরিচালক হিসেবে না হোক, অন্ততঃ পাঠক হিসেবেও এ পোস্টে মন্তব্য করে সমাধানের পথ দেখাতে পারেন। আমি মনে করি, ব্লগে তাদের আরেকটু নিবিড় দৃষ্টি এবং মাঝে মাঝে ত্বরিত এ্যাকশন প্রয়োজন।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: সত্যিই অনেকেই অভিযোগ করে সমাধান পাচ্ছেন না ।
ওনাদের ব্লগের প্রতি আরেকটু দৃষ্টি দেয়া উচিত

১৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩৪

শৈবাল আহম্মেদ বলেছেন: যে যার দৃষ্টিকোন থেকে জগৎটাকে একাক ভাবে দেখছে। একাক জন একাক ভাবে দেখছে বিধায় কোন ধরনের জ্ঞানের লোকের সংখ্যা ব্লগে বেশি আছে সেটার উপর ভিত্তি করে ব্লগ মেডরেটররা হয়ত একটা সিদ্ধান্ত নিয়ে থাকবেন।
বলাযায়-একটি গ্রামের অধিকাংশ লোকই খারাপ প্রকৃত্বির। ফলে সেই গ্রামের পাশকরা মেম্বর বা চেয়ারম্যান খারাপ প্রকৃত্বির হওয়াটা স্বাভাবিক। এজন্য এজগতের মানুশ যেভাবে উলট পালট অবস্থায় চলছে! ইচ্ছামত প্রযুক্তির উদ্ভব ঘটিয়ে,একজন আরেক জনের উপর প্রতিশোধ নিতে ব্যস্ত বা একে অন্যের মগজ ধোলায়ের নিত্য নতুন পদ্ধতির সৃষ্টি করে ব্যবসা করছে-সেজন্য সর্বস্তরে জগৎটাকে এমনভাবে চালানো উচিত-যেমনভাবে চললে পৃথিবীর মানুশ এক হয়ে চলতে পারে। কেউ কাউকে না ঠকাতে পারে।

মানুশ-মানুশের কাছ থেকে স্বাধীনতা অর্যনের মাঝে কোন গৌরব থাকতে পারেনা। কোন কাল্পনিক চিত্রের ব্যবসা নয়-ক্ষতিকর কেমিক্যাল ব্যবসা নয়। দুর্নিতির পথে পৃথিবী আপডেট,উন্নত হতে পারেনা। যুক্তিসংগত বাস্তব ডিসিপিলিন এর পথে সকলকে চলার জন্য সিস্টেম বা পদ্ধতি তৈরী করা উচিত।
তাছাড়া আমার মতে ৪৫ বছরের নিচে কাউকে বসের পদে দেওয়া যাবেনা। ধর্ম নিরপেক্ষ ব্যক্তি ছাড়া কাউকে নেতা দেওয়া যাবেনা। লৌকিক যুক্তি ছাড়া সকল পথই গুরুত্বহীন হবে। সঠিক আইনের কঠোর প্রয়গই হবে শ্রেষ্ট বসের বা নেতার কাজ। কেননা বালকদের অনেক জ্ঞান থাকেনা। ছাত্র রাজনীতি দেওয়ার ফলে বাংলাদেশে বালকরা না বুঝে বহু ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং সমাজকে চরম ক্ষতিগ্রস্থ করছে। সকলেই আরো চাই আরো খাই আরো বানাই এর কাজে উত্তেজিত ও বড় গুরুত্তপূর্ণ কাজে যেন খুবই ব্যস্ত হয়ে উঠেছে সকলে। মনে হয় মরে গিয়েও এজৎ ভোগ করতে পারবে তারা।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ভালো বলেছেন ।
পরিচালক হ ওয়ার জন্য কিংবা বস হিসেবে আপনার দেয়া বৈশিষ্ট্য গুলো একদম সঠিক ।
অনেক অনেক ধন্যবাদ । সুন্দর মন্তব্যে

