নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানি না

নূর-ই-হাফসা

যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।

নূর-ই-হাফসা › বিস্তারিত পোস্টঃ

দূরত্ব সে তো দূরত্ব নয়

২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১০



সকালের হালকা কুয়াশা মাখা শুভ্রতায় একদিন আগমন ঘটে আন্টি আর তাহার ছানার । তখন সবেমাত্র অ আ ক খ শিখছিলাম । শহরের বদ্ধ পরিবেশে খেলার সাথী পেয়ে আমরা যেনো খুশিতে আত্নহারা । আমি ,আপু আর ওর সারা বাড়ি আর পাড়া জুড়ে ছুটাছুটি আর হাসির বন‍্যায় ভাইয়া পড়লো মহা বিপদে , পড়াশোনা চুলোয় গেলো । আম্মু কেবল বকে ক্লান্ত হতো ।
সব ধরনের খেলা আমরা খেলতাম ,সবার ছোট ছিলাম বলে আমাকে দুধভাত রাখা হতো । আমরা কখনো মেয়েলি হাড়ি পাতিল খেলা, কখনো ছেলেদের গোয়েন্দা গোয়েন্দা খেলা, কখনো আমার আর ওর লাগতো প্রতিযোগিতা । ভাইয়া বলতো দেখি কে আমাকে বেশি ভালোবাসে, শোনা মাত্রই আমি আর ও ভাইয়াকে চিপস খাওয়াতে গিয়ে প‍্যাকেট খালি করে ফেলতাম , আর ভাইয়া বিজয়ের হাসি দিতো । মুরুব্বি কেউ এলে পাকা চুল বেছে দেওয়ার প্রতিযোগিতা লাগতো ।

শুকনা হলে কি হবে, ওর ছিলো ভীষন শক্তি , মারামারি তে আমাকেই হার মানতে হতো । বরাবরই ও ছিল আন্টির আদরের ছানা ,আন্টি ওকে বকা দিয়ে নিজেই কান্না করতো । দিনে দিনে তাই ওর বজ্জাত ভাব বেড়ে গেল । এভাবেই আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম , ওরা আলাদা বাসা নিলো ।

প্রায় ওদের বাসায় যাওয়া কিংবা বজ্জাত টার আমাদের বাসায় আসা ছিল দারুন আনন্দের কাজ । আপুর সাথে মাঝেমাঝে লাগতো ওর তুমুল ঝগড়া । আজ অবধি তাই আপুকে ভয় পায় । দিনভর বকবকানি করে সবার কান ঝালাপালা হতো ।

ক্লাস ফাইভ পর্যন্ত ভালোই চলছিল । একদিন দেখি হঠাৎ ও আমাদের বাসায় আসছে না । আমরা গেলে বই মুখে গুজে রাখতো । ভাবখানা দেখলে গা জ্বলে যেতো । আমরাও যাওয়া কমিয়ে দিলাম । আন্টি নিয়মিত ও কি করছে না করছে সব খবর আম্মু কে জানাতো । আম্মু এসে আমাকে বলতো । ও ভালো রেসাল্ট করলেও জানাতো, কোথায় এডমিট হলো, স্কুলে কি কি হচ্ছে ওর ভালো কথা শুনে শুনে আমরা ক্লান্ত হতাম । মনে মনে রাগ ঝারতাম । এমন হলো ওর নাম শুনলেই অসহ্য লাগতো । আম্মু কে বলে দিলাম ওর নাম আমার সামনে নিবা না ।

এমনভাবে চলছিল অনেক বছর । ক্লাস ফাইভ থেকে আমি তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে । হঠাৎ খবর পেলাম ও অনেক অসুস্থ , আপু আর আমার শুনা মাত্রই মন বিষন্নতায় ভরে গেল । নীরবে চোখের জল ফেলে আমরা তখোন প্রার্থনা করছিলাম ,আমাদের জীবনের বিনিময়ে হলেও ওকে ভালো করে দেও আল্লাহ । অপছন্দ করতাম ঠিক, কিন্তু কখনও তো খারাপ চাইনি ।

ভয়ে ভয়ে একদিন ফোন দিলাম , অবজ্ঞা ভরা গলা ,সহ‍্য হলো না । আপুকে বললাম ওকে আর জীবনেও ফোন দিবোনা ।

একদিন ফেসবুকে বজ্জাত টা রেকুয়েস্ট পাঠালো । ততোদিনে ও পুরোপুরি সুস্থ । জানতে পারলাম ক্লাস সিক্স এ থাকাকালীন কোনও এক আত্মীয় আমাদের বাসায় আসতে বারন করেছিল । আপু আর ভাইয়া যেহেতু বড় তাই আমাকেই দোষী ভাবলো । আমাকেও নাকি ও সহ‍্য করতে পারতোনা ।