১৭| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার পরামর্শ কী তা তো বললেন না আপু? পোস্ট দিয়ে নিজে অনুপস্থিত থাকলে কিভাবে হবে? আপনার মূল্যবান পরামর্শের জন্য অপেক্ষা করছি। আপনি একটা উপায় বাতলে দিন দেখি। আপনার কথা অনুযায়ী নিজাম ভাই কিন্তু গানের আসর জমিয়েছিলেন।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: আমি সঠিক জানি না বলেই পোষ্ট দিলাম ।
আমি চাই ব্লগ জেগে উঠুক আগের গতিতে । সবাই ভালো ভাবে ব্লগিং করুক ।
অনেক ধন্যবাদ

১৮| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমি অনেকদিন যাবত সামু ব্লগের নিয়মিত পাঠক তো আমি যখন প্রথম আসি তখন সামু ব্লগ উসাইন বোল্টের গতিতে চলত। তাই আমি আইডি খুলে যত সামান্য লেখি ও নিয়মিত ব্লগে ঢু মারি।এখন দেখি শম্বুক গতি। ভাবনার বিষয়।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: সবকিছুরই ভালো খারাপ সময় থাকে । কিন্তু ব্লগে অনেক দিন পাঠক হাহাকারে কাটছে ।
দ্রুত এই সময় কাটুক তার চেষ্টা সবাই মিলে করতে হবে ।

১৯| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

আবু তালেব শেখ বলেছেন: আপনিতো নিজেই উঃ দিলেন পোস্ট দিয়েই হাওয়া হয়ে গেলেন। কমেন্টের উঃ না দিলে ঠিক সময়ে না দিলে জমবে কেমন করে?

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৯

নূর-ই-হাফসা বলেছেন: সব সময় তো ব্লগে থাকা সম্ভব না । মন্তব্য দিতে দেরী হতেই পারে । সেটা সবার বুঝা উচিত ।

২০| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ঠিক, ঠিক! তালেব ভাইয়ের কথা ঠিক।

আমরা যার বাড়ীতে দাওয়াত খেতে আসলাম সেই তো নেই? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামি কাল হরতাল ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০১

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক আছে ভাই আগামী কাল তাহলে হরতাল

২১| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: যাক! মন্তব্য পেলাম, তাই হরতাল তুলে নিলাম।

আমি আড্ডাবাজ মানুষ। যতক্ষণ ব্লগে থাকি নতুনদের মন্তব্য করতে করতে জ্বালিয়ে মারি। এতে কেউ যদি বিরক্তবোধ করে আমি কিন্তু আপনার নাম বলবো। একটা ছড়া লিখেছি---

ব্লগাররা আবার আসুক ফিরে,
ব্লগের এই ছাঁয়া সুশীতল নীড়ে
হয়তো আগের নামে নয়,
অন্য কোন নিকে?

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০৩

নূর-ই-হাফসা বলেছেন: নতুন দের উৎসাহ দিচ্ছেন খুব ভালো এটা ।
ছড়াটা ভালো লিখেছেন ।
অনেক ধন্যবাদ

২২| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একসময় প্রথম আলো ব্লগ খুবই জনপ্রিয় ছিলো।
যেদিন প্রথম আলো ব্লগের সঞ্চালক আমাদের
কয়েকজনকে ডেকে নিয়ে বললেল, নতুনের কাছে
পুরাতন সবসময় গুরুত্ব হারায় তাই প্রথম আলোব্লগ
আর টিকিয়ে রাখা সম্ভব হবেনা। দুঃখ পেয়েছিলাম সেদিন
তবে বাস্তবতাযে কত কঠিন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি।
হয়তে ব্লগের আবেদন একসময় হারিয়ে যাবে। বাস্তবতা মেনে নেওয়া
ছাড়া কোন গত্যান্তর হয়তো থাকবেনা।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:০৭

নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ এখনও পুরাতন হয়নি । মজাটা হয়তো পাচ্ছে না , তাই আসছে না , আবার নাস্তিক নিয়ে ঘটনা গুলো ও একটা কারন ।
আমরা চাইনা এই ব্লগ হারিয়ে যাক । আরো অনেক বছর থাকুক তার চেষ্টা আমাদের করা উচিত ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৩| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