দীর্ঘ দিনের ক্ষোভ অবশেষে মিটলো । বছর শেষে ফিরে পেলাম ঠিক আগের আমার ছোট ভাইটি । ঠিক সেই ঝগড়া, মাঝে বাদ পড়লো খেলাগুলো আর সেই সময়গুলো । আমার অল্প তে মন খারাপ হওয়া, অল্প তে কেঁদে বুক ভাসানো ,বোকামি ,সব যেন আমার ভাইটি সহজে বুঝতে পারে আগের মতোই ।কিছুই যেন বদলায় নি । আগের মতোই ওর পাগল অভ‍্যাস গুলো আমাদের হাসির কারন হওয়া সবি আছে ।

শুধু বলবার আছে, ভাই তুই যেখানেই থাক তুই আমার আর আপুর ভীষণ প্রিয় । ভাইয়ার মতোই তোকে আমরা ভীষণ ভালোবাসি । সারাজীবন এমনই পাগল থাক ।






মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৫

শায়মা বলেছেন: ভালো থাকুক ভাই বোন! দুই জন .....

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।

২| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩২

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভকামনা আমার রইল ভাইটির প্রতি।
সুন্দর লিখেছেন।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩

নূর-ই-হাফসা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন‍্য ও অনেক শুভকামনা।

৪| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫০

সেলিম আনোয়ার বলেছেন: অবশেষে ভালো ই হলো। এমন টাই উচিত। +

২৭ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: হুম ভুল বুঝাবুঝি তে সম্পর্ক নষ্ট হয় । কোন উচিতের কথা বলছেন বুঝতে পারিনি ।

৫| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই ও বোনের গল্প ভালো লাগলো

ভালো থাকুক সেই ভাইটি।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
হুমম ও অনেক ভালো থাকুক । ধন্যবাদ

৬| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শৈশব কথা। আবেগ এবং ভালোবাসা মাখা।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: শৈশব মানেই আবেগের ছড়াছড়ি ।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।

৭| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:০০

আহমেদ জী এস বলেছেন: নূর-ই-হাফসা ,



ভালোবাসা যদি থাকে তবে কোনও দূরত্বই দূরত্ব নয় । আপনজনকে ঘিরে শৈশবের ভালোলাগার মনটা যে পরিনত বয়সেও মরে যায়নি তা জেনে ভালো লাগলো (যদি এটা নিছক গল্প না হয়ে থাকে ) ।
অটুট থাকুক বোন-ভাইয়ের ভালোবাসা ।

২৭ শে মার্চ, ২০১৮ রাত ১১:২২

নূর-ই-হাফসা বলেছেন: এইটা সত্যি কাহিনী । অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে ।
ভালো লাগা কিংবা ভালোবাসা প্রকৃত হলে কখনও মরে যায় না । আর চাওয়া পাওয়া হীন সম্পর্ক গুলো সর্বদাই সুন্দর ।

৮| ২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১০

জাহিদ অনিক বলেছেন:


শৈশবের গল্পে বাচ্চারা ছোটাছুটি করছিল, খেলা করছিল। মায়ের বকুনি খাচ্ছিলো।
আহা বাচ্চাদের গল্প। ঠিক যেন আমার জন্যই এই পোষ্ট ! আমি তো এখনও বাচ্চাই !

আপনার সেই ভাইটি ভালো থাকুক। ভাইয়ের এই বোনটিও ভালো থাকুক

২৮ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর-ই-হাফসা বলেছেন: সারাজীবন বাচ্চা থাকার মাঝে আনন্দ আছে । সবার ছোট হওয়ার কারনে আমিও আজীবন পরিবারের কাছে বাচ্চাই থাকবো ।
বড় হ ওয়ার মাঝে ভালোলাগা নেই ।
আপনার সুন্দর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ।
আর ভাই বাচ্চা বলার জন্য সেদিন খারাপ লাগলে দুঃখিত ।

৯| ২৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যিই বড় ভাল লাগল। ভালবাসার বন্ধন।
লেখাটিতে একটি সুন্দর রূপ ফুটে উঠেছে।
ভাল থাকুন।

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১০

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যে । বেশ ভালো লাগলো ।
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা

১০| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপামনি প্রোপিক চেন্জ করলেন কখন???

আগের টা কি খারাপ ছিল:(:(:(

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:১২

নূর-ই-হাফসা বলেছেন: না ভাই ভালো ছিল ।
এইটা ব্লগের প্রথম অথবা দ্বিতীয় প্রোপিক ছিল ২০০৭ এর দিকে হয়তো ।

১১| ২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগের প্রোপিকটার প্রতি মায়া পড়ে গিয়েছে তো তাই:(

শ্রদ্ধেয় চাঁদগাজী একটা দারুন গল্প লিখেছে। :):):) পড়তে আসুন

২৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ । আপনি বলার আগেই পড়েছি ।

১২| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো লাগলো

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.