রসায়ন বলেছেন: ভালো পোস্ট হলে অবশ্যই পাঠক আসবে । ফেসবুকের মতো দুই চার লাইন নীতিবাক্য আর জোকস টোকস পোস্ট করলে কে পড়তে যাবে ব্লগে। তবে মনে করি নতুন নিক জেনারেল করতে মডারেটররা আরো ফাস্ট হতে পারে

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১১

নূর-ই-হাফসা বলেছেন: ব্লগ আর ফেসবুকের পার্থক্য বুঝে সবার পোষ্ট করা উচিত । এইটা গুরুত্বপূর্ণ খুব ।

তবে মনে করি নতুন নিক জেনারেল করতে মডারেটররা আরো ফাস্ট হতে পারে
এটা ঠিক বলেছেন । অনেক নতুন রা তাই আগ্রহ হারাচ্ছেন ।
অনেক অনেক ধন্যবাদ

২৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: বর্তমান অবস্থা খুব খারাপ, পাঠক শূন্য, মন্তব্য নেই এবং কর্তৃপক্ষ নিশ্চুপ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১৩

নূর-ই-হাফসা বলেছেন: এই অবস্থা কাটানোর সমাধান এ তো চাচ্ছি । সমাধান বলুন ।

২৫| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৩২

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: একা একা কেও হয়ত ব্লগ ঠিক করতে পারবেনা। তবে এই পোস্ট আশা করি সবার মাঝে সচেতনতা সৃষ্টি করবে কিছু একটা করার।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১৫

নূর-ই-হাফসা বলেছেন: শুধু মন্তব্য করলেই হবে না । কাজেও সেইটা করতে হবে সবার । এখনই সময় সমাধানের ।

২৬| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি সমস্যা নিয়ে লিখেছেন অনেকে সমাধানের কথা বলেছেন। আপনার পোষ্টটি পাঠক প্রিয়তা পেয়েছে। যারা মোটামুটি ভালো লিখার চেষ্টা করছেন তাদের কিছুটা হলেও পাঠক প্রিয়তা আছে।

অপর দিকে ব্লগে কিছু দুষ্ট লোক আছে, যারা বিভিন্ন এঙ্গেলে রিভার্স সুইপ খেলে। এই খেলা খেলতে গিয়ে কখনো দারিদ্রতা, কখনো ধর্ম আবার কখনো আস্তিক নাস্তিক তার ভাব ধরে। এরা প্রকৃত পক্ষে দুষ্ট লোক। এরা নব্য নাস্তিক তার ভাব ধরে চলতে চায়, উদ্দেশ্য ইউরোপ বা আম্রিকা সহজে যদি যাওয়া যায়। এদের কর্মকান্ডে সাধারণ ব্লগারা বিরক্ত। তারা মন্তব্য করতে ভয় পায়। দুষ্টদের দমন করা জরুরী হয়ে পড়েছে।


ধন্যবাদ বিষয়টি সামনে আনার জন্য।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:১৯

নূর-ই-হাফসা বলেছেন: ধর্ম নিরপেক্ষতা থাকা উচিত । কারোও ধর্ম নিয়ে আঘাত করে কথা বলার কারোও অধিকার নেই ।
যারা ব্লগে সমস্যা করছে তাদের চিহ্নিত করুন । ওনাদের ভদ্র ভাবে বুঝিয়ে বলুন । কাজ না হলে মডারেটরের সাহায্য চাইতে হবে ।
অনেক ধন্যবাদ মন্তব্যে

২৭| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৭

ড্যানি বিশ্বাস বলেছেন: এই পোস্টটা এই সময়ের সেরা পোস্ট! একেবারে আসল কথাটা বলেছেন আপনি। আমি বোধহয় কালকেই এরকম কিছু ভেবেছিলাম। আমি মাত্র কয়েক দিন হল এই ব্লগ সাইটে জয়েন করেছি। ব্লগে কখনও আগে না লিখলেও বা ব্লগ না পড়লেও ধারণা ছিল যে ব্লগ খুব জমজমাট জায়গা। প্রচুর মানুষ সেখানে লেখালেখি করে। আর ইদানিং এও ধারণা ছিল যে, কয়েক বছর আগের চেয়ে ফেসবুক এখন অনেক বেশি জনপ্রিয়। ব্লগের চেয়ে ফেসবুকে মানুষের অংশগ্রহণ বেশি। এখন আর ব্লগের সেই সুদিন নাই। ফেসবুক ব্লগের জায়গা নিয়ে নিয়েছে। সেই সুদিন কখনও ফিরে আসবে কিনা তাও কে বলতে পারে?
ব্লগ এখন অনেক কম ব্যবহৃত হয়, এই ধারণা এখানে আই ডি খোলার আগে থেকে থাকলেও, অনলাইনে মাত্র পঞ্চাশজনও ব্লগার থাকবে না এতটা শূন্যতা-নিরবতা আমি কল্পনা করতে পারিনি।

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনি ঠিক বলেছেন এখোন ফেসবুকে জনপ্রিয় হ ওয়া সহজ অনেক । অনেক লাইকস আর কমেন্টস পাওয়া যায় তাই আর ব্লগে লেখালিখি অনেকেই করতে চাচ্ছেন না । আজকাল অধিকাংশ মানুষ জনপ্রিয় হ ওয়ার জন্য লেখালেখি করেন ।
আপনার কথা শুনে আশাহীন হতেই হচ্ছে ।
অনেক অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যে

২৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

উহারা ব্লগে আসেন জনফ্রিয় হতে। জনপ্রিয়তা যাচাইয়ের মাধ্যম হিসেবে প্রচারণা চালাইতে। উহারা এলিট। উহাদের লেখাও এলিট। উহাদের চোখে চন্ডাল কবি, আর কাপালিক লেখক ছোটলোকের জাত। উহারা জ্ঞানের গরিমায় পদ্মা মেঘনা আর বাকি সব খালপাড়ের নর্দমা।


তাই কমেন্ট করিতে নাক সিটকে উঠে!



২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৯

নূর-ই-হাফসা বলেছেন: যখোন কারোও পোষ্ট এ মন্তব্য করার পর প্রতিউত্তর অনেক দিন হলেও আসেনা । তখন আর তাকে মন্তব্য করার ইচ্ছে সত্যিই হয়না । কিছু ব্লগার আছেন নিজের পোষ্ট এর শুধু মন্তব্য করেন অন্য দের না ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে

২৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ২:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার মনে হয়, সরকার যদি এমন একটা আইন করলো যাতে করে ফেসবুকে এক্টিভ ও ইন-এক্টিভ ব্লগাররা বাংলা লেখা পোস্ট করতে পারবে না, তাতেই তো সমস্যার সমাধান হয়ে গেলো!

সব লেখকরা তখন ব্লগে ফিরে আসতে বাধ্য হবেন। সাথে সাথে নতুন ব্লগারও তৈরী হবে!

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

নূর-ই-হাফসা বলেছেন: সরকারের তো আগে ব্লগ পছন্দ হতে হবে । এমনটা হয়তো করা সম্ভব না ।
ফেসবুকে যেখানে জনপ্রিয় হ ওয়া অনেক সহজ সেখানে লোকজন ব্লগে না আসতে চাওয়াটা ই হয়ত স্বাভাবিক ।
আমাদের চেষ্টা করতে হবে ব্লগ যাতে ফেসবুকের মতো সস্তা পরিবেশ না হয় ।

৩০| ২৩ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০১

ফাহমিদা বারী বলেছেন: ক্রিয়েটিভ কিছু পোস্ট দেওয়া যেতে পারে, যাতে পক্ষ বিপক্ষ দুদিকই থাকবে। জমে উঠুক বিতর্ক। ধাধার আসর বসানো যেতে পারে। ছবির মাধ্যমে ধাঁধা জিজ্ঞেস করা যেতে পারে।
অথবা স্রেফ ক্রসওয়ার্ড তৈরি করেই পোস্ট করা যেতে পারে।
হাহ হা।। আইডিয়াগুলো দেখে নিজেরই হাসি পাচ্ছে।
অথবা গল্প.। জমজমাট থ্রিলার গল্প! আমি নাই কিন্তু! কারণ আমার জনরায় জীবনধর্মী! ;)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩০

নূর-ই-হাফসা বলেছেন: আপু আপনার মতো আমিও এমনটাই ভাবছিলাম । যারা এগুলো পারবেন ওনাদের উচিত এগিয়ে আসা । এই দুর্দিন থেকে ব্লগকে রক্ষা করা ।
আপু আপনি সঠিক বলেছেন । হাসির মতো কিছু বলেননি ।

৩১| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২১

নাগরিক কবি বলেছেন: আমি ভাবতেছি এ জন্য ১৩ টা মাল্টিনিক খুলবো :) ;)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৩২

নূর-ই-হাফসা বলেছেন: মাল্টিনিক খুলে কি হবে ? লোকজন বিভ্রান্ত হবে ।
মানুষ তার নিজস্বতা এক নিকে বজায় রেখে চলাই ভালো ।

৩২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০৬

শায়মা বলেছেন: কথা যদি শুরু করি শেষ তো হবে না ...... :P


এখন অনেক কাজ ....

সামনে মহান স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখ এত কথা শুরু করার সময় নাই....


তবে এক সময় ছিলো .....

সকাল ৭ টায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাবার কথা। রাত জেগে পোস্ট দেওয়ায় যখন জেগে উঠলাম পরদিন সকালে উঠে দেখি ৭ টা বাজে। কখন সাজবো!!!!!!!! কখন যাবো!!!!!!!!! ও মাই গড .....


সব কিছু যেমন শেষ হয় এটাও শেষ হলো ...... বা হবে .....

হা হা হা হাফসা আপুনি!!!!!!! :)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: সেটাই ব্লগের কি তবে শেষ সময় চলে এলো ? না আপু ভাবা যাচ্ছে না ...
এতো দিনের ব্লগে যাতে ভাঙ্গন না ধরে সেটাই কাম‍্য ।
আপনার মতো হাসি আনন্দে ভরা মায়াবিনী ব্লগার , তর্কে বিতর্ক জমানো ব্লগার , কৌতুক এ মাতামাতি করা ব্লগার , গল্পের নেশা ধরানো ব্লগার , ঐতিহ্য, ইতিহাস, রাজনীতি নিয়ে লেখা ব্লগার , ভয়ার্ত কিংবা পীশাচ গল্প নিয়ে আতঙ্ক সৃষ্টি কারী ব্লগার , দৈনন্দিন ঘটনা ছন্দে কবিতা লেখা ব্লগার , প্রেম ,হাসি কান্না নিয়ে কবিতা লেখা ব্লগার খুব দরকার ।

৩৩| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,আপি আপনাকে।আমি ব্লগে এসেছি মাত্র দেড়মাস হল, কিন্তু আপনার পোস্টটি দেখে বুঝলাম যে ব্লগের সুদিন এখন আর নেই।আমার কমেন্টের আগে বাঘা বাঘা ব্লগারদের কমেন্ট দেখলাম।আশা করবো দ্রুত ব্লগের সুদিন ফিরে আসুক।
ভাল থাকুন।শুভেচ্ছা নেবেন।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনার আর আমাদের সবার আশা পূর্ণ হোক ।
অনেক অনেক শুভেচ্ছা

৩৪| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫০

সৈয়দ তাজুল বলেছেন:
ড. আব্দুর রহমান আল আরিফী'র লেখা enjoy your life বইটিতে পাঁচজন স্পেনিশ ব্যবসায়ীর কাহিনী লেখা হয়। ঘটনাটি অপ্রাসঙ্গিক না, তবে ব্যাপকতার কারণে এখানে উল্লেখ করা যাচ্ছে না।
আমার মনে হয়, আমরা সামুকে স্তিমিত বলে বলে স্তিমিত করে দিচ্ছি হয়তো। হ্যা, কিছুটা স্তিমিত হতেই পারে বর্তমান রাজনৈতিক বা সামাজিক প্রভাবের কারণে। তবে এতটা না যতটা আমরা বলে বেড়াচ্ছি। শুধু আপনিই না, অনেকেই এমন পুস্ট দিয়েছেন।

আশাকরি, আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় থেকে মননশীল লেখা ও মন্তব্যের মাধ্যমে ব্লগকে এগিয়ে নিতে আরো বেগবান হয়ে উঠবো।


ধন্যবাদ আপনাকে।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: আমিও ভেবেছিলাম সময়টা ক্ষনিকের, কিন্তু না অনেক দিন হলো শীত গেলো বসন্ত ও চলে যাচ্ছে । আগের মতোই থমকে আছে ।
অনেক অনেক ধন্যবাদ ।

৩৫| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট কমে গেছে। আন্তরিকতাও সেরকম নেই

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

নূর-ই-হাফসা বলেছেন: মাঝখানে অনেক দ্বন্দ্ব হয়েছে । অনেকেই চুপসে আছেন । নতুন রা দ্বিধাগ্রস্থ হচ্ছেন ।
পুরাতন রা ব‍্যস্ত হচ্ছেন । আমরা চাই নতুন রা জেগে উঠুক । যাতে আমরা চলে গেলে ওনারা ব্লগ রাঙ্গিয়ে রাখেন ।

৩৬| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

তারেক ফাহিম বলেছেন: আমি কিন্তু পাঠক হয়েই আছি B-)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: তেমন টাই থাকুন সর্বদা । আপনারা আছেন বলেই ব্লগ এখনো টিকে আছে ।

৩৭| ২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: আমারও এই কথাটা মনে হচ্ছিল , কিছুদিন ধরে । তবে আপনার এই পোষ্টের অনেকেই পরামর্শ দিয়েছেন । তাঁদের সাথে আমি একমত ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

নূর-ই-হাফসা বলেছেন: অনেকেই এমনটা ভাবছিলেন । তাই তো সমাধান খুঁজা উচিত ।
অনেক অনেক ধন্যবাদ

৩৮| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

সোহানী বলেছেন: আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা , ব্লগীয় এই ঠান্ডায় গরম গরম কফি দরকার । সহব্লগার খায়রুল আহসান যেমন বলেছেন তেমনি করে গরম করতে হবে এই কফি । আরেক সহব্লগার মুচি র মতো ব্লগের সেটিংসের কিছু ছেঁড়াফাঁটাতে সেলাই দরকার ।
আর দরকার নূর-ই-হাফসার মতো কিছু ব্লগার যারা আমাদের দাবড়ে নিয়ে বেড়াবেন এমনি করে ।

জী ভাই একটা পোস্ট দিলেই ব্লগ গরম হয়ে যাবে................. কফি লাগবে না.............হাহাহাহাহাহা

আর গাজী ভাই দেখি এখন একদম ঠান্ডা, তাই ব্লগও ঠান্ডা................. ;)

২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: একদম ঠিক বলেছেন আপু । আবার তর্ক বিতর্ক । গান গল্প কবিতা ,আড্ডা সব জমজমাট হতে হবে ।
তবে শর্ত থাকবে তর্কে গালাগালি করা যাবে না ।
সব কিছুই ব্লগে থাকতে হবে । যাতে কেউ মনমরা হয়ে হারিয়ে না যায় । কারোও কোন কিছু খারাপ লাগলে অন্য ব্লগার রা সমস্যা সমাধান করবেন । আর মডারেটর দের আরোও ফাস্ট হতে হবে । তবেই তো ব্লগ ফাটাফাটি হবে ।

৩৯| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: নতুনদের দায়িত্ব নিতে হবে। পুরোনোরা তো বিয়ে থা করে প্রচন্ড ব্যস্ত। নতুনরা এদিক থেকে মুক্ত । তারা উদ্যোগ নিলে ভালে করবে ।

২৩ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: নতুন সবাই যে আনম‍্যারিড হবে এমন কথা তো নেই । অনেক মধ‍্যবয়স্ক ও থাকেন ।
দীর্ঘদিন কোনকিছুতে থাকা সম্ভব হয়না । সেক্ষেত্রে পুরাতন রা থমকে যান । সেইখানে যে চলে যাবেন তার স্থান নতুন দের নিতে হবে ।

৪০| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সাধুবাদ জানাই।
একঘেয়েমি কাটিয়ে ওঠার জন্য বৈচিত্র্যময় লেখার পাশাপাশি
মডারেটর মহোদয়দেরও কিছু উদ্যোগ নিতে হবে।
শুভেচ্ছা।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।
আসলেই আমরা চাই ব্লগ সবসময় টিকে থাকুক আর জাগ্রত থাকুক ।
অনেক অনেক ধন্যবাদ

৪১| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:২৮

ড্যানি বিশ্বাস বলেছেন: হাফসা, আরও ভালো একটা কথা যুক্ত করেছেন দেখিঃ- ''পুরাতনরা ব্যাস্ত হচ্ছেন!"

২৪ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: এটা তো সত্যি তাইনা ।
আবার প্রতিউত্তরে অনেক ধন্যবাদ

৪২| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

আমি তুমি আমরা বলেছেন: চিন্তার বিষয়।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫০

নূর-ই-হাফসা বলেছেন: আপনি তো পুরাতন ব্লগার, মনে করে দেখুন তো আগে পরিবেশ কি এমন নীরব ছিল নাকি জমজমাট ছিল আরোও?

৪৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৩

শায়মা বলেছেন: হাফসামনি কি খবর??? B-)

২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: আপু ভালো না । আজকের দিন টা খারাপ যাবে । কালকের দিন টা দারুন ছিল ।
আপনার কি খবর । ব্লগে বোধ হয় সুদিন হালকা হলেও আসছে ।

৪৪| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯

শায়মা বলেছেন: হা হা সুদিন দূর্দিনের ভয় নাই....

এই সুদিন দূর্দিনের খেলা আজীবন চলবে....

তবে অন্য কিছু দেখে আমি একটু বিরক্তিত......

কিন্তু যেহেতু আমার নিজের ইজি কাজে বিজি থাকায় ডুবে আছি তাই বিরক্তি লাস্টিং করছে না হা হা হা .....

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫

নূর-ই-হাফসা বলেছেন: বিরক্তির কারন যদি আমি হই তাহলে বলতে পারেন ।
এই পোষ্ট করাটা কি ভুল হয়েছে ,নাকি অন্য কোন কিছু ?

৪৫| ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯

শায়মা বলেছেন: তুমি বিরক্তির কারণ হবে কেনো!!!!!!!!

#:-S #:-S #:-S


তুমি আমার কত প্রিয় সে কি জানোনা!!!!!!!!!


:) :) :)


আজকে কমেন্টটা কেনো দিয়েছিলাম জানো!!!!!

হঠাৎ মনে হয়েছিলো তুমিই একমাত্র মানুষ এখানে যে নিস্বার্থভাবেই আমাকে ভালোবাসে!!!!! :)

ভালোবাসি ভালোবাসি এই সূরে কাছে দূরে জলে স্থলে বাঁজায় বাঁশি!!!!!

২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: আপু আমি সব ব্লগার কেই ভালোবাসি । আপনিও আমার প্রিয় আপু সেটা তো বলে এসেছিলাম ।
আপনারা আছেন বলে ব্লগে আবার সুদিন আসছে । আবার তর্ক বিতর্ক হচ্ছে ।

৪৬| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১২

বর্ষন হোমস বলেছেন:
ব্লগটা সাটডাউনের অপেক্ষায় আছে।কিন্তু কেউ চিন্তিত নয়............

০৩ রা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯

নূর-ই-হাফসা বলেছেন: এখন কিছু টা উন্নতি হয়েছে । সময় গুলো হয়তো এমনই । কখনও খুব হইচই হবে । কখনও মরামরা লাগবে ।
শুরুতে যেমন টা ছিল তেমন টা হয়তো আর হবে না ।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.